নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উৎকর্ষ সাধনে সচেষ্ট..!

স্বপ্নচারী গ্রানমা

মানুষ বাঁচে, আশা এবং আশংকায়..!

স্বপ্নচারী গ্রানমা › বিস্তারিত পোস্টঃ

‘গ্রানমা’_ইতিহাসের পাতায় চির নোঙ্গর ফেলানো অভিযানের তরী..!

১৮ ই জুন, ২০১৪ রাত ১০:০১

রাত ২ টা । ২৫ নভেম্বর,১৯৫৬ ।







মেক্সিকোর ক্ষুদ্র মাছধরা বন্দর টুক্সপ্যান থেকে ৮২ জন গেরিলা যোদ্ধা নিয়ে অত্যান্ত গোপনে ছেড়ে যায় ছোট একটি জাহাজ,‘গ্রানমা’ । বিরূপ আবহাওয়ায় সবগুলো বাতি নেভানো জাহাজটি অতি সাবধানে মোহনা পার হয়ে তবেই আলো জ্বালায় । প্রায় ৬০ ফিট লম্বা এই ডিজেল চালিত বোটটি ছিল মূলত ১২ জনের উপযোগী এক ইয়েট বা প্রমোদ তরী যাতে অসম্ভব ঠাঁসাঠাসি করে চলছিল ৮২ জনের এক গেরিলা দল । দলের নেতৃত্বে ছিলেন কিউবান বিদ্রোহী নেতা ফিদেল ক্যাস্ট্রো,ভাই রাউল ক্যাস্ট্রো এবং সদ্য চিকিৎসক হিসেবে যোগ দেয়া আর্জেন্টাইন চে গুয়েভারা ।





বোট ছাড়ার কিছুক্ষণ পরেই শুরু হয় এক বিশ্রী ব্যপার ! যোদ্ধাদের সাগর ভ্রমনের অনভ্যস্ততার কারণে তিনজন নাবিক সহ সাত আটজন বাদে সবাই অসুস্থ হয়ে পরে । সবাই পাগলের মতো অ্যান্টি হিস্টামিন খুঁজতে থাকে কিন্তু তাদের মজুদে সেটা না থাকায় বমিতে একাকার হয়ে যায় জামাকাপড় এমনকি ছোট জাহাজটির ডেক ! চতুর্থ বা পঞ্চম দিনে গিয়ে তারা সবাই মোটামুটি রেহাই পায় বিশ্রী রকম সি সিকনেস থেকে ।



অভিযানের শুরুতে ১৯৫৬ সালের অবশিষ্ট সময় ছিল এক মাস এক সপ্তাহ আর তাই ফিদেলের সুরে সুর মিলিয়ে সবার মনে তখন একটাই প্রতিজ্ঞা “১৯৫৬ সালে হয় আমরা মুক্ত হবো নয়তো শহীদ হবো !

পূর্বনির্ধারিত কেপক্রুজ লাইটহাউস খুঁজে ব্যর্থ হয়ে অবশেষে তারা যখন কিউবার ওরিয়েন্টি প্রদেশের লা কলোরাডা বীচে নামে তখন ২ ডিসেম্বরের শুভ্র সকাল !



কিন্তু এখানেও ভাগ্য প্রসন্ন হল না । একটা কোস্টগার্ড দল তাদের উপস্থিতি টের পেয়ে বাতিস্তা বাহিনীকে খবর দেয় উপরন্তু বিস্তৃত ম্যানগ্রোভ ফরেস্ট পার হতেও কয়েক ঘণ্টা সময় লেগে যায় গেরিলাদের । অবশেষে মেক্সিকো থেকে রওনা দেওয়ার ১০ দিন পর ‘আলেগ্রিয়া ডি পিও’ নামক জায়গায় সবাই মিলিত হন বিশ্রামের জন্য যার অর্থ ‘ধার্মিকের আনন্দ’ । আর এই আনন্দকে মাটি করে দিয়ে সেখানেই আকস্মিকভাবে শুরু হয় অত্যাচারী বাতিস্তা বাহিনীর আক্রমণ ।



এই হামলায় ‘গ্রানমার’ ৮২ জন বিদ্রোহী যোদ্ধাদের মধ্যে অধিকাংশই নিহত হয় অথবা ধরা পরে বাতিস্তা বাহিনীর কাছে ! বেঁচে থাকে শুধু ফিদেল,রাউল ও চে সহ ১৪-১৫ জনের ছোট একটা দল । মুষ্টিবদ্ধ তাদের হাত,চোখে আগুনের ফুলকি আর মনে হিরণ্ময় ইতিহাস রচনার হাতছানি ! (চলবে)





সুত্রঃ



“বিপ্লবের স্বপ্নভূমি কিউবা”

“চে গুয়েভারার ডায়েরি”

“উইকিপিডিয়া”

মন্তব্য ৮৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৪ রাত ১০:৪৬

বাবুই পািখ বলেছেন: খুবই আকর্ষণীয় গল্প।

১৮ ই জুন, ২০১৪ রাত ১১:২৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ বাবুই পাখি !

ভালো থাকুন সব সময় ।

২| ১৮ ই জুন, ২০১৪ রাত ১১:৩৫

জাহাঙ্গীর.আলম বলেছেন:
আপনার নিকের পেছনের কাহিনী ৷

কিছু জানা ছিল বাকিটা জানলাম ৷ ইতিহাসের একটি অধ্যায় জানা থাকল সবার ৷ স্বপ্নেরা জেগে থাকুক

সুন্দর থাকুন ৷

১৮ ই জুন, ২০১৪ রাত ১১:৫৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে সব সময় পাশে পাওয়ায়
অনেক কৃতজ্ঞতা জানবেন ।

ভালো থাকুন সব সময় ।

৩| ১৯ শে জুন, ২০১৪ দুপুর ২:২০

ৎঁৎঁৎঁ বলেছেন: দারুণ! অপেক্ষায় রইলাম পরের পর্বের জন্য! চমৎকার একটা জিনিস জানা হচ্ছে !

১৯ শে জুন, ২০১৪ রাত ১০:৩৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ ভ্রাতা ।

লেখাটি কেমন যেন রসহীন মনে হচ্ছিল !

আরেকটি পর্ব দেবার ইচ্ছে আছে ।

ততদিনে ভালো থাকুন অনেক ।

৪| ১৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:২১

মীর মফিজুল ইসলাম মানিক বলেছেন: ্য

১৯ শে জুন, ২০১৪ রাত ১১:২৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
হুম্ :)

৫| ১৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:২৩

মীর মফিজুল ইসলাম মানিক বলেছেন: দারুন উপস্থাপনা। পরের পর্বের অপেক্ষায় রইলাম

২০ শে জুন, ২০১৪ রাত ১২:২৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার ট্রাভেল পোস্টটি অফিসে গিয়ে পড়তে হবে ।
বাসায় নেট খুব স্লোও !

অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ।

দেবার আশা রাখি । ভালো থাকুন ।

৬| ১৯ শে জুন, ২০১৪ বিকাল ৪:০১

দুঃখ বিলাস বলেছেন: পরের পর্বের অপেক্ষায় রইলাম

২০ শে জুন, ২০১৪ সকাল ১১:৫৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ বিলাশ

ভালো থাকুন, সাথেই থাকুন ।

৭| ২০ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩১

জুন বলেছেন: অপেক্ষায় রইলাম পরের পর্বের জন্য! আপনার লেখায় ফুটে উঠছে দক্ষিন আমেরিকা তথা কিউবার জগত বিখ্যাত বিপ্লবীদের অজানা এক ইতিহাস ।
+

২০ শে জুন, ২০১৪ রাত ১০:৫০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
প্রিয় জুন আপু
অনেকদিন পর আপনাকে পেয়ে খুব আনন্দিত হলাম !
দক্ষিন আমেরিকা বা আমেরিকার রয়েছে সুদীর্ঘ ইতিহাস,
কোনওটা সমৃদ্ধির আবার কোনওটা শোষণের রঙে রাঙা !

আরও কিছু লেখার ইচ্ছে রাখছি সবার অনুপ্রেরণায় ।
ভালো থাকুন, সাথেই থাকুন সব সময় ।

৮| ২০ শে জুন, ২০১৪ বিকাল ৫:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার এই পোস্টের ২৬ নম্বর কমেন্টে আপনার নামের ইতিহাস জানতে চেয়েছিলাম ;) তার উত্তর পাই নি। তবে আমার আন্দাজ যেদিকে ছিল, আপনার এ পোস্ট থেকে ধারণা করছি, আমার অনুমান সঠিক ছিল।

‘গ্রানমা’র মালিকের দাদির নামানুসারে (বা সম্বোধন অর্থে হয়তোবা) বোটের নাম গ্রান্ডমাদার, সংক্ষেপে ‘গ্রানমা’ রাখা হয়েছিল।

আশা করি সিরিজটা দারুণ হবে।

২১ শে জুন, ২০১৪ রাত ৯:০০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক দুঃখিত গুরু,

"গ্রানমা" নিয়ে একটা পোস্ট দেবার ইচ্ছেতেই আপনার
ওই কমেন্টের উত্তর দেয়া হয়নি তাছাড়া আপনার অনুমানও
যথার্থ ছিল ! অনেক কৃতজ্ঞতা পাশে থাকার জন্য !

৯| ২১ শে জুন, ২০১৪ রাত ১:২৮

স্নিগ্ধ শোভন বলেছেন:

ভালো লাগলো। দারুণ সিরিজ হবে আশাকরি।

আরেকটু বড় করে দিবেন। শুরু করতে পারিনি শেষ হয়ে গেলো।

২১ শে জুন, ২০১৪ রাত ৯:৩৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ শোভন ভাই ।
আসলেই পর্বটা ছোট হয়ে গেছে ।

যাহোক পরেরটা আরেকটু গুছিয়ে দেবার চেষ্টা করব ।
ভালো থাকুন সব সময় ।

১০| ২১ শে জুন, ২০১৪ সকাল ১১:১০

মামুন রশিদ বলেছেন: দারুণ! দারুণ! ইতিহাসের সেই স্বর্ণোজ্জ্বল সময়ের কথা আরো জানতে চাই ।

২২ শে জুন, ২০১৪ বিকাল ৩:৪৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ মামুন ভাই ।

কৃতজ্ঞতা পাশে থাকার জন্য !

১১| ২১ শে জুন, ২০১৪ বিকাল ৪:৪৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
নিক তাহলে তাৎপর্যপূর্ন অন্যভাবেও :)

২২ শে জুন, ২০১৪ বিকাল ৫:০৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কৃতজ্ঞতা জানবেন দুর্জয় ভাই ।

তাৎপর্যপূর্ন কিনা তা বলতে পারবে ভবিষ্যৎ !

অনেক ভালো থাকুন ।

১২| ২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

আরজু পনি বলেছেন:

আপনি ইঞ্জিনিয়ার না হয়ে ডাক্তার হলে নিকটি আরো যথার্থতা পেতো... 8-|

তবে পোস্টটার জন্যে অবশ্যই বিশেষ ধন্যবাদ দিতেই হয়, আমার কিছু প্রশ্ন ছিল তার জবাবও পেয়ে গেলাম এই পোস্টের কারণে ।

অনেক ভালোতে থাকুন আলোর মাঝে ।।

২২ শে জুন, ২০১৪ রাত ৯:৩৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপু লজ্জা দেবেন না দয়া করে !
ইঞ্জিঃ/ডাক্তার কোনও পেশাতেই প্যাশান নেই !
সম্ভব হলে একটা টুরিস্ট গাইডের চাকরি নিতাম,
অথবা কোনো দুর্গম-নির্জন বনের ধ্যানী সন্ন্যাসী !

থাকুক ঠাণ্ডা-কাশি,
মুখে থাকুক হাসি !

অনেক ধন্যবাদ ।

১৩| ২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১০

হাসান মাহবুব বলেছেন: চলুক। গ্রানমা শব্দটা নিয়ে কৌতুহল ছিলো এতদিন।

২২ শে জুন, ২০১৪ রাত ১০:৩৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কৃতজ্ঞতা জানবেন হাসান ভাই !
কৌতূহল কততা মেটাতে পেরেছি/পারব জানিনা,
আপনারা পাশে থাকলে চেষ্টা চালিয়ে যেতে চাই !

ভালো থাকুন ।

১৪| ২৪ শে জুন, ২০১৪ রাত ৯:৪৪

সানড্যান্স বলেছেন: ট্যুক্সপ্যানের উচ্চারণ হবে ট্যুপান, মেক্স রা তাই বলে। চালিয়ে যান, অনেকেই জানেনা, বিদ্রোহ করতে কতখানি মনোবল লাগে!
শুভকামনা।

২৬ শে জুন, ২০১৪ রাত ১১:১৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
মেক্সিকান এবং আমেরিকান উচ্চারণে কিছু প্রভেদ আছে !
পরামর্শের জন্য অনেক ধন্যবাদ ।
ভালো থাকুন সব সময় ।

১৫| ২৬ শে জুন, ২০১৪ সকাল ১০:১৯

মোঃ ইসহাক খান বলেছেন: বেশ চমৎকার।

শুভেচ্ছা রেখে গেলাম।

২৭ শে জুন, ২০১৪ সকাল ১১:৩৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে আমার ব্লগে দেখে ভালো লাগছে !
অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা আপনার জন্যও ।

১৬| ২৭ শে জুন, ২০১৪ সকাল ৯:৩১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সেই রোমাঞ্চকর ইতিহাস!

চলতে থাকুক....

গ্রানমা নিকনেমটি আজ পরিষ্কার হলো :)

০১ লা জুলাই, ২০১৪ রাত ৮:১৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ জানাই মইনুল ভাই ।
কেমন যাচ্ছে দিনকাল ?

অনেক দিন লেখা নাই !
ভালো থাকুন সব সময় ।

১৭| ২৮ শে জুন, ২০১৪ দুপুর ২:২৪

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ভালো পোস্ট! গ্রানমা নিকনেমটা সম্পর্কে আগ্রহ ছিলো বেশ ....
ভাল্লাগলো জেনে ...
শুভকামনা ...

০১ লা জুলাই, ২০১৪ রাত ৯:০৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কৃতজ্ঞতা জানবেন নাফিস ভাই !
ভালোলাগায় ভালোবাসা রইল ।

ভালো থাকুন সব সময় ।

১৮| ৩০ শে জুন, ২০১৪ সকাল ১০:৩৩

সুমাইয়া আলো বলেছেন: সুন্দর লিখা, +++++ ♥♥♥♥♥

০৩ রা জুলাই, ২০১৪ রাত ৮:৫২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ধন্যবাদ আলো ।
থাকুন খুব ভালো !

১৯| ৩০ শে জুন, ২০১৪ সকাল ১০:৩৮

শরৎ চৌধুরী বলেছেন: আসলেই খুব অন্য রকম। উত্তেজনাময় দূর্ধষ ইতিহাস।

০৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ দাদা !

ইতিহাস তাহাদের মূল্যায়ন করেছে !

ভালো থাকুন ।

২০| ০১ লা জুলাই, ২০১৪ রাত ২:১৫

উপপাদ্য বলেছেন: নামকরনের রহস্যটাও বুঝি এই গ্রানমা'র সাথে সম্পৃক্ত।

০৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
সাথে থাকার জন্য অনেক ধইন্যা !

ভালো থাকু সব সময় ।

২১| ০২ রা জুলাই, ২০১৪ সকাল ১০:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনার নিকটা নিয়ে ভাবতাম যে কেন আপনি গ্রানমা হলেন আজকে বিষয়টা পরিষ্কার হলো। আপনার ভাবনাকে স্যালুট ভাই।

০৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
নিকটা নিয়ে দেখছি অনেকেরই আগ্রহ ছিল !
আপনার জন্যও ধন্যবাদ আর ভালোবাসা ..।

২২| ০২ রা জুলাই, ২০১৪ সকাল ১০:৩৮

রাজিব বলেছেন: আসলেই জানার কোন শেষ নেই। কিউবা সম্পর্কে এত কিছু জানি তারপরও এটি নিয়ে তেমন কিছু জানতাম না। অজানা ইতিহাস উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ।

০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আসলেই জানার শেষ নেই রাজিব ভাই !
সারা জীবন জানার ইচ্ছে থাকা চাই !

আমার ব্লগে আপনাকে প্রথম দেখলাম,
অনেক ধন্যবাদ আর ভালোই থাকুন ।

২৩| ০৫ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: জুলাই মাস আসি গেলু, আর কোনো পোস্ট নাই।

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:২৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
জুলাই মাস,
না বলা কান্নার ইতিহাস !

ভালো থাকুন ।

২৪| ০৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: এই পোষ্টে আমার কমেন্ট নেই ? :|

ইতিহাস আর আপনার নামের গ্রানমা রহস্য , ভালো লাগলো ! আমি তো কমেন্টের জবাব দেখতে এসেছিলাম :(

০৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:২১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
বৃষ্টিতে কি আপনার কমেন্ট ধুয়ে গেল !

ইদানিং খুব বৃষ্টি হচ্ছে যে !
ভালো থাকুন অভি কবি !

২৫| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪২

অপর্ণা মম্ময় বলেছেন: আশা করি পরের পোস্ট দ্রুত আসবে

১১ ই জুলাই, ২০১৪ রাত ১২:১১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে এই সাহিত্যের সীমানার বাইরে পেয়ে ভালো লাগলো !
ভালো থাকুন সব সময় আপু ।

২৬| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:১১

অদ্বিতীয়া আমি বলেছেন: আপনার ব্লগ নেইমের ব্যকগ্রাউন্ড ইতিহাস টা তো সুন্দর । ভালো লাগলো জেনে ।

১২ ই জুলাই, ২০১৪ রাত ১২:২৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ব্যস্ততার কারণে উত্তর দিতে দেরি হওয়ায় দুঃখিত আপু ।
আমার এখানে আসায় অনেক ধন্যবাদ ।
সবার জীবন অনেক সুন্দর হোক ।

২৭| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:২৯

শায়মা বলেছেন: গ্রানমা মানে তো আমি গ্রান্ডমাই ভেবেছিলাম। এই ইতিহাস জেনে ভালো লাগলো আপুনি!!:)

১২ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
গ্রানমার ইতিহাস জেনেছেন কিন্তু
আরও কিছু জানা রহিয়াছে বাকী !

ভালো থাকুন, সাথেই থাকুন ।

২৮| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ২:৩০

মহামহোপাধ্যায় বলেছেন: বাতিস্তা সরকারের উৎখাতের ঘটনাটা জানতাম, কিন্তু জাহাজের নাম মনে ছিলো না একেবারেই। দারুণ একটা ব্যাপার ঝালিয়ে নেয়া হলো।

পরের পর্বের অপেক্ষায়।

ভালো থাকুন।

১২ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
উত্তর দিতে দেরি হওয়ায় দুঃখিত !
আপনাকে আমার এখানে পেয়ে ভালো লাগলো ।

অনেক সুন্দর থাকুন ।

২৯| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০৮

মাহমুদ০০৭ বলেছেন: ম্যাও !!
নিকের কাহিনী জাইন্না গেছি :)

বিস্তারিত দ্রুত দেন ।

ভাল থাকবেন ।

১২ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কেমন আছেন মাহমুদ ভাই ?
আপনার লেখা কই ?

জীবনের কাঁটাতারে রক্তাক্ত মন নিয়ে, !!

ভালো থাকুন ।

৩০| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৪

আরজু পনি বলেছেন:

অফটপিক:
আজকে যার নাম নিলেন তাকে ব্লগে দেখলাম...ধন্যবাদ নামটা নেবার জন্যে।।

(একটা বিশাল হাসির ইমো হবে।)

১৬ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৫৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ধন্যবাদ আপনাকেও আপুনি !
ভালো থাকুন সব সময় ।

৩১| ০৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

অরুদ্ধ সকাল বলেছেন:
বাহ! আপনার দারুন ইতিহাস

১৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা,

ভালো থাকুন সকাল-বিকেল !

৩২| ১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৩৪

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নচারী গ্রানমা ,




দেরীতে হলেও দেখা হলো লেখাটি ।

সাথে থাকতে আশা রাখি ।

১৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:১৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই , সাথে থাকার জন্য !
ভালো থাকুন ।

৩৩| ১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৩৭

*কুনোব্যাঙ* বলেছেন: চলুক, অপেক্ষায় রইলাম

১৯ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৩১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কুনো কে অশেষ ধইন্ন্যা !!

ভালো থাকুন ।

৩৪| ১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:২৭

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: আগামী পর্বের জন্য অপেক্ষায় রইলাম। অসম্ভব সুন্দর পোষ্ট।

০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৩:২২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অশেষ কৃতজ্ঞতা রইল ।

অনেকদিন পর ব্লগে আসলাম ।

ভালো থাকুন, দেখা হবে নিশ্চয়ই !

৩৫| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:৩৪

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আশা করি ঈদ ভালো কেটেছে আমার মতো !

ভালো থাকুন সব সময় ! ধন্যবাদ !

৩৬| ০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:০০

লেখোয়াড় বলেছেন:
তা পরের অংশ পোস্ট করছেন না কেন?

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
প্রিয় লেখোয়াড়,

মগজের উদ্ভ্রান্ত আলোয়
হতাশার বসবাস,

সর্বনাশের মিছিলে
অস্পষ্ট সুখের আশ !

লেখার উৎসাহ পাই না, ভালো থাকুন ।

৩৭| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৯

অন্ধবিন্দু বলেছেন:

হে স্বপ্নচারী গ্রানমা,
স্বপ্নচারীদের উৎসাহের অভাব থাকতে নেই। যদি থাকতোই তবে গ্রানমা কখনো কী ইতিহাস হতো ! লিখুন এবং স্বপ্নের আলোয় আলোকিত করুন আমাদের।

শুভ কামনা।

১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কোন এক বর্ষণমুখর সন্ধার নির্জনতায়
নির্বাসিত হয়েছে যত স্বপ্ন,সাধ-অভিমান

জীবন এখন তাই ক্যাঁচক্যাঁচানো ঠেলাগাড়ি
বর্ণহীন আকাশের বিশালতার মতো ম্লান !


অনেক কৃতজ্ঞতা জানবেন ! ভালো থাকুন ।

৩৮| ১০ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:২৪

ডি মুন বলেছেন: বাহ, ভালো লাগলো।

লেখা চলুক। অনেক কিছু জানা হচ্ছে।

শুভকামনা রইলো।

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
পরের পর্বটি লেখা প্রায় শেষ, যদিও অনেক দিন পার হয়েছে !
অনেক কৃতজ্ঞতা জানবেন মুন ভাই, ভালোই থাকুন ।

৩৯| ১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:২৯

ইছামতির তী্রে বলেছেন: মনে পড়ে আমার কোন এক লেখায় আপনি কমেন্টস করলে আমি প্রতিউত্তর করেছিলাম, গ্রানমা, তাও আবার স্বপ্নচারী। সাথে একটা হাসির ইমো। আজ খুব বিব্রত বোধ করছি। তবে গ্রানমা যে গ্রানমাই সেটা তো ঠিকই আছে। তবে এর ইতিহাসটা পড়ে মনে হচ্ছে, প্রথম প্রেমের প্রথম চিঠিটি পড়ছি। তেমনি উত্তেজনাকর, তেমনি রোমাঞ্চকর। তবে এত শীঘ্রই রক্ত ঝরা আশা করিনি। বিপ্লবের পথ সব সময় সুকঠিন। অবশ্য এক নদী রক্ত পেরিয়েই আসে মুক্তি।

এতগুলো নক্ষত্র এক বোটে ভাবতেই শিহরিত হচ্ছি। চালিয়ে যান। দেখি এর শেষ কোথায়।


১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৩০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আন্তরিক ভালোলাগা জানবেন !

মানুষকে চিনতে কিছুটা সময় লাগে,
আবার কখনও কখনও সারা জীবন ধরেও
কোন কোন মানুষকে চেনা যায় না !!

ভালো থাকুন, সাথেই থাকুন, ধন্যবাদ ।

৪০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৪

ইনসোমনিয়াক দাঁড়কাক বলেছেন: দারুন একটা পোস্ট!! +++

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে !
আমার ব্লগে আপনি স্বাগত !

ভালো থাকুন ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কৃতজ্ঞতা জানবেন দাঁড়কাক !

নামের রহস্য কি !!

৪১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২০

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: আপনার শব্দের ব্যবহার সত্যই চমৎকার। লেখাটি পড়ে ভালো লাগলো। তবে একটু ছোট মনে হল, এই যা। এটা যদিও কোনো সমস্যা নয়। চালিয়ে যান।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কৃতজ্ঞতা আমার এখানে আসার জন্য !

উৎকৃষ্টতম বন্ধুদেরকেই আজ বেশি প্রয়োজন ।
ভালো থাকুন, সুন্দর থাকুন ।

৪২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ সেলিম ভাই।
আশা করি ভালোই কাটছে দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.