নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উৎকর্ষ সাধনে সচেষ্ট..!

স্বপ্নচারী গ্রানমা

মানুষ বাঁচে, আশা এবং আশংকায়..!

স্বপ্নচারী গ্রানমা › বিস্তারিত পোস্টঃ

শুচিতাকে লেখা প্রথম ও শেষ চিঠি

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫



শুচিতা,



লিখব লিখব করে দিন মাস বছরের হাত ধরে

পেরিয়ে গেছে অনেক সময়, আর এরই মাঝে,



বহুবার অমাবশ্যার আঁধারকে আঁচলে ঢেকে

আকাশে উঠেছে তপস্বী চাঁদ…৷

বহুবার শৈল্পিক মাকড়শা সুনিপুন,

বানিয়েছে তার সূক্ষ জালের মরণ ফাঁদ…৷




লেখা হয়ে ওঠেনি, কিন্তু আজ তোকে খুব লিখতে ইচ্ছে করছে…৷



আমাদের পেরিয়ে আসা শৈশব ছিল সরলানন্দময় সুন্দর,রূপকথার

মতো আবাল্য সেই দিনগুলোর সুবর্ণ স্মৃতি রোমন্থনের

অলস মাড়িতে হাতড়ানোর ইচ্ছে এখনও জাগে মাঝে মাঝে ৷



তোর কি মনে আছে বরফ-পানি খেলতে নিয়ে অনেকক্ষণ

বরফ বানিয়ে রাখায় সে কি কান্না তোর অথবা লুকোচুরি

খেলতে খেলতে সবার অগোচরে আচমকা জড়িয়ে ধরা...!



আমাকে কানে ধরতে না চাওয়ার অপরাধে মাষ্টার মশাইয়ের হাতে

কতই না মার খেতে হয়েছিলো ক্লাস ফোরের ইংরেজি ক্লাসে…!



তোর কি মনে আছে চুপিসারে আমরা শিউলী ফুল কুড়াতে গিয়ে

দেখি গভীর রাতের ঝিঁ ঝিঁ ধরানো মোহময় নীরবতায় তখনো

সুগন্ধি ফুলগুলি বৃতির মায়া ছেড়ে ঝড়ে পড়েনি মাটিতে…!!



আমাদের সে শৈশব ছিল ফুল-মালা, দুষ্টুমি-খেলাধুলা, গল্প-হাসি,

আর আনন্দমাখা রূপকথার/সিনেমাটিক বাস্তবতা আর কৈশোর অবিমিশ্র ৷



এরপর তুমি দ্রুত বদলাতে শুরু করলে তোমার শরীরের মতো,

তোমার সৌন্দর্য আর পরিপার্শ্ব জ্ঞাতসারেই অহঙ্কারী করে তুলল তোমাকে ৷





সময় গড়াতে থাকে, বাড়তে থাকে ব্যবধান, সময়ের এই

গতিময়তায় তুমি গা থেকে মুছে ফেলে দিলে ধুলো/মাটির মায়া-আবরণ, তার পরিবর্তে গায়ে মাখালে বোতলে ভরা সুগন্ধি আর

চোখে রঙিন স্বপন ৷ মধ্যবিত্তের টানাপোড়েন আর টানাটানি তোমার সহনশীলতার সীমা অতিক্রম করে ৷





কলেজে জীববিজ্ঞানের টেবিলে তেলেপোকার ব্যবচ্ছেদ আর কৈশোর পেরোনো তরুনের জীবন সমীকরণ মিলে মিশে একাকার তখন ৷

যেন হারানো লাটিমের মোহাচ্ছন্ন ঘূর্ণন আমার জীবনে এনে দিল

মাহাত্মা গান্ধির এক্সপেরিমেন্টাল দার্শনিকতা আর নারী বৈরাগ্য ৷



অনার্স শেষ না হতেই তোমার বিলাসী স্বপ্ন পূরন হলো ৷

সংক্ষিপ্ত এক পারিবারিক অনুষ্ঠান আর ওষ্ঠের ত্রি-কম্পনে

তোমার সে বহু কাঙ্খিত বিলাসী জীবনের সরল সূত্রপাত ৷

শুনেছি অচিরেই হয়েছো প্রবাসী পতির কোটপরা বিদেশি মেম ৷

তোমার বহু কাঙ্খিত যমজ সন্তান নিয়ে বেশ সুখীই হয়েছো ৷



কোন অভিযোগ ছিল না, নেই…৷



আমার অনার্সের রেজাল্ট বেশ ভালো হয়েছে, প্রাইভেট একটা ফার্মে

যোগও দিয়েছি কদিন হলো, ঢাকাতেও এখন কর্পোরেট কালচার, বুঝলে ?



কিন্তু এসব আমাকে টানে না, এখনও ইচ্ছে করে গ্রামে ফিরে যাই,

মনটা আমার আজও পড়ে আছে যে শাপলা আর শালুক শিকড়ে…৷



তোমাকে মনে পড়ে মাঝে মাঝে, চৈত্রের ঘুঘু ডাকা

নির্জন বিষন্ন দুপুরে

তবু বুকের ভেতর একরাশ হাহাকার ডুকরিয়ে কেঁদে ওঠে…!



আর মনে পড়ে বোদলেয়ার:



তোমাকে হারালাম মানে আমরা দুজনেই

হারালাম

……………………………………………

……………………………………………

তবে আমাদের দুজনের মধ্যে তুমিই

হারাচ্ছো বেশি

কারন আমি অন্য কাউকে ভালোবাসতে

পারবো

যেমনটা বেসেছি তোমাকে

কিন্তু তুমি কখনোই পাবে না তেমন

ভালোবাসা

যেমনটি বেসেছি আমি ৷




জীবনের গতিময়তা আর বাস্তবতার সেন্ট্রিফিউগাল ফোর্সে

কেউ কেউ কেন্দ্রমুখী হয় সফলতা আর সুখের নিগরে, আর

কেউ কেউ ছিটকে পড়ে চলতে থাকে তবুও নিয়তির অপার পরিহাসে…৷



শিউলী তলার অপার্থিব রাত আর লুকোচুরি খেলার দিন

ফুরিয়ে আসে একসময় ৷



তোমার চোখের রঙিন স্বপ্ন আর আমার জীবনের

এক্সপেরিমেন্টাল দার্শনিকতাও

সময়ের ধুলোয় একদিন ঢাকা পড়ে যাবে…

আমি ভালো আছি, ভালো থেকো...। ৷

মন্তব্য ৫২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫

মাহাবুব আলম মুরাদ বলেছেন: ভাল লাগল আপনার চিঠিটা।
ধন্যবাদ।
http://onlineeducare.com/

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকেও ধন্যবাদ, মন্তব্য করার জন্য ৷

অনেক ভালো থাকুন...।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৫

রাতুল_শাহ বলেছেন: সত্য ঘটনা অবলম্বনে নাকি ভাই?

ভাল লাগছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কিছু সত্য আর কিছু কল্পনার সুচে বুনোনো নকশী কাঁথা…
দোয়া করবেন ভাই, ধন্যবাদ আপনাকে...।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: চিঠিভর্তি চমৎকার সব শব্দে শৈশব থেকে যৌবনের স্মৃতিচারণ চমৎকার লেগেছে !
শুভকামনা রইলো !

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে…
অনেক ধন্যবাদ আপনাকে…৷
ভালো থাকবেন অভি ৷

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১০

রুপ।ই বলেছেন: শব্দ চয়ন অপূর্ব, লেখার ধরনটা মন কেড়েছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার ভালো লেগেছে জেনে প্রীত হলাম …
অনেক ধন্যবাদ আপনাকে রুপ…৷

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৭

টুম্পা মনি বলেছেন: অনেক ভালো লাগা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার জন্যও অনেক ভালো লাগা রইল…
ভালো থাকবেন…টুম্পা..!





৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক ভাললাগা জানবেন।

++++

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
এত্তোগুলো প্লাস দিলেন, রাখি কোথায়..!!
অনেক ভালো থাকবেন শোভন…

৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার !!!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক উৎসাহ বোধ করছি আপনার মন্তব্য...।

অনেক ভালো থাকবেন বর্ষণ...।

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০

অর্থনীতিবিদ বলেছেন: একজন মানুষের শৈশব, কৈশোর আর তারুন্যের বর্ণনা অসাধারন জীবন্ত হয়ে ফুটে উঠেছে কবিতাটিতে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে…
অনেক ধন্যবাদ আপনাকে…৷

ভালোলাগা রইল ৷

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৩

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: চমৎকার।

আপনার আইডির গ্রানমা মানে কি ?

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার কমেন্ট দেখে সত্যিই অনেক প্রীত হলাম…!!
অনেক ধন্যবাদ আপনাকে…৷

গ্রানমা হলো সেই বিশ্বখ্যাত ছোট জাহাজ, যেটা নিয়ে ফিদেল ক্যাষ্ট্রো ও তার বিপ্লবী বন্ধু চে-গুয়েভারা ১৯৫৬ সালে কিউবার উদ্দেশ্য মেক্সিকো উপসাগর থেকে মোট ৮২ জন গেরিলা যোদ্ধা নিয়ে যাত্রা করেন…
বাকি ইতিহাস তো সবারই জানা…!!

(আইডি তে ছবি দিলাম আপনার জন্য)
অনেক ভালো থাকবেন প্লিও...।

১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০

ড. জেকিল বলেছেন: অনেক সুন্দর হয়েছে কবিতাটা। এতই সুন্দর যে, যখন পড়ছিলাম তখন আমার চোখে ভাসছিলো সবকিছু, শিউলি-শাপলা-লুকোচুরি সব। ভালো থাকবেন।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো …
তবে এটা কিন্তু মুলতো একটা চিঠি,
ধন্যবাদ আপনাকে....ড. ।

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৯

বটবৃক্ষ~ বলেছেন: খুব খুব বেশি ভাল্লাগলো!! +++ এখন এভাবেই দিতে হয়! ঃ(

সময় গড়াতে থাকে, বাড়তে থাকে ব্যবধান, সময়ের এই
গতিময়তায় তুমি গা থেকে মুছে ফেলে দিলে ধুলো/মাটির মায়া-আবরন, তার পরিবর্তে গায়ে মাখালে বোতলে ভরা সুগন্ধি আর
চোখে রঙ্গীন স্বপন ৷

সুন্দর!!
তবে আমাদের দুজনের মধ্যে তুমিই
হারাচ্ছো বেশি
কারন আমি অন্য কাউকে ভালোবাসতে
পারবো
যেমনটা বেসেছি তোমাকে
কিন্তু তুমি কখনোই পাবে না তেমন
ভালোবাসা
যেমনটি বেসেছি আমি ৷


হায়রে ! সবার সমিকরন গুলো বুঝি প্রায় একইরকম লাগে!!
শুভকামনা কবি আপনাকে!!
ভাল থাকবেনা

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
হায়রে ! সবার সমিকরন গুলো বুঝি প্রায় একইরকম লাগে!!
শুভকামনা কবি আপনাকে!!
ভাল থাকবেনা

আপনার (সমিকরন)/(সমীকরণ) বানানের ওপর নজর দিবেন ৷
আমাকে কি ভালো থাকতে না করলেন, কবি...!?
আমি কিন্তু কষ্টিত হইলাম... :(

অনেক ভালো থাকুন..।

১২| ০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৫২

অপর্ণা মম্ময় বলেছেন: খুব চমৎকার একটা কবিতা পড়লাম। খুব সুন্দর !

স্মৃতিচারণ - ভালোবাসা - নস্টালজিক

*** কিছু বানান ভুল আছে।
সুখের, কৈশোর, ডুকরিয়ে, রূপকথা, নীরবতা, ঝিঁঝিঁ , অবিমিশ্র, রঙিন, ব্যবচ্ছেদ, ঘূর্ণন, সুখী ইত্যাদি ইত্যাদি আরও অনেক।

ভালো থাকুন। শুভকামনা রইলো

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার মূল্যবান মন্তব্য পেয়ে কৃতার্থ হলাম..।
ভুলগুলি ধরিয়ে দেবার জন্য অনেক অনেক ধন্য..।

অনেক উৎসাহ বোধ করছি... সুন্দর থাকুন ৷

১৩| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪২

বোকামন বলেছেন:

আমাদের পেরিয়ে আসা শৈশব ছিল সরলানন্দময় সুন্দর,রূপকথার
মতো আবাল্য সেই দিনগুলোর সুবর্ণ স্মৃতি রোমন্থনের
অলস মাড়িতে হাতড়ানোর ইচ্ছে এখনও জাগে মাঝে মাঝে ৷


ভীষণ সুন্দর একটি কবিতা পড়লাম।
আপনাকে ধন্যবাদ

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক উৎসাহ বোধ করছি আপনার মন্তব্যে...

আপনাকে ধন্যবাদ, ভালো থাকুন...।

১৪| ০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫০

ৎঁৎঁৎঁ বলেছেন:
জীবনের গতিময়তা আর বাস্তবতার সেন্ট্রিফিউগাল ফোর্সে
কেউ কেউ কেন্দ্রমুখী হয় সফলতা আর সুখের নিগরে, আর
কেউ কেউ ছিটকে পড়ে চলতে থাকে তবুও নিয়তির অপার পরিহাসে…৷

চমৎকার লাগলো আপনার চিঠি! অনেক অনেক ভালো লাগা!

০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কবির চোখে আমার লেখা ধরেছে,
দেখে খুব ভালো লাগছে...

অনেকগুলো শিউলী বোটার হলুদ,
রইল আপনার জন্য...।

১৫| ০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৮

নেক্সাস বলেছেন: তোমার চোখের রঙিন স্বপ্ন আর আমার জীবনের
এক্সপেরিমেন্টাল দার্শনিকতাও
সময়ের ধুলোয় একদিন ঢাকা পড়ে যাবে…
আমি ভালো আছি, ভালো থেকো...। ৷

প্রিয় তে নিয়ে গেলাম

০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
নেক্সাস ভাই,

অনেক গুণী লেখক আমার লেখায়
মন্তব্য করছেন দেখে যেমন খুশি লাগছে
তেমনি নিজের সামর্থ-সংশয় জাগছে...।

অনেক ধন্যবাদ ও ভালোলাগা আপনার জন্য..।

১৬| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২২

আরজু পনি বলেছেন:

:|

এভাবে মন খারাপ করিয়ে দেবার জন্যে ডেকেছেন আমায় !

:(

জানি না , পড়তে পড়তে এতো কষ্ট লাগছিল কেন !

০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমি তো আপনার সামান্য মন খারাপ করলাম,
আপনার নামে ক্লিক যতবার মেড়েছি ততবারই
প্রচন্ড একটা ঘুসি আমার নাকে আছড়ে পড়ে...!!

কষ্ট যদি কিছু লাগে তবে তা ভালো, কষ্টই মহান..।

অনেক সুন্দর থাকুন...।

১৭| ০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৬

শাহেদ খান বলেছেন: সুন্দর।

ভাল লাগল বিষাদী স্মৃতিময় আর উদাসী কথামালা।

ভাল থাকা হোক সবার; যার যার মত করে নিজেদের পরিসরে।

লেখায় অনেক শুভকামনা।

০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

কবির চোখে আমার লেখা ধরেছে,
দেখে খুব ভালো লাগছে...

অনেক ধন্যবাদ ও ভালোলাগা আপনার জন্য..।

১৮| ০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৪

ঘুমন্ত আমি বলেছেন: ভালো লেখেছে লেখাটি এবং লেখার ধরনটিকেও

০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার ভালো লেগেছে জেনে
অনেক ভালো লাগলো …

ধন্যবাদ আপনাকে....

১৯| ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৮

লাবনী আক্তার বলেছেন: চমৎকার লিখেছেন। বেদনা ভারাক্রান্ত চিঠি।


আপনার চিঠি পরে আমার শৈশবের কথা মনে পড়ল। বরফ পানি খেলতাম, শৈশবে আমিও ভোঁর বেলায় খেলার সাথীদের সাথে শিউলি ফুল কুড়াতাম ।

আর কলেজে জীববিজ্ঞানের টেবিলে তেলেপোকার ব্যবচ্ছেদ যেদিন থাকত সেদিন খুব বিরক্ত লাগত। রুমের ভেতর ঢুকার সময় এমন বিশ্রী গন্ধ লাগত। পরে অবশ্য ঠিক হয়ে যেত। রুমের ভেতর ঢুকার কিছুক্ষন পর আর খারাপ লাগত না।

০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার অনুভূতি পেয়ে অনেক ভালো লাগলো...।

শৈশব, খেলার সাথী, শিউলী, বরফ পানি..

কত আনন্দই না ছিল এক সময়...!!

ওবুও ভালো থাকুন সব সময়..।

২০| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

লেখোয়াড় বলেছেন:
শুচিতা কি বাস্তব না কল্পনার।
কবিতার বিষয় কি আপনার নিজের?
এই কবিতাটি কি আর একবার লিখবেন?
তবে যদি লেখেন তো এটি আরো কয়েকবার পড়ে নিবেন।


এখানে আপনার মনের আবেগ কাজ করেছে বেশি।

শৈশব, কৈশোর যৌবন সব এই আয়নায় তুলে ধরে আমাদের কাতর করে দিয়েছেন, জানেনতো এমন সব লেখা, ভাবনা, মানুষকে একাকী করে দেয়।
তখন ঘূর্ণীমায়ার জালে আটকে পড়ে শুধু ছটফট করতে হয়।

তার প্রমাণ তো এই কটি লাইনেই দিয়েছেন..............

"তোমাকে মনে পড়ে মাঝে মাঝে, চৈত্রের ঘুঘু ডাকা
নির্জন বিষন্ন দুপুরে
তবু বুকের ভেতর একরাশ হাহাকার ডুকরিয়ে কেঁদে ওঠে…!"


ঠিক এরকম................

".........আমার ভিতর কেমন থর থর কম্পমান.......... আমার তো কাউকে আঘাত দেওয়ার কথা ছিল না.......... অনেকখানি কোমল আমি গোলাপের পাঁপড়ির মত................... আমায় দুঃখ দেওয়ার কোন কথা তোমার ছিলো না........."

আমার কথাগুলো আপনার ভাল লাগবে কিনা জানিনা।

আপনার এখানে অনেক আগে আসতে বলেছিলেন, আসিনি।
আজ সে দায় মিটিয়ে গেলাম।
ভাল থাকবেন। বেশি বেশি লিখতে থাকুন।

১৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
শুচিতা
কিছু বাস্তবতা আর কিছু কল্পণাশ্রিত..
বিষয় আমার সামান্য একটু হয়তো আছে..!

কয়েকবার পড়তে বলেছেন বানান ভুলের জন্য
নাকি অন্য কিছু,ঠিক বুঝলাম না..?

সম্মোধনের তারতম্যটা আমার ইচ্ছাকৃত ।

অনেকখানি কোমল আমি গোলাপের পাঁপড়ির মত................... আমায় দুঃখ দেওয়ার কোন কথা তোমার ছিলো না........."

আপনার লেখায় আমি যথারীতি মুগ্ধ আছি..।

অনেক ধন্যবাদ মূল্যবান কিছু সময় এখানে
ফুরোনোর জন্য..।

২১| ২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০২

সকাল রয় বলেছেন:
ক্যমনে সম্ভব এমন লেখা

৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

"আন্না কারেনিনা" বইটি পড়েছেন ?

সময়গুলো যাচ্ছে,জকির মতো...

ভালোই থাকুন ।

২২| ২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অবাক করা লিখা। অনেক ভাল লাগা ।

৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা...।

ভালো থাকুন সর্বদা ।

২৩| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৭:৫১

প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: লেখাটা আমার অসাধারন ভালো লেগেছে। আমি কিছুদিন ধরে একটা কাজ করে যাচ্ছি। গল্প, কবিতা, উপন্যাস পাঠ করে ইউটিউবে আপলোড করছি। অবশ্য এইটা কিছুটা আমার বউয়ের জন্য। আপনি অনুমতি দিলে আপনার এই লেখাটা আমি পাঠ করতে চাই। আমার ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারেন

১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৩৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
জুলফিকার ভাই, অনক ধন্যবাদ আপনাকে ।

লেখাটি ভালো লেগেছে জেনে খুশি হলাম ।

আপনি আমার লেখাটি পাঠ করে আপলোড করতে পারেন
তবে সেখানে আমার নামের সত্তটা যেন থাকে আর আপলোড
হয়ে গেলে সেটির লিঙ্কটা দিবেন আমাকে ।

ভালো থাকুন আপনারা ।

২৪| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৮:৪৫

বৃষ্টিধারা বলেছেন: ইসসসসসসসসসসসসসসস

আমাকে কেউ চিঠি লিখে না । :| :|

এটার জন্য আমার অনেক কষ্ট মনে । চিঠি পড়লেই কিংবা চিঠি শব্দ টা পড়লেই আমার মনে হয়,আমাকে যদি কেউ লিখত ...... :( :( :(

অনেক ভালো লাগলো চিঠি ।

ভালো থাকবেন ।

১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে সুন্দর একখানা চিঠি দিব বলে
অনেক অপেক্ষা করেছি, কিন্তু তা আর হলো না
এখন এই লেখাটি আপনি দেখবেন কিনা সন্দেহ !

কারণ ততদিনে আপনি ব্লগ নামক আফিমের নেশা
থেকে মুক্ত হয়ে ব্যক্তিগত জীবনে ব্যস্ত হয়েছেন !
আপনার বাবুটা ততদিনে হাঁটতে/দৌড়াতে শিখে গেছে।

আর ততদিনে আমার জীবন নামক নদীর জল হয়েছে
ঘোলাটে আর কাদাময়, তবুও তা থিতানোর অপেক্ষায় !

আপনার জন্য অনেক শুভকামনা রইল প্রিয় "বৃষ্টিধারা"

২৫| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৯

শুঁটকি মাছ বলেছেন: শুচিতাকে লেখা চিঠি বেশ ভালো লাগল! :) :) :)
শুচি-শুচিতা এইসব নামগুলো দেখলে বেশ আনন্দ লাগে!!!!!! :P :P :P :P

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

সুস্বাগতম...।

দোজো ইউরোশিকো অনেগাই শিমাছ...।

ধন্যবাদ, ভালো থাকুন ।

২৬| ১৪ ই মে, ২০১৪ সকাল ১১:২৮

মুম রহমান বলেছেন: ভাল লিখেছেন।

১৪ ই মে, ২০১৪ সকাল ১১:৫২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে এখানে আসার জন্য !

সুন্দর হোক আপনার আগামী ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.