নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উৎকর্ষ সাধনে সচেষ্ট..!

স্বপ্নচারী গ্রানমা

মানুষ বাঁচে, আশা এবং আশংকায়..!

স্বপ্নচারী গ্রানমা › বিস্তারিত পোস্টঃ

কেউ জানেনা-তবুও...

১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৩

মাত্র তিন চার মাস হলো আমার ব্লগ চলাচল,

যদিও আইডি টা পুরোনো...



সবচেয়ে দারূন ব্যাপার হলো ফেবুর সাথে

ব্লগ এর পার্থক্য ! এখানে এমন ১ জনও নেই

যে আমার পূর্বপরিচিত...!! অথচ,



ইতিমধ্যে এখানে যাদের সাথে আমার ভার্চুয়াল ভালোলাগা/

যোগাযোগ তা কেবলই লেখালেখির অবদান, রূপ আবেদন/

লিঙ্গভেদ,টাকা,পেশি অথবা পেশার দম্ভ এখানে গৌণ ।



এমনই বৈষম্যহীন-মোহহীন..

অনন্য-পরিশীলিত স্বভাবের রাজ্যে,

আমাকে-সবাইকে সুস্বাগতম...।



দোজো ইউরোশিকো অনেগাই শিমাছ...।

মন্তব্য ৪৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫১

বোধহীন স্বপ্ন বলেছেন: সবাইকে সুস্বাগতম...

১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকেও সুস্বাগতম স্বপ্ন...।
অনেক ধন্যবাদ, পাশে থাকবেন আশা করি..।

২| ১৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৪

মোঃ আনারুল ইসলাম বলেছেন: বাহ ভাল হয়েছে তো ।

১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ, আনারূল ভাই..
ভালো লাগলো আপনার মন্তব্যে,
পাশে থাকবেন আশা করি..।

৩| ১৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: এমনই বৈষম্যহীন-মোহহীন..
অনন্য-পরিশীলিত স্বভাবের রাজ্যে,
আমাকে-সবাইকে সুস্বাগতম...।

১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অভি, আপনিতো এখানে তূমুল জনপ্রিয়…!!
হিংসা করছিনা মোটেই ৷
আপনারা পাশে আছেন/থাকবেন আশা করি ৷

অনেক ধন্যবাদ ৷

৪| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
এমনই বৈষম্যহীন-মোহহীন..
অনন্য-পরিশীলিত স্বভাবের রাজ্যে,
আপনাকে সুস্বাগতম...।

১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার আইডিতে মেইল যাচ্ছে না ফেইল দেখাচ্ছে,
কারনটা কি..! আবার ট্রাই করতে হবে ৷

অনেক ধন্যবাদ, স্বাগত জানানোয়...৷
ভলো থাকবেন ৷

৫| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
[email protected]



আমি তো আপনাকে মেইল করেছিলাম, পান নি?

১৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার মেইল পেয়েছি বাট রিপ্লে যাচ্ছিল না..!

অনেক ধন্যবাদ ৷

৬| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১৬

স্নিগ্ধ শোভন বলেছেন:



এমনই বৈষম্যহীন-মোহহীন..
অনন্য-পরিশীলিত স্বভাবের রাজ্যে,
আপনাকে সুস্বাগতম...।

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ শোভন ভাই…

একটি সুস্থ,সুখী-সমৃদ্ধ জাতি গঠনে
আপনার-আমার/আমাদের ভূমিকাও গুরূত্বপূর্ণ…

যাহোক, ভালো থাকবেন..
পাশে থাকবেন আশা করি.. ৷

৭| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৪১

বেঈমান আমি. বলেছেন: রূপ আবেদন/
টাকা,পেশি অথবা পেশার দম্ভ এখানে গৌণ ।


সেটাই ভালো নয় কি?

১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ভালোর কথাই তো বলেছি ভাই…
ভালো সমাজ গঠনে আপনার-আমার
হাত থাকা চাই…

অনেক ধন্য…৷

৮| ১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩০

হাসান মাহবুব বলেছেন: হ্যাপি ব্লগিং।

১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ হাসান ভাই,

পাশেই থাকবেন ...।

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩

অপর্ণা মম্ময় বলেছেন: এখন অনেকেই তো আপনার পরিচিত হয়ে গেছে ব্লগে, চেনা জানা লেখালেখি বা কমেন্ট বিনিময়ের মধ্য দিয়ে হচ্ছে।

হ্যাপি ব্লগিং :)

০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপু কমেন্টে ধন্যযোগ...

এখানে আসলে মনটা ভালো লাগে,
কারন এখানকার মানুষগুলোর রয়েছে
মননশীলতা, সহমর্মীতা আর মানবিকতা ৷

(যদিও নানা মত/পথের যাত্রীরও অভাব নেই)

অনেক কথা বলে ফেল্লাম, সাথেই থাকবেন
সুখে কিংবা দুখে...

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১০

মাহমুদ০০৭ বলেছেন: ইতা কিতা কন - এই যে আইলাম মুই - স্বপ্নচারী গ্রানমা নামের একজন
ব্লগার আছে এইটা জাইন্নাই আইছি । :)


দোজো ইউরোশিকো অনেগাই শিমাছ...। - এর অর্থ ?

ভাল থাকুন আপনি - হ্যাপি ব্লগিং ।

১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে,আসার জন্য..

কথাটির অর্থ হলোঃ "আপনার অনুগ্রহ কামনা করছি.."
কারও সাথে দেখা হলে আমরা যেমন বলি..নাইছ টু মিট য়্যু
(জাপানী ভাষায় কথাটা)

ভালো থাকুন ৷

১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২২

বুকের মধ্যে বায়ান্নটা মেহগনি কাঠের আলমারি বলেছেন:


স্বাগতম ...


হ্যাপি ব্লগিং!

০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ,
শুভ নববর্ষ...

ভালো কাটুক দিন ।

১২| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২১

লেখোয়াড় বলেছেন:
আপনার ব্লগটাকে দেখে হিংসা হয়।

তা এতদিন নিয়মিত লেখেন নি কেন?

আপনার দর্শণটা যে কি!!

০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে দেখে অনেক ভালো লাগলো...
চাকুরির সুবাদে/কুবাদে চিটাগাং,নারায়গন্জ
আর মুন্সিগন্জ থেকে অবশেষে ঢাকায় আসলাম...।

ব্যাস্ততা আর নানাবিধ কারনে ব্লগে আসতেই পারিনি...।
ভালো থাকুন,পাশেই থাকুন..
ধন্যবাদ ।

১৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৫

আরজু পনি বলেছেন:

ভালো বলেছেন ।
শুভকামনা রইল ।।

০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ আপু

ভালো থাকুন,
পাশেই থাকুন..

১৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৩

মিজভী বাপ্পা বলেছেন: আপনাকে সুস্বাগতম

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ধন্যবাদ মিজভী,

আপনাকে এখানে নতুন দেখলাম,
অনেক ভালো থাকুন ।

১৫| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৬

অপ্রচলিত বলেছেন: বাহ বেশ লিখেছেন তো!
আপনাকে স্বাগতম, আশা করি নিয়মিত লিখবেন।

আর আপনার নামটি তো চমকপ্রদ!
ভালো থাকুন নিরন্তর।

১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে,

পাশেই থাকুন,ভালো থাকুন ।

১৬| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৯

শায়মা বলেছেন: এই নামের মানে কি ?

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
গ্রানমা হলো সেই বিশ্বখ্যাত ছোট জাহাজ, যেটা নিয়ে ফিদেল ক্যাষ্ট্রো ও তার বিপ্লবী বন্ধু চে-গুয়েভারা ১৯৫৬ সালে কিউবার উদ্দেশ্য মেক্সিকো উপসাগর থেকে মোট ৮২ জন গেরিলা যোদ্ধা নিয়ে যাত্রা করেন…

আপু আপনাকে দেখে আনন্দিত হলাম, কিন্তু
নামের অর্থ ছাড়া কি কিছুই বলা যায় না..?

অনেক ভালো থাকুন ।

১৭| ২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৮

টুম্পা মনি বলেছেন: ব্লগে আমারও কেউ পরিচিত নেই। আমি নিজেও কারো সাথে পরিচিত হতে যাই না। কেননা সিন্ডিকেট ব্লগিং আমার পছন্দ না। আর অপরিচিত থাকার মাঝে আলাদা একটা সুখ পাই। ব্লগ সত্যিই খুব অসাম একটা মিডিয়া।

শুভকামনা।

২৫ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমি আপনার সাথে অনেকটা সহমত,
তবে অপরিচিত থাকার যেমন মজা আছে
ভালোলাগা মানুষগুলোর সাথে পরিচিত
হবারও নিশ্চই অন্যরকম আনন্দ আছে..!

আর সিন্ডিকেটকে যদি কোনো দল ভাবা যায়
তবে পছন্দসই ভালোর দলে যোগ দিতে পারেন
আপনি এবং আমিও..।

ধন্যবাদ,ভালো থাকুন ।

১৮| ২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৪

সকাল রয় বলেছেন:

আমি সারাজীবন অপরিচিত থাকতে চাই
কেননা পরিচিত হলে পরে ____ ডিং ডং ডিং


দোজো ইউরোশিকো অনেগাই শিমাছ...।

৩০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
তার আর পর নেই...!

সুন্দর থাকুন ।

১৯| ৩০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২১

মোঃ ইসহাক খান বলেছেন: পরিশীলিত, পরিচ্ছন্ন, সুস্থ এবং সুন্দর লেখালেখি চলতে থাক।

৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
সুন্দর লেখালেখি চলতে থাক...।

অনেক কৃতজ্ঞতা এখানে আসার জন্য ।

ভালো থাকুন/সাথেই থাকুন ।

২০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৫১

আদম_ বলেছেন: পেয়েছি।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কি পেলেন ভাই...?

বুঝলাম না..!

ভালো থাকুন ।

২১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:৩৮

আফ্রি আয়েশা বলেছেন: সব কথা তো বুঝলাম ,
//দোজো ইউরোশিকো অনেগাই শিমাছ...।// -এর মানে তো বুহজলাম না !

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

দয়া করে ১০ নং কমেন্টের উত্তর দেখুন ।

আপনাকে স্বাগতম আমার ব্লগে ।

ভালো থাকুন ।

২২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৯

শ।মসীর বলেছেন: শুভ হউক ব্লগ পথে চলা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে শামসীর ভাই ,
আবার দেখা হবে নিশ্চই !

ভালো থাকুন ।

২৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪১

অস্পিসাস প্রেইস বলেছেন: হাইইইইইইইই, অয়াতাসি অয়া প্রেইস দেসু, গাকুসে। আরিগাতোও ও ও ;) :#)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

ওরে...

আপনিও দেহি জাপানী মাতেন...!!

ওতাসি ওয়া ..........দেছ্ ।

আরিগাতোও গোজাইমাছ্...!

ছাইয়োনারা...।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.