নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উৎকর্ষ সাধনে সচেষ্ট..!

স্বপ্নচারী গ্রানমা

মানুষ বাঁচে, আশা এবং আশংকায়..!

স্বপ্নচারী গ্রানমা › বিস্তারিত পোস্টঃ

"গ্রানমা"_জাহাজের অগ্রাভিযান, অতঃপর ফিদেলের মুসা যাত্রা..!

২২ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৪২





৫ ডিসেম্বর ১৯৫৬ তারিখে আলেগ্রিয়া ডি পিওতে আক্রান্ত হবার পর চে-র দল ফিদেল ক্যাস্ট্রোর সঙ্গে পুনর্মিলিত হয় ২১ ডিসেম্বরে । আহত চে গুয়েভারাসহ অন্যান্যদের দ্রুত চিকিৎসার পাশাপাশি চলতে থাকে সম্ভাব্য গেরিলা যুদ্ধের পরিকল্পনা এবং প্রস্ততি । অবশেষে ১৭ই জানুয়ারি ১৯৫৭ তারিখে লা প্লেটো যুদ্ধে বিদ্রোহী বাহিনী দখল করে নেয় ক্ষুদ্র একটি সেনা শিবির এবং সংহত করে তাদের অবস্থান । সে বছর মার্চের মধ্যে গ্রাম্য কৃষক আর শহুরে মধ্যবিত্ত তরুণ প্রজন্মের নতুন নতুন সদস্যদের যোগদানের মধ্য দিয়ে গেরিলা বাহিনী নতুনভাবে সংগঠিত হয় ।







ফিদেল তার যুক্তরাষ্ট্রের বন্ধুদের মাধ্যমে নিউইয়র্ক টাইমস এর এক সাংবাদিকের কাছে সাক্ষাৎকার দেন । যা প্রকাশের পর এই গেরিলা বাহিনীর অদম্য মনোভাব, বারবার বিপর্যয়ের পরও অবিরাম লড়াই এর বার্তা সারা বিশ্বের বিপ্লবীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করে এবং আতংকিত করে তোলে বাতিস্তা সহ মার্কিনীদের । ফিদেল ক্যাস্ট্রোর মনোভাব নিয়ে চে এক সাক্ষাৎকারে বলেন, “তার বিশ্বাস অসম্ভব ধরনের, যখন তিনি মেক্সিকো থেকে কিউবার উদ্দেশ্যে রওনা দিলেন তখন অবশ্যই সেখানে পৌঁছাবেন, যখন সেখানে আছেন অবশ্যই যুদ্ধ করবেন আর যুদ্ধ যখন করবেন অবশ্যই জিতবেন” !







গেরিলারা ২২ জানুয়ারি ১৯৫৭ তারিখে সরকারি বাহিনীর একটি সেনা কলামের উপর অতর্কিত আক্রমণ চালিয়ে তাদের অনেক ক্ষতি সাধন করতে সক্ষম হয় । এরই মধ্যে ঘটে এক মর্মান্তিক ঘটনা । ছাত্র সংগঠন “স্টুডেন্ট ডিরেক্টরেট” এর বিদ্রোহী যোদ্ধারা হাভানায় প্রেসিডেন্ট প্রাসাদের উপর বড় ধরনের আক্রমণ চালায় । আক্রমণ ব্যর্থ হয়, অল্পের জন্য প্রেসিডেন্ট বেঁচে যান এবং জোসে এন্তোনিও, ইচেভেরিয়াসহ অনেক ছাত্র ঐ অপারেশনে নিহত হয় । এরপর মে মাসের ২৭-২৮ তারিখে সিয়েরা মিয়েস্ত্রা-র এল ইউভেরো যুদ্ধে বিদ্রোহী বাহিনী বড় ধরনের বিজয় অর্জন করে । একটি শক্তিশালী সেনা গ্যারিসন তাদের দখলে চলে আসে । ঐ বছরের ৫ জুন তারিখে চে গুয়েভারা মেজর হিসেবে পদোন্নতি লাভ করেন এবং বিদ্রোহী বাহিনীর চতুর্থ সেনা কলামের নেতৃত্ব গ্রহণ করেন ।



চে’র লেখা কবিতাঃ



‘চল যাই

এই অজানা পথে

সবুজ কুমির মুক্ত করি যাকে তুমি ভালোবাসো

আর চল যাই আমাদের কপাল থেকে

সব অপমানের দাগ মুছে ফেলি আমাদের গভীর বিদ্রোহের ধার দিয়ে

আমরা অবশ্যই করবো জয় নয়তো নেবো মৃত্যু



আর যদি লোহা এসে আমাদের পথে এসে দাঁড়ায়

আমেরিকান ইতিহাসের পথের যাত্রী

এই আমাদের গেরিলা হাড় ঢেকে দেবার জন্য

চাইব কিউবান অশ্রুর চাদর

এর বেশি কিছু নয়’ ।




(চে গুয়েভারা, ‘ফিদেলের জন্য গান’ থেকে)





যুদ্ধের শেষপর্ব সম্পর্কে ফিদেল ক্যাস্ট্রো বর্ণনা দিচ্ছেন এভাবেঃ



যুদ্ধের শেষপর্বে আমরা ছিলাম ৩ হাজার, যদিও নির্ধারক যুদ্ধটি করেছি ৩ শ’ জন । অন্যদিকে পাহাড়ে শেষ বড় আক্রমনে বাতিস্তা বাহিনীতে ছিল প্রায় ১০ হাজার । এই যুদ্ধ চলে ৭০ দিন । প্রায় ৩৫ দিন ধরে তারা একটানা আক্রমণ করে, এরপরের ৩৫ দিন ছিল আমাদের আক্রমণ । ফলাফল হল আমরা সবচাইতে ভালো একটি ব্যাটালিয়নকে ধ্বংস করলাম, আটক করলাম ৫ শ’ জন এবং মর্টার, বাজুকা ও ট্যাংকসহ বিপুল অস্ত্রসস্ত্র । আমাদের থিসিস হলঃ যদি কৃষক জনগণের সমর্থন থাকে এবং বিপ্লবী সামরিক নেতাদের কোন বড়ধরনের ভুল না হয় তাহলে কোন বিপ্লবী আন্দোলন বা গেরিলা আন্দোলনকেই পরাজিত করা সম্ভব নয়’ ।







নতুন বছরে বাতিস্তা সরকারের পতন এবং ফিদেলের মুসা যাত্রাঃ



মার্কিন সাংবাদিক লি লকওড তাঁর এক বন্ধুর অনুরোধে কিউবায় চলমান গেরিলা যুদ্ধ সম্পর্কে জানতে কিউবা হাজির হন ১৯৫৯ সালের ৩১ ডিসেম্বর রাতে এবং ঘটনাক্রমে ক্ষুদ্রসংখক বিদেশির একজনে পরিণত হন যারা এক বিশাল ঘটনার প্রত্যক্ষদর্শী হতে পেরেছিলেন । তাঁর লেখায় সেই ঐতিহাসিক দিনের বর্ণনাঃ ‘নতুন বছরে যে আনন্দ উল্লাস শুরু হয় তা অব্যাহত থাকে আটদিন । আনন্দ উল্লাসের সাথে সেইদিন চারিদিকে ছিল গুলির শব্দ । ফিদেল ক্যাস্ট্রোর বিদ্রোহী বাহিনী আর তাদের সাথে হাভানার মানুষেরা, যাদের প্রায় প্রত্যেকের হাতেই বন্দুক বা রাইফেল ছিল, বিভিন্ন কোণায় তারা বাতিস্তা বাহিনীর সাথে শেষ যুদ্ধ করছিলেন । দীর্ঘ পথ পেরিয়ে সিয়েগো দে আভিলা শহরে পেলাম ফিদেল ক্যাস্ট্রোকে । সেখান থেকে আমরা তাঁর সিয়েরা মেইস্ত্রা থেকে হাভানা পর্যন্ত দীর্ঘ ধীর এবং উল্লাস উচ্ছ্বাস ভরা যাত্রার পেছনে যুক্ত হলাম । প্রতিটি স্থানে সারাদিন ধরে মানুষ অপেক্ষা করেছে ফিদেলকে একনজর দেখবার জন্য । প্রতিটি প্রাদেশিক রাজধানীতে ফিদেল বক্তৃতা দিয়েছেন চার, পাঁচ, ছয় ঘণ্টা । কয়েকদিন পর ফিদেল যখন হাভানায় বক্তব্য রাখলেন প্রেসিডেন্ট প্রাসাদের সামনে তখন সেখানে ৫ লক্ষ মানুষ । তারপর তিনি এক সময় নেমে এসে প্রবেশ করলেন জনসমুদ্রে । কোন প্রতিরক্ষা ব্যবস্থা নেই, যেন সমুদ্রের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন । চারিদিকে চিৎকার ‘ফি-দেল’ ‘ফি-দেল’ । সামনের সমুদ্র সরে যাচ্ছে, ফিদেল এগিয়ে যাচ্ছেন আবার পেছনে সমুদ্র ভরাট হয়ে যাচ্ছে । এ যেন লোহিত সাগর ভেদ করে মুসা নবীর সেই অলৌকিক যাত্রা’…!





উৎসঃ

চে গুয়েভারার ডায়েরি

বিপ্লবের স্বপ্নভুমি কিউবা

উইকিপিডিয়া



উৎসর্গঃ নিভৃতচারী সেইসকল মানুষ যারা বাস্তবতার কষাঘাতে প্রতিনিয়ত জর্জরিত হয়েও অবিচল আস্থায় বাঁচিয়ে রেখেছেন তাদের অমূল্য বিবেক সম্বল ।



মন্তব্য ৪৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১৭

সায়েদা সোহেলী বলেছেন: উৎসর্গঃ নিভৃতচারী সেইসকল মানুষ যারা বাস্তবতার কষাঘাতে প্রতিনিয়ত জর্জরিত হয়েও অবিচল আস্থায় বাঁচিয়ে রেখেছেন তাদের অমূল্য বিবেক সম্বল ।

কিছু কিছু মানুষের কাছে সম্বল বলতে যা এই বিবেক টাই থাকে !! +++++

কেমন আছে গ্রানমা ?? অনেক দিন বাদে !! :)

২২ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

কেমন আছি ?
বাস্তবতার কষাঘাতে প্রতিনিয়ত জর্জরিত...!!

আর বিবেক !!

বিদেশ বিভূঁইয়ে আপনি কেমন আছেন ?
অনেকদিন বাদে আপনাকে পেয়ে ভালো লাগলো ।

যেখানেই থাকুন, ভালো থাকুন ।

২| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ভালো লাগলো বর্ণনা।

২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অশেষ ধন্যবাদ জুলিয়ান দা, সবসময়
পাশে থেকে উৎসাহ দেয়ার জন্য ।

ভালো থাকুন সব সময় ।

৩| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: দুর্দান্ত পোষ্ট !

২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক কৃতজ্ঞতা জানবেন ভাই অভি ।

সুন্দর হোক পথচলা ।

৪| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫৬

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: প্রিয় চে কে নিয়ে চমৎকার একটা পোস্ট .....

পোস্টে প্লাস!!

২৩ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক কৃতজ্ঞতা জানবেন নাসিফ ভাই ।
পথচলা সুন্দর হোক আজীবন !

৫| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫৮

বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: চমৎকার!!

২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ বাঙ্গাল !

ভালো থাকুন সব সময় ।

৬| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ব্লগে ভাগ করে নেবার জন্য ধন্যবাদ ।

২৪ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে আমার ব্লগে পেয়ে খুব ভালো লাগলো !

অনেক ধন্যবাদ আর শুভকামনা আপনার জন্য !

৭| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩২

উপপাদ্য বলেছেন: চির বিপ্লবী চে'র দু্দান্ত অভিজান।

আচ্ছা এই যে বিপ্লব হলো, আজ এতো বছর পরেও প্রশ্ন থেকে যায় বিপ্লবের সুফল সাধারন জনগন কতটা পাচ্ছে? এধরনের বিপ্লব আসলেই কি সুফল বয়ে আনে জনগনের জন্য?

ধন্যবাদ গ্রানমা বিপ্লবী চে' কে নিয়ে পোস্ট দেয়ার জন্য।

২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ব্রাদার, আশা করি আপনি ভালো আছেন ।

এধরনের বিপ্লব আসলেই কি সুফল বয়ে আনে/আনতে পেরেছে
সেটা আপেক্ষিক এবং পর্যালোচনার বিষয় ! আমাদেরও রয়েছে
এসব নিয়ে নানাবিধ মতপার্থক্য !

তবে "বিপ্লবের স্বপ্নভুমি কিউবা" বইটিতে
ঢাকা এবং হাভানার তুলনামূলক যে চিত্রের বর্ণনা আছে
তাতে আমার মনে হয় হাভানাবাসীরা অনেক সুস্থ,সুন্দর
আর আনন্দে আছে !

যাহোক আপনি বইটা পড়ে দেখতে পারেন না পড়ে থাকলে ।

অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় ভ্রাতা !

৮| ২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:০০

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকেও অশেষ ধন্যবাদ মন্তব্যে ।

ভালো থাকুন, সুন্দর থাকুন ।

৯| ২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৮

ৎঁৎঁৎঁ বলেছেন: সামনের সমুদ্র সরে যাচ্ছে, ফিদেল এগিয়ে যাচ্ছেন আবার পেছনে সমুদ্র ভরাট হয়ে যাচ্ছে । এ যেন লোহিত সাগর ভেদ করে মুসার সেই যাত্রা’…!

চমৎকার পোস্ট!

২৬ শে আগস্ট, ২০১৪ রাত ৮:২৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক কৃতজ্ঞতা জানবেন !

আপনাকে ইদানিং ব্লগে কম পাওয়া যাচ্ছে ??

ভালো থাকুন সব সময় ।

১০| ২৩ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৫২

ইছামতির তী্রে বলেছেন: খুব ভাল লাগলো।

যদি কৃষক জনগণের সমর্থন থাকে এবং বিপ্লবী সামরিক নেতাদের কোন বড়ধরনের ভুল না হয় তাহলে কোন বিপ্লবী আন্দোলন বা গেরিলা আন্দোলনকেই পরাজিত করা সম্ভব নয়’ । বিপ্লব এমনই হয়। কিন্তু এইরকম স্বতস্ফূর্ত বিপ্লব এখন খুব একটা দেখা যায় না।

ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:১১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে এখানে পেয়ে ভালো লাগলো !

আসলেই এরকম স্বতস্ফূর্ত বিপ্লব এখন
খুব একটা দেখা যায় না।

ভালো থাকুন সব সময় !

১১| ২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৬

মামুন রশিদ বলেছেন: ভালো লাগলো ।

২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
মামুন ভাই কৃতজ্ঞতা জানাই
সব সময় পাশে থাকার জন্য !

ভালো থাকুন ।

১২| ২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৭

জুন বলেছেন: এ যেন লোহিত সাগর ভেদ করে মুসা নবীর সেই অলৌকিক যাত্রা’…!
ফিদেল আমার অত্যন্ত প্রিয় এক ব্যক্তিত্ব । নিজের বিবেক বিসর্জন দেয়নি কখনো কারো কাছে , করেনি মাথা নত শত প্রতিকুলতায় ।সালাম চে আর ফেদেল ক্যস্ট্রো কে
+

২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:২৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক কৃতজ্ঞতা জানবেন !

সালাম চে আর ফেদেল ক্যস্ট্রো কে !

ভালো থাকুন, সাথেই থাকুন ।

১৩| ২৩ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

হাসান মাহবুব বলেছেন: চমৎকার পোস্ট।

২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:১৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
হাসান ভাই, আশা করি ভালোই আছেন !

আজকে বাড়ি যাচ্ছি । ল্যাপি সাথে নিচ্ছি না ।

ততদিনে ভাল থাকুন । ধন্যবাদ ।

১৪| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সুন্দর লেখাটি পড়ে গেলাম :)

২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:০২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার সুলিখিত চমৎকার লেখার আমি ভক্ত !

ভ্রমণ/ জীবন সবকিছু সুন্দর হোক ! ধন্যবাদ ভাই ।

১৫| ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৬

রওনক বলেছেন: সেইফ হওয়া সত্তেও আমার পোস্ট প্রথম পাতায় আসে না, ৩ মাস ধরে কমপ্লেন ও ফিডবেক দিচ্ছিকাজ হচ্ছে না। তাই বাধ্য হয়ে কমেন্ট ফ্লাডিং করছি।
প্রসঙ্গ: ডায়াবেটিস, মিষ্টি/মিষ্টান্ন বনাম কোমল পানীয়।

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার প্রতি মডারেটরদের সদয় বিবেচনার জন্য
দৃষ্টি আকর্ষণ করছি । ভালো থাকুন ।

১৬| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২৩

আরজু পনি বলেছেন:

এমন চমৎকার পোস্টটি পড়ে মন্তব্য না করে শুধু নীরবে লাইক দিয়ে চলে গিয়েছিলাম...
কারণ তখন পর্যন্ত আগের পোস্টের জবাব পাইনি ।
আজকে নোটিফিকেশন দেখে এলাম :D

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
এতো রাগ কেন ?

আশা করি ভালো আছেন !

ধন্যবাদ ।

১৭| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:


চের কবিতাটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অসংখ্য ধন্যবাদ কাণ্ডারি ভাই ।
ভালোলাগা নিরন্তর !

১৮| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৫

জাহাঙ্গীর.আলম বলেছেন:
তথ্য, উপাত্ত, বর্ণনায় ভাল লাগল ৷

কবিতার অনুবাদের জন্য ধন্যবাদ ৷ ভাল থাকবেন ৷

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ জানবেন জাহাঙ্গীর ভাই ।

ভালো থাকুন সব সময় ।

১৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: চে তে অনুপ্রাণিত আমি । ভাল লাগলো আপনার পো্স্ট ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক কৃতজ্ঞতা সেলিম ভাই ।

ভালোই আছেন আশা করি ।

২০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৩

ইনসোমনিয়াক দাঁড়কাক বলেছেন: চমৎকার পোস্ট!!!

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে !

ভালো থাকুন সব সময় ।

২১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৫

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: ভালো লাগলো। বরাবরের মতোই চমৎকার লেখা। অনেক ধন্যবাদ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকেও অশেষ ধন্যবাদ ভাই !

ভালো থাকুন, সাথেই থাকুন ।

২২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৭

বটবৃক্ষ~ বলেছেন:
খুব দারুুুুন লাগলো।এক িনমিষে পড়ল।ম ২ টা পোস্ট!!

:)
অনেক কিছু জানলাম!! ধন্যবাদ গ্রানমা!! :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেকদিন পর ব্লগে আপনাকে পেয়ে ভালো লাগলো !
নিয়মিত পাবো আশা করি । অনেক ভালো থাকুন ।

২৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫০

একলা ফড়িং বলেছেন: চে গুয়েভারা! ফিদেল ক্যাস্ট্রো! এইসব বিপ্লবীদের নিয়ে ভাবতে গেলে শিহরিত হতে হয়! তখন কতো কঠিন কঠিন চিন্তা ভর করে মাথায়! ইচ্ছে করে আমিও বিপ্লবী হই!!


আর চল যাই আমাদের কপাল থেকে
সব অপমানের দাগ মুছে ফেলি আমাদের গভীর বিদ্রোহের ধার দিয়ে
আমরা অবশ্যই করব জয়, নয়তো নেব মৃত্যু!

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনিও বিপ্লবী হতে পারেন,
শহীদ প্রীতিলতার মতো !

আপনার ব্লগে ফেরা সুন্দর হোক !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.