নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উৎকর্ষ সাধনে সচেষ্ট..!

স্বপ্নচারী গ্রানমা

মানুষ বাঁচে, আশা এবং আশংকায়..!

স্বপ্নচারী গ্রানমা › বিস্তারিত পোস্টঃ

"অন্তর্বাসীয় সম্পর্কের সমীকরণ কিংবা কোরাস গাওয়ার স্মৃতি"...!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৬



অ্যালার্মের বিরক্তিকর শব্দ বন্ধ করে_ঘুম জড়ানো চোখেই অতঃপর প্রাতরাশ সেরে পাঁচ মিনিটের হাঁটা পথ । ভার্সিটির নতুন জীবন,বন্ধু-বান্ধব,আর ঢাকা শহরের এই আদি অভিজাত এলাকাটা ভালোই লাগছে । যদিও তখন পর্যন্ত কেউই সেই অর্থে বন্ধু হয়ে ওঠেনি উপরন্তু ক্লাসের সব ছেলেগুলোকে মনে হচ্ছিল যেন অতি উৎসাহী রোমিও আর মেয়েগুলোকে ততোধিক রক্ষণশীল !

মেয়েদের সাথে সকালের প্রথম দেখায় হাই-হ্যালো এবং ক্লাস শেষে বিদায় বলা ছাড়া আর তেমন কোন আলাপ হতো না । এ যেন সকালে পোশাক পরার সময় একবার আন্ডারওয়্যার পরিধান করা এবং বিকেলে বাসায় এসে তা খুলে ফেলার সময়ে আরেকবার গোচরীভূত হওয়া । সদ্য পরিচিত হওয়া ক্লাসের এই মেয়েদের সাথে এই বিশেষ ধরনের সম্পর্কের সে নাম দিয়েছে তাই ‘অন্তর্বাসীয় সম্পর্ক’ !

সময় গড়িয়ে যায় দ্রুতলয়ে । নতুন ক্লাসমেটরা একসময় বন্ধু হয়ে ওঠে আর ‘অন্তর্বাসীয় সম্পর্কও’ ধীরে ধীরে রূপ নেয় অন্তরঙ্গ সম্পর্কে । এক সময় ফেলে আসা চার বছরের হাজারো ঘটনার তারকারা জ্বল জ্বল করে জ্বলতে থাকে স্মৃতির আকাশে ।
ভার্সিটির প্রথম দিকের ওরিয়েন্টেশনের সেই রজনীগন্ধার সুবাস আজও যেন ভেঁসে আসে নীরব কোন বিকেলের স্মৃতি বিভ্রমে !
মনে পরে যায় মঞ্চ নাটকে চুল দাঁড়ি পাকা সেই বোকা বুড়োর গল্প কিংবা হস্তলিখিত দেয়ালিকার বর্ণিল ক্যানভাসে স্বপ্ন বোনা কবিতার উঠোন, চিঠির সোঁদা গন্ধ ! আর কখনও মনে পরে যায় আবেগ মন্দ্রিত ছন্দে সেই কোরাস গাওয়ার স্মৃতি !



মনে কি দ্বিধা রেখে গেলে চলে¬_ সে দিন ভরা সাঁঝে,
যেতে যেতে দুয়ার হতে_ কী ভেবে ফিরালে মুখখানি-
কী কথা ছিল যে মনে
।।
........................................................................
........................................................................
বারেক তোমায় শুধাবারে চাই বিদায়কালে কী বল নাই,
সে কি রয়ে গেল গো_ সিক্ত যুঁথীর গন্ধবেদনে
..............।।

উৎসর্গঃ সেই যে আমার নানা রঙের দিনগুলি !

মন্তব্য ৪০ টি রেটিং +২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:২৮

লেখোয়াড় বলেছেন:
ha ha ha ha ...................
++++++++++++++++++++

নন্দিতার অন্তর্বাসে রক্তদাগ

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
এত রক্ত আমরা রাখি কোথায় !!

ধন্যবাদ প্রিয় লেখোয়াড় ।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৩০

লেখোয়াড় বলেছেন:
‘অন্তর্বাসীয় সম্পর্ক’

Darun.................... tai na!!!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
"অন্ধকার" নিয়ে একটা মন্তব্য করতে বলেছিলাম,
করেননি । আপনাকে বুঝতে আর পারলাম না !

ভালো থাকা হোক সব সময় ! ধন্যবাদ ।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৪৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
'অন্তর্বাসীয় সম্পর্ক'

দারুন নামকরণ করলেন ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ দুর্জয় ভাই !

ঈদের আগাম শুভেচ্ছা ।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৯

মামুন রশিদ বলেছেন: ‘অন্তর্বাসীয় সম্পর্ক’ থেকে 'অন্তরঙ্গ বন্ধুত্ব' ! দারুণ নস্টালজিয়া!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কৃতজ্ঞতা জানবেন মামুন ভাই !

দিনগুলো সব ঝড়ে যায়,
সময়ের পাতায়-পাতায় ।

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৮

আমিনুর রহমান বলেছেন:





কি দিন ছিলো !

০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কি দিন যে ছিল !
উতল হাওয়ায় বাদল ধারা
তবু উষ্ণতা এনে দিল !


ভালো থাকুন আমিনুর ভাই ।

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৪

ইছামতির তী্রে বলেছেন: খুব সুন্দর লিখেছেন।

সেই যে আমার নানা রঙের দিনগুলি !

সত্যি কত মধুর ছিল সেইসব দিনগুলো!

০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ৭:৩৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
পাবনা যাচ্ছি,
আনন্দে ভাসছি !

আপনার দিনগুলো মধুর হোক ।

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৪

লেখোয়াড় বলেছেন:
অত অস্থির হেল চলবে কেন!!

অামাকে পাবেন অসীমের সীমানায়।

তাই ধৈর্য ধরতে হবে যে!!

১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:০৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
তবে তাই হোক বাতিঘর,
আপন হোক যারা ছিল পর !

অনেক ধন্যবাদ আপনাকে ।

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১১

মাহমুদ০০৭ বলেছেন: নামকরণে টাস্কিত B-)

তবে সত্যি । যা বললেন ।
ভাল থাকবেন ।
শুভকামনা রইল ।

১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক কৃতজ্ঞতা মাহমুদ ভাই ।

ঈদ ভালো কেটেছে আশা করি ।

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

ইয়াশফিশামসইকবাল বলেছেন: লেখোয়াড় ভাই, আপনার কোবিতাটা পড়লাম, াসাধারন!!!!!

১২ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমি লেখোয়াড় নই,
আমি "গ্রানমা"

কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো !

ধন্যবাদ আপনাকে ।

১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩২

ডি মুন বলেছেন: মাহমুদ০০৭ বলেছেন: নামকরণে টাস্কিত B-)

নামকরণে মাইনাস - - - - -

নস্টালজিয়ায় প্লাস + + +

:-B :-B

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
নামকরণে মাইনাস - - - - - !!

খারাপ কিছু তো লিখি নাই !! :-B :-B

অনেক ধন্যবাদ ডি মুন ।

১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৩

কলমের কালি শেষ বলেছেন: ডি মুন বলেছেন: মাহমুদ০০৭ বলেছেন: নামকরণে টাস্কিত B-)

নামকরণে মাইনাস - - - - -

নস্টালজিয়ায় প্লাস + + +

:-B :-B

১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

নামকরণে মাইনাস - - - - -

নস্টালজিয়ায় প্লাস + + +

:-B :-B

ধন্যবাদ আপনাকে !

১২| ০১ লা অক্টোবর, ২০১৪ রাত ১১:১৮

অন্ধবিন্দু বলেছেন:
সময়ের বহির্বাসে লয়টা ধরা যায় না। দুরন্ত প্রাণ আটকে পড়ে চিমনি-চুড়োয়। পরিচিত ছায়াদের সাথে উঠোনের আড্ডা বেশ জমে উঠেছিলো ...

ভালো থাকুন, স্বপ্নচারী গ্রানমা
দিনগুলি আজও বর্ণিল থাকুক।

১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার মন্তব্য বরাবরই
ভালোলাগা আর উৎসাহ যোগায় !

অনেক ধন্যবাদ বিন্দু !

১৩| ০৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫২

আরজু পনি বলেছেন:

ঈদের শুভেচ্ছা রইল, স্বপ্নচারী।।

লেখা নিয়ে পরে বলবো ইনশাহআল্লাহ।।

১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:২৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ আপু,
ভালো থাকুন সব সময় ।

১৪| ১৩ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৩

হাসান মাহবুব বলেছেন: দারুণ নাম দিছেন।

১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:২১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ হাসান ভাই ।
আগমনী শীতের শুভেচ্ছা ।

১৫| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৬

ভরকেন্দ্র বলেছেন: কবার আসে, তাকে ভালোবেসে যদি
অমার্জনীয় অপরাধ হয় হোক,
ইতিহাস দেবে অমরতা নিরবধি
আয় মেয়ে গড়ি চারু আনন্দলোক।

২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ ভরকেন্দ্র ।

আপনার উদ্রিত অংশটুকু চমৎকার !
ভালো থাকুন সব সময় ।

১৬| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
লেখাটা পড়তে পড়তে নীচের অংশে এসে বিষাদে বুক ভারী হয়ে আসেঃ

বারেক তোমায় শুধাবারে চাই
বিদায়কালে কী বল নাই,
সে কি রয়ে গেল গো
সিক্ত যুঁথীর গন্ধবেদনে।।


গানটা গুন গুন করে গাইতে ইচ্ছে হচ্ছে।

সমপর্কটার নামকরণ যেহেতু সবারই ভালো লেগেছে, সুতরাং ওটা ভালোই, যদিও আমার ভালো লাগে নি, যেমন ভালো লাগে নি লেখোয়াড়ের কবিতার শিরোনামও। আমার আসলে ঘৃণা লেগেছে :( কিন্তু মেজরিটি মানুষের ভালো লাগাই অধিক গ্রহণযোগ্য।

তবে লেখাটা সরস। ভালো লেগেছে।

শুভেচ্ছা।

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অন্তর্বাস,
অন্তর্বাসীও সম্পর্ক

এই শব্দগুলো আমাদের মনে কিছু গোপনীয়তার মোড়ক/ পোশাকের ছবি অথবা সম্পর্কের কথা প্রকাশ করে যা
অতি প্রচলিত ধারণায় দৃষ্টিকটু মনে হতে পারে বৈকি !

আর অন্তর্বাসে যখন রক্তের দাগ লাগার ছবিটা মনের পর্দায় ভেসে ওঠে তখন ঘৃণা লাগার বিষয়টিও ওইরকম স্বাভাবিক !

তবে আমরা যদি প্রচলিত ধারণা থেকে বেশ খানিকটা উঁচু স্তরে গিয়ে এসব নিয়ে ভাবি তবে এগুলো আমাদের মনে ভালো না লাগার অথবা ঘৃণার উদ্রেক করবে না মনে হয় !

সেই স্তরে গামছা, গেঞ্জি অথবা অন্তর্বাসের কোনও পার্থক্য নেই । ফুলের বাগান, ফলের দোকান অথবা ডাস্টবিনের কোনও পার্থক্য নেই । সেই স্তরে যেতে না পারলে তেতুল
দেখে জিবে জল আসাটাও তো খুবই স্বাভাবিক নয় কি !

আমি আসলে সরস লেখার লেখক নই প্রিয় সোনাবীজ।
অনেক ধন্যবাদ আপনাকে আন্তরিক মতামতের জন্য ।


১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অন্তর্বাসীয় সম্পর্ক ! কি নাম ! কি ক্রিয়েটিভিটি!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ তনিমা!
সম্পর্কগুলো সুন্দর থাকুক সর্বদা।

১৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৩

দ্যা লায়ন বলেছেন: দুনিয়াতে লেখার এত টপিক থাকতে আমাদের সন্মানিত লেখকরা অন্তর্বাস নিয়ে সাহিত্য চর্চা করতে হবে কেন?
প্রিয় লেখক লেখোয়াড়কেও দেখলাম এমনি একটা কি জানি লেখা আমি কতবার পড়লাম কিছুই বুঝিনি :(

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
:( :(

বুঝতে না পারায় জন্য দুঃখিত প্রিয় লায়ন।
বোধগম্য সাহিত্য অবশ্যই রচিত হইবেক।

ভালো থাকুন।

১৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৭

এনামুল রেজা বলেছেন: সময় গড়িয়ে যায় দ্রুতলয়ে । নতুন ক্লাসমেটরা একসময় বন্ধু হয়ে ওঠে আর ‘অন্তর্বাসীয় সম্পর্কও’ ধীরে ধীরে রূপ নেয় অন্তরঙ্গ সম্পর্কে । এক সময় ফেলে আসা চার বছরের হাজারো ঘটনার তারকারা জ্বল জ্বল করে জ্বলতে থাকে স্মৃতির আকাশে ।[/su

হা নষ্টালজিয়া! হা নষ্টালজিয়া! :(

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে আমার ব্লগে নতুন দেখলাম।
স্বাগত আর ধন্যবাদ জানবেন ভ্রাতা।

২০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০২

শায়মা বলেছেন: স্বপন দেখি যেন তারা কার আশে
ফেরে আমার ভাঙ্গা খাঁচার চারপাশে
সেই যে আমার নান রঙ্গের দিন গুলি ...

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ আপু।

দিন যে গেছে চলে,
পুতুল খেলার ছলে!

ভালো থাকুন সদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.