নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

জ্যান্ত টুপি (আমার সোভিয়েত শৈশব)

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩১

অদ্ভুত সুন্দর ছবি সম্বলিত শৈশবের মিষ্টি গল্পটি আজ স্মৃতির রঙিন মলাট থেকে বের করছি।
এর আগে দুটো রাশিয়ান গল্প পোস্ট করেছি পড়ে দেখতে পারেন।


এক.


দুই.



তিন.




চার.



পাঁচ.


ছয়.


সাত.


আট.


নয়.


দশ.

এগারো.

বারো.


তেরো.


শেষ.


লেখক : নিকোলাই নোসভ
অনুবাদ : ননী ভৌমিক
ছবি এঁকেছেন : ই. সেমিওনভ




আমার কথা :
আমি যখন ছোটবেলায় অনেক অসুস্থ থাকতাম সেই সময় এই বই গুলো আমার মাথার কাছে রাখা থাকতো। পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে যেতাম ! স্বপ্নে চলে যেতাম রাশিয়ান বুলভার থেকে কোনো নির্জন চকে।

সুন্দর ছবিগুলো তে আর লেখায় সম্ভবত একটা মোহ ছিল যা আজও কাটেনি।
কিংবা স্মৃতিকাতরতা খুব জ্বালায় আমাকে।

আগেও আমার সোভিয়েত শৈশব শেয়ার করেছি। নিচের লিংক থেকে পড়তে পারেন।
ধীরে ধীরে আরো শৈশব ভাগাভাগি করা হবে। ভাগাভাগিতে আনন্দ আছে।

আরো সোভিয়েত শৈশব :

১। সাত বন্ধু ইয়ুসিকের - ( আমার সোভিয়েত শৈশব )
২।রূপের ডালি খেলা - (আমার সোভিয়েত শৈশব)
৩। জ্যান্ত টুপি (আমার সোভিয়েত শৈশব)
৪।সভ্য হওয়া - (আমার সোভিয়েত শৈশব)
৫। মালপত্র (আমার সোভিয়েত শৈশব)
৬।শেয়ালের চালাকি ১ (আমার সোভিয়েত শৈশব)

শৈশব ফিরে এলোঃ
দেখুনতো এখানে আপনার শৈশব পান কিনা। আমার শৈশবের হারিয়ে যাওয়া বই গুলো সাথে ফিরে পেলাম শৈশব । এই পোস্টের ছবিগুলো এখান থেকেই নেয়া । আমার হারিয়ে যাওয়া বই।
শৈশব ফিরে এলো

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৪

রাজীব নুর বলেছেন: ভাস্কা !!
সুন্দর নাম।
এই নামের অর্থ কি?

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: নামের অর্থ জানা দরকার।
ভাস্কা , ইভান , নিনকা ,ভেনিয়া , ভাদিক , ইয়ুসিকে কিংবা ববিক ! সব নাম গুলোই সুন্দর।
আসলে সোভিয়েত সাহিত্যের সব সুন্দর! :)

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৭

চাঙ্কু বলেছেন: হুম

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হমমম :)

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩২

জাহিদ অনিক বলেছেন: বাহ !!!!!!!!

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ ! আপনাদের একেকটা "বাহ্ " তেই আমার হাজার অনুপ্রেরণা।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৫

কথার ফুলঝুরি! বলেছেন: এই বৃদ্ধ বয়সে শৈশবের গল্প পড়ে ভালো লাগলো সৌরভ ভাইয়া ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শরীরের বেড়েছে বয়স কিন্তু মন ?

ধন্যবাদ আপনেকে। আমাদের মত ছোটদের জন্য আরো শৈশব আছে, পড়তে পারেন।

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৩

লোকনাথ ধর বলেছেন: এই গল্পটা আমি এক স্যারের কাছে শুনেছিলাম। তখন সোভিয়েত এর গল্প কি জিনিস জানতামই না। ভালো লাগলো।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আপনাকে। সোভিয়েত লেখা আর ছবিগুলোতে আলাদা কিছু আছে ! :)
অন্য পোস্ট গুলো পড়তে পারেন।

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ। ছোটবেলা এমন চিত্রসহ-গল্প আমাকেও টানতো। এখনো চোখে পড়লে মনদিয়ে পড়ি।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনাকে ধন্যবাদ। আমাদের মতো ছোটদের জন্য আরো লেখা শেয়ার করেছি। শৈশব বেঁচে থাকুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.