নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উৎকর্ষ সাধনে সচেষ্ট..!

স্বপ্নচারী গ্রানমা

মানুষ বাঁচে, আশা এবং আশংকায়..!

স্বপ্নচারী গ্রানমা › বিস্তারিত পোস্টঃ

(বর্ষপূর্তি পোস্ট) একজন অখ্যাত ব্লগারের সাক্ষাৎকার…!!

২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৯


সে হাঁটছে,ফুটপাথের কোলাহল_ব্যাস্ততা আর একশো বিশ ডেসিবল হর্নের তীব্র- শব্দকে থোরাই কেয়ার করে সে হেঁটে চলেছে নিবিষ্ট মনে ! ব্লগ জননী "জানা আপুর" সাথে একান্ত সাক্ষাৎকারে তার সম্ভাব্য আচরণ ভাষা ও আবেদন কেমন হবে সেটাই বোশেখি বাওকুরানির মতো ঘুরপাক খাচ্ছে আবেগি মগজে !

দীর্ঘ পথ ৷৷ নম্বর গাড়ীতে চলে অবশেষে যখন সামহোয়্যার ইনের অফিসে পৌছায় তখন সে স্বিন্ন পোষাকে খিন্ন !

সামু টিমের আন্তরিক আতিথেয়তায় মুগ্ধতার রেশ কাটতে না কাটতেই
“শরৎ” সঞ্চালনায় শুরু হল দারুন এক সাক্ষাৎকার পর্বঃ

শরৎ ঃ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনে আসার জন্য।
জনৈক ; অনেক কৃতজ্ঞতা আপনাদের সবাইকেও ।
...................................................................
...................................................................

দ্রষ্টব্যঃ গতানুগতিক আলাপন/সাক্ষাৎকার শেষ না হতেই মাঝপথে কোনো এক বিশেষ প্রশ্নে এই বিশেষ ব্লগার প্রশ্নের উত্তর না দিয়ে নীরব হয়ে যায় ! সাক্ষাৎকার পর্বেরও সমাপ্তি ঘটে সেদিনের মতো ! বন্ধুরা কি আঁচ করতে পারছেন কারণটা…? (আইডিয়া থাকলে শেয়ার করুন)

পুনশ্চঃ সাক্ষাৎকার পর্বটি সম্পূর্ণ কাল্পনিক অথবা “ম্যাজিক রিয়েলিজম” !!

তিন বছর পূর্ণ হল । হ্যাপি ব্লগিং । :):)

মন্তব্য ৬০ টি রেটিং +২/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি আঁচ করতে পারছি না।

শুভেচ্ছা!!!

২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
একটু মাথা খাটিয়ে চেষ্টা করুন না !

ধন্যবাদ, ভালো থাকুন ।

২| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৪

আরজু পনি বলেছেন:

হাহা... সেই সিনটা কল্পনা করতে পারছি । কারণ জনৈক ব্লগারের এভয়েড করার অভ্যাস আছে ।

শুভবর্ষপূর্তি !:#P !:#P !:#P

২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কে সেই জনৈক ব্লগার ??

পোষ্টটি তো সম্পূর্ণ কাল্পনিক !!

ভালো থাকুন ।

৩| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৭

আশা জাগানিয়া বলেছেন:
৩ বছর পার করে ফেললেন জানতেই পারলাম না !

শুভবর্ষপূর্তি ।

২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমি বিগত ৭/৮ মাস হল ব্লগে/সামুতে নিয়মিত আছি ।
তার আগে তো শুধু আইডিটা নামেমাত্র ছিল !

অর্থাৎ আইডিটা ৩ বছরের হলেও আসলে আমার ব্লগিং এর বয়স এই শেষ ৭/৮ মাস । অনেক কৃতজ্ঞতা জানবেন !

ভালো থাকুন, সাথেই থাকুন । ধন্যবাদ ।

৪| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:


শুভকামনা ভাই। শুভেচ্ছা তিন বছর পূর্তিতে।

২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক কৃতজ্ঞতা জানবেন কান্ডারি ভাই ।

আপনাদের সাথে আরো আগে পরিচয় হলে ভালো হতো !

ধন্যবাদ ।

৫| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বর্ষপূর্তির শুভেচ্ছা।

২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
দূর্জয় ভাই অনেক কৃতজ্ঞতা জানবেন ।

নতুন পোস্ট কবে পাচ্ছি ?

ভালো থাকুন ।

৬| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১:১৩

অতঃপর জাহিদ বলেছেন: আমিও একজন সদ্য ব্লগার ভাই, আপনার ব্লগিং জীবনের সাফল্য কামনা করছি।

২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
দায়িত্বশীল পরিচ্ছন্ন ব্লগিংয়ে আপনাকে স্বাগতম !

ভালো থাকুন_ভালোয় থাকুন ৷ ধন্যবাদ ।

৭| ২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
দয়া করে বলেন, কাহিনী কি।

২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার প্রপি টা দারুন !

কাহিনীটাতো আমার নয়,জনৈক ব্লগারের !

তার কাছ থেকে শুনে তবেই...!!

ভালো থাকুন ।

৮| ২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৪

অদৃশ্য বলেছেন:





আইডিয়া আছেতো, আছেনা... এই য্যামন... ''উল্লু মাত বানাও''

বর্ষপূর্তি পোষ্টের জন্য শুভেচ্ছা/অভিনন্দন...

কথা হলো শেষ পোষ্টের মন্তব্যগুলো জবাব না দিয়েই বর্ষপূর্তির লিখাটি দিয়ে দিলেন, হালখাতাটা কেমন হয়ে গেলোনা...


ব্লগীয় জীবন সুন্দর হোক
শুভকামনা...

২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
রাইট টাইমে বর্ষপূর্তি পোষ্টের দেবার জন্য আগের পোস্টের উত্তর দিতে দেরি হয়েছে, কিছু মনে করবেন না ।

আমি হিন্দি ভালো বুঝি না...!

অনেক অনেক ধন্যবাদ । ভালো থাকুন ।

৯| ২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৮

ইছামতির তী্রে বলেছেন: তিন বছর পূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা ।

হ্যাপি ব্লগিং।

২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
উত্তর দিতে দেরি হওয়ায় দুঃখিত ।

ভালো আছেন নিশ্চই ! ধন্যবাদ ।

১০| ২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৯

আমিনুর রহমান বলেছেন:




বর্ষপূর্তির শুভেচ্ছা।

২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ধন্যবাদ আমিনুর ভাই ।

ভালো থাকুন সর্বদা ।

১১| ২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৮

একজন ঘূণপোকা বলেছেন: শুভ কামনা

২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
পাশে আছেন দেখে অনেক উৎসাহ পাই ।

ভালো থাকুন সর্বদা ।

১২| ২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:


এইতো পরিচয় হয়ে গেল। এখন হতে আলাপচারিতা জমবে। :)
আমিও আপনার সাথে পরিচিত হতে পেরে ভীষণ আনন্দিত। শুভেচ্ছা রইল ভাই।

০১ লা মে, ২০১৪ বিকাল ৩:৩২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অবশ্যই কাণ্ডারি ভাই,

এখানে না এলে আপনাদের মতো মানুষদের,
যাদের মতের সাথে,মনের সাথে
পাওয়া যায় সাদৃশ্য,
হতো না
নিশ্চই,
না.?

১৩| ২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৩

মামুন রশিদ বলেছেন: অদৃশ্য বলেছেন: আইডিয়া আছেতো, আছেনা... এই য্যামন... ''উল্লু মাত বানাও'


হাহাহা, প্রশ্নটা কি হতে পারে মাথায় আসছে না ।


তিন বছর পূর্তির শুভেচ্ছা প্রিয় স্বপ্নচারী গ্রানমা ।

০১ লা মে, ২০১৪ বিকাল ৪:০৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
''উল্লু মাত বানাও' হা, হা, হা,

অনেক ধন্যবাদ মামুন ভাই ।

১৪| ২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৬

হাসান মাহবুব বলেছেন: হ্যাপি ব্লগিং।

০১ লা মে, ২০১৪ বিকাল ৪:৫৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
হ্যাপি ব্লগিং।

ভালো থাকুন হাসান ভাই ।

১৫| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

অধিক শোকে পাথর হবার মতো, অধিক আনন্দে কথা হারিয়ে ফেলেছিলেন? হতে পারে।

বর্ষপূর্তিতে অভিনন্দন... :)

০১ লা মে, ২০১৪ রাত ১১:৫৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
হইত পারে আবার..
নাও হইত পারে.....:)

ধন্যবাদ মইনুল ভাই !

১৬| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:২০

অপু তানভীর বলেছেন: পার্টি চাই ?
পার্টি ছাড়া কুনো কথা হবে না ! ;)

০২ রা মে, ২০১৪ রাত ৮:১৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
পার্টি হতেই হবে,

রিমঝিম বৃষ্টিতে
ঝিমঝিম পার্টি...!! ;)

ভালো থাকুন, অপু ভাই ।

১৭| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৯

এহসান সাবির বলেছেন: শুভকামনা।

০২ রা মে, ২০১৪ রাত ৮:১৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ এহসান ভাই ।

পাশেই থাকবেন আশা করি ।

১৮| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩০

শুঁটকি মাছ বলেছেন: শুভকামনা!!!!!!!!!!!!!!!!! !:#P !:#P !:#P !:#P

০২ রা মে, ২০১৪ রাত ৯:২১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ আপু ।

শুঁটকি মাছ বিড়ালের খুব পছন্দ, তাই না ?

ভালো থাকুন ।

১৯| ০১ লা মে, ২০১৪ বিকাল ৪:১৭

মাহমুদ০০৭ বলেছেন: তিন বছর পূর্তির শুভেচ্ছা :)
অনেক অনেক লিখুন আপনি ।

০২ রা মে, ২০১৪ রাত ৯:৫৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমি ভূত এবং শব্দে ভীতু !!

অনেক ধন্যবাদ ।

২০| ০২ রা মে, ২০১৪ রাত ১১:৪৭

আরজু পনি বলেছেন:

আমিও কল্পনা করেই বলেছি... !

০৩ রা মে, ২০১৪ রাত ১০:২০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমার টেঁকি জ্ঞান খুব কম !

হাতের ভেতরে কিভাবে নাম লিখতে হয়,
জানতে পারলে খুব ভালো লাগতো...! :)

ধন্যবাদ, ভালো থাকুন ।

২১| ০৩ রা মে, ২০১৪ রাত ১০:২৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অভিনন্দন!!!!!!!!


!:#P !:#P !:#P

০৬ ই মে, ২০১৪ রাত ৯:০৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক কৃতজ্ঞতা বর্ষণ ।

ভালো থাকুন ।

২২| ০৫ ই মে, ২০১৪ রাত ১১:২৮

আরজু পনি বলেছেন:

পেইন্টে যেয়ে ইরেজার দিয়ে আগের লেখা ইরেজ করে পরে টেক্সট থেকে নিজের পছন্দ অনুযায়ী বর্ণ বিন্যাস করবেন ।

আমি নিজেও টেকি তেমন একটা বুঝি না, এর প্রথম আইডিয়া ব্লগার বিডি আইডল ফেসবুকে দিয়েছিলেন । :)

১৪ ই মে, ২০১৪ রাত ১১:২৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ

পনি মনি...
বিদ্যার বিপণী...
দুঃখের দুয়ারে,
আশা জাগানি...!

ভালো থাকুন ।

২৩| ০৬ ই মে, ২০১৪ রাত ২:৪৩

সোনালী ডানার চিল বলেছেন:
বর্ষপূর্তির শুভেচ্ছা!

ব্লগিং আনন্দময় হোক!

১৭ ই মে, ২০১৪ রাত ১২:১২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ সোনালী চিল ।

ভালো থাকুন সব সময় ।

২৪| ১৬ ই মে, ২০১৪ রাত ১০:০৯

সকাল রয় বলেছেন:

এই - রে আপনার যে বর্ষপুর্তি হয়ে গেল
আমি যে কোন চুলোয় ছিলাম কে জানে। কাজ করতে করতে ভুত হয়ে যাবে একদিন।

অনেক অনেক শুভেচ্ছা ___

২১ শে মে, ২০১৪ রাত ৯:৫৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
এত কাজ আর ভালো লাগে না !
মাঝে মাঝে ইচ্ছে করে সব কিছু
ছেড়ে-ছুঁড়ে পালাই কোনও বনে !!

ভালো থাকুন, ভালোয় থাকুন ।

২৫| ১৬ ই মে, ২০১৪ রাত ১০:৪৩

আরজু পনি বলেছেন:

আমাকে নিয়ে ছড়া দেখে চমকে উঠেছিলাম !
প্রায় এমন করেই ক্লাস নাইনে থাকতে এক বন্ধু ছড়া লিখেছিল, ওকে টিটুফাজ ভাইরাস বলে ডাকতাম ।

অনেক গুলো ধন্যবাদ এভাবে ছড়া লিখে মন ভালো করে দেয়ায় ।।

২১ শে মে, ২০১৪ রাত ১০:২২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
জীবনের সার্থকতা তো ওখানেই,

কাউকে চমকে দিতে পারা !
কাউকে এক চিমটি পরিমানে
কখনো মুগ্ধ করতে পারা !

কারও বিপদে কখনও পাশে এসে দাঁড়ানো,
কারও মান ভাঙাতে কভু অভিমান হারানো !

অনেক দেরিতে উত্তর দেয়া হল !

ভালো আর সুন্দর থাকুন সর্বদা ।

২৬| ১৯ শে মে, ২০১৪ রাত ১২:০৮

সচেতনহ্যাপী বলেছেন: হয়তো ব্যক্তিগত বা রাজনৈতিক পরিচিতি।। যা আমিও এড়িয়ে যেতাম।।

২২ শে মে, ২০১৪ রাত ১০:০১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার প্রপিকে কি বোঝাতে চেয়েছেন?

আপনি সুখী কিন্তু সেটা সচেতনভাবেই !!

কি ঠিক বললাম ? ভালো থাকুন ।

২৭| ২৩ শে মে, ২০১৪ রাত ১২:৫১

সচেতনহ্যাপী বলেছেন: @ আপনিই বলুন তব আস্তে কেউ যেন না শুনে।।

২৩ শে মে, ২০১৪ রাত ১১:২৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
বলেছি, শুনেছেন হ্যাপি ভাই !

ভালো থাকুন ।

২৮| ২৩ শে মে, ২০১৪ রাত ১১:৪২

আমি তুমি আমরা বলেছেন: শুভবর্ষপূর্তি

২৪ শে মে, ২০১৪ বিকাল ৪:০০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে ।

ভালো থাকুন ।

২৯| ২৫ শে মে, ২০১৪ রাত ১২:০২

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আপনার প্রতি জিজ্ঞাসা ছিল, সাক্ষাৎকার নিতান আইসুইন, আম্রার লাগি ট্যাহা আন্সুইন?

আপনি ব্যাক পকেটে হাত দিয়ে হয়ে গেছলেন। যার ফলে সাক্ষাৎকারের ইতি ঘটে। B-)


বর্ষপূর্তির শুভেচ্ছা অনেকগুলা।

২৫ শে মে, ২০১৪ দুপুর ২:২৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ভালো থাকবাইন ।

ধইন্যা- ধইন্যা...

৩০| ২৫ শে মে, ২০১৪ সকাল ১১:৩০

লিরিকস বলেছেন: সাক্ষাৎকার পর্বেরও সমাপ্তি ঘটে সেদিনের মতো কারণ বিশেষ প্রশ্ন ছিল

'' ইয়ে মানে আমি সিঙ্গেল, আপনি? :P ;) ''

২৭ শে মে, ২০১৪ বিকাল ৩:০৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
:P ;) ''

আপনার লিরিকগুলো ভাল লাগে.।।।

ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.