নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উৎকর্ষ সাধনে সচেষ্ট..!

স্বপ্নচারী গ্রানমা

মানুষ বাঁচে, আশা এবং আশংকায়..!

স্বপ্নচারী গ্রানমা › বিস্তারিত পোস্টঃ

"অপরাজিতার আট কাহন"

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৭



“অপরাজিতা”



চমৎকার এ ফুলটির ইংরেজি নাম: ক্লাইটোরিয়া টারনেটিয়া, নারী যোনিসদৃশ্য বলে ল্যাটিন শব্দ ক্লাইটোরিস থেকেই এর নামের উৎপত্তি ৷ উদ্ভিদ বিজ্ঞানীদের ধারনা এ ফুলের বীজ এসেছে মালাক্কা দ্বীপপুন্জের টারনেটি থেকে ৷ এ জন্যই নামের শেষে টারনেটিয়া শব্দটি যোগ হয়েছে ৷



কেরালায় একে বলে শঙ্খপুস্পি, আবার ভারতবর্ষের কোথাও একে নীলকন্ঠিও বলে থাকে ৷

আড়াই হাজার বছর পূর্বের জাতকের প্রাচীন কাহিনীতে, কালিদাসের শকুন্তলায় কিংবা জীবনানন্দের লেখাতে এ ফুলের উজ্জ্বল উপস্হিতি এ ফুলকে করেছে বিশেষায়িত ৷



যতদিন বেঁচে আছি আকাশ চলিয়া গেছে কোথায় আকাশে

অপরাজিতার মতো নীল হয়ে-আরো নীল-আরো নীল হয়ে ৷



(জীবনানন্দ/রূপসী বাংলা)



এ ফুলের বিস্তিৃতি মূলত এশিয়াতে হলেও আফ্রিকা, অষ্ট্রেলিয়া এবং আমেরিকাতেও এর দেখা মেলে ৷

আমাদের দেশে নীল, সাদা এবং কদাচিৎ বেগুনী ফুল চোখে পড়ে ৷



জাতভেদে ফুল সাধারনত ৩/৪ সে.মি লম্বা এবং ২/৩ সে.মি প্রশস্ত হয়ে থাকে এবং বীজ ৫/৭ সে.মি লম্বা-চ্যপ্টা ও বাঁকানো থাকে ৷ এর শিকড় নাইট্রোজেন উৎপন্নকারী বলে মাটির উর্বরাশক্তি বাড়াতেও কদাচ ব্যবহৃত হয় ৷ খাবার এবং পানীয়তে রন্জক হিসেবেও এ ফুলের ব্যবহার প্রচলিত আছে এখনও ৷



এ ফুলের রয়েছে স্বীকৃত মুল্যবান ঔষধি গুনাগুণ ৷ স্মৃতিশক্তি বৃদ্ধিতে, শুকনো কাশিতে, স্নায়ুবিক দূর্বলতায় কিংবা ঘুমপাড়ানী যাদু হিসাবে এর শিকরের রস মহৌষধ ৷ এছাড়াও এর নানাবিধ ঔষধি ব্যবহার রয়েছে ৷



অপরাজিতা সৌন্দর্যবর্ধক লতানো গাছ, তাই বাগানে বেড়ার ধারে ও গেটের ওপরে লাগানো হয় ৷ এমনকি টবেও ছোট ঝোপ করে ফুল ফোটানো যায় ৷ টবে নীল অপরাজিতার সৌন্দর্য সহজেই সবাইকে আকৃষ্ট করে ।



“অপরাজিতা” কারও কারও কাছে বিষন্ন বেদনার নীল হয়েও রূপে- গুণে সে অনন্য,অপরাজিতা ৷৷ ( চলবে...)

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হুমম... ফুলের নাম যেমন, কাজও তেমন... উইকিপিডিয়া থেকেঃ

Owing to its similarity to a human body part, this plant has been ascribed properties affecting the same (a phenomenon also found in connection with the mandrake, among other plants). It was used traditionally in an attempt to treat sexual ailments, like infertility and gonorrhea, to control menstrual discharge, and also as an aphrodisiac.

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন: ধন্যবাদ আপনাকে,
আপনার/আমার প্রিয় ফুল, তাই নয়…?

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

হেডস্যার বলেছেন:
চমৎকার এ ফুলটির ইংরেজি নাম: ক্লাইটোরিয়া টারনেটিয়া, নারী যোনিসদৃশ্য বলে ল্যাটিন শব্দ ক্লাইটোরিস থেকেই এর নামের উৎপত্তি

এর লাইগাই ফুলটারে এত ভালা পাই ;)



+++++ :)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
তাই নাকি, স্যার…??

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :) :) :)

সুন্দর তো!!!

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
সুন্দর, অনন্য…

ধন্যবাদ আপনাকে, মন্তব্য করার জন্য ৷

৬| ০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৮

অপরাজিতা নীল বলেছেন: সুন্দর তো!!!!!!!!!

যতদিন বেঁচে আছি আকাশ চলিয়া গেছে কোথায় আকাশে
অপরাজিতার মতো নীল হয়ে-আরো নীল-আরো নীল হয়ে ৷

:) :)

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
সুন্দরই তো...!

আপনার এই নাম বিষয়েও আমি একটা
বড় মন্তব্য করেছিলাম, মনে আছে কি...?

অপরাজিতা হয়েই বাঁচুন, ধন্যবাদ আপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.