নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

মালপত্র (আমার সোভিয়েত শৈশব)

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭


বইটি আব্বা আমাকে নিয়ে দিয়েছিল। তখন বানান করে পড়ছি কেবল। শীতের সকলে মিষ্টি রোদ আমার নরম গালে আলতো ছোঁয়া দিতো। আব্বা ছুটির দিনে নিজেই পরে শোনাতেন।
শৈশব গুলো রাশিয়ান বইয়ের সাথে মিষ্টি রোদ কিংবা আরো অনেক আবেগ জড়িত।সব কিছু প্রকাশ করা যায়না , হয়ে উঠে না আসলে।
আমাদের সেই খড়ের ঘরের কথা মনে খুব, সেই ঘরের জানালার শিক ধরে বাইরের আকাশ দেরি আর সোভিয়েত রাজত্বে পারি দেই ...রাশিয়ান শীতের পোশাকে। বইয়ের মত সে গুলোও অনেক প্রিয় যে !

অদ্ভুত সুন্দর ছবি সম্বলিত আমার সোভিয়েত শৈশবের মিষ্টি গল্প গুলো ধীরে ধীরে স্মৃতির রঙিন মলাট খুলে বের করছি।

মলাট:


এক.



দুই.



তিন.


চার.


পাঁচ.


ছয়.


সাত.


আট.


নয়.


দশ.


এগারো.


শেষ.







আমার কথা :
আমি যখন ছোটবেলায় অনেক অসুস্থ থাকতাম সেই সময় এই বই গুলো আমার মাথার কাছে রাখা থাকতো। পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে যেতাম ! স্বপ্নে চলে যেতাম রাশিয়ান বুলভার থেকে কোনো নির্জন চকে।

সুন্দর ছবিগুলো তে আর লেখায় সম্ভবত একটা মোহ ছিল যা আজও কাটেনি।
কিংবা স্মৃতিকাতরতা খুব জ্বালায় আমাকে।

আগেও আমার সোভিয়েত শৈশব শেয়ার করেছি। নিচের লিংক থেকে পড়তে পারেন।
ধীরে ধীরে আরো শৈশব ভাগাভাগি করা হবে। ভাগাভাগিতে আনন্দ আছে।


ছবিঃ https://sovietbooksinbengali.blogspot.com/ (রাশিয়ান শৈশবের সম্ভার!)





আরো সোভিয়েত শৈশব :

১। সাত বন্ধু ইয়ুসিকের - ( আমার সোভিয়েত শৈশব )
২।রূপের ডালি খেলা - (আমার সোভিয়েত শৈশব)
৩। জ্যান্ত টুপি (আমার সোভিয়েত শৈশব)
৪।সভ্য হওয়া - (আমার সোভিয়েত শৈশব)
৫। মালপত্র (আমার সোভিয়েত শৈশব)
৬।শেয়ালের চালাকি ১ (আমার সোভিয়েত শৈশব)

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪

অপ্‌সরা বলেছেন: শুধু কিনা পথের সময়ে
ছোট ছানা গেছে বড় হয়ে!!!!!!

হাহা হা হা হা

এটা আগে পড়িনি....

পড়েছিলাম কেলে ভূত...... রঙ মেখে যে ভূতের মত হয়েছিলো। মা গোসল করতে বললে করতো না। শেষে বৃষ্টি এলো। সব ছেলেরা রাস্তায় নৌকা ভাসাতে লাগলো। কেলেভূতও দৌড়ালো। বৃষ্টির পানিতে তার গা বেয়ে নামলো লাল নীল হলুদ সবুজ যত রঙ।

সব্বাই হুল্লোড়ে সেই রঙ নিয়ে ছবি আঁকতে বসলো ...... হাহাহাহা

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শুধু কিনা পথের সময়ে
ছোট ছানা গেছে বড় হয়ে ! :)

আচ্ছা আপনি কোন বইটার কথা বলছেন, ধরতে পারছিনা।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮

অপ্‌সরা বলেছেন: কেলেভূতের কথা বলছি যার গল্প বললাম তবে এটা নয় মনে হয় .....

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমিও ধরতে পারছিনা। দাঁড়ান মনে করি

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

কাওসার চৌধুরী বলেছেন: সৌরভ ভাই, কেমন আছেন? আশা করি ভালই আছেন৷আজকের পোস্টটা আমার দারুণ ভাল লেগেছে৷+++ ভাল থাকবেন৷

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো আছি কাওসার ভাই। আপনি কেমন আছেন ?
রাশিয়ান গল্প গুলো পোস্ট দিচ্ছি, আপনার ভালো লাগছে জেনে ভালো লাগলো। আশা করি পাবেন। বাকি গুলো পড়বেন এবং মন্তব্য করতে ভুলবেন না যেন। :)

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২১

শিখা রহমান বলেছেন: নস্টালজিক করে দিলো আপনার পোস্টটা। সময় নিয়ে আপনার বাকী লেখাগুলো পড়তে হবে।

শুভকামনা। ভালো থাকবেন।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আপনাকে । বাকি গুলো পরে ফেলুন। আরো লেখা আসছে। ভালো থাকবেন।

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩০

রাজীব নুর বলেছেন: গতকাল আপনার এই পোষ্ট পড়েছি। এবং মন্তব্যও করেছি। কিন্তু এখন দেখছি মন্তব্যটা নাই। ঘটনাটা কি?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঘটনা আমিও বুঝতে পারছিনা নূর ভাই। যদিও আমি আপনার মন্তব্যটা খেয়াল করিনি। :(

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৮

মলাসইলমুইনা বলেছেন: বই পড়তে পারতো যে হাতিটা ওর নাম যেন কি ছিল ? ও মনে পড়েছে হৈটি টোইটি না ? ওর গল্পটা পড়েছিলেন ছোট বেলায় ? আমার পড়া প্রথম ও মজার সাইন্সফিকেশনগুলোর একটা I এটার গল্পটা আবার বলুনতো যদি থাকে । আর "চলো সোভিয়েত দেশ বেরিয়ে আসি" বইটা থাকলে ওটার কভারের একটা ফটো দেবেন প্লিজ ! এক জনম মনে হয় দেখিনি কভারটা । দেখতে পেলে শিওর খুব ভালো লাগতো ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হৈটি টৈটি / গ্রহান্তরের আগন্তুক !!!

ধীরে ধীরে পোস্ট করবো !! অনেক ধন্যবাদ আপনাকে।

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২০

মলাসইলমুইনা বলেছেন: স্বপ্নবাজ সৌরভ,
ইউ রেড মাই মাইন্ড I একটা ইন্টার স্টেলার ব্যাপার যে বইটার নামে ছিল সেটা মনে হয়েছিল কিন্তু বইটার নাম আর মনে করতে পারছিলাম না I ইউ আর রাইট বইটার নাম গ্রহান্তরের আগুন্তক I সেকেন্ড গল্পটাও মনে হয় এই নামেরই ছিল | থ্যাঙ্ক ইউ | ওয়েট করে থাকবো আপনার লেখার জন্য I

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। অপেক্ষায় থাকুন। আজ একটা দিব। পড়তে ভুলবেন না। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.