নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

বাবা হাতটা ধরো

২৮ শে মে, ২০১৮ দুপুর ২:৩৪



হয়তো তুমি বড় হবে
আমার আদর তোমার শরীরে
তখনো ল্যাপ্টে রবে

হয়তো তোমার আঁকার খাতায়
জল রঙের খেয়াল
হয়তো তুমি পেড়িয়ে যাবে
আমার শাসন দেয়াল

হয়ত তোমার আকাশ হবে
অনেক বেশী নীল
হয়তো তুমি আমার মতই
স্বপ্নে রাঙাও ঝিল

হয়তো তোমার ফড়িং গুলো
অনেক দুষ্ট হবে
হাত বাড়িয়ে ধরতে গেলেই
একটু দূরে রবে

হয়তো তোমার সন্ধ্যে গুলো
বিষন্নতায় ভরা
হয়তো তুমি আমার মতোই
আমার ধাঁতেই গড়া

হয়তো তুমি নাছোড়বান্দা
হয়তো একটু ভাবুক
হয়তো তোমার লেখার ভাষা
ছন্দবানীর চাবুক

হয়তো তুমি ভীষণ ভুলো
কিংবা দস্যি ছেলে
ইশকুলে যাওয়ার সময়
বই রেখে যাও ফেলে

হয়তো তুমি ঠোঁটটা বাড়াও
আদর করার ছলে
হয়তো বাবার দাঁড়ির খোঁচা
তোমার নরম গালে

হয়তো তোমার নাটায় হাতে
আকাশ ছোঁয়ার আশা
হয়তো তোমার ইচ্ছে ঘুড়ি
উড়িয়ে দেবার নেশা

হয়তো তুমি গীটার হাতে
ছয়টি তারের খেলা
হয়তো তোমার চারপাশে সব
শব্দ সুরের মেলা

হয়তো তুমি মেঠো পথে
একাই হাঁটতে পারো
হোঁচট খেলে বলবে তুমি-
বাবা হাতটা ধরো!




কয়েক বছর আগে রোজার ঈদের চাঁদ দেখার সময় একটা বিষয় খেয়াল করেছিলাম।
ছোট বেলায় ঈদের চাঁদ গুলো আব্বা দেখিয়ে দিতেন... সেইবার ব্যাতিক্রম হয়েছিলো। নারিকেল গাছের ডালের উপর দিয়ে আব্বা কে চাঁদ দেখিয়ে ছিলাম আমি! গর্বিতবোধ করেছিলাম, বড় হয়ে গেছি ভেবে... কিন্তু পরক্ষনেই মনটা খারাপ হয়ে গেলো... ঝাপসা চোখে চাঁদ টা হঠাত অস্পষ্ট হয়ে গেলো, আব্বা বুড়ো হয়ে গেছেন।

হয়তো আমিও বাবা হবো, বুড়ো হবো! ছেলে আমাকে চাঁদ দেখিয়ে দেবে।
আমি হাঁটতে গিয়ে হোঁচট খেলে ও তখন বলবে, বাবা হাত টা ধরো!!

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৮ দুপুর ২:৫৪

কানিজ রিনা বলেছেন: অসাধারন, সুন্দর কবিতা ধন্যবাদ।

০২ রা জুন, ২০১৮ বিকাল ৩:১০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আপনাকে

২| ২৮ শে মে, ২০১৮ দুপুর ২:৫৯

কাইকর বলেছেন: ভাল লিখেছেন

০২ রা জুন, ২০১৮ বিকাল ৩:১০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:২৩

রাজীব নুর বলেছেন: আমার আব্বার সাথে অনেকদিন ধরে দেখা হয় না। অবশ্য মাঝে মাঝে ফোনে কথা হয়।

০২ রা জুন, ২০১৮ বিকাল ৩:১১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দেখা হয় না কেন ?
ঈদে বাড়ি যাবো , দেখা হবে। :)

৪| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:২৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০২ রা জুন, ২০১৮ বিকাল ৩:১২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে

৫| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৯

কথার ফুলঝুরি! বলেছেন: বাহ! বাবাকে নিয়ে চমৎকার কবিতা। বেশী ভালো লাগল শেষের কথাগুলো।

০২ রা জুন, ২০১৮ বিকাল ৩:১৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হা হা হা অসংখ্য ধন্যবাদ আপনাকে

৬| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৭

আকিব হাসান জাভেদ বলেছেন: বাবা হাতটা ধর
ভাবতেই ভুলে গেছি
নেই তুমি পাশে
চলে গেছো চিরতর।

সুন্দর কবিতা। সাজানো কথ্য কাব্য।

০২ রা জুন, ২০১৮ বিকাল ৩:১৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ

৭| ২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৬

সোহাগ তানভীর সাকিব বলেছেন: বাবা হলো সেই ব্যক্তি যে, ভালোবাসে বেশি কিন্তু প্রকাশ করে কম"।

০২ রা জুন, ২০১৮ বিকাল ৩:১৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঠিক বলেছেন ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.