নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানের খুঁজে... জগত মাঝে। যুক্তি,সঠিক তথ্য,কমন সেন্স এবং প্রমাণের উপর বিশ্বাস রাখি..। https://www.facebook.com/getAhsaan/

সোহাগ আহসান

যুক্তি,সঠিক তথ্য,কমন সেন্স এবং প্রমাণের উপর বিশ্বাস রাখি..।

সোহাগ আহসান › বিস্তারিত পোস্টঃ

প্রশ্ন উত্তরে ইসলামী জ্ঞানঃ

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০১


সংকলনে: মুহাম্মাদ আব্দুল্লাহ আল-কাফীলিসান্স (হাদীস), মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়
অনুবাদক ও গবেষক, বাংলা বিভাগ, জুবাইল, সৌদিআরব।=========================ভূমিকাঃ ইসলামী জ্ঞান সর্বশ্রেষ্ঠ জ্ঞান। মানুষ দুনিয়াতে যত জ্ঞানই লাভ করুক যদি সে ইসলামী জ্ঞান থেকে দুরে থাকে, তবে সে অজ্ঞই রয়ে যাবে। পরকালের নাজাত পেতে হলে ইসলামী জ্ঞান ও আমল ছাড়া কোন বিকল্প বা উপায় নাই। নবী (সাঃ) বলেছেন, 'জ্ঞানার্জন প্রত্যেক মুসলিম ব্যক্তির উপর ফরয।" (সহীহ ইবনে মাজাহ)১) প্রশ্নঃ আহলে সুন্নাত ওয়াল জামাত কারা?উত্তরঃ যারা আকীদা ও আমলের ক্ষেত্রে কুরআন ও সুন্নাতকে আঁকড়ে ধরে থাকে এবং তার উপর ঐক্যবদ্ধ থাকে। আর সাহাবায়ে কেরাম তথা সালাফে সালেহীনের রীতি-নীতিকে অনুসরণ করে।২) প্রশ্নঃ অবৈধ অসীলার উদাহরণ কি?উত্তরঃ যেমনঃ নবী-রাসূল, ফেরেশতা, ওলী-আউলিয়া ইত্যাদির অসীলা করা। মৃত ব্যক্তির কাছে দু'আ চাওয়াও নিষিদ্ধ অসীলার অন্তর্ভূক্ত।৩) প্রশ্নঃ কবরে বা মাজারে বা কোন পীরের উদ্দেশ্যে মানত করার হুকুম কি?উত্তরঃ শির্ক।৪) প্রশ্নঃ সর্ব প্রথম আল্লাহ তা'আলা নবী (সাঃ) এর নূর সৃষ্টি করেন, একথাটি কি ঠিক?উত্তরঃ না, কেননা এ সম্পর্কে সহীহ কোন হাদীস নাই। জাল (বানোয়াট) হাদীসের ভিত্তিতে অনেকে একথাটি বলে থাকে।৫) প্রশ্নঃ নবী (সাঃ) কি নূর থেকে সৃষ্টি?উত্তরঃ না, আদম সন্তান যে উপাদানে সৃষ্টি, তিনিও সেই উপাদানে সৃষ্টি। (সূরা কাহাফ:১১০)৬) প্রশ্নঃ বিদ'আত দু'প্রকারঃ ভাল বিদআত ও মন্দ বিদ'আত। এ সম্পর্কে আপনার মত কি?উত্তরঃ এরূপ ভাগ করার কোন দলীল নাই। কেননা নবী (সাঃ) বলেছেন, "প্রত্যেক বিদ'আতই ভ্রষ্টতা।" (মুসলিম)৭) প্রশ্নঃ সাইকেল, বাস, ট্রেন, প্লেনে চড়া, বিদ্যুৎ, মাইক ব্যবহার ইত্যাদি কি বিদ'আত নয়?উত্তরঃ না, কেননা একাজগুলো ইবাদত মনে করে সোয়াবের উদ্দেশ্যে করা হয় না। এগুলো দুনিয়াবী কাজ।৮) প্রশ্নঃ বিদআত কাকে বলে?উত্তরঃ সোয়াবের নিয়ত করে যে ইবাদত করা হয়; অথচ তার পক্ষে শরীয়তে দলীল পাওয়া যায় না, তাকেই বিদ'আত বলে।৯) প্রশ্নঃ বর্তমানে প্রচলিত কিছু বিদ'আতের উদাহরণ কি?উত্তরঃ নামাযে মুখে নিয়ত পাঠ, মীলাদুন্নবী উদযাপন, দলবদ্ধভাবে যিকির, কুলখানি, চল্লিশা, খতমে জালালী, খতমে ইউনুস, ফাতেহাখানি, জন্মবার্ষীকি, মৃত্যুবার্ষীকি, শবে বরাত উদযাপন ইত্যাদি।১০) প্রশ্নঃ কুরআনের আয়াত লিখে তাবিজ ব্যবহারের হুকুম কি?উত্তরঃ নাজায়েয। কেননা জায়েয হওয়ার পক্ষে নবী (সাঃ) বা সাহাবা-তাবেঈনের কারো থেকে কোন দলীল নাই। তাছাড়া কুরআনকে এভাবে ব্যবহার করলে, কুআনের অবমাননা হয়।১১) প্রশ্নঃ অসুখ-বিসুখ হলে ঝাড়-ফুঁক করার হুকুম কি?উত্তরঃ কুরআনের আয়াত ও হাদীসের দু'আ পড়ে ঝাড়-ফুঁক করা জায়েয।১২) প্রশ্নঃ নবী (সাঃ) কি গায়েব জানতেন?উত্তরঃ না, তিনি কোন গায়েব জানতেন না। (সূরা-আনআমঃ৫০)১৩) প্রশ্নঃ নবী (সাঃ) কি জীবিত?উত্তরঃ না, তিনি মৃত্যু বরণ করেছেন। (সূরা যমারঃ৩০)১৪) প্রশ্নঃ নবী (সাঃ) কি হাযের-নাযের (অর্থাৎ সবখানে তিনি উপস্থিত হতে পারেন, এরূপ বিশ্বাস করা কি?)উত্তরঃ না, তিনি হাযের-নাযের নন। এরূপ বিশ্বাস করা কুফরী।১৫) প্রশ্নঃ নবী (সাঃ) কি কারো উপকার-অপকারের ক্ষমতা রাখে?উত্তরঃ না। (সূরাঃ জিনঃ২১)১৬) প্রশ্নঃ নবী (সাঃ) এর জন্ম দিবস উপলক্ষে ঈদে মীলাদুন্নবী উদযাপন করার হুকুম কি?উত্তরঃ নাজায়েয, বিদ'আত।১৭) প্রশ্নঃ কোন মুসলমানকে কাফের বলার পরিণতি কি?উত্তরঃ ঐ ব্যক্তি কাফের না হলে, কথাটি যে বলেছে তার উপার পতিত হবে।উপকৃত হলে শেয়ার করতে ভুল করবেন না।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩০

করুণাধারা বলেছেন: উপকারী পোস্ট। ভাল লেগেছে।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩০

বই এর পাগল বলেছেন: ধন্যবাদ ভাইজান

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৭

মাকার মাহিতা বলেছেন: আমার মনে হয়, সঠিক ইসলামী জ্ঞান আহরণের জন্য আরবী ভাষা জ্ঞান জানার কোন বিকল্প নাই। কিন্তু আমি তো মিযান পারি না। কি করব বলেন...?

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৮

খায়রুল আহসান বলেছেন: আল্লাহ রাব্বুল আলামীন যতটুকু জ্ঞান দিয়েছেন, তার উপর ভিত্তি করে এবং আল্লাহতালার ক্ষমার উপর পূর্ণ ভরসা রেখে নিজের বিবেককে প্রশ্ন করে করে ইবাদত বন্দেগী করলে ভুল হবার সম্ভাবনা কম বলে মনে করি, আর ভুল হলেও আল্লাহ'র ক্ষমা পাবার সম্ভাবনা আছে, যদি তাঁর উপরে ভরসা রাখি। বান্দা তার রবের কাছ থেকে সওয়াবের আশা করতেই পারে এবং সে আশায় বিশেষ কোন দিনে বেশী বেশী করে ইবাদত বন্দেগী করলে বিদাত হবে কিনা, সে ফায়সালা আল্লাহ রাব্বুল আলামীন এর কাছেই থাক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.