নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

রক্ত ঝরুক পদ্ম ফুলে!

১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৯



লিমনের জন্য সুর হয়েছে
গীটার হাতে ঝাঁকরা চুলে
গদ্যসুরে গান হয়েছে
রক্ত ঝরুক পদ্ম ফুলে!


পাথুরে সময় ভিজবে নাকো
রক্ত সেতো যতই ঝরুক
অন্ধ আমার বন্ধ বিবেক
মানুষ গুলো মরছে মরুক!


সাম্যবাদের মন্ত্র গুলি
হাতছানি দেয় তোমায় আমায়
শরীর ঝোলে গাছের ডালে
তোমার আমার কি আসে যায়?


হায়না গুলো রক্ত খোঁজে
আমি খুঁজি বাঁচার নেশা
আমার দুখান পা রয়েছে
মন ভোলানো আমরা পেশা!


হায়না গুলো শুকর হবে
করবে ওরা লিভটুগেডার
পা দুটি মোর ভীষন প্রিয়
হাঁটছি দেখো দিব্যি দেদার।


রাষ্ট্র আমার যাই ই বলুক
সন্ত্রাসী টা ওদের মানায়
পা টা তোমার ভীষন বখা
বৃথায় শুধু রক্ত ঝরায়!

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৩

শাহরিয়ার কবীর বলেছেন:

কবিতা ভালো লিখেছেন+

১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ জানবেন।
শুভেচ্ছা রইলো

২| ১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: কবিতার মাধ্যমে সুন্দরে প্রতিবাদ জানিয়েছেন।
কই অনেক বুদ্ধিজীবি তো এক লাইনও লিখে নাই।

১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: " মায়ে কয়, আমি তার সুন্দর শাদা দাঁত দেইখা
মাথার খুলিটা চিনবার পারছি।
সুন্দর শাদা দাঁত
মাটিতে কামড় দিয়া আছে,
সুন্দর খয়েরি চোখগুলাও
ভইরা ছিল মাটিতে,
মজবুত শাদা হাড়গুলি
আগে তো হাতই আছিল,
যেই হাত দিয়া অয়ে কোনো মাইয়ারে আদর করে নাই।
এখন মাটিরে আদর করতাছে
অর মজবুত শাদা হাড়গুলি।
হের নূরের মতো কচি দাঁতগুলি
মাটির ভিতরে পোঁতা।
বসন্তে নবান্ন আনে এই জমিন।

এই পাষাণ কঠিন মাটি
তার আন্ধার চোয়ালে সবাইরে গিল্যা নেয়।
বুইড়া মাইনষের মরণ বেজায় কঠিন।
আরো কঠিন ওই সুন্দর চোখগুলির
ফসল গজানোর নবান্নের দিন,
চোখগুলা কোনো দিন উদাম মেয়েলোক দ্যাখে নাই।
কোনো মাইয়াও কোনোদিন
ফিশফিশায়ে চুমু খাইতে খাইতে অরে কয় নাই:
আমি তোমার
(ওই চোখ আসলে কিছুই দ্যাখে নাই)
ওই চোখ থাইকা কি গজাইব কিছু
নিষ্ফলা নবান্নের কালে এই পাষাণ মাটিতে?

তোরে মনে পড়ে, ভাই।
আমাগো মা তোর শাদা দাঁত চিনছিল
তোর দামাল সুন্দর দাঁত,
অপ্রসূতি পৃথিবীর নবান্ন ফসল। "

-------- ফারুক ওয়াসিফ ।
১২.০৭.১৮ তারিখে ফারুক ওয়াসিফ এর কলাম পড়লাম প্রথমআলোতে ।
স্লেভেনীয় কবি ডেন জাইচ এর কবিতাটি তিনি প্রকাশ করেছেন। আমার মাথায় ঘুরছে ঘুরছে খুব।

৩| ১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩২

এ.এস বাশার বলেছেন: দারুন প্রতিবাদ।

১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ ভাই। আসলে আমি খুব সাদাসিধা আবেগী একটা মানুষ। প্রতিবাদ ট্রতিবাদ কিছুনা।
ভালো থাকবেন আপনি ।

৪| ১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৩

লাবণ্য ২ বলেছেন: চমৎকার!

১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ জানবেন।
শুভেচ্ছা রইলো

৫| ২৮ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৮

মিথী_মারজান বলেছেন: দারুণ লিখেছেন।
রক্ত ঝরুক পদ্মফুলে - অসাধারণ!
অনেকদিন মনে থাকবে লাইনটা।

ফারুক ওয়াসিফের কবিতাটাও দূর্দান্ত লেগেছে।
শেয়ার করার জন্য থ্যাংক্স।

০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ মিথী আপু। দেরিতে প্রতিউত্তর দিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.