নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উৎকর্ষ সাধনে সচেষ্ট..!

স্বপ্নচারী গ্রানমা

মানুষ বাঁচে, আশা এবং আশংকায়..!

স্বপ্নচারী গ্রানমা › বিস্তারিত পোস্টঃ

বিবিক্ত প্রণয় সমীকরণ...!

২২ শে মার্চ, ২০১৫ রাত ৯:২৩





কামনার মাতাল তুলীতে আঁকা নয়

বিরহ বাঁশিতে নয় সুর তোলা

ওষ্ঠের কম্পনে অনুপল,

নয় স্তননোল্লাসে ক্ষণ ভোলা।



৩৪/২৬/৩৬ ইঞ্চিতে মাপা নয়

অনুভূতির থার্মোমিটারে

নয় মাপা তোমার

যমুনা কিংবা কীর্তনখোলা।



ভেল্কিবাজিতে ভোলা নয়

সপ্ত আসমানে তোলা নয়

নয় আবেগের প্রতারণায়,

গোপন আসন পাতা।



আমি শুধু অসীম আকাশের

নীলে ডোবা সাগরের মতো,

গভীর রজনীর নীরবতা আর

সৌন্দর্য সঙ্কুল মনে মাপিবো

তোমার স্বপ্নের গভীরতা!








উৎসর্গঃ সুন্দর অনুভূতির অনুসারী যারা!

ছবিঃ অন্তর্জাল থেকে নেয়া। (২২/০৩/১৫)

মন্তব্য ৫০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪৪

পরিবেশ বন্ধু বলেছেন: আমি শুধু অসীম আকাশের
নীলে ডোবা সাগরের মতো,
গভীর রজনীর নীরবতা আর
সৌন্দর্য সঙ্কুল মনে মাপিবো
তোমার স্বপ্নের গভীরতা!

কবিতার চরনগুলি সুন্দর । কবিতায় ভাললাগা ।

২২ শে মার্চ, ২০১৫ রাত ১১:০৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কৃতজ্ঞতা,
আপনাকে পেয়ে ভালো লাগলো।
ভালো থাকুন পরিবেশ বন্ধু।

২| ২২ শে মার্চ, ২০১৫ রাত ৯:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: বেশ লিখেছেন।

২৩ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধইন্যা সেলিম ভাই। ভালো থাকুন।

৩| ২২ শে মার্চ, ২০১৫ রাত ১০:০১

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নচারী গ্রানমা ,





সমুদ্রের মতোই স্বপ্নীল গভীরতা কবিতায় । অনুভূতির নীলে মাখানো ।

২৩ শে মার্চ, ২০১৫ রাত ৯:৫৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আকাশের নীল-গভীরতা আপনার প্রপিকেও!
একরাশ ভালোলাগা জানবেন, ধন্যবাদ।

৪| ২২ শে মার্চ, ২০১৫ রাত ১০:০৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: বেশ লিখছেন ভাই ।


অনুভূতির কোন অক্ষাংশ নেই , নেই কোন রেখা

এটা অদ্ভুত অনুভূতির জায়গা

শুভেচ্ছা

২৩ শে মার্চ, ২০১৫ রাত ১০:২২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
হা, অনুভূতির কোন অক্ষাংশ নেই , নেই কোন রেখা
তবে তার রয়েছে স্পর্শকাতরতা আর গভীরতা।

অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকুন।

৫| ২২ শে মার্চ, ২০১৫ রাত ১০:৩৩

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় সুন্দর অনুভূতি পেলাম ।

২৩ শে মার্চ, ২০১৫ রাত ১০:৩৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক কৃতজ্ঞতা কালি, ভালো থাকুন।

৬| ২২ শে মার্চ, ২০১৫ রাত ১১:২৫

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: ভাল লাগল।

২৩ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কবিতা পঠনে অনেক কৃতজ্ঞতা, ভালো থাকুন।

৭| ২২ শে মার্চ, ২০১৫ রাত ১১:৩০

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: ভাল লাগল।

২৩ শে মার্চ, ২০১৫ রাত ১১:১৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা। ভালো থাকুন।

৮| ২২ শে মার্চ, ২০১৫ রাত ১১:৩১

তুষার কাব্য বলেছেন: দারুন অনুভূতির কবিতায় একরাশ ভাললাগা কবি।

শুভেচ্ছা।

২৩ শে মার্চ, ২০১৫ রাত ১১:৩১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক শুভেচ্ছা আর ভালোলাগা আপনার জন্যও।

৯| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ১২:০২

যুগল শব্দ বলেছেন:
আমি শুধু অসীম আকাশের
নীলে ডোবা সাগরের মতো


দারুণ লাগলো কবিতা
বিশেষ করে উপমাগুলো। ++++

২৪ শে মার্চ, ২০১৫ দুপুর ২:০৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপ্লুত হলাম আপনার সুন্দর মন্তব্যে। ভালো থাকুন।

১০| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ১২:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রতি চরণে ভালো লাগা।

২৪ শে মার্চ, ২০১৫ রাত ৮:৪৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
রাশি রাশি ভালোলাগা আপনার জন্যও।
ভালো থাকুন সব সময় রাজপুত্র।

১১| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ১২:১৪

ডি মুন বলেছেন:
নয় স্তননোল্লাসে ক্ষণ ভোলা।

----- শব্দটা স্তনোল্লাসে লিখলেই বোধকরি উচ্চারণবান্ধব ও যথার্থ হয়। ভেবে দেখতে পারেন।

বেশ ভালো লেগেছে কবিতা। তবে আপনি আরো ভালো লেখেন। শেষ প্যারাটাই সবচেয়ে সুন্দর।

শুভেচ্ছা কবির প্রতি।
:)

২৫ শে মার্চ, ২০১৫ সকাল ১০:০৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
প্রিয় মুন,
প্রিয় বাংলার সাহিত্যাকাশের উদীয়মান নক্ষত্র,

বিষয়ঃ "স্তননোল্লাস"

আপনার সদয় অবগতি এবং মন্তব্যের উত্তর জ্ঞাপনার্থে জানাইতেছি যে,
উল্লেখিত শব্দটিঃ স্তনন + উল্লাস এর আলিঙ্গনে তৈরি হয়েছে যাহা আমার কবিতার ভাবের প্রয়োজনে যথার্থ বলেই মনে হয়েছে।

আশা করি আমার ভাবনার সমীরণ আপনার স্নিগ্ধ বাতায়নে সামান্য হলেও দোলা দিয়ে যাবে, যাহা আমার আকুল-আরাধ্য!

ভালো থাকুন, নিরাপদদে থাকুন।
ধন্যবাদ।

১২| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ১২:১৬

জেন রসি বলেছেন: ভালো লেগেছে কবিতা :)

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:২১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার কমেন্টেও অনেক ভালোলাগা, ধন্যবাদ।

১৩| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ১২:৫২

আরজু পনি বলেছেন:

আমিতো সুন্দর করে মন্তব্য করতে পারিনা...তাই ভাবছি কী লিখবো...
.
.
.
আপনার জন্যে শুভকামনা রইল।

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:৫২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
দুঃখিত এত পরে উত্তর দেয়ায়,
আপনার অতীত কিছু মন্তব্যে আমি এখনও
অনুপ্রাণিত আর কৃতজ্ঞ আছি জানবেন, ধন্যবাদ।

১৪| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ১:১০

বিদ্রোহী বাঙালি বলেছেন: নামকরণেই এই প্রেমের মাহাত্ম্য আলাদা করা আছে। কিন্তু এমন প্রেম ইদানীং ক'জনের মধ্যে জাগ্রত হয় গ্রানমা? উত্তরটা এখানে মুখ্য নয়, আফসোসটাই মুখ্য। সবার প্রেমে আপনার কবিতার কথাগুলোই প্রতিফলিত হোক এটাই কাম্য। ভালো লিখেছেন। শুভ কামনা নিরন্তর।

০৩ রা এপ্রিল, ২০১৫ রাত ১২:২৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
দুঃখিত এত পরে উত্তর দেয়ায়,

আশা করি ভালোই আছেন এই আসন্ন বাদল দিনে!
সুন্দর জীবন হোক আপনার। ধন্যবাদ জানবেন।

১৫| ২৩ শে মার্চ, ২০১৫ সকাল ৮:০৪

জাফরুল মবীন বলেছেন: আমি শুধু অসীম আকাশের
নীলে ডোবা সাগরের মতো,
গভীর রজনীর নীরবতা আর
সৌন্দর্য সঙ্কুল মনে মাপিবো
তোমার স্বপ্নের গভীরতা!
-অসাধারণ লাগল কথাগুলো।

শুভকামনা জানবেন স্বপ্নচারী গ্রানমা।

ভালো থাকুন। :)

১২ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনি অভিমান করে ব্লগ ছেড়ে চলে গেলেন নাকি?

History will absolve me

"ইতিহাস আমাকে মূল্যায়ন করবে" বিপ্লবী প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রোর এই বিখ্যাত উক্তিটা আমার ভীষণ ভালোলাগার।

আপনার জনগুরুত্বপূর্ণ উপকারী পোস্টগুলোর মূল্যায়ন সবাই করে, অনেক ভালো থাকুন, ধন্যবাদ আপনাকে।

১৬| ২৩ শে মার্চ, ২০১৫ সকাল ১০:০৩

জাহাঙ্গীর.আলম বলেছেন:


সৌন্দর্য সঙ্কুল মনে মাপিবো
তোমার স্বপ্নের গভীরতা! - চমৎকার লিখেছেন ৷

উৎসর্গে প্রাণবন্ত ভাললাগা ৷

১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:০৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অসংখ্য ধন্যবাদ আপনাকে ভ্রাতা।
ভালো থাকুন সব সময়।

১৭| ২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:১৬

নেক্সাস বলেছেন: অনেক অনুভুতি প্রবণ কবিতা। আমার অনেক ভালো লেগেছে। ডিমুনের কমেন্ট স্তনোল্লাসে দিলে ভাল হবে

১৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অসংখ্য ধন্যবাদ আপনাকে ভ্রাতা।
ভালো থাকুন সব সময়।

কেমন আছেন ?

১৮| ২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৫৭

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

১৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কৃতজ্ঞতা জানবেন হাসান ভাই।

ভালো থাকুন সব সময়।

১৯| ২৩ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

আমি ময়ূরাক্ষী বলেছেন: দারুন অনুভুতি

১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৩১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আশা করি ভালোই আছেন।
ধন্যবাদ আপনাকে।

২০| ২৩ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: ছোট্ট কবিতা। বিশাল অনুভূতি।

১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
মন্তব্যে অনেক ভালোলাগা,
ভালো থাকবেন।

২১| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ৮:০১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সুন্দর... ভাল লাগা রইল...

১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৩০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন।

২২| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ১০:১১

শায়মা বলেছেন: বাহ বাহ বাহ !!!:)

১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
মারহাবা, মারহাবা !!

২৩| ০১ লা এপ্রিল, ২০১৫ রাত ১২:৪৫

আমি তুমি আমরা বলেছেন: আমি শুধু অসীম আকাশের
নীলে ডোবা সাগরের মতো,
গভীর রজনীর নীরবতা আর
সৌন্দর্য সঙ্কুল মনে মাপিবো
তোমার স্বপ্নের গভীরতা!

+++

১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:০৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ধন্য ধন্য বলি আপনারে.।

ভালো থাকবেন।

২৪| ১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:০৯

আরজু পনি বলেছেন:

মন্তব্যগুলো অপেক্ষা করছে...

খুব ব্যস্ততা না থাকলে ব্লগে একটু সময় দিতে পারেন ।
শুভকামনা রইল।

১৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:২০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আর অপেক্ষায় থাকবেনা কেউ!!

ভালো থাকুন।

২৫| ১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৩

সুমন কর বলেছেন: শুভ নববর্ষ !!

২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কৃতজ্ঞতা সুমন কর।
ভালোই আছেন আশা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.