নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উৎকর্ষ সাধনে সচেষ্ট..!

স্বপ্নচারী গ্রানমা

মানুষ বাঁচে, আশা এবং আশংকায়..!

স্বপ্নচারী গ্রানমা › বিস্তারিত পোস্টঃ

(ছবি ব্লগ) আমার ফটোগ্রাফি কর্মশালা (চট্টগ্রাম পর্ব)

২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৮

আমার অপেশাদার হাতে তোলা কিছু ছবি

প্রকাশ করলাম সবার সাথে শেয়ার করতে...



২০০৯ ও ২০১০/১১ সালের দুটি অসহনীয় উষ্ণ আর

প্রচন্ড কনকনে শীতকাল আমি চট্টগ্রামে কাটিয়েছি...



সেখানকার বিচিত্র অভিজ্ঞতার আলো/অন্ধকার নিয়ে

পোস্ট দেওয়ার ইচ্ছে আছে..।



[img|https://s3.amazonaws.com/somewherein/assets/images/thumbs/ShopnochariGranma_1382935571_3-36869_1415853029905_1060756_n.jpg

২।



৩।



৪।



৫।



৬।



৭।



৮।



৯।

[img|http://cms.somewhereinblog.net/ciu/image/155611/small/?token_id=3fe276cf77e9f8d10132261734b7a1f6

১০।



১১।





১২।



১৩।



১৪।



১৫।

[img|http://cms.somewhereinblog.net/ciu/image/155622/small/?token_id=d96fe6a9fcd99871926475d4072534f5

১৬।





সবাই খুব ভালো থাকুন ।

মন্তব্য ৫৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৭

বটবৃক্ষ~ বলেছেন: সুন্দর হয়েছে!
১, ৫ ,৮ রিয়েল টেইক হয়েছে!!

শেষের সোনালু গাছ আমার খুব ফেভারিট!! তবে ছবিতে সুন্দর করে আসেনি!! :( সোনালুর জ্বলজ্বল্ব রং আরো বেশি নজর কাড়া!!
:) :)

আর গেছো মুরগীগুলো আমার সবচে ভাল্লাগসে!! আই লাভ মুরগীঈঈই!!!!!! এন্ড মুরগীর বাবুঊঊউ!!!

:#) :#) :#) :) :) :#>



০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
থ্যাঙ্কু বটমনি,

সোনালুর ছবিটা কিছুটা ব্লার হয়ে গেছে..
১ ও ৮ ছবি দুটো আমারও প্রিয়..

মুরগি ছানা মানুষের ছানার মতোই কোমল...

অনেক স্মাইলি থাকুন।

২| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৯

বেঈমান আমি. বলেছেন: আপনার আইডি দেখে ভাবছি একটা আইডি খলুবো।নাম দেবো গ্রান্ডপা ;) B-)) :P

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার নামটা লিখতে আমার লজ্জা লাগছে কিন্তু...

গ্রানমা হলো সেই বিখ্যাত জাহাজ যেটা কিউবা
বিপ্লবে ফিডেল ও তার বন্ধু চে'গুয়েভারা
ব্যবহার করেছিলেন ১৯৫৬ সালে...

আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো..।

ধন্যবাদ ।

৩| ০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৪

অপর্ণা মম্ময় বলেছেন: প্রথম দুইটা ছবি আর আবাসিক এলাকার রাস্তাটা খুব ভালো লেগেছে।

সাপের ছবি তুলতে গেলে তো কয়েকবার ফিট হয়ে পরে থাকতাম আমি !

সুপ্রভাত

০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য...

আমি খুব শব্দ ভীতু, অর্থ্যাৎ একটু জোরে শব্দ হলেই
চমকে উঠি কিন্তু সাপ নিয়ে মোটেই ভীতি নেই...!!

ভালো থাকুন ।

৪| ০৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

মাহমুদ০০৭ বলেছেন: প্রিয়তে নিলাম ।
অপেশাদার হাতেই এত পেশাদার হইলে ত কাম হইছিল ।
ছবিগূলা খুব ভাল লেগেছে ।
ভাল থাকবেন ।

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে দেখে খুব খুব ভাল লাগছে...

ভালো লেগেছে জেনে আরো আল্হাদিত হলাম...

অনেক ধন্যবাদ আপনাকে, আবার দেখা হবে অচিরেই
ততদিনে খুব ভালো থাকুন..।

৫| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪

টুম্পা মনি বলেছেন: চমৎকার ছবি। :D :D :D :D :D :D :D আপনার হাত ভালো।

১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক দিন পরে আসলেন আমার উঠোনে...

আপনার লেখা পাচ্ছিনা ইদানিং..

অনেক ধন্যবাদ, সাথেই থাকবেন..।

৬| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সবগুলো ছবিই আমার ভালো লাগলো। ক্ষেতের মাঝখানে সাপ দেখে তো হাত নিশপিশ করছে - ধরার জন্য ;)

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
খুব ভালো লাগছে আপনাকে দেখে/মম্তব্যে সোনাবীজ ভাই...
ধরেছেন কখনও..?

পাশে থাকবেন আশা করি..।

৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৮

শ্রাবণ জল বলেছেন: সুন্দর ছবিগুলো।
ভেড়ার ছবিতে পানিতে কি ভাসছে এগুলো??

১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ওগুলো ফোম এবং সোলা মিশ্রিত আবর্জনা..
ভালো লেগেছে জেনে সুখী হলাম..।

আপনাকে প্রথম দেখলাম আমার ব্লগে,
সুস্বাগতম, অনেক ভালো থাকুন ।

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫

যুগল শব্দ বলেছেন: valo

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যযোগ
ব্রাদার..

ভালো থাকুন ।

৯| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৯

অপ্রচলিত বলেছেন: সবগুলো ছবিই তো সুন্দর। আসলে পেশাদার অপেশাদার কোন ব্যাপার না, ছবি ভালো আসলেই তো হল, নয় কি? :P

১, ২, ৮ আর ১৮ একটু বেশি ভালো লাগলো।
ভালো থাকুন সদা সর্বদা।

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ভালো ছবি আসার জন্য পেশাদারিত্ব আবশ্যক,
সেটা না থাকলেও অন্তত ভালো কনসেপ্ট তো
অবশ্যই থাকতে হবে ৷

যাহোক অনেক ধন্যবাদ আপনাকে ৷

১০| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৯

সায়েদা সোহেলী বলেছেন: প্রথম ছবিটা সত্যি দুর্দান্ত হয়েছে! !!"



পোস্টে প্লাস :)

২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক কৃতজ্ঞতা আপনাকে..

ভালো/সাথেই থাকুন..।

১১| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২১

শরৎ চৌধুরী বলেছেন: ভালৈতো।

২০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ শরৎ বাবু..
আপনার জন্য একখানা খোলা চিঠি দিব..

ততদিনে ভালো থাকুন,
অনেক-অনেক ।

১২| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:


দারুণ সব ছবি ++++

২০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক-অনেক কৃতজ্ঞতা এখানে আসার জন্য ।
ভালো লেগেছে জেনে প্রীত/উৎসাহিত হলাম ৷

সুন্দর থাকুন ।

১৩| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪০

শিপু ভাই বলেছেন:
২, ১০, ১৩ বেশি সুন্দর!!!

+++++++++++++

২১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য...

ভালো থাকুন সবসময় ।

১৪| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৭

যীশূ বলেছেন: অন্যমনস্ক শরৎ বলেছেন: ভালৈতো।

২৫ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য...

ভালো থাকুন সবসময় ।

১৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৬

সুমন কর বলেছেন: চমৎকার !!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই
মন্ত্যব্যের জন্য...।

ভালো থাকুন ।

১৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৯

জালিস মাহমুদ বলেছেন: ভালো লাগলো চলুক ...................।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

শুভ সকাল আর অনেক কৃতজ্ঞতা জালিস ভাই...।

ভালো থাকুন ।

১৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২০

আদম_ বলেছেন: ইউ হ্যাভ গুড সেন্স অব পিকচার।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

অনেক ধন্যবাদ আপনাকে
মূল্যবান মন্তব্যের জন্য ।

ভালো থাকুন ।

১৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩০

অরণ্য আবীর বলেছেন: সুন্দর ছবি...

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে নতুন দেখলাম এখানে,
অনেক অভিনন্দন ।

ভালো থাকুন ।

১৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪১

অরণ্য আবীর বলেছেন: হা ভাই।
আমি নতুন।

আপনিও ভালো থাকুন।
ধন্যবাদ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

অনেক ধন্যবাদ অরণ্য ।
ভালো থাকুন,সাথে থাকুন ।

২০| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৭:৪৭

প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: ১ নং ছবিটা আসলেই অসাধারন হয়েছে

০৫ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৫২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

অনেক ধন্যবাদ আপনাকে...।

ভালো থাকুন ।

২১| ২৩ শে মার্চ, ২০১৪ সকাল ১০:০১

সাদা মনের মানুষ বলেছেন: আপনি খুব ভালো ছবি তোলেন, ছবিগুলোতে ক্যাপশন দিলে আরো বেশী ভালো লাগতো, শুভেচ্ছা আপনাকে।

২৩ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ "সাদামন"

হ্যাঁ,ক্যাপশন দিলে আরো বেশী ভালো লাগতো ।

অনভ্যস্ততাই এটার কারন !

ভালো থাকুন ।

২২| ২৩ শে মার্চ, ২০১৪ সকাল ১০:০৫

সাদা মনের মানুষ বলেছেন:

২৭ শে মার্চ, ২০১৪ দুপুর ১:১২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ "সাদামন"

আপনার ছবি/বেড়ানো দেখে হিংসা হয়...!

ভালো থাকুন ।

২৩| ৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১০:০৯

এহসান সাবির বলেছেন: দারুন সব ছবি।

+++++

১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ সাবির ভাই ।

ভালো থাকুন সর্বদা ।

২৪| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২৬

মাসুদ ০০৭ বলেছেন: দারুন কিছু ছবি দেখলাম , খোব ভালো লাগলো

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই ।

ভালো থাকুন সর্বদা ।

২৫| ১৪ ই মে, ২০১৪ সকাল ১১:২৯

মুম রহমান বলেছেন: অপেশাদার হাতের পেশাদার ছবি। বেশ!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে ব্লগে দেখিনা অনেক দিন ।

আশা করি নিয়মিত হবেন ।

অনেক ধন্যবাদ আপনাকে ।

২৬| ০৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

রাজিব বলেছেন: চট্টগ্রাম কখনো যাই নি। ছবিগুলো দেখে যেতে ইচ্ছে করছে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
সুযোগ মতো চট্টগ্রাম ঘুরে আসতে পারেন,
অনেক কিছু আছে দেখার মতো !

আশা করি ভালোই আছেন রাজিব ভাই । ধন্যবাদ ।

২৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

ইনসোমনিয়াক দাঁড়কাক বলেছেন: চমৎকার!!!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা !

ভালো থাকুন সব সময় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.