নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানের খুঁজে... জগত মাঝে। যুক্তি,সঠিক তথ্য,কমন সেন্স এবং প্রমাণের উপর বিশ্বাস রাখি..। https://www.facebook.com/getAhsaan/

সোহাগ আহসান

যুক্তি,সঠিক তথ্য,কমন সেন্স এবং প্রমাণের উপর বিশ্বাস রাখি..।

সোহাগ আহসান › বিস্তারিত পোস্টঃ

কোল্ডড্রিঙ্ক বাড়িয়ে দেয় কিডনি বিকল হওয়ার সম্ভাবনা ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৪


আপনি যদি অতিরিক্ত কোল্ডড্রিঙ্ক প্রেমী হয়ে থাকেন তাহলে আজই সাবধান হোন। গরমের হাত থেকে বাঁচতে অথবা নেহাতই শখে কোল্ডড্রিংক আপনার রোজকার ডায়েটের অবিচ্ছেদ্দ্য অঙ্গ কোল্ডড্রিংক? তাহলে এবার একটু সাবধান হন। সাম্প্রতিক গবেষণায় প্রকাশ্যে এসেছে কোল্ডড্রিংক (যে কোনও সফট ড্রিঙ্ক) আপনার কিডনির পক্ষে অত্যন্ত ক্ষতিকর। খাবারে প্রয়োজনের অতিরিক্ত চিনিও কিডনির স্বাভাবিক কার্যক্ষমতা হ্রাস করে।
,
জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তাঁদের সাম্প্রতিক গবেষণার মাধ্যমে দেখিয়েছেন দিনে দু`বোতল কোল্ডড্রিঙ্ক প্রোটিনিউরিয়ার (মূত্রের মাধ্যমে অতিরিক্ত প্রোটিনের নির্গমন) কারণ হয়। প্রোটিনিউরিয়া কিডনির স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট হওয়ার নির্দেশক।
,
ওহেই ইয়ামোতোর নেতৃত্বাধীন একটি গবেষক দল তিন ধাপে স্বাভাবিক কিডনি ক্ষমতাযুক্ত ৩৫৭৯জনকে, ৩০৫৫ জনকে ও ১৩৪২ জনকে পর্যায়ক্রমে দিনে শূন্য, এক, একাধিকবার কোল্ডড্রিঙ্ক খাইয়ে দেখেছেন প্রথম ক্ষেত্রে ৮.৪%, দ্বিতীয় ক্ষেত্রে ৮.৯% ও তৃতীয় ক্ষেত্রে ১০.৭% প্রোটিনিউরিয়ায় আক্রান্ত হয়েছেন। প্রায় তিন বছর ব্যাপী এই পরীক্ষাটি চলেছে।
,
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পরীক্ষা করে দেখেছেন কোল্ডড্রিংকে মিষ্টি স্বাদ তৈরি করার জন্য যে পরিমাণ ফ্রুকটোস সিরাপ ব্যবহার করা হয় তা কিডনি বিকল করতে যথেষ্ট। কিডনির কোষ গুলি অতিরিক্ত নুন পুনঃশোষণ করে। এছাড়া এর ফলে ডায়াবেটিস, ওবেসিটি, হাইপার টেনশনও ব্যপক হারে বৃদ্ধি পায়।

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৯

ঢাকাবাসী বলেছেন: ভাল লিখেছেন,বেশ উপকারী পোস্ট।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৯

সোহাগ আহসান বলেছেন: ধন্যবাদ

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৪

সাহসী সন্তান বলেছেন: না খাইয়াও যে থাকতে পারি না ভাই! জীবনে যে জিনিস গুলো সব থেকে বেশি ভক্তি ভরে খাই, দেখতেছি তার সব গুলোই আমাকে কবরের দিকে টানতেছে! এখন থেকে ছাইড়া দেওয়ার অভ্যাস করতে হবে........... :(

ধন্যবাদ পোস্টের জন্য! শুভ কামনা!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০০

সোহাগ আহসান বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৯

সেলিম৮৩ বলেছেন: সঠিক কিছু তথ্য তুলে ধরেছেন তার জন্য ধন্যবাদ।
ভাই, মানুষ এই তথ্যপ্রযুক্তির যুগে অনেক কিছুই জানে কিন্তু ভালো জিনিস কেন জানি অদৃশ্য কারণে গ্রহন করেনা।
সেদিন এক মেডিকেল কলেজের ডাক্তার দেখাতে রুমে ঢুকেই দেখি উনার হাতে টাইগার এনার্জি ড্রিংকস খাচ্ছেন।
ডাক্তার যদি এই করেন তো অামরা পাবলিক অার যাই কােথায়।
সিগারেটের প‌্যাকের গায়ে ধুমপানের সচিত্র পরিণতি প্রিন্ট করা অাছে। তারপরও মানুষ ধোয়া খাওয়া বন্ধ করেনা কেন তার কোন উত্তর নেই।

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪০

আমিই মিসির আলী বলেছেন: ধুরু।
সব মিছা কতা।
এসব কিছু অয় না। সামনে ঈদ। এসব ছাড়া চলবে নাকি!!

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এত কিছু মাথায় রাখলে জীবনটা আর উপভোগই করা যাবে না...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.