নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উৎকর্ষ সাধনে সচেষ্ট..!

স্বপ্নচারী গ্রানমা

মানুষ বাঁচে, আশা এবং আশংকায়..!

স্বপ্নচারী গ্রানমা › বিস্তারিত পোস্টঃ

নদীর বুকে জলদাগ কিংবা রমণীর স্মিতহাসি বিষয়ক কবিতা...!

১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৭

কবিতা এক



নদীর বুকে থাকে যে জলদাগ

ক্ষণের ভেতর থাকে বিশেষ ক্ষণ,

হাসির ভেতরেও খুন থাকিতে পারে

মনের ভেতরে যদিবা মুখোশ মন !



বায়ুর ভেতরে থাকে ঘূর্ণি বায়ু

কথার ভেতরেও থাকে কিছু কথা,

কান্নার ভেতর সুখ থাকে কখনও

কোলাহলেও থাকে কিছু নীরবতা !





কবিতা দুই



সাপের দাত বিষাক্ত কভু নয়

বিষ থাকে আরও গভীরে,

সুন্দরী রমণীর ওষ্ঠের কোণে কদাচ

কিংবা গোপন পাঁজরে !





ছবিঃ ইন্টারনেট ।

১৩ ই আগস্ট,২০১৪ ।

মন্তব্য ৪৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো কবিতাগুলো।

১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৩৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ দুর্জয় ভাই !

কেমন আছেন আজকাল ?

শুভ সকাল ।

২| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৯

সুমন কর বলেছেন: ভাল লাগল।

১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কৃতজ্ঞতা জানবেন সুমন ভাই ।

ভালো থাকুন সব সময় ।

৩| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২১

আরজু পনি বলেছেন:

প্রথম কবিতাটায়...........

:)

১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
দ্বিতীয় কবিতার জন্য অনেকগুলো ---- মাইনাচ !

ভালো থাকা হোক !

৪| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ কবি !
আশা করি ভালোই আছেন !

৫| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১:১৯

নীলসাধু বলেছেন: চমৎকার!

১৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৩৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ সাধু ভাই পাশে থাকার জন্য ।

ভালো থাকুন সব সময় ।

৬| ১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪১

ইমিনা বলেছেন: প্রথমটা বেশ লাগলো
:) :) :)

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ ইমিনা পাশে থাকার জন্য !

ভালো থাকুন নিরন্তর ।

৭| ১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:


ছবিটা মানায় নি।

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ছবিটা আমারও মনমতো হয়নি তাই বাদ দিলাম ।
অনক ভালো থাকুন কাণ্ডারি ভাই !

৮| ১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর

১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ভালো আছে নিশ্চয়ই অভি-কবি !

অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য ।

৯| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০২

মামুন রশিদ বলেছেন: পড়ে আরাম পেয়েছি ।

১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমিও আরামিত হলাম আপনার মন্তব্যে !

ভালো থাকুন মামুন ভাই ।

১০| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২৯

হাসান মাহবুব বলেছেন: সুন্দর। প্রথম প্লাসটা আমার।

১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ হাসান ভাই !
কিছু বাড়তি ভালোবাসা আপনার জন্য !

ভালো থাকুন নিরন্তর ।

১১| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২৬

ডি মুন বলেছেন: দুই নাম্বারটা বেশি ভালো লেগেছে।

দারুন।


বিষ থাকে আরও গভীরে,
সুন্দরী রমণীর ওষ্ঠের কোণে কদাচ
কিংবা গোপন পাঁজরে !

১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
হূম, মুন ভাই !

ভালোলাগা জানবেন ।

১২| ১৬ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৩৯

আরুশা বলেছেন: দুটা কবিতাই মারাত্মক ।

সাপের দাত বিষাক্ত কভু নয়
বিষ থাকে আরও গভীরে,
সুন্দরী রমণীর ওষ্ঠের কোণে কদাচ
কিংবা গোপন পাঁজরে
+++++++্

২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ক্যামন আছেন আরুশা ?

অনেক ভালো লাগলো আপনার মন্তব্যে ।

শুভকামনা নিরন্তর ।

১৩| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৮

পরিবেশ বন্ধু বলেছেন: ধারুন +

২৩ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:১০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কেমন আছেন পরিবেশ বন্ধু !
আপনাকে পেয়ে ভালো লাগলো ।

ধন্যবাদ ।

১৪| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৩

অতঃপর জাহিদ বলেছেন:
সাপের দাত বিষাক্ত কভু নয়
বিষ থাকে আরও গভীরে,
সুন্দরী রমণীর ওষ্ঠের কোণে কদাচ
কিংবা গোপন পাঁজরে !

২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ধন্যবাদ আপনাকে !

১৫| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৫২

আরজু পনি বলেছেন:

আমি কিন্তু কিছুই বলিনি...

ধারণা ঠিক হয় নি।

২৬ শে আগস্ট, ২০১৪ রাত ৯:০৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
তাহার দ্রুতগামী জাহাজ টালমাটাল
অদৃশ্য ইশারায় হারিয়েছে দিক-তাল !

ক্যামন আছেন আজকাল ।

ভালো থাকুন সর্বদা ।

১৬| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দুটি কবিতাই খুব ভালো লাগলো, এবং দ্বিতীয়টা মারাত্মক।


১ম কবিতাটার ব্যাপারে একটু বলতে চাই। ৩য় এবং ৪র্থ লাইন দারুণ। একটার পর একটা উপমা প্রয়োগ করা হচ্ছে, তাতে মনে হচ্ছিল কবিতার শেষে হয়তো বড় চমক বা অধিক গুরুত্বপূর্ণ কোনো তুলনা দেখা যাবে। এটা আমার প্রত্যাশা ছিল। কিন্তু তাই বলে কবিতার মান একটুও কমে নি।

ধন্যবাদ স্বপ্নচারী। ভালো থাকবেন।

২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
প্রিয় সোনাবীজ

আপনার মূল্যবান ব্যবচ্ছেদ এর
সাথে আমি পুরোপুরি সহমত !


কবিতায় সচরাচর শেষের দিকে ভাব
গভীর থেকে গভীরতর হয়ে থাকে ।

দীর্ঘ কবিতা আমার লেখা হয়ে ওঠে না !


যাহোক, অনেক ভালো থাকুন ।

১৭| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩০

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: চমৎকার!! ৩য় প্লাস!!

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক কৃতজ্ঞতা জানবেন ।

আশা করি ভালোই আছেন নাসিফ ভাই ।

১৮| ২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:১৬

লিমা মেহরিন বলেছেন: কোলাহলেও থাকে কিছু নীরবতা !


বেশ লাগলো

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক কৃতজ্ঞতা জানবেন মেহরিন ।

ভালো থাকুন সব সময় !

১৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৩

অন্ধবিন্দু বলেছেন:

মনেরও মুখোশ !

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
মুখোশ পরা মানুষ আমরা সবাই,
ভালো সাজার চেষ্টা করছি সদাই !

মনের মুখোশই বড় আর বেশি বিপজ্জনক !

অনেক কৃতজ্ঞতা জানবেন, ভালো থাকুন ।

২০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৪

মুজাহিদুল ইসলাম আখুঞ্জি বলেছেন: চমৎকার কবিতা। পরিপক্ক। অভিনন্দন!

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য !

ভালো থাকুন সব সময় ।

২১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২০

সাজিদ উল হক আবির বলেছেন: ভেতরে ঢুকে, আরও গভীরে গিয়ে অর্থ খোঁজার চেষ্টাটা আজ আর কেউ করে না। আপনি করেছেন, কাব্যের ছন্দে তাকে বেঁধেও ফেলেছেন, এইজন্যে আপনাকে বিশেষ করে ধন্যবাদ!

দুই নম্বরটা বেশি স্পর্শ করলো।

প্রিয় গ্রানামা, ভালো থাকুন । লিখে যান নিরন্তর।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ভেতরে ঢুকে, আরও গভীরে গিয়ে অর্থ খোঁজার চেষ্টা
করার জন্য আপনাকে বিশেষ কৃতজ্ঞতা জানাই, সাজিদ ভাই !


আপনিও ভালো থাকুন আর বাংলা সাহিত্যকে
বড় মাপের একটা ঝাঁকুনি দিন !

২২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২০

অপর্ণা মম্ময় বলেছেন: বাহ্‌ ! কেমন রিদমিক। প্রথম টা বেশি ভালো

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধইন্যা আপু !

ভালো থাকা হোক ।

২৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বাপরে! সে-ই রম হয়েছে ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে পেয়ে ভালো লাগলো !

ভালো থাকুন, সুন্দর থাকুন । ধন্যবাদ ।

২৪| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৭

ইনকগনিটো বলেছেন: ভালো লাগলো।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

দেরি করে উত্তর দেয়ায় দুঃখিত !
ধন্যবাদ আপনাকে, ভালো থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.