নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উৎকর্ষ সাধনে সচেষ্ট..!

স্বপ্নচারী গ্রানমা

মানুষ বাঁচে, আশা এবং আশংকায়..!

স্বপ্নচারী গ্রানমা › বিস্তারিত পোস্টঃ

(বর্ষপূর্তি পোস্ট) ব্যক্তিগত দর্শন অথবা জীবনের একাল সেকাল

২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৫২

প্রতিবেশী দেশে আজ মৃত্যুর মিছিল। আমাদের সিটি নির্বাচনের ডামাডোলে সে কান্না চাপা পড়ে গেছে। সম্ভাব্য ঝুঁকি আর সমানুপাতিক হুজুগে ভয় নিয়ে তাই যথারীতি আমাদের নাগরিক দিনলিপি। আমরা সত্যি বড় অমানবিক রোবটে পরিণত হয়েছি।



এখন আমরা আর মৃত্যুর খবরে শোকাতুর হই না, ধর্ষণের খবরে বিচলিত হই না, দুর্নীতি/অন্যায়/অবিচার/জুলুমের খবরে নড়ে ওঠে না আমাদের বিবেকের কলকাঠি। নির্বিকার-নিঃস্পৃহ প্রাণ নিয়ে কই মাছের মতো নির্লজ্জ বেঁচে থাকি তবু অনিয়ম-অনাচারের তীব্র রোদে!



আমরা বেঁচে থাকি,

বেঁচে আছি;

শত অনিয়মে,

শত কষ্টে,

অভিমান কিংবা

অভিলাষে!



বর্ষপূর্তিঃ লেখালেখির সূচনাটা স্কুল জীবনে হলেও ইত্যবসরে সামহোয়্যার ইন ব্লগেই তার প্রয়াস-পরিচর্যা। আর চার বছরের পুরনো আইডি নিয়ে প্রায় দু’বছর থেকে আমি নিয়মিত ছিলাম আপনাদের ভালোবাসায়, ব্লগিং মিথক্রিয়ার সহযাত্রী হয়ে।



আমার অতীতঃ সত্যি বলতে আমি অনেকটা অতীত নিয়েই বাঁচি। শৈশবের সেই শিউলিতলার সুবাস কিংবা দুরন্তপনার সুখ স্মৃতি আমার কাছে অমূল্য। পার্বণে-পার্বণে জমা সুখরেনু আজও আমার বেঁচে থাকার উৎসাহ।



বর্তমানঃ পুরকৌশল বিদ্যার নীরস পাঠ শেষ করে একটা আধা সরকারি টাইপ প্রতিষ্ঠানে চাকরী করছি ১০-৫ টা যথারীতি। ভার্সিটির হারানো রঙিন দিনগুলো কখনও আলো ছড়ায় কর্মব্যস্ত ক্লান্ত জীবন তমাসায়। কখনও বাড়ায় হতাশা! কয়েক বছরের কর্মজীবনে আমি দেখেছি মানুষের মনের কোনের জমাট অন্ধকার ও মুখোশ। দেখেছি মনের সৌন্দর্য।



ভবিষ্যৎঃ বাঁকে বাঁকে অভিজ্ঞতার ঘাত-প্রতিঘাত, চিহ্ন-স্মৃতি নিয়ে এগিয়ে চলছে জীবন নদী। সফলতার সংজ্ঞা আপেক্ষিক। সেটা প্রয়োজনীয়ও নয়। প্রয়োজন মানবজাতির বৃহত্তর স্বার্থে এক অর্থপূর্ণ উদার জীবন যা আমাদের মৃত্যুর সীমানাকে উঠোন হতে আকাশে নিয়ে যায়!



শেষকথাঃ এই দীর্ঘসময়ে যাদের ভালোলাগায় সিক্ত হয়েছি, সবাইকে অশেষ ভালোবাসা জানাই। বিশেষ করে যাদের কাছে কৃতজ্ঞতার শেষ নেই তারা হলেনঃ



ব্লগার “সোনাবীজ”

ব্লগার “আরজু পনি”

ব্লগার “বট বৃক্ষ”

ব্লগার “ জাফরুল মবিন”

ব্লগার শায়মা




ধ্বংসের মধ্যেও আমি জীবনের জয়গান লক্ষ করেছি। তাই মনে হয় ধ্বংসের চেয়েও মহত্ত্বর কোনো বিধান এই পৃথিবীতে আছে। একমাত্র সেই বিধানের পরিপ্রেক্ষিতেই কোনো সুশৃঙ্খল সমাজের কার্যবিধি বোধগম্য হয় এবং জীবনের তাৎপর্যও খুঁজে পাওয়া যায়”। (মাহাত্মা গান্ধী)



আনন্দময়-সুন্দর জীবন হোক সবার । হ্যাপি ব্লগিং। :)



২৭/০৪/২০১৫

মন্তব্য ৫৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১:৩১

ব্লগার মাসুদ বলেছেন: বর্ষপূতি শুভেচ্ছা রইলো । শুভ ব্লগিং ।

২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৩২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কৃতজ্ঞতা আপনাকে মাসুদ ভাই।
আপনাকে নতুন দেখলাম এখানে।
ভালো থাকবেন।

২| ২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:১৪

সুমন কর বলেছেন: প্রথম বর্ষপূতি শুভেচ্ছা রইলো । !:#P

২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৪১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
|-) :((

৩| ২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:১৫

সুমন কর বলেছেন: দুঃখিত, ৩য় বর্ষের শুভেচ্ছা। :P

২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
৪র্থ বর্ষের শুভেচ্ছা নিন।
ধন্যবাদ পাশে থাকায়!

৪| ২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:১৫

আরজু পনি বলেছেন:


কয়েক বছরের কর্মজীবনে আমি দেখেছি মানুষের মনের কোনের জমাট অন্ধকার ও মুখোশ। দেখেছি মনের সৌন্দর্য।

অন্ধকার, মুখোশ ও সৌন্দর্য যখন একই মানুষের ভেতর থাকে তখন বড্ড কনফিউজড হয়ে যাই । তেমন মানুষের সংখ্যাই যেন দিন দিন বেড়ে যাচ্ছে! আর আমি হয়ে যাচ্ছি বড্ড কনফিউজড ।

যারা লিখে অভ্যস্থ তাদের লেখায়ই মুক্তি ।

শুভকামনা রইল, স্বপ্নচারী।

২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
যথার্থ বলেছেন,


খুব কষ্ট পাই,
ভয় পাই এই
মুখোশ কে !

ভালো আছেন আশা করি।

৫| ২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:২৫

আরজু পনি বলেছেন:

ব্লগ লিখেছেন: ৩ বছর ১১ মাস
তার মানে একমাস পরে হবে আপনার ৪ বছর পুর্তি !
ঘটনা কী ? একমাস আগেই যে বর্ষপূর্তি পোস্ট দিলেন ?
নাকি একমাস পরে বেশি ব্যস্ত হয়ে পড়বেন...তাই এই অগ্রীম ব্যবস্থা ??

যাই হোক ৪র্থ বর্ষপূর্তির শুভেচ্ছা রইল (একমাস আগে ) ।

০১ লা মে, ২০১৫ রাত ১১:৩০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
এক মাস আগে নয় আপু,
আমার প্রথম পোস্টটি প্রকাশের সময়কালঃ
২৭ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:১৮

আর এই বর্ষপূর্তি পোস্টটির প্রকাশের সময়কালঃ
২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৫২

তারিখ হিসেবে তাই বর্ষপূর্তি ঠিকই ছিল কিন্তু
ঘণ্টার হিসেবে সম্ভবত কয়েক ঘণ্টা পিছিয়ে ছিল! :(

কৃতজ্ঞতা অফুরান, ভালো থাকুন নিরন্তর!

৬| ২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:১৫

ইছামতির তী্রে বলেছেন: বর্ষপূতির শুভেচ্ছা রইলো । হ্যাপি ব্লগিং

কেমন আছেন বস?

০২ রা মে, ২০১৫ রাত ১২:২৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
ভালোই আছি,
ভালো থাকতেই যে হবে!

৭| ২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা রইল।

১৫ ই মে, ২০১৫ রাত ১০:১৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই, ভালো আছেন আশা করি।

৮| ২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৮

আমিনুর রহমান বলেছেন:



বর্ষপুর্তির শুভেচ্ছা। এমন বর্ষপুর্তি যুগ যুগ ধরে যেনো আসে এই কামনা রইল।

১৫ ই মে, ২০১৫ রাত ১০:৩০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক কৃতজ্ঞতা আমিনুর ভাই।
ভালো কাটুক প্রতিটি দিন।

৯| ২৭ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৯

কলমের কালি শেষ বলেছেন: বর্ষপূর্তির অনেক অনেক শুভেচ্ছা ।

শুভ কামনা অশেষ । :)

১৫ ই মে, ২০১৫ রাত ১০:৪৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকেও অশেষ ধন্যবাদ। ভালো থাকুন।

১০| ২৭ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৩

ডি মুন বলেছেন: স্বপ্নচারী মানুষের মনের সৌন্দর্যের দেখা পাক অবিরাম। তাকে যেন কলুষতা স্পর্শ করে না আর।
মানুষ আর মানবিকতার জয় হোক চারিদিকে।

কবিকে বর্ষপূর্তির শুভেচ্ছা।
আনন্দে কাটুক দিনলিপি।
:)

১৮ ই মে, ২০১৫ রাত ৯:১৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমি হয়তো মানুষ নই,
মানুষগুলো অন্যরকম.।

ভালোই আছেন আশাকরি, মহান মুন!

১১| ২৭ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

শায়মা বলেছেন: আমার কথা না লিখলে তোমার খবর ছিলো ভাইয়া।:)

২১ শে মে, ২০১৫ রাত ১১:০৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমি অকৃতজ্ঞ নই কখনও জানবেন আপুনি,
ভালো থাকুন, বসন্ত হোক আপনার বারোমাস!

১২| ২৭ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১২

শতদ্রু একটি নদী... বলেছেন:
১০টা ৫ টা চাকরী, সাধারন একটা মানুষের আজন্ম লালসা!! সুখেই তো আছেন মনে হচ্ছে। :)

বর্ষপূর্তির শুভেচ্ছা, একটূ আগেই হোক, তবুও :)

০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ১:১৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ভালোই আছেন আশা করি।
আমি হারিয়ে গিয়েছি !!

১৩| ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:০৩

হাসান মাহবুব বলেছেন: হ্যাপি ব্লগিং। শুভকামনা রইলো।

০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ১:২৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন: আশা করি ভালো আছেন ভ্রাতা,
অনেকদিন পরে এলাম, ধন্যবাদ।

১৪| ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৩২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
শুভেচ্ছা এবং শুভ ব্লগিং :)

০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৩:৫২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন: অনেক কৃতজ্ঞতা মইনুল ভাই।
ভালো থাকুন।

১৫| ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৩৬

জেন রসি বলেছেন: শুভকামনা রইলো। :)

০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আসেন মুড়ি খাই,
ভালো থাকুন।

১৬| ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:০১

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: আনন্দময়-সুন্দর জীবন হোক সবার । হ্যাপি ব্লগিং :#)

০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
নামে কিছু যায় আসে না,
মানুষের পরিচয় কামে,

ভালো থাকুন, ধন্যবাদ।

১৭| ২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৯

তুষার কাব্য বলেছেন: চতুর্থ বর্ষপূর্তির শুভেচ্ছা। আনন্দময় হোক সময়।

০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ভালো আছেন আশা করছি।
ধন্যবাদ ভ্রাতা।

১৮| ২৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: বর্ষপুর্তির শুভেচ্ছা।

০৯ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন: কৃতজ্ঞতা অভি ভাই।
ভালো আছেন আশা করি।

১৯| ২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:০৫

দীপংকর চন্দ বলেছেন: বর্ষপূরণের শুভকামনায় সম্ভবনামুখর হোক অন্তর্জালে আপনার অনাগত বর্ষগুলো!

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

০৯ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
দুঃখিত দেরিতে উত্তর দেয়ায়।
ভালো আছেন আশা করছি।

২০| ০১ লা মে, ২০১৫ রাত ১১:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বর্ষপূর্তিতে অভিনন্দন।


আপনাকে ভালোবাসতে পেরেছি সেটাই আমার গর্ব। মেনশন করার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় ব্লগার।

ভালো থাকবেন।

১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ভালো আছেন আশা করছি ।

সকলের সুশান্তি কামনা করছি।

ধন্যবাদ।

২১| ০২ রা মে, ২০১৫ রাত ১২:৫৭

অন্ধবিন্দু বলেছেন:
অমানবিক রোবট ! হাহ হা হা। কথা সত্য। তবে লিখাটি যথার্থে বেশ মানবিক ও উৎসাহজনক। আপনার দীর্ঘ ব্লগজীবন কামনা করছি। সাথে লেখালেখিটাকে জীবন্ত রাখার আবেদন...

১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:২৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন: দেখুন আমি ব্লগে ফিরেছি !

ভালো আছেন আশা করছি। ধন্যবাদ।

২২| ০২ রা মে, ২০১৫ দুপুর ১:৩৬

প্রামানিক বলেছেন: অভিনন্দন।

১৪ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:১১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক কৃতজ্ঞতা জানুন।
ভালো থাকুন।

২৩| ১৮ ই মে, ২০১৫ রাত ৯:২৪

জুন বলেছেন: হ্যাপি ব্লগিং :)

২৬ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:২১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক কৃতজ্ঞতা আপু
কেমন আছেন ?

২৪| ০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ২:০৪

লেখোয়াড়. বলেছেন:
বিলম্বিত অভিনন্দন!!

নতুন লেখা চাই।

০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
বিলম্বিত উত্তর !!

আশা করি ভালো আছেন।

ধন্যবাদ।

২৫| ০৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

দর্পণ বলেছেন: শুভকামনা ও অভিনন্দন

০৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার সাথে তেমন জানাশোনা নেই এখানে,
আশা করি পাশেই থাকবেন সব সময়,

মন্তব্যের জন্য অশেষ কৃতজ্ঞতা রইল।
ভালো থাকুন নিরন্তর।

২৬| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩১

আমি তুমি আমরা বলেছেন: র্ষপূর্তির লেট অভিনন্দন :)

০৯ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ জানবেন।
আশা করি ভালো আছেন।

২৭| ৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

শায়মা বলেছেন: এক বর্ষপূর্তী পোস্ট দিয়ে কি আরেক বর্ষ পার করবে ভাইয়া???? কোথায় আছো???

১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
এখনও আছি বেঁচে,
কেঁদে কিংবা নেচে,

ভালো আছো আশা করি ! ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.