নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

পরবর্তী ট্রাফিক সিগন্যালে.....

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:০০


ছবিঃ ইন্টেরনেট


পরবর্তী ট্রাফিক সিগন্যালে.....


অনেকদিন প্রেম করা হয়না।
আগে যখন প্রেম করতাম
তখন তুমি ভালোবাসার দিনে
খোঁপায় গুঁজতে লাল গোলাপ
আর আমি নীলসাদা টাই-ডাই পাঞ্জাবীটা।
সেই পাঞ্জাবি তুমি নিজেই বানাতে
শক্ত করে বাঁধতে , রংয়ে ডোবাতে
সবকিছুর একটা তারতম্য ছিল , হিসেবে নিকেশ ছিল।

কিন্তু দ্যাখো , অনেকদিন প্রেম করা হয় না।
রবি , বুধ , শুক্র - বারগুলো ঠিকই আছে
ফুল বিক্রেতারা ফুল বিক্রি করেছে দিব্যি
দাম একটু বেশি হলেও ,
রংয়ের দোকান গুলোতে রং পাওয়া যায়
পাওয়া যায় পাঞ্জাবীর কাপড়
বাটিক , টাই-ডাই সময় আর রঙের মিশেল
অনেকেই শিখে গেছে ,
অনলাইনে দেদারসে বিক্রি হচ্ছে আজকাল।
সবকিছুই ঠিকই আছে দ্যাখো , শুধু হিসেবটাই যেন পাল্টে গেলো।

না , এভাবে ঠিক হয় না
হচ্ছে না কোনভাবেই।
এবার পরবর্তী ট্রাফিক সিগন্যালে
একটা লাল গোলাপ কিনে দেবো
তুমি খোঁপায় গুঁজো।

দ্যাখো , অনেকদিন তোমাকে বলা হয় না
খোঁপার ফুলে তোমাকে দারুন লাগে দেখতে
অনেকদিন প্রেমও করা হয় না আগের মত ।
কিংবা ধরো ,
পরবর্তী ট্রাফিক সিগন্যালে একটা কবিতাও লিখে ফেলতে পারি।

-----------
স্বপ্নবাজ সৌরভ
কর্পোরেট ডেস্ক থেকে

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৭

রোকসানা লেইস বলেছেন: গোলাপ দেয়া হোক / কবিতা লেখা হোক স্যাগনালে

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
হতেই হবে লেইস আপু।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৬

সোনাগাজী বলেছেন:



বিয়ের আগে, বাংগালীরা ছন্দ, গন্ধহীন অনেক কবিতা লেখেন, বিয়ে হয়ে গেলে, কবিতা মনযোগ দিয়ে পড়া হয়, ভুল টুল থাকলে ধরা পড়ে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

বিয়ের আগের আর পরের কবিতার ফারাক থাকে তাহলে।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০৬

শূন্য সারমর্ম বলেছেন:


পৃথিবী ঘুরছে,ব্যবসা চলছে,অথচ আপনি প্রেমের প্রয়োজন আছে বলে মনে করলেও আয়োজন নেই।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:০৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আয়োজন চলছে।
সিগন্যালে খানিক বিরতি দরকার শুধু। অনেক ছোটাছুটি হয়েছে এবার থামতে হবে।

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৭

বাকপ্রবাস বলেছেন: ট্রাফিক সিগনালে দেখা যাক আর কী কী করতে পারেন

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:০৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আর কি কি করা যায় বলুন তো ?
"আমার সময় আর আমার শহরে , কারা চুমু খাবে পথ অবরোধ করে?"

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০২

ফুয়াদের বাপ বলেছেন: ভালোবাসা ভালো রাখার জন্য ভালোবাসার যত্ন নিতে হয় প্রতিক্ষনে। শরীরের বাহিরের অংশের ক্ষত দেখা যায় বলে দ্রুত ব্যাবস্থা-যত্ন নেওয়া শুরু হয় কিন্তু কোন কারনে ভালোবাসার মনে ক্ষত হলে তা দেখা যায় না বলে সঠিক সময়ে যত্ন নেওয়া হয়না। দীর্ঘদিন বলা হয়-"খুব ভালোবাসি তোমায়"

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:১০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:


নিদারুন জীবন যাপনে অনেক কিছুই হারিয়ে ফেলছি। সিগন্যালে একটু স্বস্তি দরকার।



৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২৮

রাজীব নুর বলেছেন: প্রেম ভালোবাসা গুরুত্বপূর্ন কিছু নয়।
গুরুত্বপূর্ন হচ্ছে 'জ্ঞান'। তাই বুদ্ধিমানরা জ্ঞান অর্জন করে যেতেই বেশি পছন্দ করে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:০৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
জ্ঞানীরা ভালোবাসে না, প্রেম করে না , চুমুও খায়না
বাচ্চা উৎপাদন করে।
আপনি চুমু খান ?

৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: সময় বদলায়, পরিস্থিতি বদলায়।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৩৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

হ্যাঁ , সেটাই।
ট্র্যাফিক সিগন্যালে একটু স্থির হওয়া দরকার।

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪৩

চারাগাছ বলেছেন:
ট্রাফিক সিগন্যালে অনেক ভাবনা আসে।
সিগন্যালের ছেড়ে দিলে সব ভুলে যায়।
এই সামান্য সময়ে অনেক বড় সিদ্ধান্ত নেয়া যেতে পারে। কে জানে একটা ফুল কেনা বড় সিদ্ধান্ত হতে পারে।

আজ দুটো কবিতায় মন্তব্য করতে ইচ্ছা হলো।
রানার ব্লগ - অনেক ভালো লাগে উনার কবিতা।
আর এইযে আপনার টা।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কে জানে একটা ফুল কেনা বড় সিদ্ধান্ত হতে পারে।

ভালো বলেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।
রানার ব্লগের কবিতা আমারও ভালো লাগে।

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৫

নেওয়াজ আলি বলেছেন: ভিন্নমাত্রার কবিতা

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ধন্যবাদ নেওয়াজ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.