নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উৎকর্ষ সাধনে সচেষ্ট..!

স্বপ্নচারী গ্রানমা

মানুষ বাঁচে, আশা এবং আশংকায়..!

স্বপ্নচারী গ্রানমা › বিস্তারিত পোস্টঃ

'স্থবির শিহরণ'...!

২০ শে মে, ২০১৪ রাত ১০:৫৮



অতঃপর গ্যালাকটিক নির্জনতা হতে

প্রাণচঞ্চল উপকূলে তোমার

আছড়ে পড়া আগমন !



হৈমন্তীর সাঁঝমায়া আর

শারদীয় ভালোবাসার বিলাসে

খুন হয় প্রতীক্ষা প্রহসন ।



অতঃপর প্রেমের পালে বৈশাখী

রিমঝিম কামনার চালে আষাঢ়

স্বেদাপ্লুত রাত্রি জাগরণ ।



বহুকাল শেষে,যুগল উদাসে

ভাসে ছাতিমের তীব্র আতর

জাগে স্থবির শিহরণ ।



অতঃপর নদীর একূল-ওকূল

কাশবনের ঘনত্ব

হয়ে ওঠে জীবন দর্শন !







ছবিঃ ইন্টারনেট

২০/০৫/২০১৪ উত্তরা



মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৪ রাত ১১:০৫

জাহাঙ্গীর.আলম বলেছেন:
ছন্দময় কবিতা ভাল লাগল ৷

সাঝমায়া কি সাঁঝমায়া হবে না ?

২১ শে মে, ২০১৪ সকাল ৯:৩৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ জাহাঙ্গীর ।
ভালো থাকুন নিরন্তর ।

২| ২০ শে মে, ২০১৪ রাত ১১:৪০

শুঁটকি মাছ বলেছেন: বহুকাল শেষে,যুগল উদাসে ভাসে
ছাতিমের তীব্র আতর
জাগে স্থবির শিহরণ ।

অতঃপর নদীর একূল-ওকূল
কাশবনের ঘনত্ব
হয়ে ওঠে জীবন দর্শন !

সুন্দর হইছে!

২১ শে মে, ২০১৪ সকাল ১০:০৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় শুঁটকি,

ভালো থাকুন সর্বদা ।

৩| ২০ শে মে, ২০১৪ রাত ১১:৫৪

হাসান মাহবুব বলেছেন: সুন্দর হয়েছে।

২১ শে মে, ২০১৪ দুপুর ১২:২০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক কৃতজ্ঞতা হাসান ভাই ।

ভালো থাকুন সব সময় ।

৪| ২১ শে মে, ২০১৪ সকাল ৮:২৫

এহসান সাবির বলেছেন: ভালো হয়েছে।

২১ শে মে, ২০১৪ বিকাল ৩:০৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক কৃতজ্ঞতা জানবেন এহসান ভাই ।

ভালো থাকুন ।

৫| ২১ শে মে, ২০১৪ সকাল ৮:৪৯

মামুন রশিদ বলেছেন: জীবনদায়ি আগমন । ভালো লেগেছে ।

২১ শে মে, ২০১৪ রাত ৯:৪৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
জীবনদায়ি আগমন এবং অতঃপর বিষণ্ণতার কথা
বলা হয়েছে এই কবিতায় ।

অনেক ধন্যবাদ মামুন ভাই । ভালো থাকুন ।

৬| ২১ শে মে, ২০১৪ দুপুর ১২:৩১

আমারে তুমি অশেষ করেছ বলেছেন: এমন একটি মুগ্ধ করার মতো কবিতায় প্রথম লাইক দিতে পেরে ভাল লাগছে।

২১ শে মে, ২০১৪ রাত ১০:২৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে প্রথম দেখলাম এখানে ।

অনেক ধন্যবাদ আর ভালোলাগা আপনার জন্যও ।

৭| ২১ শে মে, ২০১৪ দুপুর ১২:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: স্থবির শিহরণে ভাললাগা স্বপ্নচারী !

২১ শে মে, ২০১৪ রাত ১১:০৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ভালোলাগা আপনাদের জন্যও
যাদের পাশে পেয়ে আজকের এই পথচলা !!

ধন্যবাদ ।

৮| ২১ শে মে, ২০১৪ বিকাল ৫:৩৬

ৎঁৎঁৎঁ বলেছেন: অতঃপর নদীর একূল-ওকূল
কাশবনের ঘনত্ব
হয়ে ওঠে জীবন দর্শন !


শেষ তিন লাইন আমার সবথেকে ভালো লাগলো!

শুভেচ্ছা রইলো হে স্বপ্নচারী!

২২ শে মে, ২০১৪ রাত ৯:৪৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
হয়তোবা আপনার কথাই ঠিক হবে !

"The other side of the river always looks green"

অনেক ভালো থাকুন ।

৯| ২২ শে মে, ২০১৪ রাত ১২:০৩

অন্ধবিন্দু বলেছেন:

অতঃপর নদীর একূল-ওকূল
কাশবনের ঘনত্ব
হয়ে ওঠে জীবন দর্শন !


প্রাণচঞ্চল কবিতায় দর্শনের ছোঁয়া ...
কবিতায় ভালো লাগা ও শুভ কামনা।।

[ছবিটি ঠিক কবিতার সাথে যাচ্ছে না, ভেবে দেখবেন]

২২ শে মে, ২০১৪ রাত ১০:২৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ছবি মুছে দেবার অপশন কোথায় কিভাবে ?

কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো !

১০| ২২ শে মে, ২০১৪ রাত ৮:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগলো, বিশেষ করে শেষ স্তবক।

যাই হোক, ফেইসবুকে আপনাকে কোন্‌ নামে খুঁজবো, বলে দিন। ফেইসবুকে আপনার জন্য একটা মেসেজ আছে। শীঘ্র রিসপন্স করবেন আশা করি।

শুভেচ্ছা।

২৪ শে মে, ২০১৪ রাত ১২:৩৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমাকে এই নামে খুঁজুন

[email protected]

এখনই একটা রিকোয়েস্ট পাঠান ।

১১| ২৮ শে মে, ২০১৪ রাত ১:১৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন লাগলো।।

২৮ শে মে, ২০১৪ দুপুর ২:২৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ দুর্জয় ভাই ।

কৃতজ্ঞতা জানবেন ।

১২| ২৯ শে মে, ২০১৪ সকাল ১০:১৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১০ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
দেরিতে উত্তর দেয়ায় লজ্জিত সেলিম ভাই ।

ভালো আছেন আশা করি । ধন্যবাদ ।

১৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৬

সাজিদ উল হক আবির বলেছেন: তিন লাইন তিন লাইন করে এগোনো ছন্দবদ্ধ কবিতা। কবিতার ভেতরে, লাইনের মধ্যে যে সুপ্ত অন্তমিল, কেমন এই দুটো পংতি -

"বহুকাল শেষে,যুগল উদাসে
ভাসে ছাতিমের তীব্র আতর"

ভালো লেগেছে।

কবি গ্রানামা, কথা হবে আর একদিন, আপনার অন্যান্য কবিতার পীঠে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

আপনার বিশ্লেষণী মন্তব্যে অনেক কৃতজ্ঞতা !

আর কথা হবে নিশ্চয়ই । ভালো থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.