নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

শিশুদের সাইকোলজি আমাকে খুব ভাবাই.....

২৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:২২



ফেব্রুয়ারিতে আমার ছেলের বয়স ৩ হবে। দেখতে দেখতে বড় হয়ে গেলো। সঠিক উচ্চারণে কথা বলেছে শিখছে। আগে বলতো ডাইনোকন এখন সেটা ডাইনোসন কিছুদিন পর নিশ্চয় ডাইনোসর বলবে। মাশান থেকে মাস্টান এরপর নিশ্চয় মনস্টার ! প্রজালতি থেকে প্রজাপ্রতি।
ওর নিজের উচ্চারণে কথা , ভুলভাল উচ্চারণ গুলো মিস করবো খুব। তাই ওর উচ্চারণ গুলো সঠিক করে দিই না।
ইউটিউবে রাইম-টাইম দেখছে। শিখছে। সেদিন তিনটা রাইম শোনালো।
গরম মাম খেতে খেতে বললো , ইটস টু হট বাবা।
এইগুলো কিভাবে শিখলো জানিনা। তবে শিখে যাচ্ছে। এমন ইংরেজি অনেক বলে। মানে কি হতে পারে সেটাও বুঝতে পারে।

ওর বেশ কয়েকটা সফট টয় আছে। কয়েকমাস আগে কয়েকটা নিয়ে খেলতে ছিল। ওর মাকে বলল , মা ইটস মাই বেবি।
ওর মা বলল , একটা হলে বেবি হয় একটার বেশি হলে বেবিজ হয়।
ব্যাপারটা সে সম্ভবত ভালোভাবে মাথায় নিয়েছে। একদিন ওর খালা ভিডিও কল দিয়েছে। কি একটা এপসে জানি তিন চারটা ছবি দেখাচ্ছে। ওর মা ওকে বলল, নিহাল তোমার 'কিককি' ফোন দিয়েছে।
ও দেখে স্কিনে তিনচারটা কিককি ! দেখে বলে , মা , কিককি না 'কিককিস' ।
প্রথমে ব্যাপারটা কেউ বুঝতে পারেনি। 'এস' যুক্ত করার ব্যাপারটা ওর মাথায় গেথে আছে। পায়জামাস , গেঞ্জিস , খাতাস , কলস .... চলতেই থাকে।

বই আর ইউটিউবের সৌজন্যে পশুপাখি দেখতে দেখতে অনেক গুলোর নাম জানে , চিনতে পারে ।
কোকোমেলন আর মাশা এন্ড বিয়ার ভালো কিছুই শিখিয়েছে। তাই মাস ছয়েক আগে মিরপুর চিড়িয়াখানা চিড়িয়াখানায় গিয়েছিলাম । ওখানে অনেক গুলো 'নো মাঙ্কি' আছে। মানে বানর। নো মাঙ্কি - ব্যাপারটা ক্লিয়ার করি।
"নো মোর মাঙ্কিস জাম্পিং অন দা বেড" --- রাইম থেকে সে মাঙ্কি কে বলে নো মাঙ্কি।

চিড়িয়াখানাতে ঢুকে খেয়াল করলাম, খুব একটা আনন্দ পাচ্ছে না। মন খারাপ করে খাঁচার কাছে দাঁড়িয়ে দেখছে। বাবা সিংহ মামা , মা সিংহ মামা দেখছে ঠিকই কিন্তু উৎফুল নয়। চিড়িয়াখানার ভেতর হাঁটলো দৌড়ালো কিন্তু যখনি খাচার সামনে আসে, বাবা বিয়ার আর হাতি রাজাদের দেখে তখন খাঁচার সামনে মন খারাপ দাঁড়িয়ে থাকে। এমন কি লম্বা গলার জিরাফও ওকে আনন্দ দিতে পারলো না। খাঁচায় ঝুলে থাকা নো মাঙ্কি ভেংচি কাটলো ঠিকই কিন্তু ওকে হাসতে পারলো না। হাতি রাজার সামনে এসে তো কেঁদেই ফেলে।

চিড়িয়াখানা থেকে বের হতে হতে ঠোঁট কাঁপিয়ে বললো , "আমান মন কালাপ হোসে। আমি হাতি রাজাকে ছারে দেবো, আমি ওরাকে ছারে দেবো।"

বাসায় এসে জানলাম , আমি নাকি খুব ছোটবেলায় চিড়িয়াখানায় এসেছিলাম আব্বা আম্মা আর ফুফুদের সাথে। চিড়িয়াখানা থেকে বের হয়ে আমি নাকি হুহু করে কাঁদতে ছিলাম। সকলে ভেবেছিলো আমার পেট ব্যাথা করছে। বড়দের ধারণা বাচ্চাদের পেট ব্যাথা এছাড়া আর কোন 'ব্যাথা' নাই। মন আর অনুভূতির সঠিক সমন্বয় যখন একটা শিশু করতে পারবে তখন তার মন খারাপ লাগবে।


বাচ্চারা বন্দি হতে চায়না। কাউকে বন্দি হতে দেখতেও পছন্দ করে না। বড় হবার সাথে সাথে মানুষ বন্দি হয়ে যায়। শিশু আর বড়দের মধ্যে বিশাল ফারাক। বয়সে কিংবা চিন্তাধারায়।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪১

অপু তানভীর বলেছেন: চিড়িয়াখানা হচ্ছে এমন একটা জেলখানা যেখানে সকল বন্দিই নিরাপরাধ । এই কারণে শিশুদের এই স্থানে নিয়ে যাওয়া উচিৎ না । আপনি আসলেই ঠিক বলেছেন, বাচ্চারা যেমন বন্দি হতে পছন্দ করে না তেমনি কাউকে বন্দি দেখতেও পছন্দ করে না । কিন্তু বড় হওয়ার প্রোসেসে এই ব্যাপারটা দেখতে থাকে তাহলে সেটা মেনে নেয় । নিজের মনের ভেতরে একটা বিশ্বাস স্থাপন করে যে এমনই হয় । এটা হতে দেওয়া উচিৎ নয় । এই কারণে বাসায় খাচাতে পাখি পোষাও উচিৎ না ।

২৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:


ঠিক বলেছেন।
আমিও চিড়িয়াখানা পছন্দ করি না। কোন সময়ই টানে না।

২| ২৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫০

সোনাগাজী বলেছেন:



আপনার ছেলে হওয়ার পর, আপনি প্রথমবার বাচ্চা দেখেছেন, মনে হয়।

অপু তানভীর বিয়ে করলে, উনার বাচ্চা হলে, আমাদেরকে কয়েক হাজার পোষ্ট বেশী পড়তে হবে।

২৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমি মোটামুটি ৫ জন বাচ্চাকে বড় করেছি।
আমি সম্ভবত আমার বাচ্চাকে নিয়ে ব্লগে লিখি বলে এমন মন্তব্য করলেন।
আমি আমার বাবা কে নিয়েও লিখি।
সেক্ষেত্রে আপনি হয়তো বলতে পারেন , আপনি ছেলে হওয়ার পর, আপনি প্রথমবার বাপ দেখেছেন, মনে হয়।


৩| ২৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৯

সোনাগাজী বলেছেন:


আপনার অনুমানটা ঠিক আছে।

২৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমার অনুমান বেশ ভালো।
তবে আমি ব্লগিং করতে পারি না।
অনুমান শক্তি নিয়ে নিশ্চয়ই ব্লগিং হয়না।
ব্লগিং করতে বিস্তর জ্ঞানের প্রয়োজন। আমার জ্ঞান বাপ ছেলে আর শৈশবে আবদ্ধ।

আমার ব্লগিং কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম। এখন আর আপনার সমস্যা হবে না।

৪| ২৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০২

অধীতি বলেছেন: হুমায়ুন আহমেদের উপন্যাসের একটা উক্তি " শিশুরা বড় হবার সাথে সাথে তাদের পৃথিবী ছোট হয়ে আসে।" আপনার ছেলের জন্য অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা ও প্রার্থনা।

২৯ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অধীতি আপনাকে ধ্যবাদ। ভালো থাকবেন।

৫| ২৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



”একটি শিশুর জন্মের সাথে সাথে একজন পিতার জন্ম হয়” - ঠাকুরমাহমুদ


২৯ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ঠাকুর মাহমুদ যথার্থ বলেছেন।

৬| ২৯ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫০

নতুন বলেছেন: ছেলের সাথে সময়টুকু উপভোগ করুন। বড় হয়ে গেলে এই সময়টা খুবই মিস করবেন।

২৯ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনি ঠিক বলেছেন নতুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.