নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উৎকর্ষ সাধনে সচেষ্ট..!

স্বপ্নচারী গ্রানমা

মানুষ বাঁচে, আশা এবং আশংকায়..!

স্বপ্নচারী গ্রানমা › বিস্তারিত পোস্টঃ

পরিযায়ী শব্দেরা...!

০৯ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৬

মাদকতাময় নিবিড় রাতের খাতায়

শব্দ শিকারি কলম ঘুমিয়ে গেলে

কপোলকল্পিত সুর সরোবরে

চুপিসারে নামে নির্লিপ্ত হ্যামিলন...।



তারপর

মুখ ও মুখোশের ব্যবধান মিলিয়ে গেলে,

ধ্রুপদী দুঃখের রং মেখে

সুর সরোবরে নামে বালিহাঁস

নিদ্রিত জলে ভাসে পরিযায়ী শব্দের ছায়া ।



আরও পরে

আরও ধীরে

আরও গোপনে,

অন্তর্জালিক আঁধার ঘুচে গেলে

বিপরীত বালিহাঁসের পুচ্ছ-ডানায়

অধরা শব্দেরা ফেরে পাললিক টানে,

কাব্যপিপাসিক হৃদয় নিয়ে কবি বিনিদ্র !

মন্তব্য ৯০ টি রেটিং +১/-০

মন্তব্য (৯০) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৩

মামুন রশিদ বলেছেন: ভাল লেগেছে । 'আকাসাঞ্চায়তনে' শব্দটা আগে শুনিনি, এর অর্থ কি?

১০ ই মার্চ, ২০১৪ রাত ৯:২৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

মামুন ভাই, অনেক ধন্যবাদ আপনাকে ।

বৌদ্ধ ধর্মমতে জীবের জন্মস্হান বা ((Planes of existance)
তিন খানে/লোকে হতে পারে,

যথাঃ

কামলোক
রূপলোক ও
অরূপলোক । আবার,

কামলোকের ১১ টি
রূপলোকের ১৬ টি ও
অরূপলোকের ৪ টি ভাগ রয়েছে ।

আয়ুর পরিমান অনুসারে এই অরূপলোকের
৪ টি ভাগ যথাক্রমেঃ

(১) আকাসানঞ্চায়তন ।
(২) বিঞ্ঞানঞ্চায়তন ।
(৩) অকিঞ্চঞ্ঞায়তন ।
(৪) নেবসঞ্ঞানাসঞ্ঞায়তন ।

আশা করি বুঝতে পেরেছেন ।

অনেক ভালো থাকুন ।



২| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫২

আবরার রুমী বলেছেন: ভাল,খুবই অসাধারন...

১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:০৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ রুমী ভাই,

ভালো থাকুন সব সময় ।

৩| ১০ ই মার্চ, ২০১৪ রাত ১:১৫

স্নিগ্ধ শোভন বলেছেন: সুন্দর!! বেশ লাগল। শুভকামনা।

১০ ই মার্চ, ২০১৪ রাত ৯:২৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ শোভন ভাই,

সুন্দর থাকুন নিরন্তর.।

৪| ১০ ই মার্চ, ২০১৪ ভোর ৫:২৬

আফ্রি আয়েশা বলেছেন:
দারুণ লাগলো :)

১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:১১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

অনেক ধন্যবাদ আপু...
ভালো থাকুন ।

৫| ১০ ই মার্চ, ২০১৪ সকাল ৭:১০

ক্লান্ত তীর্থ বলেছেন: ভালো লেগেছে!

১০ ই মার্চ, ২০১৪ রাত ১০:০০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে,

ভালো থাকুন ।

৬| ১০ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাল লাগল

১০ ই মার্চ, ২০১৪ রাত ১০:০২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

অনেক ধন্যবাদ কাব্য কাণ্ডারি !!

ভালো থাকুন নিরন্তর ।

৭| ১০ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৯

উদাস কিশোর বলেছেন: ভাল লেগেছে

১০ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ।

ভালো থাকুন ।

৮| ১০ ই মার্চ, ২০১৪ দুপুর ১:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার! বেশ ভালো লেগেছে। আকাসাঞ্চায়তনে শব্দটার মানে কি?

১০ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

অনেক কৃতজ্ঞতা কাভা এখানে আসায় !

শব্দটা নিয়ে ২ নং মন্তব্যে লিখেছি ।

ভালো থাকুন ।

৯| ১০ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লেগেছে। কিছু শব্দ বুঝি নি। যেমনঃ ‘কপোলকল্পিত সুর’। এটা কী রকম? কপোল কি কোনো কিছু কল্পনা করতে পারে? পুরো কবিতা জুড়ে কবিকে উৎফুল্ল মনে হয়, কিন্তু শেষে এসে দেখি ‘কবি বিতৃষ্ণ!’ কারণ কী? নাকি ‘অতৃপ্ত’ বোঝাতে চেয়েছেন?

‘আকাসানঞ্চায়তনে’ আমার অভিধানে খুঁজে পেলাম না, যদিও ‘আকা’ বা ‘সঞ্চারণ’ জাতীয় শব্দগুলো আছে ;)

শুভেচ্ছা।

১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

সোনাবীজ ভাই, আপনি ঠিকই ধরেছেন ।
‘কবি বিতৃষ্ণ! শব্দটি দ্বারা কবির ‘অতৃপ্ততা’ বোঝাতে চেয়েছি !

কবিতাটিও কিন্তু হতাশার !
যেমনঃ
ধ্রুপদী দুঃখের রং মেখে
সুর সরোবরে নামে বালিহাঁস

অথবাঃ
অধরা শব্দেরা ফেরে আকাসানঞ্চায়তনে,

কবিতারা এসেও কবির শব্দ শিকারি কলমে ধরা না দিয়ে
পরিযায়ী পাখিদের মতো ফিরে চলে যায়, তাই এই হতাশা !

কপোলকল্পিত শব্দটির প্রয়োগ আমি পেয়েছি ।
কপোল আর তার পেছনের মগজ তো লাগোয়া. !

আর "আকাসানঞ্চায়তন" শব্দটির নেপথ্য বর্ণনা আছে
মামুন ভাইয়ের উত্তরে ।

অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা মূল্যবান মন্তব্যের জন্য ।

ভালো থাকুন ।


১০| ১০ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫৩

আমিনুর রহমান বলেছেন:



পাঠে ভালো লাগা।

১১ ই মার্চ, ২০১৪ দুপুর ১:২৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

অনেক ধন্যবাদ আমিনুর ভাই ।

ভালো থাকুন সব সময় ।

১১| ১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: রাতেই পড়েছিলাম , চমৎকার মায়াময় দৃশ্যপট এঁকেছেন শব্দের মায়াজালে !
শুভেচ্ছা স্বপ্নচারী !

১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ অভি,
আপনাদের সংকলনের খবর কি ?
ভালো নিশ্চয়ই !

কৃতজ্ঞতা, ভালো থাকুন ।

১২| ১০ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩১

বটবৃক্ষ~ বলেছেন:


অনেক চমৎকার লেগেছে , তবে সব বুঝিনি!! :(

আপনার শব্দের ভান্ডার দেখে মুগ্ধ!! :)

১২ ই মার্চ, ২০১৪ রাত ৯:৩১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
বটপাখি, আপনি কি হারিয়ে যাচ্ছেন ?

দেখা যায় না খুব একটা !

ভালো লেগেছে জেনে ভালো লাগলো.।

সুন্দর থাকুন ।

১৩| ১১ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৪২

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। নতুন একটা শব্দও জানা হলো।

১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:০৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

অনেক কৃতজ্ঞতা..

ভালো লাগছে,নতুন অন্তত একটা শব্দ জানাতে পেরে !

ভালো থাকুন খুব ।

১৪| ১১ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৪৪

বেলা শেষে বলেছেন: I will come again & again.....
বিপরীত বালিহাঁসের পুচ্ছ-ডানায়
অধরা শব্দেরা ফেরে আকাসানঞ্চায়তনে,

১২ ই মার্চ, ২০১৪ রাত ৯:৩৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কবিতা কেমন লাগলো তা তো কিছুই বলেন নাই !!

ভালো থাকুন ।

১৫| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৬

সানড্যান্স বলেছেন: বাহ! আপনার বাংলা ভোকাবুলারী তো সেইইই

১২ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ "সূর্যনাচন"

ভালো থাকুন নিরন্তর !

১৬| ১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

মাহমুদ০০৭ বলেছেন: কবিতায় ব্যক্তিগতভাবে খুব ভাল লাগা থাকল মামুন ভাইয়ের কমেন্টের উত্তরে ভালা লাগা থাকল , জানতাম না আমি বিষয়টা ।

ভাল থাকুন ।

শুভকামনা ।

১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১:২৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক কৃতজ্ঞতা.. মাহমুদ আপনাকে ।

আপনার লেখা পাচ্ছি কবে..?

ভালো থাকুন ।

১৭| ১১ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪০

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: অপূর্ব! +++++

১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ আদনান...

ভালো থাকুন সব সময় ।

১৮| ১১ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩০

আরজু পনি বলেছেন:

.........
দেদী...

মানে কী ?

আগে জবাব চাই, তারপর লেখা নিয়ে কথা বলবো ।

১২ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৪৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ভুলে গিয়েছেন,
টিউব লাইট হয়ে জ্বলেছিলেন একবার...!!

১৯| ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২১

মোঃ ইসহাক খান বলেছেন: পরিযায়ী শব্দেরা থিতু হোক।

শব্দচয়নে মগজের ব্যায়াম করেছেন অনেক, যেটি শক্তিশালী করেছে কাব্যকে। সাধুবাদ রইলো।

১৩ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে,

পরিযায়ী শব্দেরা থিতু হোক।

ভালো থাকুন ।

২০| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:১৮

নীল ভোমরা বলেছেন: শব্দচয়ন ভাল....হয়তো কবিতা-টাও সুন্দর হয়েছে!

১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:২৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

আপনাকে প্রথম দেখলাম আমার ব্লগে !

অনেক ধন্যবাদ ।

ভালো থাকুন ।

২১| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ৯:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

কপোলকল্পিত শব্দটির প্রয়োগ আমি পেয়েছি ।
কপোল আর তার পেছনের মগজ তো লাগোয়া. !


কপোল অর্থ গাল বা গণ্ড। গালের পেছনে গলা ;) কপালের পেছনে মগজ আছে ধরা যায় ;)

যাক, ওসব ফান। মানুষের শেখার শেষ নেই। আজ জুন আপুর সাথে একটা বিষয়ে আলাপ হচ্ছিল। আপুর সাথে আলাপ না হলে আমাকে একটা ভ্রান্ত ধারণা নিয়েই থাকতে হতো। কারণ, কপোলকল্পিত শব্দটা আমার কাছে মনগড়া বা অবাস্তব মনে হচ্ছিল। আপুর সাথে আলাপ হওয়াতে আমি অভিধান খুলতে বাধ্য হলাম। কপোল অর্থ গাল বা গণ্ড, এটা ঠিক আছে। কিন্তু আমি অবাক হয়ে দেখলাম ‘কপোলকল্পিত’ শব্দটাও সঠিক। এর অর্থ মনগড়া, অবাস্তব, ভিত্তিহীন ;) আরেকটা শব্দ পাওয়া গেলো ‘কপোল-কল্পনা’, যার অর্থ উদ্ভট অবাস্তব কল্পনা; কাল্পনিক রচনা বা কাহিনি, বানানো গল্প; গালগল্প।

আগে তো প্রয়োগ দেখে এখানে কপোলকল্পিত শব্দবন্ধের প্রয়োগ করেছিলেন, এবার শব্দটার অর্থ সম্পর্কে ভালো ধারণা হলো। প্রয়োগ মিলিয়ে দেখা যেতে পারে, কতখানি সার্থক হলো ;)


একটা কবিতায়, ধরুন, সবগুলো শব্দই বহুল প্রচলিত, সেখানে হঠাৎ করে একটা মোস্ট আনকমন শব্দ প্রয়োগ আমি এড়িয়ে চলি। বাক্যবুনটের প্রয়োজনে শব্দ যখন আপনআপনিই চলে আসে- তখন লেখাগুলো সাবলীল আর হৃদয়গ্রাহী হয়। আপনার এ লেখাটাতে ‘আকাসানঞ্চায়তনে’ এমন একটা শব্দ, যেখানে এসে কিছু পাঠককে হোঁচট খেতে হলো। এর ব্যাখ্যা যা দিলেন, তাতে আমার কাছে মনে হয় এ শব্দটাকে পালটে অন্য কোনো শব্দ বসালে লেখাটা আরো গভীর ছাপ ফেলতে পারতো। যাই হোক, একেকজনের একেক মত থাকতেই পারে।

অনেক ভালো থাকুন।

১৩ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
লেখাটাতে ‘আকাসানঞ্চায়তনে’ এমন একটা শব্দ, যেখানে এসে কিছু পাঠককে হোঁচট খেতে হলো। এর ব্যাখ্যা যা দিলেন, তাতে আমার কাছে মনে হয় এ শব্দটাকে পালটে অন্য কোনো শব্দ বসালে লেখাটা আরো গভীর ছাপ ফেলতে পারতো।

আপনার সাথে আমি পুরোপুরি একমত,এমনকি এই শব্দটা নিয়ে আমিও আপনার মতো কিছুটা ভেবেছিলাম আর তাই অবশেষে তাঁকে ফেরত পাঠালাম আপনারই কাছে !! দেখুনতো এবার কেমন হল !

মূল্যবান আন্তরিক আলোচনায় অনেক কৃতজ্ঞতা সোনাবীজ ।

২২| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ১:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাহ! চমৎকার শব্দ সংযোজন তো। আমার খুব ভালো লাগছে। দারুণ। এবং এখন মিনিংটা সহজেই ধরা যাচ্ছে, মনের গভীরে একটা সুন্দর অনুভূতির সৃষ্টি করে। আশা করি পাঠকদের কাছে এটিই বেশি ভালো লাগবে।

১৪ ই মার্চ, ২০১৪ রাত ১১:১২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
একগুচ্ছ বৃষ্টি ভেজা বেলির শ্বেত শুভেচ্ছা আপনার জন্য !

হ্যাপি ব্লগিং ।


২৩| ১৪ ই মার্চ, ২০১৪ রাত ২:০৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: কবিতাটি মনে হয় এডিট করা হয়েছে। তাই 'আকাসাঞ্চায়তনে' শব্দটির জায়গায় 'পাললিক টানে' শব্দ দুটো প্রতিস্থাপন করেছেন। যথার্থই হয়েছে। মামুন রশিদের মন্তব্যের উত্তরে 'আকাসাঞ্চায়তনে' শব্দটার যে ব্যাখ্যা দিয়েছেন, তাতে মনে ওটার চাইতে বর্তমানের শব্দ দুটোই মানানসই এবং আরও বেশী অর্থবহ হয়েছে।
কবিতাটির প্রথমে কিছুটা হতাশা ফুটে উঠলেও শেষে কিন্তু ঠিকই কবির কল্পিত সুর এবং শব্দ ধরা দিয়েছে। সমস্যাটা হয়েছে কেবল কবিকে বিনিদ্র থাকতে হচ্ছে। কারণ অনেকগুলো সময় যে ইতিমধ্যেই বয়ে গেছে। যখন নিদ্রা যাওয়ার সময় হল, তখনই ফিরে এলো। আর কবির মাথায় যখন শব্দ খেলা করে, তখন কবি চাইলেও নিদ্রায় যেতে পারবেন না। কাব্য পিপাসাই তাঁকে জাগিয়ে রাখবে।
একটা কবিতা কবির একটা সন্তানের মতো। সন্তানের জন্য পিতা যেমন তার সব কিছু উৎসর্গ করে দেয়, সমস্ত কষ্ট মেনে নেয়, অনেক বিনিদ্র রাত কাটায়, কবিও তাঁর প্রতিটা কবিতার জন্য তাই করেন। কবিতাটি যেন প্রকারন্তরে কবিদের সেই সব কথাই বুঝাতে চেয়েছে।
ভালো লাগলো স্বপ্নচারী।

১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৩৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
হ্যাঁ,বাঙালী ভাই শব্দটি সংযোজন/রিপ্লেস করা হয়েছে ।

আপনার বিস্তৃত অনুভূতির জন্য অনেক ভালোলাগা
এবং সহমত...!

ভালো থাকুন,সাথেই থাকবেন আশা করি ।

২৪| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবি বিনম্র শ্রদ্ধা রইল। অনেক ভাল লাগল। কবিতা সেই রকম হইছে।

১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ভালোলাগা আর কৃতজ্ঞতা আপনার জন্য ।

ভালো থাকুন সর্বদাই ।

২৫| ১৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:১০

একলা ফড়িং বলেছেন: সুন্দর!


কাব্যপিপাসিক হৃদয় নিয়ে কবি বিনিদ্র! বিনিদ্র হলে তো হবে না! এমন কবিতা আরও আরও চাই!

১৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কবিতা ঠিক হচ্ছে কিনা বুঝতে পারছি না !!

তবে কাব্যপিপাসায় হৃদয় আমার তৃষিত ।

অনেক ভালো থাকুন ।

২৬| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: নতুন শব্দ শিখলাম একটা, এবং ভাল একটা কবিতা পড়লাম।

অনুসরণে নিচ্ছি আপনাকে।

২৩ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ প্রোফেসর আপনাকে ।
দেরি করে উত্তর দেওয়ায় দুঃখিত ।

খুব ভালো থাকুন ।

২৭| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১১:২৯

টুম্পা মনি বলেছেন: অসাধারণ লিখেছেন। খুব ভালো লাগল কবি।

২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:১১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ টুম্পা মনি,

ভালো থাকুন সব সময় ।

২৮| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ১১:৩৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার।।

২৮ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আশরাফুল ভাই ।

ভালো থাকুন নিরন্তর ।

২৯| ৩০ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:০২

সকাল রয় বলেছেন:
নৃত্যরতচক্ষুদ্বয়া___
শব্দাকননে খানিকটা সময় পুলকিত হলো।
কবি কাদখেচা শালিক হলে বিরানভুমি হতো জীবনানন্দ। বিষন্ন না হলে পড়ে ভেতর থেকে উদগীরন হয়না শব্দপাখির।
ভালো লাগলো কাব্যখানা। ধন্যবাদনম কবি তব সৃষ্টিতে মিশুক শিমুলপলাশ।

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ভালোবাসি শিমুল/পলাশ
ভালোবাসি শব্দকানন/শব্দপাখি
জীবনানন্দ/সকাল/শালিক !

ধন্যবাদ ।

৩০| ০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৬

একজন আরমান বলেছেন:
ভালো লেগেছে। :)

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:২৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ আরমান ভাই ।

ভালো থাকুন নিরন্তর ।

৩১| ০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৮

জাহাঙ্গীর.আলম বলেছেন: শব্দশিল্প আহ! শব্দের শিল্প ৷ ভাল লেগেছিল আগেই আজ জানিয়ে গেলাম মন্তব্যে ৷ ( অনুসরনে আছেন আপনি কিন্তু)

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক কৃতজ্ঞতা অনুসরনে নেবার জন্য !
মন্তব্যের জন্য ধন্যবাদ আরও একবার ।

সুন্দর থাকুন সব সময় ।

৩২| ০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৪

ৎঁৎঁৎঁ বলেছেন: সবাই আকাসানঞ্চায়তনে করতাসে! শব্দটা কই? আমি আসতে আসতে নাই হয়ে গেল! :(

আরও পরে
আরও ধীরে
আরও গোপনে,
অন্তর্জালিক আঁধার ঘুচে গেলে
বিপরীত বালিহাঁসের পুচ্ছ-ডানায়
অধরা শব্দেরা ফেরে পাললিক টানে,
কাব্যপিপাসিক হৃদয় নিয়ে কবি বিনিদ্র !

অনেক ভালো লাগা রইলো কবিতায়, আপনার কবিতা প্রথম পড়লাম মনে হচ্ছে! আরও পড়ার অপেক্ষায় রইলাম!

শুভকামনা!

১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ইফতি ভাই
আকাসানঞ্চায়তনে শব্দটির পরিবর্তে "পাললিক টানে" সংযোজন/রিপ্লেস করা হয়েছে ।

আমার "দুঃখের উত্তরাধিকার" শিরোনামের কবিতাটি
আপনি পড়েছিলেন, আমার কবিতার সংখ্যা নগণ্য !

ভালো থাকবেন,সাথেই থাকবেন ।

৩৩| ০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৯

অদৃশ্য বলেছেন:






দারুন হয়েছেতো! ... সুন্দর একটা টোন তৈরী হয়েছে যা খুব ভালোলাগার...



শুভকামনা...

১০ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ অদৃশ্য !

ভালো আছেন নিশ্চই ।

৩৪| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১০

আরজু পনি বলেছেন:

মুখ ও মুখোশের পার্থক্য কি দূর হয় কখনও, না কেউ চায় পুরোপুরি দূর করতে ?


রহস্য ভেদ করতে না পেরে খুব অস্বস্তিতে আছি ।
দেদীর পুরোটা বুঝতে পেরেছি, কিন্তু এই পুরোটা আমার ক্ষেত্রে কেন ব্যবহার হয় সেই ব্যাপারে টিউব লাইট এখনও জ্বলছে না ।

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৪৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
বারমুডা ট্রায়াঙ্গল কিংবা
এরিয়া ৫১ এর মতো হয়ে
থাক না কিছু রহস্য তব ।

না হয় আমি চিরটা কাল
সুপ্ত আগ্নেওগিরির মতো
দুঃখ চেপেই
দুঃখ মেপেই
জমাট কান্না পাথর রব !

ফান করলাম, নববর্ষের শুভেচ্ছা ।
অনেক ভালো থাকুন । ধন্যবাদ ।

৩৫| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:২৩

সকাল রয় বলেছেন:
নতুন কিছু লিখেন নাই

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আজকাল সবকিছুতেই বড্ড ফাঁকি !

ভালো থাকুন, ভালো লেখা পাচ্ছি না ।

সময় হলেই দিব নিশ্চয়ই !

৩৬| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৬

এহসান সাবির বলেছেন: শুভ হোক নববর্ষ ১৪২১।

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
প্রথম দিনটা অনেক হাঁটাহাঁটি আর ঘুরে ঘুরে ভালই কাটল !

শুভ হোক নববর্ষ ১৪২১ আপনারও ।

৩৭| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪১

বকুল০৮ বলেছেন: নিদ্রিত জলে ভাসে পরিযায়ী শব্দের ছায়া
নিদ্রিত জলে ভাসে পরিযায়ী শব্দের ছায়া
নিদ্রিত জলে ভাসে পরিযায়ী শব্দের ছায়া।
----------------------------------

অসাধারন!
অনেক ভালো লাগলো।

১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক কৃতজ্ঞতা বকুল০৮ ।

ভালো থাকুন সব সময় ।

৩৮| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২৪

নাছির84 বলেছেন: কবিতা ভাল লেগেছে। কেমন একটা মন্দ্রিত ছন্দ আছে । কয়েকটা নতুন শব্দও শিখলাম। অনুসরনে...

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক কৃতজ্ঞতা নাসির ভাই !

আপনার লেখাও পড়ে আমি মুগ্ধ !

ভালো থাকুন । ধন্যবাদ ।

৩৯| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৫

আরজু পনি বলেছেন:
না হয় আমি চিরটা কাল
সুপ্ত আগ্নেওগিরির মতো
দুঃখ চেপেই
দুঃখ মেপেই
জমাট কান্না পাথর রব !


ব্লগার ডেভিডের কোন লেখা পড়েছেন ?

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
নাহ পনি আপু,
শুনেছি ব্লগার ডেভিড সামুতে বেশ প্রভাবশালী একজন !

কোনও সাদৃশ্য কি খুঁজে পেলেন কোথাও ?
তার লেখা আমি পড়ি নাই । পড়বো ।

কোনও নির্দেশনা বা লিঙ্ক দিলে সুবিধে হতো ।
ভালো আছেন নিশ্চয়ই ?

৪০| ২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৮

ফা হিম বলেছেন: কবিতা ভালো লাগল

২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ ফা হিম ।

ভালো থাকুন সব সময় ।

৪১| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৫

আরজু পনি বলেছেন:

নাহ্ আমার ব্লগে তার লিঙ্ক আছে । কিন্তু লেখা গুলো সব সরিয়ে ফেলেছে ।

অথচ লেখা সরানোর কোন কথা ছিল না...।

কিছু লেখা থাকে বড্ড বেশিই ভরসা চলে আসে ...অথচ পেছনের মানুষগুলো নিজেদের উপরই ভরসা রাখতে পারে না ।

আমি ভালো আছি ।

০২ রা মে, ২০১৪ রাত ১১:২০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কিছু লেখা থাকে বড্ড বেশিই ভরসা চলে আসে ...অথচ পেছনের মানুষগুলো নিজেদের উপরই ভরসা রাখতে পারে না ।

এটা ঠিক নয়,
ভরসার পথে ফুল ছিটাতে হয়,
ভরসার নদীতে নৌকা ভাসাতে হয়,

যদি তা সময়ের জোয়ার ভাঁটায় পরীক্ষিত হয়...!

ভালোই থাকুন ।



৪২| ২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১১

অপর্ণা মম্ময় বলেছেন: কবিতাটা ভালো লাগলো পড়ে! বিষণ্ণতা!

২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ভালো লাগলো আপু আপনাকে এখানে পেয়ে ।

ভালো থাকুন সব সময় ।

৪৩| ০২ রা মে, ২০১৪ রাত ১১:৪৬

আরজু পনি বলেছেন:

ভরসার পথে ফুল ছিটাতে হয়,
ভরসার নদীতে নৌকা ভাসাতে হয়,

যদি তা সময়ের জোয়ার ভাঁটায় পরীক্ষিত হয়...!



শুধুই দীর্ঘশ্বাস ....!
যে বাঁচতে চায় না তাকে হয়তো বাঁচানো যায় কিন্তু
যে থাকতে চায় না তাকে রাখা যায় না ।

১৭ ই মে, ২০১৪ দুপুর ২:৫২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

যে বাঁচতে চায় না তাকে হয়তো বাঁচানো যায় কিন্তু
যে থাকতে চায় না তাকে রাখা যায় না ।

খুব সুন্দর কথা বলেছেন আপু ।

'যে শীতে কাপে,তাকে দিতে হয় কাঁথা !
হৃদয়ে যার শ্বৈত্য,দিতে হয় যে উষ্ণতা' !

ভালো থাকুন, এবং সুন্দর ।

৪৪| ১৬ ই মে, ২০১৪ রাত ১২:৪২

*কুনোব্যাঙ* বলেছেন: সুর সরোবরে নামে বালিহাঁস
নিদ্রিত জলে ভাসে পরিযায়ী শব্দের ছায়া ।



অধরা শব্দেরা ফেরে পাললিক টানে,
কাব্যপিপাসিক হৃদয় নিয়ে কবি বিনিদ্র !


এটাই হয়তো কবির নিয়তি। অনেক ভালো লাগলো আপনার কবিতা।

২১ শে মে, ২০১৪ রাত ১০:১০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
এটাই হয়তো কবির নিয়তি !!
কবিদের নিয়তিতে ভালো কিছু কি থাকে,কখনও ?

ধন্যবাদ আর ভালোলাগা জানবেন ।

৪৫| ১৭ ই মে, ২০১৪ রাত ১:২২

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ভালো লেগেছে, একটা সুর আছে কোথাও।

আকাসানঞ্চায়তন শব্দটা কমেন্ট থেকে জানলাম - জানতাম না।

ধন্যবাদ।

২৪ শে মে, ২০১৪ বিকাল ৪:৫১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক কৃতজ্ঞতা প্লিয় ।

ভালো থাকুন সব সময় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.