নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উৎকর্ষ সাধনে সচেষ্ট..!

স্বপ্নচারী গ্রানমা

মানুষ বাঁচে, আশা এবং আশংকায়..!

স্বপ্নচারী গ্রানমা › বিস্তারিত পোস্টঃ

পুরুষের মন এবং রমণীর চুল বাঁধা বিষয়ক কবিতা...!

০৬ ই জুন, ২০১৪ রাত ১১:১৬

"বিকার পুরুষ মন"





নারী বিষয়ক কল্প কফিনে

ঘুমালে পুরুষ মন,

মগজের গোপন ঘ্রাণে

জেগে ওঠে সুপ্ত আদম !



আর তখনই নারী হয়ে ওঠে তার

বিকার_ভ্রম,

কাঙ্খিত নদী

হেমলক হয় সুপেয় গন্ধম !





রমণীর চুলবাঁধা...!



পুরুষ কি কভু বুঝেছে নারীর মন

ফেলেছে রঙিন ফাঁদে !



উনুনের কান্না ভুলেছে নারী যেমন

রেঁধে আর চুল বেঁধে !



উৎসর্গঃ শ্রদ্ধেয় ব্লগার “সোনাবীজ” ও “আরজু পনি” সহ আমার ব্লগের সকল শুভানুধ্যায়ী ও পাঠক যাদের সতত অনুপ্রেরণায় আমার এ ব্লগিয় পথচলা । বামন হয়ে সাহিত্যের চাঁদ নয় সূর্যের পাণে হাত বাড়ানোর ধৃষ্টতা !

মন্তব্য ৪০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৪ রাত ১১:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:


শুভেচ্ছা ও শুভকামনা রইল।

০৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ কাণ্ডারি ভাই, সাথে থাকার জন্য !

ভালো থাকুন সব সময় ।

২| ০৬ ই জুন, ২০১৪ রাত ১১:৩৬

জাহাঙ্গীর.আলম বলেছেন:
চিরন্তন কিছু কথা স্বল্প শব্দে উঠে আসল ৷ সুন্দর ৷

০৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে পাশে পেয়ে ভালো লাগে !

ধন্যবাদ !

৩| ০৬ ই জুন, ২০১৪ রাত ১১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৭ ই জুন, ২০১৪ দুপুর ২:৫৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক কৃতজ্ঞতা আনোয়ার ভাই !

ভালো থাকুন, পাশেই থাকুন ।

৪| ০৬ ই জুন, ২০১৪ রাত ১১:৫৫

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ লেখনী +++++++++++++

০৭ ই জুন, ২০১৪ রাত ১০:২৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক কৃতজ্ঞতা জানবেন পরিবেশ বন্ধু
অধমের ব্লগে আসার জন্য !

ভালো থাকুন সব সময় ।

৫| ০৭ ই জুন, ২০১৪ রাত ১:২৬

শুঁটকি মাছ বলেছেন: ভাল্লাগলো!!!!!!!! :)

০৭ ই জুন, ২০১৪ রাত ১০:৫৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কেমন আছেন প্রিয় শুঁটকি মাছ ?

লেখালেখির কি অবস্থা ?

ভালো থাকুন ।

৬| ০৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:০৬

হাসান মাহবুব বলেছেন: ভালো লিখেছেন। প্লাস।

০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৪২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কৃতজ্ঞতা জানবেন হাসান ভাই !

ভালো থাকুন সব সময় ।

৭| ০৭ ই জুন, ২০১৪ বিকাল ৫:৪৯

আরজু পনি বলেছেন:

নিজের ভাবনাগুলো যখন আর কাউকে স্পর্শ করে তখন তাকে কৃতজ্ঞতা জানানোটা জরুরী হয়ে পড়ে ।

লেখাটা গতরাতেই পড়েছিলাম, কিন্তু ততক্ষণে ব্লগ থেকে বেরিয়ে গেছি । তাই আর সাথে সাথেই অবাক হওয়ার অনুভূতিটি জানাতে পারিনি ।

পুরুষ কি আসলেই বোঝে ?

প্রশ্নটা আমারও

০৮ ই জুন, ২০১৪ রাত ১০:২৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কত অনুভূতি গুমরে কাঁদে
শত অনুভূতির অবগুণ্ঠন,
কত অনুভূতি লজ্জিত খুব
শত অনুভূতি হয় লুণ্ঠন !

ছোট খাটো কবিতা হয়ে গেল বুঝি !

ভালো থাকুন সব সময় ।

৮| ০৭ ই জুন, ২০১৪ বিকাল ৫:৫০

আরজু পনি বলেছেন:

উৎসর্গে এমন বাঘা একজন লেখকের পাশে নিজের নাম দেখে রিতিমতো ভয় পেয়েছি, কিছুটা লজ্জাও :D

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৩৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
সোনাবীজ ভাই এর কমেন্ট দেখুন !
আপনার সমন্ধে বলা হয়েছে সেখানে !

সো ভয় পাবার কিছু নেই ! ভালো থাকুন ।

৯| ০৭ ই জুন, ২০১৪ রাত ৮:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: পুরুষ কি কভু বুঝেছে নারীর মন
ফেলেছে রঙিন ফাঁদে !

উনুনের কান্না ভুলেছে নারী যেমন
রেঁধে আর চুল বেঁধে !


কি অদ্ভূত সত্য !
ব্লগীয় পথচলা শুভ হোক !

০৮ ই জুন, ২০১৪ রাত ১১:৫০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কেমন আছেন অভি কবি ?

সত্যরা অদ্ভুত হয় কখনও কখনও !

ধন্যবাদ । ভালো থাকুন,সুন্দর থাকুন ।

১০| ০৭ ই জুন, ২০১৪ রাত ১০:৩২

সকাল রয় বলেছেন:
চুল বাঁধা সতিই উপভোগ্য!

কথা কম কিন্তু মনে রাখার মতো। অভিবাদন

১০ ই জুন, ২০১৪ রাত ৯:৪৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
তাই নাকি সকাল বাবু ?

তা চুল বাঁধা দেখতে দেখতে কাঁচের আয়না ভাঙল কখানা ?

ভালো থাকুন, মনে রাখুন ।

১১| ০৮ ই জুন, ২০১৪ রাত ১২:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ‘রমণীর চুল বাঁধা’ দুর্দান্ত হয়েছে। ‘পুরুষ কি কভু বুঝেছে নারীর মন?’ কথাটা দ্ব্যর্থবোধক (আপনি কোন্‌ অর্থে লিখেছেন জানি না)। নারীর মন নাকি বিধাতাও বুঝতে পারেন না, প্রথম অর্থ হলো এটা। নারীর মনে কত অনুভূতি- দুঃখ, কষ্ট, যন্ত্রণা- পাষাণ পুরুষ কোনোদিন সেদিকে নজর দিল না- ২য় অর্থ এটা।

চমৎকার লাগলো এই লাইনওঃ

উনুনের কান্না ভুলেছে নারী যেমন
রেঁধে আর চুল বেঁধে!



এবার ১ম কবিতাঃ ‘মগজের গোপন ঘ্রাণ’ একটা চমৎকার শব্দগুচ্ছ। ভাবতে খুব ভালো লাগছে- এ ঘ্রাণের অনুভূতিটা কেমন!

‘আদিম আদম’ কথাটা আমার কাছে যুঁৎসই মনে হলো না। অনুপ্রাসের জন্য হয়তো ‘আদম’ রাখা জরুরি, সে ক্ষেত্রে ‘আদিম’ বদলে দেয়া যায় কিনা ভাবতে পারেন (সম্পূর্ণ ব্যক্তিগত মত)।

শেষের অংশটুকুও অসাধারণঃ

আর তখনই নারী হয়ে ওঠে তার
বিকার-ভ্রম,
কাঙ্ক্ষিত নদী
হেমলক হয় সুপেয় গন্ধম!



@ উৎসর্গ দেখে তো লজ্জায় মরে যাচ্ছি, যদিও আরজুপনির মতো একজন ডাকসাইটে ব্লগারের পাশে নিজেকে দেখতে পেয়ে গর্বিত বোধও করছি। ধন্যবাদ স্বপ্নচারী গ্রানমা।

১৪ ই জুন, ২০১৪ রাত ১০:১৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
প্রিয় সোনাবীজ

নিরন্তর কৃতজ্ঞতা,কবিতা বিষয়ক কথকথায়
আপনাকে সার্বক্ষণিক পাশে পেয়ে !

*আদিম আদম* এর স্থলে "সুপ্ত আদম" বসিয়েছি ।
মন মতো আর শব্দ খুঁজে পাচ্ছি না ! আপনার
কাছে থাকলে পরামর্শ দিতে পারেন !

‘পুরুষ কি কভু বুঝেছে নারীর মন?’
এইখানে আপনার উল্লেখিত ২য় অর্থটিই বোঝানো হয়েছে ।

সামুতে আপনার ডেডিকেশান উল্লেখ করার মতো ।
জ্বর-জ্বর বোধ করছি । ভালো থাকুন সব সময় ।

১২| ০৮ ই জুন, ২০১৪ রাত ১২:০৮

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ভালো ..
শুভেচ্ছা জানবেন ...

১৬ ই জুন, ২০১৪ সকাল ১০:১৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে মুনতাসির.।

ভালো থাকুন ।

১৩| ১০ ই জুন, ২০১৪ রাত ১০:১০

একজন ঘূণপোকা বলেছেন: হচ্ছে।


চালিয়ে যান, আল্লাহ্‌ সহায় :)

১৬ ই জুন, ২০১৪ রাত ৯:৫৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ পোকা ।

ভালো থাকুন সব সময় ।

১৪| ১৬ ই জুন, ২০১৪ দুপুর ২:১২

মীর মফিজুল ইসলাম মানিক বলেছেন: লিখনীতে পুরোনো ধার। দারুন। মনমুগ্ধকর

১৮ ই জুন, ২০১৪ রাত ১০:৫৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে আমার এখানে পেয়ে খুব কৃতজ্ঞতা বোধ করছি ।

আশা করি আপনি ব্লগে আবার নিয়মিত হবেন চমৎকার লেখা নিয়ে ।

ভালো থাকুন সব সময়, পাশেই থাকুন ।

১৫| ১৬ ই জুন, ২০১৪ দুপুর ২:৫৫

সানড্যান্স বলেছেন: ছোয়াঁছুয়ি খেলার কবিতা, খুব খারাপ তো দেখা যাইতেছে!!

২০ শে জুন, ২০১৪ সকাল ১০:৩৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
সানড্যান্স

যৌনতা অথবা মিলনের মতো সেন্সেটিভ ব্যাপারকে অনেক শালীন শব্দে সুন্দর করে প্রকাশ করা যায় আবার খুব হালকা বা নোংরা ভাবেও তা করা যায় !

আমার লেখা কি সাহিত্যের সৌন্দর্যের সীমা লঙ্ঘন করেছে !
আপনার কাছ থেকে এমন বালখিল্য মন্তব্য কাম্য নয় !

অনেক ভালো থাকুন, সব সময় ।

১৬| ১৮ ই জুন, ২০১৪ রাত ১১:০৩

অয়োময়ী বলেছেন: ভাল্লাগলো। :)

২১ শে জুন, ২০১৪ রাত ৮:৪৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমার ব্লগে আপনাকে স্বাগতম !

অনেক কৃতজ্ঞতা মন্তব্যের জন্য ।

১৭| ২১ শে জুন, ২০১৪ বিকাল ৪:৩৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার লাগলো।

০১ লা জুলাই, ২০১৪ রাত ৮:২২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
মাহে রমজানের শুভেচ্ছা দুর্জয় ভাই ।
কৃতজ্ঞতা মন্তব্যের জন্য ।

১৮| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪২

লিরিকস বলেছেন: +

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার লিরিক অনেকদিন পাই না !

ভালো আছেন নিশ্চয়ই ! ধন্যবাদ ।

১৯| ১০ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২৮

লিরিকস বলেছেন: হুম ভালো আছি। আপনি কেমন আছেন?

১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:২১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
রিমঝিম বৃষ্টিতে একটি সুন্দর গানের লিরিক দিন !

অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ! ভালো থাকুন ।

২০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২৭

সাজিদ উল হক আবির বলেছেন: প্রথম কবিতায় নারী সংক্রান্ত আপনার ব্যাক্তিগত দর্শন জানতে পারলাম। একমত হতেই হবে এমনটা নয়। নারীর প্রেমে আক্রান্ত হওয়াটা সকল পুরুষের জন্যে হেম্লক পান নয়, কখনো এর উল্টোটাও ঘটে।

তবে হ্যাঁ, রমণীর চুল বাঁধার মত আকর্ষণীয় কোন দৃশ্য আমি দেখিনি কখনো।

শুভেচ্ছা কবি !

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে দেখে ভালো লাগলো !

কবিতা মানেই লেখকের ব্যাক্তিগত দর্শন নয়,
লেখক তো সৃষ্টি করে নানা দর্শন, নানা চরিত্র কিংবা চিত্র !

কবিতায় হেমলক কিন্তু সুপেয় ছিল !!

যাহোক, আপনার মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.