নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞানের খুঁজে... জগত মাঝে। যুক্তি,সঠিক তথ্য,কমন সেন্স এবং প্রমাণের উপর বিশ্বাস রাখি..। https://www.facebook.com/getAhsaan/

সোহাগ আহসান

যুক্তি,সঠিক তথ্য,কমন সেন্স এবং প্রমাণের উপর বিশ্বাস রাখি..।

সোহাগ আহসান › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে করোনার ... নতুন স্ট্রেইন শনাক্ত

১৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:১২


হোমিও চিকিৎসা বিজ্ঞানী ডা. স্যামুয়েল হ্যানিমান (যিনি আগে এলোপ্যাথিতে এম.ডি করেছিলেন এবং ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসার হিসাবে এগারো বছর চিকিৎসাও করেছেন) তিনি এসব টিকা/মিকার ব্যাপারে প্রায় দুইশত বছর আগেই সতর্ক করে গেছেন।
---------------------------------------------------------------
খবর-
বাংলাদেশে করোনার আফ্রিকার নতুন স্ট্রেইন শনাক্ত
বাংলাদেশে করোনার যুক্তরাজ্যর নতুন স্ট্রেইন শনাক্ত
বাংলাদেশে করোনার ব্রাজিলের নতুন স্ট্রেইন শনাক্ত
নতুন স্ট্রেইনে টীকায় কাজ হবে না, দ্রুত ছড়াবে করোনা
ভাই এসব খবর দেখায় লাভ নাই।
আমার টাইমলাইন ঘাটেন,
করোনার যে নতুন স্ট্রেইন আসবে,
সেটা এই টীকায় কাজ হবে না,
এটা বহু আগেই একাধিক বার আমি বলে দিছি।
না, আমি নিজ থেকে বলি নাই,
সাইন্সেই এগুলো আগে থেকেই বলা আছে।
ফ্লু-লাইক ভাইরাসগুলো দ্রুত স্ট্রেইন পরিবর্তন করে,
তাই এখন পর্যন্ত ফ্লু লাইক ভাইরাসগুলোর কোন কার্যকরী ভ্যাকসিন আবিষ্কার হয় নাই।
সুতরাং করোনা ভাইরাসের টীকা দিয়ে কোন কাজ হবে না, এটা অনেক পুরাতন কথা।
কিন্তু সমস্যা হইলো, আপনারা তো সাইন্স পড়া বিজ্ঞানীদের কথায় চলেন না,
আপনার চলেন আটর্সে পড়া বিজ্ঞানী মানে কলা-িবজ্ঞানীদের কথায়।
তারা যখন যে গুজবে হাওয়া দেয়, আপনার সেই গুজবে গা-ভাসায় দেন।
আজকে এই কোম্পানি বলবে অমুক স্ট্রেইনের বিরুদ্ধে আমার টীকা বেশি কার্যকরী,
কালকে অমুক কোম্পানি বলবে অমুক স্ট্রেইনের বিরুদ্ধে আমার টীকা বেশি কার্যকরী,
পরশু তমুক কোম্পানি বলবে, আমার টীকা না নিলে লাশের স্তুপ পড়ে যাবে।
আজ বলবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টীকা, কাল বলবে জনসন অ্যান্ড জনসনের টীকা,
এভাবেই চলতে থাকবে।
আর তাদের কথা শুনে আপনারা একবার এদিক, আরেকবার ওদিক দৌড় দিবেন,
কিন্তু আপনাদের দৌড় কখন শেষ হবে না।
সেই পুরাতন কথা তাই আবার বলতে হয়,
করোনা ভাইরাস কোন নতুন ভাইরাস না,
এটা আবিষ্কার হইছে ৯০ বছর আগে।
এই ভাইরাস একেক সময় একেক স্ট্রেইনে আসে, যা খুবই ন্যাচারাল বিষয়।
আপনি আগে জানতেন না, এখন জানেন।
আজ থেকে ১০-২০ বছর আগেও এই ভাইরাসের আক্রমণকে ভ্যাকসিন কোম্পানির লোকজন মহামারী হিসেবে প্রচার করতে চাইছিলো,
কিন্তু তখন মানুষ সেটা খায় নাই।
কিন্তু এবার সোশ্যাল মিডিয়ার যুগে কিভাবে যেন মানুষ সেটা খেয়ে নিছে।
ব্যস কাজ সারা।
ভ্যাকসিন কোম্পানির বরশির টোপ যখন একবার খাইছে,
এখন তো সেটা গলায় আটকায় গেছে।
এখন সেটা বেরও হয় না, আবার গেলাও যায় না।
পাবলিকের শুধুই জীবন যায় যায় অবস্থা।
কিন্তু কোম্পানিগুলো তাদের লাভ-ক্ষতির হিসাব না শেষ করে ছাড়বে না।
-নয়ন চ্যাটার্জি

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:২৭

অক্পটে বলেছেন: চিন্তার বিষয়!!

২| ১৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩৬

আমি সাজিদ বলেছেন: জ্ঞানের খুঁজে ঘুরে বেড়ান আর নয়ন চ্যাটার্জির লেখা কপি পেস্ট করে ব্লগে দেন।

আপনি এলোপ্যাথি মানে কি বুঝেন আর হোমিওপ্যাথি মানে কি বুঝেন আপনার ভাষায় বলেন তো দেখি।


ফেসবুকের জ্ঞান ব্লগে শেয়ার না দিয়ে নিজের কিছু বলার থাকলে বলুন। নাহয় এ ধরনের পোস্ট বিরক্তির উপাদান হিসেবে কাজ করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.