নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানের খুঁজে... জগত মাঝে। যুক্তি,সঠিক তথ্য,কমন সেন্স এবং প্রমাণের উপর বিশ্বাস রাখি..। https://www.facebook.com/getAhsaan/

সোহাগ আহসান

যুক্তি,সঠিক তথ্য,কমন সেন্স এবং প্রমাণের উপর বিশ্বাস রাখি..।

সোহাগ আহসান › বিস্তারিত পোস্টঃ

স্ত্রীর ভালোবাসা

১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৬


ঘরে ঢুকেই অবাক হয়ে গেল স্বামী । স্ত্রী ব্যাগ গোছাচ্ছে।
.
স্বামী: সে কী! কোথায় যাচ্ছ তুমি?
স্ত্রীঃ বাপের বাড়ি।
স্বামীঃ কেন?
স্ত্রীঃ থাকব না আমি তোমার সঙ্গে।
স্বামীঃ আশ্চর্য! কী অন্যায় আমার?
স্ত্রীঃ আমার বাবা একটা ভুল মানুষের কাছে আমাকে বিয়ে দিয়েছেন।
স্বামীঃ বুঝলাম, কিন্তু আমার ভুলটা কি বলবে তো?
... ... ...
স্ত্রীঃ তুমি একদিনও তাহাজ্জুদ পড় না।
(স্বামী নিশ্চুপ)
স্ত্রীঃ কুরআন তিলাওয়াত তো ছেড়েই দিয়েছ!
(স্বামী নিশ্চুপ)
স্ত্রীঃ কথা ছিল একই প্লেটে খাবার খাব, কথা রেখেছ?
(স্বামী নিশ্চুপ)
স্ত্রীঃ একটাও তো ঠিক মত হচ্ছে না। কেন থাকব আমি তোমার সঙ্গে?
... ... ...
স্ত্রী ব্যাগ হাতে বের হয়ে যেতে উদ্যত।
স্বামী পিছন থেকে স্ত্রীর একটা হাত ধরল।
... ... ...
স্বামীঃ যেও না। একটা সুন্নাত তো মানছি এখনও!
স্ত্রীঃ কোনটা? কোনটা মানছো, বলো?
স্বামীঃ তোমাকে ভালোবাসি। নবীজি আয়েশা রাঃ কে ভালোবাসতেন।
... ... ...
স্ত্রী ব্যাগটা হাত থেকে নামাল। হাসবে না ভেবেও ফিক করে হেসে ফেলল। চোখে গভীর ভালোবাসা এনে তাকাল স্বামীর দিকে।
... ... ...
স্ত্রীঃ তাহলে বাকিগুলো মানছো না কেন?
স্বামীঃ ভালোবাসা দিও। আরও উৎসাহ দিও। এখন থেকে মানব, কথা দিলাম। ইনশাআল্লাহ।
আল্লাহ তায়ালা যেন এমন একটি সুন্দর মনের মানুষকে জীবন সঙ্গী হিসাবে সবাইকে দান করেন।

মন্তব্য ১২ টি রেটিং +৬/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:২২

আবু রায়হান রাকিব বলেছেন: আমীন।

২| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৩

করুণাধারা বলেছেন: আল্লাহ তায়ালা যেন এমন একটি সুন্দর মনের মানুষকে জীবন সঙ্গী হিসাবে সবাইকে দান করেন।


ভাল কথা বলেছেন।

৩| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: আজকাল এমন স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার তবে আমাদেরকেও ভাল হতে হবে।

৪| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫২

অতঃপর হৃদয় বলেছেন: আজকাল ভালোর সংখ্যা কমে যাচ্ছে, তবে একেবারেই যে নেই তা না। আপনি সঠিক পথে থাকুন, ভালো থাকুন দেখবেন আপনার মতই ভালো জীবন সঙ্গিনী মিলিয়ে দিয়েছে।

৫| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:২১

গোধূলির * পথচারী বলেছেন: অনেক ভাল লাগলো।

৬| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫২

ধ্রুবক আলো বলেছেন: অনেক ভাল লাগলো

৭| ১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

রিফাত হোসেন বলেছেন: আমার তেমনি একজন আছে। :) শ্রেষ্ঠতম বলব না তবে অন্যতম অবশ্যয়ই

৮| ১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

কানিজ রিনা বলেছেন: মুমিন স্বামীরাও এভাবে স্ত্রীকে মুমিন করে
তুলতে পারে। শুভ কামনা।

৯| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:০৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: একমাত্র নামাজ কুফর আর মুমিনের মাঝে প্রার্থক্য করে। নামাজ ছাড়ার কোন ওয়ে নেই।

১০| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১:১৩

ডক্টর ওসমান বলেছেন: মিথ। বাস্তবে এমন নারী নেই।

১১| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৪৮

নতুন নকিব বলেছেন:



ভাল লাগল।

ধন্যবাদ।

১২| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫১

নুহাশ রহমান বলেছেন: +++++++++++++++++্

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.