নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উৎকর্ষ সাধনে সচেষ্ট..!

স্বপ্নচারী গ্রানমা

মানুষ বাঁচে, আশা এবং আশংকায়..!

স্বপ্নচারী গ্রানমা › বিস্তারিত পোস্টঃ

গ্রামীণ ফোনের সূক্ষ্ম জালিয়াতী…!!

০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৩

আমি আমার এফ এন এফ

নাম্বারে কল করেছি…৷



কত মিনিট কল করে, কত টাকা কর্তিত হইল

সচরাচর কেউই এভাবে তার একাউন্ট ব্যালেন্স

চেক করে না…৷



হঠাৎ আজকের এই হ্যাপি উইকেন্ডের সকালে

মনে হলো ব্যাপারটা একটু চেকাইয়া দেখি…!



আমি যখন কথা শেষ করি, কল সামারিতে

দেখাইলো ১.৪৭ মিনিট

কিন্তু কথা শেষ হবার পরে গ্রামীন থেকে যে

নোটিফিকেশন এলো তার হিসাবটা দেখুনঃ



টক টাইমঃ ১.৪৮ মিনিট ৷

কল চার্জঃ ০.৬৩ টাকা ৷

কল দেবার আগে ব্যালেন্স লিখে রেখেছিলামঃ ১৭.৮২ টাকা ৷

১.৪৮ মিনিটের জন্য যদি উল্লিখিত কল চার্জঃ ০.৬৩ টাকা ৷

========================================

কেটে নেয়, তাহলে বিয়োগ করে দেখুন=১৭.১৯ টাকা ৷



কারচুপিটা এখানেইঃ তাদের নোটিফিকেশনে ব্যালেন্স ১৭.১৮ টাকা ৷



ব্যবধানটা ১ পয়সার কিন্তু হিসেব করে দেখুন,

গ্রামীনের ৪ কোটি গ্রাহক যদি গড়ে দিনে দুইটা

কলও করে আর প্রতি কলে ০১ পয়সা অতিরিক্ত

কেটে নেয় তাহলে প্রতি দিন কারচুপির পরিমান

৮,০০,০০০/= (আট লক্ষ টাকা, মাত্র) ৷



দ্রষ্টব্যঃ গ্রামীন ফোন মাল্টিন্যাশনাল কোম্পানী,

প্রতিটা কল থেকেই এভাবে ০১ পয়সার বিরাট

কারচুপি করছে কিনা তা আমি নিশ্চিত নই,

সবারই উচিত মাঝে মধ্য বিষয়টি যাচিয়ে দেখা…৷



আপনাদের এ ব্যাপারে পূর্বাভিজ্ঞতা থাকলে

শেয়ার করুন ৷ (চলবে…)

মন্তব্য ৪০ টি রেটিং +০/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫১

মাসুদ রশিদ বলেছেন: এ আর নতুন কি?

০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
শুনেছিলাম, বাট আজ হাতেনাতে দেখলাম...।

ধন্যবাদ আপনাকে..।

২| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৩

হাসিব০৭ বলেছেন: এয়ারটেলেও একইরকম ................. কিছুদিন আগে আমি ব্যালেন্স দেখতে যাবার পর ২-৩ পয়সা কেটে নিয়েছিলো। কয়েকবার ব্যলেন্স দেখতে থাকি আর আমার ব্যালেন্স থেকে ২-৩ পয়সা করে কমতে থাকে।

০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
প্রতিবাদ করছেন না কেন,

বুঝলাম না...!

ভালো থাকুন...।

৩| ০৩ রা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৮

এন ইউ এমিল বলেছেন: হারামির ফোনকি আর এরে সাধে কয়?

০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আসলেই ভাই, ঠিক বলেছেন..

কিছুই কি করার নেই..?

ভালো থাকুন...।

৪| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০০

প্রত্যাবর্তন@ বলেছেন: সুক্ষ ডাকাতি ।

০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
লেখক বলেছেন:
আওয়াজ তুলুন সবাই মিলে...

যদি কিছু সুমতি হয়...!

৫| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১১

বাংলার তৌহিদ বলেছেন: গ্রামিনফোন এন্ড এয়ারটেল নব্য এই দুই ইস্ট ইন্ডিয়া কম্পানি বর্জনের সময় হয়েছে।

০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

সময়কে কাজে লাগানোর আয়োজন করুন না,

সবাইকে পাশে পাবেন...। ধন্যবাদধধধধধধ

ধন্যবাদ..।

৬| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৩

হাসিব০৭ বলেছেন: @স্বপ্নচারী গ্রানমা এয়ারটেল নিয়ে কিছু বললে আপামনি আবার রাগ করবে যে :P :P :P :P :P :P :P

০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
সঠিক ভাবে অন্যায়ের প্রতিবাদ/প্রতিরোধ করা চাই ৷

৭| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৫

প্রথম সকাল বলেছেন: ফাক জিপি

০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

সঠিক ভাবে অন্যায়ের

প্রতিবাদ/প্রতিরোধ করা চাই ৷

৮| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫০

এন এফ এস বলেছেন: এ ব্যাপার গুলো নিয়ে অনেক রকম সাধারণ আন্দোলন করে দেখেছি লাভ হয় নি। আমি মনে করি টেলিযোগাযোগ কর্তৃপক্ষকে সরকারি ভাবে এটা তদন্ত করতে হবে।

০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
সরকারের সুদৃষ্টি/সাহায্য কামনা করছি,

কিন্তু সরকার কি আমাদের শুনতে পাচ্ছে..?

৯| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৭

নীলতিমি বলেছেন: ভাই মনে হয় না হিসেব টা এরকম। আমিও এটা দেখেছিলাম রবির ক্ষেত্রে।


কিন্তু তারা টোটাল মিনিট হিসেবে ব্যালেন্স করে। যেমন আপনি ২০ সেকেন্ড করে ৩টি কল করুন, মোট হলো ১ মিনিট। কিংবা ১০ সেকেন্ড করে ৬ বার।

এবার দেখুন এক মিনিটে যত টাকা কাটার কথা তত কেটেছে কি-না!

(পুরো ২০ সেকেন্ডই করবেন না যেন, ১৮ সেকেন্ড করে টেস্ট করুন)


রবির ক্ষেত্রে দেখেছি টোটাল মিনিটে তারা বেশি কাটছে না কিন্তু ছোট ছোট অংশগুলোতে বেশি মনে হচ্ছিলো।


*যাহোক - গ্রামীণফোনে ক্ষেত্রে বিষয়টা পরীক্ষা করে দেখলে বোঝা যাবে তারা বাটপাড়ি করছে কি-না!


ধন্যবাদ। :)

০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:২১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
টাইমকে পার্ট পার্ট করে
সেটাতে আবার যা বিল আসে
তাকে সম্ভবত রাউন্ডিং করা হচ্ছে...

কিন্তু তাল গাছটাতো তাদের ভাগেই যাচ্ছে..!

সঠিক তদন্ত হওয়া প্রয়োজন, ধন্যবাদ ৷

১০| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫১

কস্কি বলেছেন: বিলিং ঠিকই আছে!!! ;)

জালিয়াতির কিছু দেখছি না!!!!! :P

০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
লেখক বলেছেন:
টাইমকে পার্ট পার্ট করে
সেটাতে আবার যা বিল আসে
তাকে সম্ভবত রাউন্ডিং করা হচ্ছে...

কিন্তু তাল গাছটাতো তাদের ভাগেই যাচ্ছে..!

ভাই জান কি জিপিতে আছেন..? ভালো থাকুন ৷

১১| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাই, আন্দোলনে ঝাপায়া পড়েন !! B-) B-)

০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ঝাপায়া পড়লে আপনাকে পাশে পাবো তো..?

অনেক ভালো থাকুন..।

১২| ০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৮

মাজহারুল হুসাইন বলেছেন: আমার মনে হয় বিষয় টা ২ ভাবে হয় ।

১। ভ্যাট কাটে । বিল সিলিং করে কর্তন করে । পোস্ট-পেইডে বিল পে এর সময় আর প্রি-পেইডে রি-চার্জের সময় ভ্যাট কর্তন করলে হিসাবে গোলমাল হত না । আর এই সিলিং এর সময় প্রায় ১ পয়সা করে হারিয়ে যায়, যা সরকার ট্যাক্স হিসাবে পায় না ।

২। ১০ সেকেন্ড, ১ সেকেন্ড পালসের যুগে বিল এখন দেখা যায় ৪.১৭ পয়সা । কিন্তু একাউন্টে হিসাব তো টাকায় দশমিকের পর ২ ঘর ফলে আপনার ৫ পয়সা কেটে রেখে দেবে । টাকায় দশমিকের পর ৪ ঘর করলে আর জালিয়াতি হত না ।

০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
খাঁটি কথা বলেছেন..

কোন প্রতিকার কি নেই..?

ধন্যবাদ আপনাকে দায়িত্বশীল মন্তব্যর জন্য ৷

১৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১:১৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: শালার গ্রামীন

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
গ্রামীন কি আমাদের প্রিয় দুঃখের মতো...?

আঘাত দেয় তবু ধরে রাখি...!!

১৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০১

কস্কি বলেছেন: আপ্নার যদি ভেবে শান্তি হয় যে, আমি জিপিতে আছি, তাইলে তাই ভাব্তে পারেন, অসুবিধা নাইক্কা!! :P

আর এই কাজতো শুধু জিপি একা করছে না!! বাংলাদেশসহ সব দেশের টেলকোগুলা সেইম কাজই করছে!! :P

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
প্রিয় কস্কি,

সবাই করছে বলেই আপনি এটাকে অন্ধভাবে
সাপোর্ট দিতে পারেন না..!

আপনি তো দায়িত্বশীল অবস্থানে রয়েছেন...!!

১৫| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪০

সেলিম আনোয়ার বলেছেন: সব টেলকোর একই অবস্থা । ব্যাংক ও তাই করে ।নেওয়ার সময় ৩৬০ দিনে বছর দেয়ার ৩৬৫ দিনে।জালিয়াতের উপর এখন সব চলে। সত্যি কিছু নির্ভোজাল কিছু কললেন তো ভেজালে জড়িয়ে গেলেন। :) :(

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আসলেই আমরা অসহায়..
আসলেই আমরা নিরূপায়..

নাথিং টু ডু... ধন্যবাদ ৷

১৬| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩১

লেখোয়াড় বলেছেন:
আপনার সাথে পরিচিত হতে এলাম।
গ্রানমা বলতে কি বোঝাতে চেয়েছেন?

অনেক ধনবাদ।

১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

আপনাকে দেখে সত্যিই অনেক প্রীত হলাম…!!

গ্রানমা হলো সেই বিশ্বখ্যাত ছোট জাহাজ, যেটা নিয়ে ফিদেল ক্যাষ্ট্রো ও তার বিপ্লবী বন্ধু চে-গুয়েভারা ১৯৫৬ সালে কিউবার উদ্দেশ্য মেক্সিকো উপসাগর থেকে মোট ৮২ জন গেরিলা যোদ্ধা নিয়ে যাত্রা করেন…
বাকি ইতিহাস তো সবারই জানা…!!

আমার শুচিতাকে নিয়ে লেখা সাম্প্রতিক চিঠিখানি পড়ে কমেন্ট
দিলে অনেক খুশি হব..।

ধন্যবাদ আপনাকে ৷

১৭| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৩

বশর সিদ্দিকী বলেছেন: সাধারন মানুসের রক্তচোষা কোম্পানি।

১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
সঠিক বলেছেন..।

ধন্যবাদ আপনাকে ৷

১৮| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫২

নেক্সাস বলেছেন: চোরের দেশে চুরি চামারি জায়েজ

১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
এভাবে আর কতদিন নেক্সাস ভাই...??

অনেক ভালো থাকুন...।

১৯| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৩

অস্পিসাস প্রেইস বলেছেন:
শুধু গ্রামীণ ফোন না বস। আমারটাও এক নাম্বারের চোর। আর শুধু ফোনের কথা বলছেন? প্রায়ই যে টুকটুক করে এটিএম থেকে টাকা যায় সেটাও খেয়াল করে দেখেন!

২৭ শে মার্চ, ২০১৪ দুপুর ১:১৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
পুরোপুরি সহমত...!

ভালো থাকুন ।

২০| ১২ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:২৭

প্রিন্স ঠাকুর বলেছেন: এভাবেই তো আমরা গ্রামীন ফোনকে বড় হতে সাহায্য করছি। তেল মাথায় তেল আরকি...

২৭ শে মার্চ, ২০১৪ দুপুর ১:১৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

পুরোপুরি সহমত...!

আমরা হয়তো নিরূপায় !

ভালো থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.