নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উৎকর্ষ সাধনে সচেষ্ট..!

স্বপ্নচারী গ্রানমা

মানুষ বাঁচে, আশা এবং আশংকায়..!

স্বপ্নচারী গ্রানমা › বিস্তারিত পোস্টঃ

জনৈকা ব্লগারের বিড়াল প্রীতি এবং একটি বিষাদময় ঘটনা..!

২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৭



একরাশ শ্রাবণের মেঘ মগজে নিয়ে শহরের ব্যস্ততম রাস্তা পার হচ্ছিলাম । জীবন ও বাস্তবতার কর্কশ খতিয়ানের পৃষ্ঠা উড়ছিল আনমনে । এমন সময় রাস্তার মাঝখানের আইল্যান্ডে এসে দাঁড়াতেই একটা চিকন মায়াবী শব্দ কানে ভেসে এলো । ভালোভাবে উৎসুক দৃষ্টি মেলাতেই তার দেখা পাওয়া গেল । হ্যাঁ_ভয়ার্ত আর করুণাকামী দৃষ্টি নিয়ে আইল্যান্ডের একেবারে কাছ ঘেঁসে বসে রয়েছে সাদা রঙের ছোট একটা বিড়াল ! দেখতে অনেকটা “টিংকু” নামের ব্লগ বিড়ালের মতো । না বুঝে ব্যস্ত রাস্তার মাঝখানে এসে ঘোর বিপদে পরে গেছে বুঝলাম ।

পশুপাখি আর প্রকৃতির প্রতি ভালোবাসা আমার আবাল্য । বুকটা কেঁপে উঠল । সাহায্যের জন্য নিজেকে প্রস্তত করে অপেক্ষা করতে লাগলাম । বুকটা ছটফট করছিল । গাড়ির ভিড় কিছুটা কমে আসলে, ওকে নিরাপদে পৌঁছে দেওয়ার অভিপ্রায়ে পা বাড়িয়েছি । আর বিপদটা ঠিক তখনই ঘটল । আমি তার কাছে যেতেই বেরসিকের মতো সে উল্টোদিকে যেই না দৌড় দিয়েছে, একটা সিএনজির সাথে জোরে ধাক্কা খেয়ে ছিটকে পড়ল !

ঘটনার আকস্মিকতায় বিহ্বল হয়ে পরলাম । একরাশ বিষাদ ঘিরে ধরল সে বিহ্বল অস্তিত্বকে !


মন্তব্য ৭২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০২

অপূর্ণ রায়হান বলেছেন: আহারে !

২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ঘটনা কিন্তু সত্য ভায়া !

ধন্যবাদ আপনাকে ।

২| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: :( :(

২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
:( :(

ভালো থাকুন ভ্রাতা !

৩| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১০

খেলাঘর বলেছেন:

@অপূর্ণ রায়হান ,

চলুন, বর্ডারে নদী কেটে নিজেদের আলাদা করে ফেলি!

২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ধন্যবাদ আপনাকে ।

৪| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৮

পরিবেশ বন্ধু বলেছেন: :( :(

২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
পাশে থাকায় অনেক কৃতজ্ঞতা জানবেন ।

ভালো থাকুন সব সময় ।

৫| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০১

ডি মুন বলেছেন: :( :(

২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কেমন আছেন মুন ?
ধন্যবাদ পাশে থাকায় ।

৬| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
:( :( :(

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে অনেকদিন পর দেখা গেল ।
ভালো আছেন আশা করি ।
অনেক ধন্যবাদ ভ্রাতা ।

৭| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৯

সজীব বলেছেন: :( :( :( :(

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
: :( :( :( :(

ভালো থাকুন !

৮| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মর্মান্তিক।

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অশেষ কৃতজ্ঞতা সোনাবীজ !

ভালো থাকুন সব সময় ।

৯| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৯

আমি তুমি আমরা বলেছেন: দুক্ষজনক :(

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
দুঃখজনক বটে !

ধন্যবাদ মন্তব্যে ।

১০| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দুঃখজনক।

২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
দুঃখের পাশাপাশিই আমাদের নিত্য বসবাস !

আশা করি ভালো আছেন দুর্জয় ভাই ।

১১| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ২:২৬

প্রবাসী পাঠক বলেছেন: মর্মান্তিক।


সব শেষ আপডেট কি? বিড়াল টাকি বেঁচে ছিল।

২৬ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমি তাকে ধরে নিয়ে নিরাপদ স্থানে রেখে এসেছি !
ওর পেছনের পা দুটিতে মারাত্মক আঘাত পেয়েছে ।

ও হয়ত বেঁচে যাবে কিন্তু সুস্থ হতে সময় লাগবে ।

অনেক ধন্যবাদ প্রবাসী পাঠক !

১২| ২৩ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:২১

মন ময়ূরী বলেছেন: দুঃখজনক :(

২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ২:০৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে আমার এখানে নতুন দেখলাম,
ধন্যবাদ অনুভুতি জানানোয় !
ভালো থাকুন ।

১৩| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:৫০

মামুন রশিদ বলেছেন: ভেরি স্যাড ।

২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
রিয়েলি স্যাড !

আশা করি ভালোই আছেন মামুন ভাই ।
ধন্যবাদ ।

১৪| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪২

তুষার কাব্য বলেছেন: দুঃখজনক !

২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
তুষার কাব্য ! সুন্দর নিক !

ধন্যবাদ অনুভূতি জানানোয় !

১৫| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৩

আমিনুর রহমান বলেছেন:



:( :( :(

২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
:( :( :(

আশা করি ভালো আছেন সবাই মিলে !

ধন্যবাদ ।

১৬| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



আন্তরিক সহানুভূতি.... :(
এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি অনেক বার।
কোন মরণ কাম্য নয় কোনভাবেই....

২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
বিড়ালটি মরেনি তবে গুরুতর আহত হয়েছিলো !
আন্তরিক সহানুভূতি জানানোয় অনেক কৃতজ্ঞতা ।
ভালো থাকুন সব সময় ।

১৭| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩০

কলমের কালি শেষ বলেছেন: :( :( :(দুঃখ পেলাম ।

২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমিও অনেক দুঃখ পেয়েছি !
ধন্যবাদ মতামত জানানোয় ।

১৮| ২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৬

সজীব বলেছেন: :( :( :( :(

২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে নতুন দেখলাম আমার এখানে !

ধন্যবাদ, ভালো থাকুন ।

১৯| ২৩ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

হাসান মাহবুব বলেছেন: আফসোস। আমি এ পর্যন্ত যটগুলা বিড়াল পুষতে নিসিলাম সবডি ভাগসে X( X(

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কেন আপনি কি তাদের বাঁধতে পারেননি মায়াডোরে ??

ভালো থাকুন সব সময় । ধন্যবাদ ভ্রাতা !

২০| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:১০

অপূর্ণ রায়হান বলেছেন: ভ্রাতা , কষ্ট পেয়েছি দেখেইতো 'আহারে' বলেছি । ইমো দিতে চাই নি !

@খেলাঘর , মহান রাজনৈতিক ব্লগার , মানসিকভাবে সুস্থ আছেন ? বিভিন্ন পোস্টে আপনার মন্তব্যগুলো দেখলে তো তা মনে হয় না !

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১:২১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ রইল রায়হান !

ভালো থাকুন সব সময় ।

২১| ২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আসলেই কষ্টের!

নিন আপনার কষ্ট দূর করতে আমার বাসার ৩ বিড়ালের ছিব দিলুম!
বড় মেজ সেজ...মিনু, টিনু, মিকি
সবচে মজা কি জানেন ৩ স্থানের ৩টি কোনদিন ঝগড়া করে না। খাবার ৩ বাটিতে দিলে মিলেমিশে খায়...



@হামা ভাই.. চাইলে মেজটা টিনুকে নিতে পারেন :) পালাবে না আশা করি- যদি ভালবাসা ঠিকমত দেন ;)

২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আহা দারুণ তো আপনার বিড়ালগুলো !
একটাকে নিতে ইচ্ছে করছে !

অনেক ধন্যবাদ পাশে থাকায় !

২২| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩১

সকাল রয় বলেছেন:
আমার ্ও বিড়াল আছে। ভালো লাগে এইসব। ভালো লাগলো বিড়াল কথন

২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনিও ভালোলাগা জানবেন কবি !
ভালো থাকুন ।

২৩| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৩

সকাল রয় বলেছেন:
বিড়াল নিয়ে কবিতা

৩০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
চমৎকার কবিতা !

আপনার বহুরুপিতা ! ++

ধন্যবাদ ।

২৪| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৮

বটবৃক্ষ~ বলেছেন:



:(


টিংকু !

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
টিংকু + মিংকু

ধন্যবাদ মন্তব্যে !

২৫| ২৬ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:১৮

চৈতী আহমেদ বলেছেন: দুঃখজনক-

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার কন্যা "মনস্বিতা মেধা" ?

অনেক ভালো লাগলো আপনাকে এখানে পেয়ে !
ভালো থাকুন সব সময়, আপনার মতো করে ।

২৬| ২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৭

অদৃশ্য বলেছেন:





ইশ্‌...


শুভকামনা...

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে অনেকদিন পর দেখে অনেক ভালো লাগলো !

ভালো আছেন নিশ্চয়ই, শুভকামনা জানবেন ।

২৭| ২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১১

*কুনোব্যাঙ* বলেছেন: প্যাথেটিক অভিজ্ঞতা :(

০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে দেখে ভালো লাগলো !

ধন্যবাদ, পাশেই থাকবেন আশা করি !

২৮| ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩১

টুম্পা মনি বলেছেন: পড়ে খুব খারাপ লাগল। আমার প্রথম বিড়ালটার নাম ছিল বিল্লু। ও মারা যাবার পর খুব কষ্ট পেয়েছিলাম। অনেক দিন কেঁদেছি ওর জন্য।

০৩ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
হুম,

মানুষ প্রতারণা করলেও
ওরা সচরাচর করে না !

অনেক ভালো থাকুন টুম্পা মনি !

২৯| ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ২:০৫

একলা ফড়িং বলেছেন: :( :( :(


একসময় রেগুলার বিড়াল পুষতাম, পাঁচ-ছয়টা পুষেছি। কিন্তু শেষমেশ শুধু কষ্টই পেতে হয়। এতো এতো মায়া রেখে মরে যায়, হারিয়ে যায়। তারপর শুধু এই কষ্ট পাওয়ার ভয়ে বাদ দিয়ে দিলাম।

এখন রাস্তাঘাটে যত বিল্লি দেখি, ইচ্ছে করে সব তুলে বাসায় নিয়ে আসি :( :(

০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার মন্তব্য/ অনুভূতি জেনে ভালো লাগলো !
ভালোই থাকুন সব সময় প্রিয় ফড়িং !

৩০| ২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:০৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আহা! খুব খারাপ লাগলো। বিড়াল আমারও খুব প্রিয়।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে এখানে পেয়ে ভালো লাগলো !

ভালো থাকুন আপনি এবং থাকুক ওরা !

৩১| ৩০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৩

লেখোয়াড় বলেছেন:
একরাশ শ্রাবণের মেঘ না বলে শ্রাবণের একরাশ মেঘ বললে ভাল হতো।

জীবন নেওয়ার চেয়ে জীবন দেয়া খুবই কঠিন........ সেটা আর একবার বুঝলেন তাহলে!!

আমাদের জীবনটা এরকমই। সময় মতো কেউ কাউকে সাহায্য করতে পারি না।

ভাল আছেন তো?

০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমাদের জীবনটা এরকমই। সময় মতো
কেউ কাউকে সাহায্য করতে পারি না।

জীবন যদি এমন তবে সে জীবনের সার্থকতা কোথায় !!
আপনার চশমার মতো দূরদৃষ্টি সবার হয় না বলেই...!

ভালো থাকুন শরতের শিউলির মতো সিক্ত/শুভ্র হয়ে ।

৩২| ৩০ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৪

ভরকেন্দ্র বলেছেন: ভালো লাগলো......

০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ভালোলাগা জানবেন,

আর ভালো থাকুন ।

৩৩| ০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৬

ডি মুন বলেছেন: এইত ভালো আছি।
আপনি ভালো আছেন তো?

(বিলম্বিত উত্তরের জন্য ক্ষমাপ্রার্থী)

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
সামান্য বিষয়ে আপনার ক্ষমা প্রার্থনা দেখে
খুব- খুব ভাবনায় পরে যাচ্ছি,
ওরা তো আমাকে ক্ষমা করেনি !!

ধন্যবাদ মুন !

৩৪| ০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৩

মাহমুদ০০৭ বলেছেন: :(

২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
মাহমুদ ভাই ।

ভালো থাকবেন !

৩৫| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৬

রহস্যময়ী কন্যা বলেছেন: :(

০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আশা করি ভালোই আছেন রহস্যময়ী কন্যা !
ভালো থাকুন, পাশেই থাকুন ।

৩৬| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১:২৯

জেরিফ বলেছেন: :( :( :(

০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ধন্যবাদ জেরিফ, ভালো থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.