নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

শ্রান্ত নিথর দেহে প্রশান্তির আখ্যান..... (উৎসর্গঃ বয়োজ্যেষ্ঠ ব্লগারদের)

০৯ ই মে, ২০২৪ রাত ১:৪২



কদিন আমিও হাঁপাতে হাঁপাতে
কুকুরের মত জিহবা বের করে বসবো
শুকনো পুকুর ধারের পাতাঝরা জামগাছের নিচে
সুশীতলতা আর পানির আশায়।

একদিন অদ্ভুত নিয়মের ফাঁদে নেতিয়ে পড়বে
আমার শ্রান্ত শরীর , ধীরে ধীরে
মাটিতে উর্বরতা বাড়াবে
মিশে যাবে জাম গাছের শিকড়ে- প্রশাখায়
নরম মাটি ভেদ করে শেষ রস টুকু শুষে নেবে
শুকনো তৃষিত পুকুর।

একদিন হঠাৎ করেই ফুরোবে না দিন
সময় আটকাবে না নিয়মের ফাঁদে
বিকেলের সোনালী রোদ দীর্ঘক্ষণ
ঝুলে থাকবে পশ্চিম আকাশের কোনায়।

একদিন সেই জাম গাছের শাখায় শাখায়
উচ্ছল প্রাণচঞ্চলতা দেখা দেবে ফের
ভরা পুকুরের শীতল পানিতে
প্রতিফলিত হবে সুবিশাল
সবুজের ছায়া।

আমি কি তবে ধরে নেব
মানুষের মরা নিথর দেহ বিফলে যায়না
পৃথিবীর বিকাশতায় নিজেকে উজাড় করে
মাটিতে মিশে মিশে।

দিনের এই শেষ বেলায় কমতে থাকে
বিকেলের সোনালী রোদ
শ্রান্ত নিথর দেহে প্রশান্তির আখ্যান লিখতে লিখতে
মানুষ অবশেষে খুঁজে পায়
অসীমের ঠিকানা।

মন্তব্য ৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০২৪ সকাল ৭:২৪

সাদা মনের মানুষ বলেছেন: কবিতার ভাষা বরাবরই বুঝি কম, তবু " একদিন হঠাৎ করেই ফুরাবে না দিন" এমন কিছু হলে মনে হয় মন্দ হয় না।

ছবিটা চমৎকার, ভালোলাগা জানিয়ে গেলাম।

২| ০৯ ই মে, ২০২৪ সকাল ১০:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

৩| ০৯ ই মে, ২০২৪ দুপুর ২:৫৭

নয়ন বিন বাহার বলেছেন: একদিন অনেক কিছুর অপেক্ষায় থাকি আমরা।

৪| ০৯ ই মে, ২০২৪ সন্ধ্যা ৬:০৯

ডঃ এম এ আলী বলেছেন:




আমি কি তবে ধরে নেব
মানুষের মরা নিথর দেহ বিফলে যায়না
পৃথিবীর বিকাশতায় নিজেকে উজাড় করে
মাটি থেকে মাটিতে।

বেশ মুল্যবান কথামালা হয়েছে কবিতায় যুক্ত ।

আমরা যারা বয়োজেষ্ঠ ব্লগার এখনো ধরাদামে আছি টিকে
তারা নিয়তই চারিধারে তাকিয়ে দেখি
এই নশ্বর পৃথীবিতে যারা অবিনশ্বর স্মৃতি রেখে গেছেন
তাদের কীর্তি নিয়েই পৃথিবী মহা ব্যাস্ত।
কীর্তিমানদের জীবনই পৃথিবীর একমাত্র আলোচ্য বিষয়
সেখানে আমরা বয়োজেষ্ঠ ব্লগারগন হয়তবা অকৃতকার্য মানুষ
আমাদের কাছে পৃথিবী কিছুই জানতে চায় না
তবে আমাদের জায়গায় যদি এমন কেউ প্রতিস্থাপিত হয়
হয়তো তাঁর পরিচয়ের সূত্র ধরে আমাদেরকে জানতে চাইতে পারে
তবে সেটা হয়তো বা কোন দীর্ঘ সময়ের ব্যপার নাও হতে পারে
যেমনটি দেখা গেল বয়োজেষ্ঠ ব্লগারদের প্রতি
প্রিয় ব্লগার স্বপ্নবাজ সৌরভের উৎসর্গিত কবিতাটিতে ।

সবিনয়ে বলে যেতে চাই
অনেক ব্যার্থতার মাঝেও জীবনের অনেকটা সময় কাটিয়েছি ব্লগে
ব্লগ কমিউনিটি সেরাম ঘটা করে জানতে না চাইলেও অন্তত জীবনের শেষবেলায়
বলে যেতে পারবো যে, আর যা-ই করি না কেন
আমরা ব্লগটিকে অনেকটা প্রাণবন্ত করে রাখতে চেষ্টাতো করেছি
সবার ভরসার জায়গায় হয়তবা ছিলাম
—এটাই বা কম প্রাপ্তি কিসে! হয়তো ভাল ব্লগার হতে পারিনি
তবে ব্লগের এই ক্রান্তিকালে দিবা নিশী জড়িয়েতো ছিলাম
এখনো যতটুকু পারি জড়িয়েই আছি, এটাও শান্তনা কম কিসে!

শেষ স্তবকে এসে ঠিকই বলেছেন-
দিনের এই শেষ বেলায় কমতে থাকে
বিকেলের সোনালী রোদ
শ্রান্ত নিথর দেহে প্রশান্তির আখ্যান লিখতে লিখতে
মানুষ অবশেষে খুঁজে পায়
অসীমের ঠিকানা।


মনে পরে এক জন প্রখ্যাত মরমী সুফি সাধক
ইবনে আরাবী ( র.) তাঁর লিখিত বিখ্যাত গ্রন্থ
ওয়াহাদাত আল-উজুদ এ বলেছিলেন
সৃষ্টি মাত্রই আল্লাহর সন্ধান করছেন
ওয়াহদাতুল ওয়াজুদে তিনি হুলুল বা মানুষে ঐশীরুপ দেখেছেন।
এবং বিশ্বাস করেছেন যে, ইলাহীয়তে বা
ঐশী সত্তার বিকাশ স্ফুরণ হয় আদামিয়াত বা মানবত্বে।
মানবীয় দৈহিক সত্তায় ঐশী সত্তার পূর্ণতম প্রকাশই
আল্লাহর এক চিরন্তন রহস্য-
মানুষের মাঝে নিজেরই মধুরতম বিকাশ
সেটাই উপলব্দি করতে প্রয়াসি হয়েছি
এই পরন্ত বেলার জীবন তরীতে বসে ।

বয়োজেষ্ঠ ব্লগারদের প্রতি উৎসর্গিত
এই ভাববাদি কবিতায় একরাশ
মুগ্ধতা জানিয়ে গেলাম ।
কবিতার কথার সাথে প্রচ্ছদ ছবি
যুতসই হয়েছে ।

শুভেচ্ছা রইল

সুফী সাধক ইবনে আরাবী (র.) একটি মহামুল্যবান বাণী

৫| ০৯ ই মে, ২০২৪ রাত ৮:৩৯

কামাল১৮ বলেছেন: শেষ দুই লাইন বুঝি নাই।অসীমের আবার ঠিকানা হয় কি ভাবে।অসীম অর্থ হলো যার সীমা নাই।
মহাবিশ্ব অসীম।সম্প্রসারিত হয় আলোর গতিতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.