নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উৎকর্ষ সাধনে সচেষ্ট..!

স্বপ্নচারী গ্রানমা

মানুষ বাঁচে, আশা এবং আশংকায়..!

স্বপ্নচারী গ্রানমা › বিস্তারিত পোস্টঃ

অন্ধকার,অতঃপর...!!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৭

ধীরকৃষ্ণায়মান সন্ধ্যা । ধানমন্ডি আট নম্বর ব্রীজ ঘেঁষা রবীন্দ্র সরোবর । প্রিয় কোলাহল ছাঁপিয়ে হিমির মুঠোফোনে বেঁজে ওঠে বিরহী সুর...। রিসিভ করতেই অপর প্রান্ত থেকে ভেসে আসে পুরোনো প্রেমিকের ভরাট মৃদু কণ্ঠস্বরঃ তুমি কোথায় ? (আগমন পূর্বনির্ধারিত)

সদ্য বিবাহিতা,পরনের উজ্জ্বল শাড়ি আর ঠোঁটে ম্লান হাসি নিয়ে চুপিসারে গিয়ে দাঁড়ায় তার পাশে । হাতে কবিতার বই আর চোখে আবাক বিস্ময় নিয়ে সে তাকায় হিমির দিকে । আসন্ন সন্ধ্যার ম্লান আলো আর হিমির নির্লিপ্ততা কাটিয়ে ওঠে তিয়াস,"ক্যামন আছ"...?

কথা বাড়ে ধীরে ধীরে, সন্তর্পণে তিয়াসের তৃষিত হাত আশ্রয় নেয় কোমল মেহেদি মানচিত্রে । কম্পমান অধরে দ্বিধার দেয়াল পেরিয়ে সেও মাথা রাখে তিয়াসের কাঁধে। চুলের সোঁদা গন্ধে দ্রবীভূত মন নিয়ে, সে পাঠ করে শোনায় প্রিয় “বোদলেয়ার” হতেঃ

অনেক,অনেকক্ষণ ধ’রে তোমার চুলের গন্ধ
টেনে নিতে দাও আমার নিঃশ্বাসের সঙ্গে ;
আমার সমস্ত মুখ ডুবিয়ে রাখতে দাও তার গভীরতায়
ঝর্নার জলে তৃষ্ণার্তের মতো ;

....................................................................
....................................................................
তোমার চুলের আদরের রাশিতে আমি ফিরে পেয়েছি
ভালো একটা জাহাজের কেবিনে
অনেক ফুলদানি আর ঠাণ্ডা জলের কুঁজোর মাঝখানে
ডিভানে শুয়ে কাটানো দীর্ঘ ঘণ্টার আলস্য,

......................................................................
......................................................................
পুরোনো প্রেমে জারিত-তারিত হয় দুটি প্রাণী। ঝিরিঝিরি উঠে আসা সরোবরের আর্দ্র বায়ু সিম্ফনিক ভালোবাসায় জড়িয়ে রাখে তাদের ।কতক্ষণ চলে গিয়েছে সেদিকে খেয়াল নেই কারও। মঞ্চে এক অখ্যাত ব্যান্ডদল বিখ্যাত হবার স্বপ্নচূড়ায় গেঁয়ে চলেছে গানঃ “বায়োস্কোপের নেশা আমায় ছাড়ে না” । নৈকট্য নিকোটিন নেশায় বুঁদ তখন আরও কিছু কপোত-কপোতী...!

উষ্ণ জল পতনে সংবিত ফিরে পেয়ে তিয়াসঃ "কাঁদছ কেন, তোমার পায়ের নিচে এখন দামী গাড়ি আর হাতের পাশে আয়েশি জীবন, যা ছিল তোমার আরাধ্য! আমার তো বাড়ি-গাড়ি ছিল না,নেই" ।

"তুমিতো আমাকে কিছু না জানিয়ে হুট করেই বিয়ে করে ফেললে, একবারও ভাবলে না আমার কথা,কি করে পারলে এমন তুমি? ওসব বাড়ি-গাড়ি আমি চাই না। মনের সুখ হল প্রকৃত সুখ। ওই ধাড়ি লোকটাকে আমি কিছুতেই মেনে নিতে পারছি না,বাবা আর মামারা এক প্রকার জোর করেই বিয়েটা চাপিয়ে দিল,ছেলের অনেক টাকা,খুব সুখে থাকবি"...!

অভাব অনুযোগ শেষ হলে পকেট থেকে একটা কাগজ বের করে তিয়াস । অব্যক্ত ভালোবাসা কাগজ-কালি আর নাম না লেখা কবির কবিতায় বন্দী করতে চেয়েছিল যে ষোড়শী,আজও তার স্পর্শগন্ধ যেন লেগে আছে সেদিনের সেই প্রথম চিঠিতে ! আর সে অতিপ্রিয় কবিতার কবির নাম তিয়াসের অদ্যাবধি অজানা ! চিঠি খুলে আওড়ায় সেই পুরোনো কবিতার লাইনগুলোঃ
............................................................
............................................................
তোমাকে দেখার সাধ এই চোখে মিটেনা কখনো
এই চোখ যেন আজ প্রজ্বলিত পাথরের ছাই !
দৃশ্যের ভেতর থেকে অতি দৃশ্যে দৃষ্টিকে ফুরাই

যদি কোন সময়ের সুক্ষতায় হেলায় ছড়ানো
প্রত্ন ভাংগা প্রস্রবণ ধারা হয়ে নেমে আস তুমি
আমার প্রত্যাশা যেন এই লোভে আজ মরুভুমি ।


ইত্যবছরে হিমির সাথে মাঝে মধ্যে কথা হলেও তিয়াসের বিয়ের পর এটা তাদের দ্বিতীয় সাক্ষাৎ। ফোনে তাদের আলাপচারিতায় কখনো থাকতো সংসার,ক্যারিয়ার,জীবন যুদ্ধ, বেসিনের আউটলেট হতে তেলেপোকার বাচ্চা উদ্ধারের মতো তুচ্ছ ঘটনা অথবা কখনো হাবুডুবু বা সাঁতরানো নয়,যৌনতার সাগর তীরে নুড়ী কুঁড়ানোর নীরবতা..!

এর কিছুদিন পর,অনেক অনুরোধ আর বিবেকের সাথে বেশ কিছু বোঝাপড়া শেষে আজ এই মেঘসন্ধায় সে প্রথম এসেছে হিমির পরিপাটি-অভিজাত সংসারে । বিস্ময় আর অস্বস্তি নিয়ে সে লক্ষ্য করে বাসায় আর কেউ নেই দুজন ছাড়া । নতুন বাসা,নতুন আসবাব আর দেয়ালে ঝুলানো বিচিত্র পোর্টেটে ঘোর লেগে আসে মধ্যবিত্ত তিয়াসের । ভেতরের ঘোরের সাথে বাহিরের বেঘোর বজ্র আর এলোমেলো বৃষ্টি সে মোহময়তাকে করে তোলে যাতনাময়-কামনাময় ! সিডি প্লেয়ারে লো ভল্যুমে বেজে চলেছে গানঃ “জল ডাকে...আগুনও টানে_আমি পড়ি মধ্যখানে...”

"কি ব্যাপার জন্ম দিনের পার্টি কই"...?
"বাসায় লোকজন কই"...?
"হাবি কই"...?

চোখে পরাজিত হাসি নিয়ে সে বলে,হাবি ভুলে গেছে আমার জন্মদিনের কথা তাই আজ আমি ভুলে থাকবো তাকে এবং আজকের এই বন্ধ্যা সন্ধ্যায় মাতাল হবো শুধু তুমি আর আমি...বলেই সে বেঁধে ফেলে তাঁকে আষ্টপৃষ্ঠ আলিঙ্গনে ।

দীর্ঘ আঁচে ঘন হয়ে আসা দুধের মতো ঘনীভূত হয়ে আসে আবেগ । দীর্ঘদিনের সঞ্চিত সখ্যতা আর চিরায়ত কামনার ধোঁয়ায় স্ফুলিঙ্গ তৈরি হয়..! রুদ্রবীণার ঝড়ে কম্পিত কামিনীর অধর স্পর্শ করে তিয়াসের তর্জনী। কামনা আর বিবশতায় আনত মুখ যখন তিয়াসের কম্পমান বুকে প্রশ্রিত ঠিক তখনই মুঠোফোনে বেঁজে ওঠে বেথোফেন সিম্ফনী। চমকে ওঠে সে! মুঠোফোনের চার ইঞ্চি পর্দায় ভেসে ওঠে চেনামুখ,মাদক নয়নে চেয়ে দ্যাখে তার চার বছরের জীবনসঙ্গী পুনম । দুষ্টুমিভরা চোখে যেন বলছেঃ কি ব্যাপার ফোন দিচ্ছ না কেন,ব্যাস্ত_অফিসে কাজের বুঝি খুব চাপ...?

নির্বিকার সে তাকিয়ে থাকে ফোনের ছোট্ট পর্দায় । মনের বড় পর্দায় চকিতে ভেসে ওঠে চার বছরের প্রেমময় সংসার, মান-অভিমান,সুখ-দুঃখ,ফুলসজ্জায় তাদের অনভিজ্ঞ মিলন স্মৃতি । তিয়াস ভাবে সে সত্যিই খুব ব্যাস্ত,ফাঁকি দেওয়ার শিখরে ! বিকারগ্রস্ততা আর অপরাধবোধ গ্রাস করে ফেলে তাঁকে । নিজেকে বিচ্যুত করে নেয় অপ্রস্তত প্রণয় আয়োজন হতে ।

চোখ বেঁয়ে নোনা বৃষ্টি নামছে,মনের কোনের জমাট অন্ধকার-পাপ গলে গলে পড়ছে সে নোনা জলের সাথে...!

উৎসর্গঃ সুপ্রিয় ব্লগার "লেখোয়াড়" ভাইকে,

যার শব্দ যাদুতে বিমোহিত,
যার ছন্দ মায়ায় মাতাল অথবা
অযথাই আলোড়িত হই !!




মন্তব্য ১০৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২০

সকাল রয় বলেছেন:

হিমি আমার বন্ধুর নাম। লেখাটা প্রথম থেকেই মাথায় ঘুরপাক খাচ্ছে।

তোমাকে দেখার সাধ এই চোখে মিটেনা কখনো
এই চোখ যেন আজ প্রজ্বলিত পাথরের ছাই !
দৃশ্যের ভেতর থেকে অতি দৃশ্যে দৃষ্টিকে ফুরাই


দারুন কথামালা।


লেখায় কষ্ট কেন? :(
ফাগুনের দিনে আপনার লেখার পানে শুধু চেয়ে রইলাম। এত সুন্দর ভাবনা কোথায পান? :(

অনেক শুভকামনা। ফাগুনের শুভেচ্ছা

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

অনেক ধন্যবাদ প্রিয় কবি ।

কষ্ট তো থাকবেই । সুখও আছে কিন্তু ।
ফাগুনের শুভেচ্ছা, ভালো থাকুন ।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: নৈকট্য নিকোটিন নেশায় বুঁদ তখন আরও কিছু কপোত-কপোতী...!!

নৈকট্য আর নিকোটিনের মাঝে কেমিষ্ট্রিটা নতুন আর বেশ লেগেছে !
পুরো লিখা জুড়েওি মুগ্ধতার উপাদান !
বেশ লেগেছে স্বপ্নচারী !

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

অনেক ধন্যবাদ স্বপ্নবাজ ।

নেট এর অবস্থা খুব বাজে,
ভালো থাকুন ।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ব্যতিক্রমী বিন্যাস! পদ্য গল্প খুবই ভালো লেগেছে।
লেখোয়াড় ভাই দারুন লিখেন। আমি উনার একজন এসি। B-)
এই ধরনের আরো কিছু লেখা আপনার কাছ থেকে পড়তে চাই।

শুভেচ্ছা রইল।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

অনেক ধন্যবাদ কাভা ।
আপনাকে আমার ব্লগে পাবো আশা করি !

লেখোয়াড় ভাই এর মতো লেখক এখানে খুব কম !

এসি মানে কি ?

ভালো থাকুন অনুক্ষণ ।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:১১

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার +

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

অনেক ধন্যবাদ সেলিম ভাই ।

বসন্তের শুভেচ্ছা ।
ভালো থাকুন ।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৫

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: নৈকট্য নিকোটিন নেশায় বুঁদ তখন আরও কিছু কপোত-কপোতী...!! গল্প পড়ছিলাম না কবিতা বুঝে ওঠার আগেই খতম...অভিনন্দন

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

অনেক ধন্যবাদ বন্ধু ।

খতম হইলেন কেন,
বুঝলাম না ?

ভালো থাকুন ।

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০৪

একজন আরমান বলেছেন:
দুর্দান্ত ভাই !

স্টাইলটা দারুন লেগেছে !

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

অনেক ধন্যবাদ আরমান ভাই ।
বিয়ে করলেন,দাওয়াত দিলেন না তো !!

অনেক শুভকামনা আপনাদের জন্য ।

ভালো থাকুন ।

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এসি মানে হচ্ছে ফ্যানের অত্যধুনিক ভার্সন। :P

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
হুম, বুঝলাম !
সামনে কাজে লাগবে ।

ভালো থাকুন ।

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৬

উদাস কিশোর বলেছেন: অসাধারন ।
মুগ্ধ পাঠ কথামালায়

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

অনেক ধন্যবাদ ভাই ।
বসন্তের শুভেচ্ছা ।

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১৮

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: দারুণ একটা লেখা ! +++++++++++++++++++

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

অনেক ধন্যবাদ আপু ।
আপনার প্রপিকের ছবিট অনেক সুইট, কে ?

ভালো থাকুন সব সময় ।

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৩

জুন বলেছেন: ভালোলাগলো গল্প স্বপ্নচারী গ্রানমা :)
+

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ জুন আপু ।

ভালো থাকুন,পাশেই থাকুন ।

১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৮

মামুন রশিদ বলেছেন: কাব্যিক গল্প, দারুন কিছু বাক্যবিন্যাসে মুগ্ধ!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

অনেক ধন্যবাদ আর মুগ্ধতা আপনার মন্তব্যে ।

ভালো থাকুন নিরন্তর ।

১২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

সানড্যান্স বলেছেন: আমি কিছুটা বেকুব হয়ে গেছি, এই আর কি! লেখাটা পড়ে। সবার মত বিশ্লেষনে গেলাম না।

আপনি আড়াই বছর ধরে লিখেন? দেখিনি তো আগে!! এরকম মিস তো হওয়ার কথা না।

শুভকামনা আপনাকে।
ধন্যবাদ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
সানড্যান্স,
আমার আইডিটা আড়াই বছর ধরে হলেও
মোটামুটি ব্লগে নিয়মিত আছি শেষ ৬/৭ মাস থেকে ।

এখন থেকে দেখা হবে আশা করি ।

অনেক ধন্যবাদ ।
ভালো থাকুন ।

১৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৭

অপ্রচলিত বলেছেন: অনেক,অনেকক্ষণ ধ’রে তোমার চুলের গন্ধ
টেনে নিতে দাও আমার নিঃশ্বাসের সঙ্গে ;
আমার সমস্ত মুখ ডুবিয়ে রাখতে দাও তার গভীরতায়
ঝর্নার জলে তৃষ্ণার্তের মতো


অসাধারণ লিখেছেন, এক কথায় অতুলনীয়।
শব্দচয়ন এবং বিন্যাসে সত্যি বিমোহিত হলাম। গল্পের চেয়েও গল্প লেখার ধরণ এবং নিদারুন চমৎকার বাক্যগঠনে বেশি মুগ্ধ হলাম।
অনেকগুলো প্লাসের শুভেচ্ছা জানবেন। +++++++++++++++

অনুসরনে নিলাম, সত্যিই দুর্দান্ত লিখেছেন।
আর হ্যাঁ, যথাযথ উৎসর্গ। আমার খুব শ্রদ্ধেয় এবং প্রিয় একজন ব্লগার লেখোয়াড়।

ভালো থাকুন নিরন্তর।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ভাই অপ্রচলিত,

আপনি লেখার যে অংশ উদ্ধৃত করেছেন
সেটা কিন্তু আমার লেখা নয় ।

ভালো লেগেছে জেনে প্রীত হলাম ।
অনেক ধন্যবাদ ।

১৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৪

বেলা শেষে বলেছেন: To much thanks for" Extra Invitation" !!!

আমার দীরঘকালের ইচ্‌ছে ছিল একবার করে হলেও আমি প্রতিটি "Blog" দেখবো এবং পড়বো । আমার আশা সফল হবার পথে, আপনার পোষ্‌ট পড়তে পেরে আমি ধন্য. Salam & Respect to you...
অনেক অনেক ভালো থাকবেন।
...good writing , good post,
Thenk you very much

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
একবার করে হলেও প্রতিটি "Blog" দেখলে কি
ব্লগারকে সঠিক বুঝতে পারবেন ?

নাকি রেকর্ড গড়তে চান !

ভালো থাকুন ।

১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৩

টুম্পা মনি বলেছেন: ওয়াও!!!!!!!!! অসাধারণ লিখেছেন। সত্যি অসাম।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ টুম্পা মনি ।

আপনার জলনূপুর এখনও হাতে পাইনি ..।
অচিরেই কিনবো হয়তো ।

ভালো থাকুন,পাশেই থাকুন ।

১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৩

হাসান মাহবুব বলেছেন: চমৎকার লিখেছেন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

অনেক অনেক কৃতজ্ঞতা মন্তবে ।

খুব সুন্দর থাকুন ।

১৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৯

শান্তির দেবদূত বলেছেন: পড়তে গিয়ে অবাক হয়ে গেলাম, চমৎকার সব শব্দের কারুকাজ! ভাষার বুনট! ঈর্ষনীয় লেখনী, আপনার পিছু আর ছাড়ছি না।
শুভেচ্ছা রইল, আপনার বাদবাকী লেখাগুলো একেএকে পড়ে ফেলতে হবে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা
আপনার জন্য ।

ভালো থাকুন,সাথেই থাকুন ।

১৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:২২

রাসেলহাসান বলেছেন: দারুন লাগলো।। +++

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

অনেক ধন্যবাদ হাসান ।
ভালো থাকুন নিরন্তর ।

১৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫০

এম এ কাশেম বলেছেন: অনেক ভাল লাগা মুগ্ধতা..............

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

অনেক ধন্যবাদ কাশেম ভাই ।

ভালো থাকুন,সাথেই থাকুন ।

২০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫১

ফকির ইলিয়াস বলেছেন: বেশ লিখেছেন। চিন্তার নতুনত্ব আছে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা
আমার এখানে আসার জন্য ।

খুব ভালো থাকুন ।

২১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৯

অপ্রচলিত বলেছেন: হ্যাঁ, সেটা তো লেখার উপরেই লিখে দিয়েছেন।
অংশটুকু অসম্ভব ভালো লাগলো, তাই উদ্ধৃত দিলাম এই আর কি।
আমার মন্তব্য আপনার পুরো লেখার জন্যই প্রযোজ্য। গল্পের যে অংশে বোদলেয়ার এর উদ্ধৃতি যেভাবে জুড়ে দিলেন, চমৎকার বিন্যাস নয় কি?

ভালো থাকবেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

অনেক ধন্যবাদ...
ভালো থাকুন,সাথেই থাকুন ।

২২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৭

বেলা শেষে বলেছেন: লেখক বলেছেন:
একবার করে হলেও প্রতিটি "Blog" দেখলে কি
ব্লগারকে সঠিক বুঝতে পারবেন ?
নাকি রেকর্ড গড়তে চান !
ভালো থাকুন ।
...not each & every time- but some time we can read the Brain & some time we touch the heart.
ভালো থাকুন ।
For স্বপ্নচারী গ্রানমা:

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
বেলা শেষে ফিরে এসে
পাইনি তোমায়..!

ভালো থাকুন ৷

২৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৬

অপর্ণা মম্ময় বলেছেন: লাইন এলাইন্মেন্ট কবিতার ঢঙে কেন ? সুন্দর সুন্দর শব্দের ব্যবহারের কারণে গতানুগতিক পরিচিত লেখাটা একটা অন্যমাত্রা পেয়েছে। পড়তে ভালো লেগেছে। কবিতাংশ ঠিক রেখে লেখকের বক্তব্য বা যেসব ডায়ালগ উচ্চারিত হয়েছে সেগুলির প্লেসমেন্ট ঠিক করে দিন। দেখতে ভালো লাগবে।

শুভকামনা রইলো আপনার জন্য।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

লাইন এলাইন্মেন্ট কবিতার ঢঙে ঠিক নয়,
তবে দৃশ্যপটের সাথে কিছুটা প্যারা করা হয়েছে..।
(এক্সপেরিমেন্টাল স্ক্রিপ্ট রাইটিং...!)

আর লেখা ১০০% মন মতো সাজাতে সমস্যা হচ্ছে..।
কবিতাংশগুলো বোল্ড করে দিলাম,যদিও দেখতে সুদৃশ্য নয় ।

ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।
অনেক কৃতজ্ঞতা পরামর্শের জন্য ।

ভালো থাকুন ।

২৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৪

নেক্সাস বলেছেন: লিখাটা অনেক সুন্দর হয়েছে।

কবিতাংশ গুলো মুল লিখা থেকে সুস্পষ্ট ভাবে আলাদা করে নিলে ভাল হয়।

কথা বাড়ে ধীরে ধীরে, সন্তর্পণে তিয়াসের তৃষিত হাত আশ্রয় নেয়
কোমল মেহেদি মানচিত্রে ।


বাক্যে কাব্য ভাব আনার মুন্সিয়ানা আমাকে মুগ্ধ করেছে। হাতের রিপলেসমেন্ট মেহিদি মানচিত্র- অপূর্ব।


২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

কোমল মেহেদি মানচিত্র !

শব্দটা আমার নতুন সৃষ্টি । এমনকি,
এই লেখাতে ব্যবহার করা আমার সবচেয়ে প্রিয় শব্দ এটা !
আপনি ধরতে পেরেছেন দেখে খুব ভালো লাগলো !

অনেক ধন্যবাদ আপনাকে ।
ভালো থাকুন ।

২৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৫

একলা ফড়িং বলেছেন: অসাধারণ! প্রতিটি লাইনে চমৎকার ভালো লাগা! মুগ্ধতা!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

অনেক ধন্যবাদ...
ভালো থাকুন,সাথেই থাকুন ।

২৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১৮

উজবুক ইশতি বলেছেন: সুন্দর। খুব ভালো লাগল। চমৎকার লিখেছেন

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ ইশতি ভাই,

ভালো থাকুন ।

২৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৮

সায়েদা সোহেলী বলেছেন: ভালো লাগা , মোহ ,মাদকতা বা নেশা ,ভালোবাস, প্রনয় এই অনুভূতি গুলোর পার্থক্য আমরা ক্রমান্বয়ে ভুলে যাচ্ছি :(

খুব সুন্দর পরিছন্ন পরিমার্জিত ভাষা দিয়ে এমন একটি স্পর্শকাতর বিষয় তুলেদধরেছেন !! ।স্যালুট গ্রানমা

চলুক শপ্নে বিচরণ আর তার এমন সুন্দর সুন্দর প্রকাশ

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার পোস্টে যে মডেলদের ছবি দিয়েছেন
তা দেখে আপনার মনের মাঝে যে সুন্দরের
অনুরণন তা কিছুটা আঁচ করা যায় !

স্যালুটেশন ইউ টু ।

ভালো থাকুন ।

২৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৪

অস্পিসাস প্রেইস বলেছেন:
ভাষা দিয়ে খুব সুন্দর একটি বলয় তৈরি করেছেন,অসাধারণ!

আর আসলে বিয়ে করার পসিবিলিটি এবং / অথবা কম্প্যটিবিলিটি না থাকলে কারো সাথে আবগের সম্পর্কে জড়ানোর কোন মানে হয়না। এটা একধরনের প্রতারনা।

আর বিয়ের তিন কবুল বলার পর অন্য কেউ যতই আপন বা প্রয়োজনীয় হোক, তার সাথে কোন ধরনের আত্মিক বা বাস্তব যোগাযোগ রাখাটা একটা ক্রাইম।

ব্যাক্তিগত আবগের চাইতে সমাজ, ধর্ম এবং সর্বোপরি একজনের প্রতি করা কমিটমেন্ট অনেক বেশি দায়িত্বের এবং গুরুত্বপূর্ন।

মুগ্ধতা ,অসাধারণ লেখা! প্লাস +++++

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আর বিয়ের তিন কবুল বলার পর অন্য কেউ যতই আপন বা প্রয়োজনীয় হোক, তার সাথে কোন ধরনের আত্মিক বা বাস্তব যোগাযোগ রাখাটা একটা ক্রাইম।

সহমত,
সে রকম ক্রাইম কিন্তু আমাদের সমাজে নিত্য ।

অনেক ধন্যবাদ দায়িত্বশীল মন্তব্যের জন্য ।

ভালো থাকুন ।

২৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দারুণ একটা লেখা!!!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ দেশ প্রেমিক,
আপনার মন্তব্যের জন্য ।

ভালো থাকুন,সাথেই থাকুন ।

৩০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনি অনেক ভালো লেখেন...
পরিচিত হয়ে গর্বিত... আরও আসবো...

আমিও বিমোহিত হলাম আপনার শব্দ যাদুতে...
লেখাটি উপভোগ করলাম :)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা .।

অবশ্যই দেখা হবে,কথা হবে
হবে ইথারে ইথারে কল্পনার
প্রদান অথবা আদান...!!

ভালো থাকুন ।

৩১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৯

আরজু পনি বলেছেন:
কিছু লেখা পড়তে হয় বলেই পড়ি, শেখার তেমন কিছু থাকে না ।
কিছু লেখা পড়লে লেখকের মেধা, লেখার প্রতি আন্তরিকতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়...

কিছু লেখা... হোক সাধারণ বা অসাধারণ তার উপস্থাপন ভেতরে আলোড়ন সৃষ্টি করে, নিজের যোগ্যতাকে সন্ধিহান করে তোলে, অসহায় ভাবতে বাধ্য করে...অনুপ্রেরণা যোগায় নিজের মাঝে নতুন নিজেকে সৃষ্টি করতে...

আপনার লেখাটি পড়ে আলোড়িত হলাম...এবং অফলাইনে দেখে পরিকল্পনা না থাকা সত্বেও লগইন করতে বাধ্য হলাম...


উৎসর্গে যেন আমার কথাটিই বলেছেন,

যার শব্দ যাদুতে বিমোহিত,
যার ছন্দ মায়ায় মাতাল অথবা
অযথাই আলোড়িত হই !!


আমি অবশ্য এভাবে উৎসর্গ করতে পারিনি, কোন লেখা প্রিয় লেখোয়াড়কে উদ্দেশ্য করে লেখা হলেও বলতে পারিনি...আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, ঠিক সেই লেখাতেই তাকে পাইনি । বুঝতে পেরেছি তিনি পড়েছেন কিন্তু মন্তব্য করেন নি ।

০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:৩৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কিছু লেখা পড়লে লেখকের মেধা, লেখার প্রতি আন্তরিকতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়...

ভালো লেখার জন্য অবশ্যই
আন্তরিকতা,
শ্রম ও চেষ্টা আবশ্যক ।

মেধা তো বিরল ব্যাপার !

প্রধান সমস্যা হল আলস্য !!
একটা ভালো লেখার জন্য অনেক শ্রম দিতে হয় ।

যাহোক,অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা !

উৎসর্গের ব্যাপারে উৎসাহ হারিয়ে ফেলেছি !

অনেক ভালো থাকুন ।

৩২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৯

মাহবুবুল আজাদ বলেছেন: বেশি ভাল লেখা তাই কিছুই বলতে পারলাম না। আফসোস কবে যে এমন লিখতে পারব।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আজাদ ভাই,
আন্তরিকতা থাকলে আপনিও এরকম
অবশ্যই লিখতে পারবেন ।

ভালো থাকুন, অনেক ধন্যবাদ ।

৩৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৮

না পারভীন বলেছেন: দারুণ একটা লেখা!!!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা পারভীন আপু ।

খুব ভালো থাকুন ।

৩৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৮

ক্লান্ত তীর্থ বলেছেন: অসাধারণ লেখা!

০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:৪২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে ।

ভালো থাকুন ।

৩৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৯

মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: ভালো লাগলো

০২ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৩৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

অনেক ধন্যবাদ আপনাকে ।

ভালো থাকুন,
সুখে থাকুন ।

৩৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০১

ইমরাজ কবির মুন বলেছেন:
বেশ চমৎকার ||

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
মুন,

ব্লগে আপনার সরব উপস্হিতি !

অনেক ভালো থাকুন,
সাথেই থাকুন ।

৩৭| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৫

ইখতামিন বলেছেন: অনেক ভালো লাগলো.

০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:০৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

অনেক ধন্যবাদ ইখতামিন ।

ভালো থাকুন নিরন্তর...।

৩৮| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৮:০২

প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: অসাধারন লেখা।

পরকীয়া নিয়ে আমার একটা লেখা।

০৫ ই মার্চ, ২০১৪ সকাল ১০:২০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

ভাই জুলফিকার,অনেক ধন্যবাদ আপনাকে ।

আপনার লেখা পড়বো নিশ্চই !

ভালো থাকুন ।

৩৯| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:২৬

যুগল শব্দ বলেছেন: তোর লেখায় তো আমি খুন হয়ে গেলাম, দারুন।

১০ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

ভালো থাকা হোক অবিরল !

ধন্যবাদ ।

৪০| ১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

মাহমুদ০০৭ বলেছেন:
অনেক গুণী ব্লগারই গল্পের বিভিন্ন দিকে আলোকপাত করেছেন ।
উনাদের বিশ্লেষণী মন্তব্যের সাথে একমত ।


নিপুণ শব্দপ্রকৌশলে এক পরিচিত দৃশ্যপটের শৈল্পিক নির্মাণ এবং

ইঙ্গিতময় ও যথাযত শব্দব্যবহারের সূক্ষ্ম ওস্তাদি -মুগ্ধতা রইল ।

সন্ধ্যার আগে বন্ধ্যা শব্দটির ব্যবহার কিংবা ফোনের ছোট্ট পর্দা থেকে
মনের বড় পর্দার মনস্তাত্ত্বিক চিত্রায়নে -বাড়তি ভাল লাগা থাকল ।

দেরিতে আসার জন্য দুঃখিত ।

ভাল থাকবেন ।

শুভকামনা রইল :)
















১৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আশা করি ভালো আছেন ?

আপনার মূল্যবান মন্তব্যের জন্য কৃতজ্ঞতা ।

আপনিও অনেক ভালো থাকুন ।

৪১| ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২৩

মোঃ ইসহাক খান বলেছেন: একটি ঘটনাকে, কিংবা দুয়েকটি বাক্যকে কেন্দ্র করে তৈরি করা অনেকগুলো বাক্য, কাব্য এবং ভাবনার বুনট, অ্যাসোসিয়েশন অফ আইডিয়া, প্রবাহ ছড়িয়ে দেয়া - এই কৌশলগুলো নজর কাড়বার মত।

অনেক শুভকামনা।

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা মূল্যবান মন্তব্যের জন্য...।

ভালো থাকুন সব সময় ।

৪২| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১১:৩১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আপনার লেখা কেন আগে পড়িনি, আফসোস হচ্ছে।
মুগ্ধ হলাম শুরু থেকে।

৩০ শে মার্চ, ২০১৪ দুপুর ২:১৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা দূর্জয় ভাই ।

সাথেই থাকবেন আশা করি ।

ভালো থাকুন সব সময় ।

৪৩| ১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৫

জাহাঙ্গীর.আলম বলেছেন: একটি পরিচিত হয়ত কারও শোনা হয়ত কারও জানা ঘটনা নিয়ে গল্প লেখার প্রচেষ্টা সবারই থাকে ৷ তবে সেটা যদি আপনার লেখার মত ঋদ্ধ হয় তাহলে তো পাঠকে আকৃষ্ট নয় মুগ্ধও করবে ৷ আপনার শব্দভাণ্ডার ঈর্ষণীয় তা বলার অপেক্ষা রাখে না ৷ বাক্যবিন্যাস মনে হল নিরীক্ষাধর্মী সেটাই গল্পেটির অন্যতম বৈশিষ্ট্য আমার মতে ৷ বিমুগ্ধ হয়ে কয়েকবার পড়ার দাবী রাখে শব্দ চয়নের কারণেও ৷ মাঝে মাঝে কবিতার প্রবেশ আকর্ষণ বাড়িয়েছে বহুগুণ ৷ ভাল থাকবেন ৷

১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার বিশ্লেষণ আর বিস্তৃত মন্তব্যে অশেষ কৃতজ্ঞতা ।
জীবনকে মূল খেলার আগের প্র্যাকটিস ম্যাচ ভেবেই তো
অপচয় করছি অনুনিয়ত !!

না হলে তো আরও সুন্দর লেখার কথা ছিল আমার !!
না হলে জীবনটা তো আরও সুন্দর হবার কথা ছিল !!

অনেক ভালো থাকুন ।

৪৪| ১৮ ই মে, ২০১৪ বিকাল ৫:২৪

শায়মা বলেছেন: বাপরে!!!


তুমি তো এক সাংঘাতিক কবি!!!!

১৮ ই মে, ২০১৪ রাত ১০:০১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপু তোমার লেখা পড়লাম !

কবিতায় গল্প !

অনেক ভালো লাগলো, সাগরে যেতে ইচ্ছে করছে !
তবে কাঁদতে নয়,

চোখটা ভেজাতে,
চোখটা এত পোড়ায়..!

ধন্যবাদ অনেক, এখানে আসার জন্য ।

৪৫| ১৮ ই মে, ২০১৪ বিকাল ৫:২৪

শায়মা বলেছেন: বাপরে!!!


তুমি তো এক সাংঘাতিক কবি!!!!

০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কেমন আছেন আপু ?

ঈদ ভালো কেটেছে নিশ্চয়ই !!

আপনার নিক কি দুটো ??

৪৬| ১৮ ই মে, ২০১৪ বিকাল ৫:৪৩

শায়মা বলেছেন: Click This Link


তোমার লেখাটা পড়ে আমার এই লেখাটা মনে পড়লো...:(

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আর ব্যথাতুর ঝাকড়া চুলের এলোমেলো সেই যুবক,
উদ্দেশ্যবিহীন পদচারণায় দূর থেকে দূরে -
একসময় ক্ষুদ্র বিন্দুতে পরিনত হয়ে,
বিলীন হলো,
ঐ সাগরের নীলিমায়।

আপনার লেখাটা দারুণ এবং ইঙ্গিতবহ !
অস্পর্শী আলোক কিংবা আঁধারের আহ্বানে বিহ্বল !!

ভালো আছেন নিশ্চয়ই !

৪৭| ০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৩

লেখোয়াড় বলেছেন:
১৩ ফেব্রুয়ারী এই লেখা পোস্ট, আর জানতে পারছি আজকে!!!
তাও আপনার কল্যাণে!!

হাঁ ঈশ্বর! আমাকে কেন অনেকগুলো চোখ আর মন দাও নি!!

আমি কেঁদে দিলাম, আমি কেন এত অন্ধ!!
আমি আপনাকে বোঝাতে পারছি না।

যদি আপনাকে সামনে পেতাম!

আর কিছু বলতে পারছি না, সাথে নিয়ে গেলাম।
পরে কথা হবে।

আমার নতুন পোস্টের উত্তর করতে হবে, অনেকে অপেক্ষা করছে, কিন্তু আপনার জন্য এলোমেলো হয়ে গেলাম।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমি খুব বোকা আর তাই ভেবেছিলাম আমার এই বিশেষ গল্পটির
কথা, যাকে উৎসর্গ করা তাঁর কাছে কোনোভাবে পৌঁছে যাবে !

'গ্রানমা' নামটি অতোটা সুপ্রিয় নয় যে তাকে নিয়ে আলোচনা হবে !

যাহোক, এই লেখায় আমি বানানের প্রতি এমনকি সম্পূর্ণ লেখাটিতেই
সতর্ক আর যত্নবান হয়েছি । আর তাই যাকে নিবেদন করে এই বিশেষ
লেখা তাঁর কাছ থেকে লেখার মূল্যায়ন/বিশ্লেষণ চাওয়া অমুলক নয় ।

আপনার মতামতের অপেক্ষায় রইলাম, অনেক
অনেক ভালো থাকুন সুপ্রিয় "লেখোয়াড়" ।

৪৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৩

অপূর্ণ রায়হান বলেছেন: ৪র্থ ভাললাগা ভ্রাতা +++++

সুন্দর গল্প , কবিতার সংযুক্তি ভালো লেগেছে ।

ভাল থাকবেন সবসময় :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অশেষ ধন্যবাদ জানাই আপনাকে !!

ভালো থাকুন সদা-সর্বদা !

















ভালো থাকুন সদা-সর্বদা !

৪৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫২

ইমিনা বলেছেন: তিয়াসা নামের একটা মেয়েকে দেখেছিলাম। মেয়েটিকে এখন আর মনে নেই তবে নামটা মনে আছে। সুন্দর নামতো তাই।

আপনার গল্পের তিয়াসকে আমার পছন্দ হয়েছে। হিসাব সেই একটাই - সুন্দর নাম 8-| 8-|

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
তিয়াসা নামের একটা মেয়েকে আমিও দেখেছিলাম যদিও গল্পের সাথে তাহার কোন যোগসূত্র নেই তবে তিয়াস নামের কাওকে আমি কিন্তু পাইনি !

গল্পের তিয়াসকে পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো ।
কিছুটা লজ্জায় পড়ে গেলাম মনে হচ্ছে !

৫০| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৬

ইমিনা বলেছেন: তোমাকে দেখার সাধ এই চোখে মিটেনা কখনো
এই চোখ যেন আজ প্রজ্বলিত পাথরের ছাই !

.......................
কাব্য বিন্যাসের আদলে লিখা গল্পটা অসাধারন লাগলো।
শুভকামনা সব সময়।।

০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
শুভকামনা আপনার জন্যও।
আনন্দময় হোক আপনার জীবন!

৫১| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৪

ভরকেন্দ্র বলেছেন: ভালো লাগলো ।

০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কৃতজ্ঞতা ভরকেন্দ্র !

ভালো থাকুন, সারাবেলা।

৫২| ১৬ ই মে, ২০১৬ রাত ৯:৪৪

রেজওয়ান তানিম বলেছেন: পড়লাম লেখাটা।

এই ধরণের গল্পকে আমি বলতে চাই কাব্যগল্প। এগুলো যতটা না গল্প তার চেয়ে অনেক বেশি কবিতা। আমার নিজেরও খুব পছন্দ এই রকমের লেখা।

আমার সাথে একবার খুব বিখ্যাত একজন কথাসাহিত্যিকের সাথে কথা হয়েছিল। তার মত হচ্ছে, কবিদের শব্দ চয়ন সুন্দর, বাক্য গঠন ঈর্ষা জাগায় কিন্তু কাহিনীর পরম্পরা টেনে যাওয়ায় তাদের দুর্বলতা সীমাহীন। এই কারণেই তাদের গল্প মার খায়। গল্পকার মহাশয়ের কথাটি গুরুত্বপূর্ণ এক অর্থে কথাসাহিত্যে মূল বিষয় কাহিনী টেনে যাওয়ার ক্ষমতা, আপনার যে কয়টা লেখা পড়েছি এই একটা খামতি চোখে লেগেছে। এর বাদে এই লেখাটি বেশ ভাল। একে আমি গল্পই বলব, কেননা আমার বিচারে গল্প অনেক রকম, ঠিক কবিতার মত।

১৮ ই মে, ২০১৬ রাত ১০:২০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার মূল্যবান মূল্যায়ন যত্নে রেখে দিলাম,

হ্যাঁ, দুর্বলতা রয়েছে নিশ্চয়ই ! তা কাটানোর ইচ্ছে থাকা/ না থাকাটাই গুরুত্বপূর্ণ !
ভালো থাকুন। অনিশ্চিত গন্তব্যের সহযাত্রী অথবা নিঃস্পৃহ দর্শক হয়ে। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.