নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ আমির হুসাইন

আমি শঙ্খনীল কারাগার

ভালো চিন্তাগুলো যখন মনের আঙ্গিনায় ভিড় করে, দুচোখ জুড়ে তখন ঘুমের বারতা। খারাপের মাঝে কাটাই আমি ঘুমহীন অসংখ্য রাত।

আমি শঙ্খনীল কারাগার › বিস্তারিত পোস্টঃ

বাবা,ছেলে ও একটি গাধার গল্প

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৩

বাবা ও ছেলে বিশেষ প্রয়োজনে বাড়ির পোষা গাধাটিকে বিক্রি করার জন্য হাটের পথে যাত্রা শুরু করলো।বাবা,ছেলে ও গাধা তিনজনেই হেটে যাচ্ছে।কিছুদুর যাবার পর তাদেরকে দেখে একজন বলল,



-লোক দুটি কি বোকা।গাধা থাকতে হেটে যাচ্ছে।একজনতো গাধার পিঠে চড়ে আরাম করে যেতে পারে।



বাবা ছেলেকে গাধার পিঠে উঠিয়ে দিলেন।ছেলে গাধারপিঠে আর বাবা হেটে চলছেন।কিছুদুর যাবার পর আর একজন বলল,



-কি বেয়াদব ছেলে।নিজে গাধার পিঠে আরাম করে যাচ্ছে,আর বুড়ো বাপকে হাটিয়ে নিয়ে যাচ্ছে।



এই মন্তব্য শোনার পর বাবা ও ছেলে স্থান পরিবর্তন করলো।বাবা গাধার পিঠে আর ছেলে হেটে।আরও কিছুদুর যাবার পর আর এক ব্যক্তি মন্তব্য করলো,



-কি নিষ্ঠুর পিতা, নিজে গাধার পিঠে আরাম করছে আর মাসুম বাচ্চাটাকে হাটিয়ে নিয়ে যাচ্ছে।



এই মন্তব্য শোনার পর বাবা ও ছেলে দুজনই গাধার পিঠে উঠলো।গাধা চলতে শুরু করলো।কিছুদুর যাবার পর একজন পশু প্রেমিকের নজরে পড়লো তারা।পশু প্রেমিক তাদের দেখে আক্ষেপ করে বলতে শুরু করলো,



-কি অত্যাচার কি অবিচার,একটি গাধা তার উপর আবার দুটি লোক।



বাবা ও ছেলে পড়লো মহা সমস্যায়।কি মুশকিল ! গাধার সাথে হেটে গেলে দোষ ! ছেলে উঠলে দোষ ! বাবা উঠলে দোষ ! দুজন উঠলে দোষ ! এখন কি করা যায় ? বাবা ছেলে দুজন মিলে এক নতুন বুদ্ধি বের করলো।বাঁশ ও রশি জোগাড় করে গাধার চার পা ভালো করে বাঁধলো।তার পর পায়ের ফাক দিয়ে বাঁশ ঢুকিয়ে দিয়ে বাবা সামনে আর ছেলে পিছনে বাঁশ কাঁধে নিয়ে হাটতে শুরু করলো। গাধা রইলো ঝুলে। গাধাকে কাঁধে নিয়ে পুল পার হবার সময় গাধা ভয় পেয়ে চিৎকার করে নড়ে উঠলো। বাবা,ছেলে ও গাধা পড়ে গেলো খালে।গাধার মেরুদন্ড ভাংলো।বাবা ও ছেলের দুজনেরি ভাংলো পা। গাধা আর বেঁচা হলোনা।বাবা ও ছেলে ভাঙ্গা পা নিয়ে ফিরে এলো ঘরে



রি-একটিভ হবার কারনে,অন্যের কথার প্রতিক্রিয়া হিসেবে পদক্ষেপ নেয়ার ফলে বাবা ও ছেলে গাধাকে বিক্রি করতে পারলোনা,নিজেরা আহত হলো।আসলে আপনি যখন নিজস্ব বিচার বিবেচনার পরিবর্তে অন্যের উস্কানিতে বা অন্যের প্ররোচনায় বা অন্যের মন্তব্যের প্রেক্ষিতে বা উত্তেজিত হয়ে পদক্ষেপ নেন,তখন তা ক্রিয়া নয়, তখন তা হয় প্রতিক্রিয়া। আর প্রতিক্রিয়া কখনো ক্রিয়ার মত ফলপ্রসূ হয়না। প্রতিক্রিয়া সব সময় ব্যার্থতা ডেকে আনে।

(সংগ্রহ ঃ কোয়ান্টাম মেথড মহাজাতক)



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.