নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উৎকর্ষ সাধনে সচেষ্ট..!

স্বপ্নচারী গ্রানমা

মানুষ বাঁচে, আশা এবং আশংকায়..!

স্বপ্নচারী গ্রানমা › বিস্তারিত পোস্টঃ

দুঃখের উত্তরাধিকার

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৫

সুবর্ণ কঙ্কণ পরা রমণীদের কাব্যে,

নৈরাশ্য আর অপ্রতিশ্রুতিময়তার মেঘ বৃষ্টি হয়ে

ঝড়েছিলো আমার অনুভূতির কোমল আঙ্গিনায়…৷





ফ্যানী ব্রাউন কিংবা ক্লিওপেট্রার প্রেম-প্রবঞ্চনা

পরিযায়ী পাখিদের পায়ে পায়ে, ডানার ভাঁজে

হিমালায়নের যাযাবর ড্রেজেলের কণায় কণায়

এসে জমা হয় অদৃষ্টের উত্তরাধিকারে…৷



এভাবেই কত যুগ যগান্তরে:

দাস দাসন্তের কালো চামড়া নিপীড়নের দুঃখ,

নিস্পাপ কয়েদীর বন্দী কারা- প্রকোষ্ঠের দুঃখ,

জল্লাদের উদ্দ্যত খড়্গের নীচে অসহায়ের দুঃখ,

দুঃসাহসী যোদ্ধার বেয়োনেটে নিথর হবার দুঃখ,



আদি,অনাদি কাল হতে: প্রেম-প্রবঞ্চনা…

শত যুদ্ধ, অগনন খুন ধর্ষণ আর অনাচারের দুঃখ

জমা হয়েছে আমার ব্যক্তিগত আকাশের সীমানায় ৷



সহস্র বছরের বেদনার উত্তরাধিকারী আমি আজ বড় বেশি

ক্লান্ত, আহত, ক্ষত-বিক্ষত, উন্মাদ, অসহায় এবং বিকারগ্রস্থ !!

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর অনেক সুন্দর কবিতা । ভাল লাগল।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার মন্তব্য পেয়ে অনেক ভালো লাগল...।

অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকুন...।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২০

ৎঁৎঁৎঁ বলেছেন: দুঃখের উত্তরাধিকার- শিরোনাম খুব চমৎকার হয়েছে!

কবিতা অনেক ভালো লেগেছে!

শুভকামনা!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার দুর্লভ মন্তব্য পেয়ে অনেক ভালো লাগছে...।

ধন্যবাদ, ৎৎৎ ৷

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৯

আমিনুর রহমান বলেছেন:



সুন্দর।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

অনেক ধন্যবাদ আপনাকে,
ভালো থাকুন...।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১২

নেক্সাস বলেছেন: দি,অনাদি কাল হতে: প্রেম-প্রবঞ্চনা…
শত যুদ্ধ, অগনন খুন ধর্ষণ আর অনাচারের দুঃখ
জমা হয়েছে আমার ব্যক্তিগত আকাশের সীমানায় ৷


আপনার লিখার হাত অনেক চমৎকার।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে নেক্সাস,

ভালো থাকুন, দুঃখে নয় আনন্দে থাকুন...।

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৪

স্বপ্নবাজ অভি বলেছেন: দুঃখ দুঃখ দুঃখ


ক্লান্ত, আহত, ক্ষত-বিক্ষত, উন্মাদ, অসহায় এবং বিকারগ্রস্থ !!

চমৎকার লিখেছেন !

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অভি,

দুঃখ নিয়ে লেখালেখি মনে হয়
একটু বেশিই হয়ে যাচ্ছে...!

ভিন্নতর চেষ্টা করবো...

ভালো থাকুন,
সূখেই থাকুন...।


৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার!!!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
বর্ষণ,

কৃতজ্ঞতা আপনার জন্য...।
অনেক ভালো থাকুন ৷

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নচারী গ্রানমা,

দুঃখের উত্তরাধিকার নিয়েছেন কবিতায় তাই ব্যক্তিগত আকাশের সীমানায় তো দুঃখদেরই থাকবার কথা !
তবে কষ্টক্রান্ত সুন্দর লাইনগুলোর উপরে লেখা "Why ? " সোচ্চারিত দেখে বুঝে নিতে হয় , এ উত্তরাধিকার কাম্য নয় আপনার । অবশ্য এরকম উত্তরাধিকার কাম্য কারোই নয় ।
ক্লান্ত আর ক্ষত-বিক্ষত হতে কে চায় বলুন ? তবুও আপনি স্বপ্নচারী.... হয়তো আপনার স্বপ্নই একদিন আবার অন্যরকম আরেক সুরম্য উত্তরাধিকার দিয়ে যাবে আপনাকে ।
তখোন আর একটি কবিতা লিখবেন তো ?

শুভেচ্ছান্তে ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
মিঃ জী এস,

কষ্ট করে এত বড় মন্তব্য লেখার জন্য
প্রথমেই কৃতজ্ঞতা স্বীকার করছি...।

ক্লান্ত আর ক্ষত-বিক্ষত হতে কে চায় বলুন ?

আসলেই তাই, মাঝে ইচ্ছে হয় অষ্ট্রেলিয়া
বা কানাডায় চলে যাই...!
নাহ, শেকড়ে যে টান পড়ে...!!

সুরম্য উত্তরাধিকার নিয়ে অবশ্যই লিখবো..।

অনেক ধন্যবাদ আপনাকে...।

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৫

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:




''দুঃখের উত্তরাধিকার…'' অদ্ভুত সুন্দর একটা শিরোনাম!




সহস্র বছরের বেদনার উত্তরাধিকারী আমি আজ বড় বেশি
ক্লান্ত, আহত, ক্ষত-বিক্ষত, উন্মাদ, অসহায় এবং বিকারগ্রস্থ !!
............... দুঃখ ... ক্লান্তি...প্রবঞ্চনা... দারুণ একটা কবিতা!!! ভীষণ ভালো লাগলো ...


শুভকামনা জানবেন অনেক!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে অনেক দিন পর পাওয়া গেল ।

মন্তব্য পেয়ে অনেক ভালো লাগছে...।

অনেক ধন্যবাদ রাজকন্যা, ভালো থাকুন ।

৯| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
শিরোনাম কিংবা কবিতা।
মুগ্ধ হবার অনেক কারন রয়েছে পোস্টে।

০৬ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
মন্তব্য পেয়ে মুগ্ধ হবার
অনেক কারন রয়েছে...

অনেক ধন্যবাদ আশরাফুল ভাই,
ভালো থাকুন ।

১০| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

সহস্র বছরের বেদনার উত্তরাধিকারী আমি আজ বড় বেশি
ক্লান্ত, আহত, ক্ষত-বিক্ষত, উন্মাদ, অসহায় এবং বিকারগ্রস্ত
!!

পুরো কবিতাটাই ভালো লাগলো।

১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
মন্তব্য পেয়ে ভালো লাগছে, পাশাপাশি
আপনার কাছ থেকে দিকনির্দেশনাও কাম্য..
অনেক ধন্যবাদ, পাশেই থাকবেন...।

১১| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৫

বুকের মধ্যে বায়ান্নটা মেহগনি কাঠের আলমারি বলেছেন:


মুগ্ধতা নিয়ে ফিরছি ......... !


১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
খুব ভালো লাগছে আপনাকে দেখে/মম্তব্যে…
আপনার নিকটা আমাকে অযাচিতভাবে ভাবনায় ফেলে দিল..!

যাহোক, ভালো থাকবেন..
পাশে থাকবেন আশা করি.. ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.