নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

আরও একটি শীতের সকাল, একটি গোল্ডফিসের অপমৃত্যু এবং আমার ফিরে আসা...

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৪




গোল্ডফীশ গুলো রাখা ছিলো
বিছানার ঠিক পাশে কাঁচের জারে
তাকে নিয়ে বাতাস খেলা করে
খেলা করে নিকোটিনের ধোঁয়া,
ধোঁয়ায় অবরুদ্ধ কালচে পানি,
তাকে নিয়ে বাতাস খেলা করে!
পাশে পরে থাকা এক খন্ড শৈবাল
বলে উঠে,
তোমার কি হয়েছে?
আমার শরীরে অসুখ।
অসুখের নাম কি?
ঘুমন্ত গোল্ডফীশ দেয়না উত্তর।


আরও একটি শীতের সকাল,
একটি গোল্ডফিসের অপমৃত্যু এবং আমার
ফিরে আসা...
শিরোনামটাকে শিরোনামে আটকাতে চাই না
বিস্তৃতি হোক মননকেন্দ্রে, মস্তিস্কের নির্তেজ কোষে
চুরি করে আনা গুটি কয়েক কবিতার লাইন
জুড়ে দিয়েছি ছাপার অক্ষরে
ভাবছি,
কিছুক্ষনের মধ্যেই
অপঘাতে মড়া গোলফীশটাকে
শেষ কৃতকার্য স্বরূপ
ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবো
আর
ফাঁকা জারটাকে
ছাইদানী হিসেবে কাজে লাগাবো!!

##
বেশ কয়েক বছর আগের কথা। আমরা তখন জাপান গার্ডেন সিটির কোন বিল্ডিংয়ের চোদ্দ তলায় থাকি।
সারারাত সিগারেট খাই। আড্ডা দেই।চিন্তা করি। ভাবি আর ভোরের বেলায় ঘুমাতে যায়।
একদিন সকালে দেখলাম খাটের পাশের ছোট্ট টেবিলে রাখা সোনালী মাছটা ভেসে উঠেছে। মারা গেছে।
কারন অনুসন্ধানে জানা যায় সিগারেটের ধোঁয়া ।
মনটা খারাপ হয়ে যায়। তাকিয়ে থাকি মাছটার দিকে। জানতে চাই, তোমার কি হয়েছে?
উত্তর পাইনা কোন।
উত্তর না পেলেও বেয়াড়া কিছু কবিতার লাইন মাথায় নাছোড়বান্দা হয়ে চেপে বসে। সেই সাথে হুমায়ুন আহমেদের 'কে কথা কয়' বইয়ের কবিতার কয়েক লাইন চুরি করে এনে বসিয়ে দেই আমার খাতায়।
সোনালী মাছের অপমৃত্যু কোন এক শীতের সকালে কবিতা হয়ে ফিরে এসেছিল বহুদিন পর। আমার ফিরে আসা।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫১

জুনায়েদ বি রাহমান বলেছেন: সিগারেটের ধোয়াও ক্ষতিকর। অথচ, টান দিয়ে বুকের ভেতরবাড়ি না পৌঁছালে তৃপ্তি মেটে না।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সিগারেট খারাপ জিনিস।
ধন্যবাদ ভাই

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১১

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শুভ সকাল স্যার। আন্তরিক ধন্যবাদ জানবেন।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: কি পরিমান সিগারেট খেতেন!!! যে এত এত্ত ধোয়া হতো!! মাছ মরে যায়!!!!

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দিনে আড়াই প্যাকেট ! :)

৪| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৫৮

দুঃখ বিলাস বলেছেন: সিগারেটখুব খারাপ B-)

০৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: জ্বী ভাই , তাই ছেড়ে দিয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.