নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানের খুঁজে... জগত মাঝে। যুক্তি,সঠিক তথ্য,কমন সেন্স এবং প্রমাণের উপর বিশ্বাস রাখি..। https://www.facebook.com/getAhsaan/

সোহাগ আহসান

যুক্তি,সঠিক তথ্য,কমন সেন্স এবং প্রমাণের উপর বিশ্বাস রাখি..।

সোহাগ আহসান › বিস্তারিত পোস্টঃ

মায়েদের কিছু চিরন্তন বানী

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

১। এক কাজ কর মোবাইলের
ভেতরেই ঢুইকা যা।
২। লাটিমের মত আর কত ঘুরবি? এইবার যা
একটু বইটা খোল।
৩। কালকেই ফেরীওয়ালা ডেকে
বইগুলো বেঁচে দিব।
৪। এইবার রেজাল্ট খারাপ হলে রিকসা কিনা
দিব।
৫। খাওয়াইয়ে পড়ায়ে ছাগল মানুষ করতাছি
৬। এত টিপিস তা তর আঙ্গুল ব্যাথা করে
না?
৭। সকাল ৭ টা বাজে আর কত ঘুমাবি!
৮। গোছলে যাইয়া ঘুমাইয়া গেছিলি নাকি?
৯। এই কয়টা ভাত খাইলে মানুষ হওয়া যায়?
১০। এতক্ষন কই ছিলি! আজকে তোর
ওই বন্ধুর বাড়িতেই যা, দেখ তোরে
খাইতে দেয় কিনা।
১১। গন্ধ কিসের রে? বিড়িটিরি খাইছিস
নাকি??
১২। অমুকের ছেলে পারে তুই পারিস
না কে??
১৩। আজকে তোর বাপ আসুক!
১৪। তোর যে অবস্থা এইবার ফেইল
ছাড়া পাস করবি না!
কিন্তু এত কিছুর পরও মা তো মা-.i love you ...মা---,

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

আনিসা নাসরীন বলেছেন: সত্যিই তাই

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১০

সাদা মনের মানুষ বলেছেন: মা সব সময়ই অনন্য

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৮

হাবিব বলেছেন: সত্যি ভাই এই কথা গলো পড়ে চোখেরর জল এসে গেল,কেন জানেন আমি আমার মা এর কাছ থেকে অনেক দূরে আছি।আমার মা বলত কত বিড়ি খাস,আরও অনেক কথা।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৯

ধ্রুবক আলো বলেছেন: মা তো মা
সুন্দর একটা লেখা পোষ্ট করার জন্য আপনাকে ধন্যবাদ অনেক ধন্যবাদ

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩২

মনিরা সুলতানা বলেছেন: হাহাহা
ডায়লগ সব ১৯/২০ সেইম ই হয় ;)
আগে খাইতাম, এখন দেই :)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৫

সোহাগ আহসান বলেছেন: হা হা, কয় জনের মা?

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৫

সুমন কর বলেছেন: ঠিক........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.