নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

অনিশ্চয়তা!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৮


ধরো,
কাল ভোরে সূর্য উঠলো না
স্বপ্নের আঙিনায় ফুটলো না কোন ফুল
পুরোপুরি শুকিয়ে গেল স্বপ্নের পুকুরের জল
বুকের বামপাশে থাকলো না কোন 
জমাট বাঁধা খসখসে স্পর্শ।
আকাশের বুকে উড়লো না কোন নবীন ঈগল
জ্বালানো মোমবাতিগুলো নিভে গেল দমকা হাওয়ায়
নিমেষেই ভূ-পাতিত হলো বাতাসে উড়া কিছু সকরুণ আহবান
নীলপদ্মগুলো শুকিয়ে গেল-
জলাভাবে মরা কিছু মানুষের মতো।
 
ধরো,
ঝরে গেল অসহায় হলুদ বিষন্ন পাতা গুলো
হারিয়ে গেল তোমার জন্য হৃদয়ে তুলে রাখা কিছু কবিতা।
 
কিছু একটা হবে বলে, শেষ-মেষ
কোন কিছুই হলো না
হলো না আসলে কিছুই।
সবাই এসেছিলো যার যার মতো
সবাই চলে গেলো
তুমিও এসেছিলে-
তুমিও কী তবে চলে যাবে?? 

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১১

মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শুভেচ্ছা নিন। ধন্যবাদ আপনাকে।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কিছু একটা হবে বলে, শেষ-মেষ
কোন কিছুই হলো না
হলো না আসলে কিছুই।

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
আশা আকাঙ্খা নিয়ে মানুষ বাঁচে,
বাস্তবায়ন না হলে হতাশা থাকবেই ।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
স্বাগমত ভালো অনুভুতি প্রকাশের জন্য

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শেষ পর্যন্ত কোনো কিছুই হয় না।

ভালো থাকবেন। কোনো কিছু হোক। শুভকামনা রইলো।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:০৫

বলেছেন: আবেগপূর্ণ কবিতা।
ভালোলাগা রেখে গেলাম

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার ভালোলাগাকে স্বাগতম জানায়।
শুভেচ্ছা নিন। ভালো থাকবেন।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৪৭

সনেট কবি বলেছেন: সুন্দর।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়।

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৩

কাওসার চৌধুরী বলেছেন:



ভাল লাগলো। +++

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার ভালোলাগাকে অভিনন্দন জানায়।
ভালো থাকবেন সবসময়।

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর একটি কবিতা।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো থাকবেন সবসময়। সহজ সরল সুন্দরকে সাথে নিয়ে।

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: চলে যাওয়াই যে বিধান!
এ বেলা বা ও বেলা
কেউ থাকেনা
কেউ থাকেনি

কত জনায় কথা দিল
কেউ কথা রাখেনি! :)

কবিতায় ভাল লাগা।
+++

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: তবুও রয়ে যায়
সয়ে যায়।



ভালো থাকবেন অবিরাম। অবিরত।

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৬

বিজন রয় বলেছেন: মানুষ সবসময় দ্বিধান্বীত থাকে। কারণ সে জানেনা আসলে শেষ কোথায়।
কবিতার বাঁধন শক্ত হয়েছে।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আশার বাঁধন শক্ত হোক !
ভালো থাকবেন আপনি।ধন্যবাদ।

৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৭

সূর্যালোক । বলেছেন: খুব সুন্দর ।

০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: স্বাগতম আপনাকে।
ভালো থাকবেন অবশ্যই।

১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

বাকপ্রবাস বলেছেন: বেশ সুন্দর। ধরো শব্দটাই মনে ধরে গেছে

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শক্ত করে ধরে রাখুন।

ধন্যবাদ আপনাকে।

১১| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:১২

মিথী_মারজান বলেছেন: এমন অনিশ্চয়তা যে আমাদের নিত্যসঙ্গী।
আমরা সবচেয়ে অনিশ্চয়তায় ভুগি খুব সম্ভতঃ সবচেয়ে প্রিয়জনকে পাশে রেখেও হারিয়ে ফেলার একটা ভয়ে।
কবিতা অনেক সুন্দর হয়েছে ভাইয়া।:)

০৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা নিন এই অনিশ্চয়তায় !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.