নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

আমার সময় আর আমার শহরে , কারা চুমু খাবে পথ অবরোধ করে ?

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৬



২১ সেপ্টেম্বর ২০০৭ সাল। মধ্যদুপুর
রিজওয়ান নামের এক মধ্যবিত্ত পরিবারের ছেলের লাশ পাওয়া যায় রেল লাইনের পাশে। তার মাথায় ছিল গভীর একটা ক্ষত।
ধারণা করা হয় মাথায় আঘাত করে থাকে খুন করা হয়।
কিন্তু কেন ?

কোলকাতায় শহরের 'রিজওয়ান রহমান' আর 'প্রিয়াঙ্কা তদি'। হটাৎ পরিচয়। ভালোলাগা। ভালোবাসা । প্রেম।তারপর বিয়ে।
প্রিয়াঙ্কা একটা মাল্টিমিডিয়া সেন্টারে গ্রাফিক্সের স্টুডেন্ট, রিজওয়ান ছিল শিক্ষক। প্রিয়াঙ্কা তদি ধর্মে হিন্দু আর রিজওয়ান মুসলমান।প্রিয়াঙ্কার বাবা ‘আশোক তদি’ ভীষণ সম্পদশালী এবং প্রভাবশালী একজন লোক।

ওরা লুকিয়ে বিয়ে করে ১৮ আগস্ট। বিয়ের পর ৩১ আগস্ট রিজওয়ান প্রিয়াঙ্কা কে তার বাড়িতে এনে তুলে। একটা মধ্যবিত্ত পরিবারের মুসলিম ছেলেকে প্রিয়াঙ্কার প্রভাবশালী বাবা মেনে নেন নি । বাধা হয়ে দাঁড়ায় প্রিয়াঙ্কার বাবা। প্রিয়াঙ্কার জীবন থেকে সরে যেতে বলে বহুবার। কিন্তু মধ্যবিত্ত পরিবারের মুসলিম রিজওয়ান আর ধর্মে হিন্দু প্রিয়াঙ্কা বাবার কথার ধার ধারে না। প্রত্যাখ্যান করে। বিত্তের জোরে শিল্পপতির পরিবার রিজওয়ানুর-প্রিয়াংকার ঘর ভাঙ্গতে উঠে আদাজল খেয়ে লাগে।
এরপর থেকেই পুলিশ স্বয়ং হুমকি দিতে থাকে।ভয় দেখায়। মামলায় ফাঁসানোর কথা বলে।

৮ সেপ্টেম্বর রিজওয়ান কে ধরে হয় পুলিশ হেডকোয়ার্টারে এবং একটি পেপারে সাইন নেয়া হলো।
সেই পেপারে বলা ছিল , সাতদিনের জন্য প্রিয়াঙ্কা পরিবারের কাছে যাবেন। রিজওয়ান সাইন দিলো , বাধ্য ছিল সে।

১৫ সেপ্টেম্বর।পেপারসের কথা অনুযায়ী প্রিয়াঙ্কার ফিরে আসার কথা ছিল। রিজওয়ান অনেক চেষ্টা করে প্রিয়াঙ্কার সাথে যোগাযোগ করার জন্য , কথা বলার জন্য। রিজওয়ান ব্যার্থ হয়।
উল্টো তাকে প্রিয়াঙ্কার ফ্যামিলি থেকে বলা হয় তাকে তার জীবন থেকে সরে যেতে।

১৯ সেপ্টেম্বর। প্রিয়াঙ্কাকে আস্তে দেয়া হলো না। অসহায় রিজওয়ান তার স্ত্রীকে ফিরে পেতে একটা এনজিও’র সাথে যোগাযোগ করে এবং অন্যান্য অন্যান্য আইনি পদক্ষেপ নেয়ার চেষ্টা করছিল রিজওয়ান। এটা জানা যায় তার ডায়েরি থেকে। এগুলো কিছুই আর হয়ে উঠে নি।

কবীর সুমন 'রিজওয়ানুর বৃত্ত' নাম একটা অ্যালবাম বের করে ২০০৮ সালে। সেই অ্যালবাম এর একটা গান। যার শিরোনাম হচ্ছে "খুন হওয়া গান "।



রাস্তা আটকে দেব থেমে যাবে সব
লোকসংখ্যারা হবে বিশ্রী সরব
প্রাইভেট মিনি আর স্টেট বাস থেকে
টিটকিরি দেবে লোকে আমাদের দেখে।

সানগ্লাস পরা এক খাকি অফিসার
বেতারে জানাবে যেটা আছে জানাবার
স্কুটারে ব্যস্ত এক মিডিয়ার ছেলে
ভাববে এমন শট একবারই মেলে।

ভিখিরির ট্যাক থেকে পরে যাবে টাকা
পথ আটকানো প্রেমে মাধুকরী রাখা
ভিক্ষে কিসের বলো দাবিতেই জোর
দুজনে আটকে দেবো রাস্তার মোড়।

আমাদের আশ্লেষে আইন কামাল
ঠোঁটের ভেতরে ঠোঁট ভিজে বেসামাল
জিভের ভেতরে জিভ বোজা চোখে চোখ
আমাদের প্রেম ছুলো তার সপ্তক।

সাপাট তানের মতো আদরে আদরে
ট্র্যাফিক আইন ভেঙে দেবো প্রেম করে
প্রতি চুম্বনে আমি হবো রিজওয়ান
তুমিই প্রিয়াঙ্কা খুন হওয়া গান।

খুন হয়ে গেল গান আরো একবার
জানিয়ে দিলাম যেটা ছিলো জানাবার
আমার সময় আর আমার শহরে
কারা চুমু খাবে পথ অবরোধ করে।



অরিন্দম মান্না নামে এক তরুণ পুলিশ অফিসার, যিনি রিজওয়ানুরের মৃত্যু-সংক্রান্ত তদন্তে জড়িত ছিলেন, তাঁর মৃতদেহও রিজওয়ানুরের মতই রেল লাইনের ধারে পাওয়া গিয়েছিল। এতো তাড়াতাড়ি বুড়ো হয়ে যাচ্ছি…এতো ভুলে যাচ্ছি – বিশেষ করে নাম, স্থানকাল যে এই মুহূর্তে সন্দেহ হচ্ছে – সেই তরুণের নামটি ঠিক বলছি তো? সকলে আমার এই শারীরিক-মানসিক বৈকল্য ক্ষমা করে দেবেন। সেই তরুণ পুলিশ কর্মীর জন্য আমরা মোমবাতি নিয়ে নীরবে দাঁড়াইনি। তাঁর বাড়িতে কি কোনও নেতা গিয়েছিলেন? কারা? কিভাবে, কেন ঐ তরুণটি (পরে শুনেছি অপমৃত্যুর কিছুদিন আগেই তিনি বিয়ে করেছিলেন) খুন হলেন, কে বা কারা তাঁকে খুন করে রেল লাইনের ধারে ফেলে রেখে গেল – এই প্রশ্নগুলি কি করবেন না কেউ? তাঁর মা? তাঁর বাবা? তাঁর কোনও ভাইকে ভোটের প্রার্থী করা হয়েছে বলে তো শুনিনি। আমি নিজে? রিজওয়ানুরকে নিয়ে আমি এক গুচ্ছ গান বেঁধে, রেকর্ড করে আমার এক বান্ধবীর আর্থিক সহায়তায় সিডি হিসেবে প্রকাশ করেছিলাম। ‘রিজওয়ানুর বৃত্ত’। অরিন্দম মান্নাকে নিয়ে আমি একটি গানও বাঁধতে পারিনি। অনেক চেষ্টা করেও আমি তাঁর সম্পর্কে কোনও খবরই জোগাড় করতে পারিনি। ----- কবীর সুমন।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১০

মোস্তফা সোহেল বলেছেন: তাদের সাথে যেটা হয়েছিল তা খুবই খারাপ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: খুবই খারাপ হয়েছিল।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: রাজ্যে প্রগতিশীল বামফ্রট সরকারের একটি ধর্মীয় উদারতার নমুনা তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার ও তাঁর সাঙ্গোপাঙ্গদের নিয়ে প্রভাবশালী তোদীদের সম্মান রাখতে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে রিজওয়ানুরকে খুন করানো ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভারত হল আইন বোঝা দেশ
বাংলা হল তার মরূদ্যান
কে আর শোনে সময় হলে শেষ
রিজওয়ানুর রাহমানের গান।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: যুগে যুগে প্রেমের ভিলেন বাবা মারা একই রকম হয় কেন????

তারা কি প্রেম ছাড়াই অমন প্রেমিক হৃদয় সন্তান জন্ম দিয়েছে??
যারা প্রেমের জন্য জীবন দিতে পারে???

গানটা দারুন লাগলো। শোনা হয়নি আগে!!!

পোষ্টে ++++

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এটা একটা গান। শুধু গানটা শেয়ার না দিয়ে হালকা ইতিহাস লিখেছি মাত্র।
আপনাকে অনেক ধন্যবাদ।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৬

চাঁদগাজী বলেছেন:


উপমহাদেশে অন্য ধর্মের মানুষকে বিয়ে করা ভুল

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: জি স্যার।ধন্যবাদ মন্তব্যের জন্য।এটা একটা গান। শুধু গানটা শেয়ার না দিয়ে হালকা ইতিহাস লিখেছি মাত্র।

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯

রাজীব নুর বলেছেন: কবিতাটা বুকে এসে লাগলো।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শুনতে পারেন। ভালো লাগবে।

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: অন্য ধর্মের মেয়ে বিয়ে করাটা ঝুঁকিপূর্ণ ছিল।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: তা ছিল। এক অর্থে ভুলই ছিল।
ধন্যবাদ আপনাকে

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: অন্য ধর্মের মেয়ে বিয়ে করাটা ঝুঁকিপূর্ণ ছিল।

০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঠিক বলেছেন।

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

তারেক_মাহমুদ বলেছেন: বাংলাদে শ ও ভারত উভয় দেশেই ভিন্ন ধর্মালম্বীদের মধ্যে বিয়ে মেনে নিতে এখনও প্রস্তুত নয় সমাজ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঠিক তাই। তবে যতদূর জানি ছেলেটি নাকি ধর্মান্তরিত হতে চেয়েছিলো।
ধন্যবাদ তারেক ভাই। ভালো থাকবেন।

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

মিথী_মারজান বলেছেন: ইশ্! কি দু:খজনক!
আজীবন আরাধনা করে মানুষ সত্যিকারের ভালোবাসার সন্ধান পায়না।
আর এমন ভালোবাসাকে ধর্ম, সামাজিক স্ট্যাটাসের দোহাই দিয়ে অনেককে আবার পেয়েও হারাতে হয়।
কবে এসব কুসংস্কার আর নোংরা মেন্টালিটি থেকে মুক্ত হতে পারবো আমরা!!!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রশ্নগুলো সহজ, আর উত্তরও তো জানা।
ধন্যবাদ আপনাকে।

১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

সনেট কবি বলেছেন: দুঃখ জনক

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সত্যিই দুঃখজনক !
ধন্যবাদ আপনাকে কবি।

১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মাত্র কয়েকদিন আগে অন্ধ্র প্রদেশের এক প্রভাবশালীর মেয়েকে বিয়ে করায় ঐ ছেলেকে হাসপাতালের সামনে প্রকাশ্যে কুপিয়ে খুন করায় মেয়ের বাবা। ইউটিউবে আছে...

০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রতিনিয়তই ঘটছে। দুঃখজনক।
"কে আর শোনে সময় হলে শেষ
রিজওয়ানুর রাহমানের গান।"

১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: শুনতে পারেন। ভালো লাগবে।


ধন্যবাদ। ভালো থাকবেন।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অভিনন্দন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.