নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উৎকর্ষ সাধনে সচেষ্ট..!

স্বপ্নচারী গ্রানমা

মানুষ বাঁচে, আশা এবং আশংকায়..!

স্বপ্নচারী গ্রানমা › বিস্তারিত পোস্টঃ

"সর্বনাশী" !

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৮

একদিন সেই চোখে আলো ছিল
ঠোঁটে ছিল ভুবন ডাঙার হাসি,
মনের কোণে দিনমান অবিরল
ঝরিত শুধাস্রোত রাশি রাশি।

সময়
মোহ,
বিবর্তন,
ভুল,

ঝুপ করে নেমে আসা গভীর অরণ্যের অন্ধকার,মায়া-ছায়ার মতো ক্রমশ সংক্রমিত
হতে হতে একদিন নিজেকে সে আবিষ্কার করে অতল মোহের অনতিক্রম্য অন্ধকারে।
পয়েন্ট অফ নো রিটার্ন অতিক্রান্ত অনিচ্ছুক বীর্যপাতের ন্যায় দীর্ঘশ্বাস-হাহাকার বুকে
নিয়ে ভুল বালিকা,একাকী নীরবে-নিভৃতে হিসেব কষে যায় যাপিত জীবন রসায়নের!

আলো নেই আজ আর সে চোখে
ঠোঁটের কোণে জমে আছে মেঘ,
নির্লিপ্ততার সংজ্ঞা রচে নির্নিমেষ
অপ্সরা আজ কোন এক সর্বনাশী!


১৫/০১/২০১৬, মিরপুর।



মন্তব্য ৩৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৪

রুদ্র জাহেদ বলেছেন:
একদিন সেই চোখে আলো ছিল
ঠোঁটে ছিল ভুবন ডাঙার হাসি,
মনের কোণে দিনমান অবিরল
ঝরিত শুধাস্রোত রাশি রাশি।
শূন্যতা-হাহাকার!চমৎকার লাগল
+++

১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে, ভাল থাকুন।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: সময়ের ভুল!!!

শব্দশৈলী প্রশংসনীয়। ভালো লাগা। +

১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কৃতজ্ঞতা জানবেন ভ্রাতা,
ভাল আছেন আশা করি ।

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪

দীপংকর চন্দ বলেছেন: কাব্যিক!

ভালো লাগলো। অনেক।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

অনেক ভালো থাকবেন। সবসময়।

১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ধন্যবাদ দাদা ।

ভালোই আছেন আশা করি।

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১২

অন্ধবিন্দু বলেছেন:
স্বপ্নচারী গ্রানমা কে বেশ ক’দিন বাদে দেখলুম। ভাল ছিলেন তো ? সময় করে আসবো কবিতাটি পড়তে।

২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার উপস্থিতি আনন্দদায়ক !
হ্যাঁ, অনেকদিন বাদে আসলুম!
ভালো থাকবেন, ধন্যবাদ।

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: পয়েন্ট অফ নো রিটার্ন !!
ভালো লাগা জানবেন !

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ভালো আছেন নিশ্চয়ই।
ধন্যবাদ ভায়া।

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৩

হাসান মাহবুব বলেছেন: সুন্দর। অনেক দিন পরে ফিরলেন। কেমন আছেন?

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেকদিন পর ফিরেছি।
এবার একটু সময় দিতে চাই এখানে।

অনেক ধন্যবাদ, ভালো থাকুন ভ্রাতা।

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪১

আরজু পনি বলেছেন:
খুব ভালো লাগা রইল।

আপনাকে ব্লগে দেখে ভালো লাগছে...আশাকরি নিয়মিত থাকবেন।

আর
আর
মন্তব্যের জবাব দিতে বেশি দেরী করবেন না অনুগ্রহ করে।

২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

আপনাকে পেয়েও অনেক ভালো লাগলো।

আর
আর
নিয়মিত থাকার ইচ্ছে রাখি, ভালো থাকুন। !:#P

৮| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৩

যুগল শব্দ বলেছেন:

সময়
মোহ,
বিবর্তন,
ভুল,


শব্দের গভীরতায় কষ্টের মিছিল,
আপনার লেখায় আবারও বিষাদের ছায়া!
কবিতা ভালো লেগেছে +

২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অনেক ধন্যবাদ জানবেন। ভালো থাকুন।

৯| ১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

মহান অতন্দ্র বলেছেন: সুন্দর কাব্য। ভাল লাগা।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কৃতজ্ঞতা জানবেন মহান।
ভালো থাকুন, সাথেই থাকুন।

১০| ২৩ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৯

ভরকেন্দ্র বলেছেন: আমরা মলিন,
আমাদের কিছু দ্বন্দ্বে
ছিল বলবার মতো সত্য,
মানবিক কিছু মিথ্যা।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
মানবিক কিছু মিথ্যা !!

বাস্তবতা অতটা কমল নয় ভ্রাতা :(
ধন্যবাদ, ভালো থাকা হোক ।

১১| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৪

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নচারী গ্রানমা




সময় ... সময় !!! সময়ই পাল্টে দেয় সব ।
যে ঠোটে হাসি ঝরে , সে ঠোটেই আবার মেঘ জমে !

অনেকদিন পরে এলেন । শুভেচ্ছা জানবেন ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
হুম,
সময় ... সময় !!! সময়ই পাল্টে দেয় সব ।

আপনাকে দেখে ভালো লাগলো। ভালো থাকুন ভ্রাতা।

১২| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১০

সুমন কর বলেছেন: অনেকদিন পরে আপনার লেখা পড়লাম। কেমন আছেন?

কবিতা, ভালো লেগেছে। +।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আশা করি ভালো আছেন আপনারা।
হুম, অনেকদিন পর এলাম। ধন্যবাদ।

১৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৪

সায়েদা সোহেলী বলেছেন: মোহ
ভুল
বিবর্তন
সময় ----
একটু উল্টে দিলাম :)

গ্রানমা কি ক্লান্ত ?? দেখা যায় না কেন ??

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

শুধু ক্লান্ত নয় আপু, বিধ্বস্ত !!

এখন অনেকটা ভালোর দিকে।
ভালোলাগা জানবেন।

১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪০

বিজন রয় বলেছেন: ব্যতিক্রমী কবিতা।
+=

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে নতুন পাচ্ছি আমার ব্লগে, স্বাগত !

অনেক ধন্যবাদ পড়ার জন্য। ভালো থাকুন।

১৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৮

তার আর পর নেই… বলেছেন: এইটাও ভীষণ ভালো! শুধু শেষ লাইনটা মনে হচ্ছে পুরোটা থেকে আলাদা …

গভীর অন্ধকারের এই অরণ্য আমার ভীষণ প্রিয়, দিন শেষে আমি ফিরে আসি এই অরণ্যে … অথচ অন্ধকারে আমার ভীষণ ভয় ছিল … হাহাকার, বিষাদ, দুঃখ আর দীর্ঘনিঃশ্বাসে পূর্ণ আমার এই অন্ধকারের অরন্য … ভুল মানুষ আর ভুল রাস্তায় চলায় অভ্যস্ত এই আমি চলে যাই অরণ্যের গভীরে ……

আগের পোস্ট এর উত্তরে বলছি, আমি এর আগে আপনার কোন পোস্টে আসিনি। ব্লগে বয়স মাত্র এক মাস সাত কিংবা আট দিন …

শুভকামনা

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
গভীর অন্ধকারের এই অরণ্য আমার ভীষণ প্রিয়, দিন শেষে আমি ফিরে আসি এই অরণ্যে
অথচ অন্ধকারে আমার ভীষণ ভয় ছিল …!


ভুল মানুষ আর ভুল রাস্তায় চলায় অভ্যস্ত এই আমি চলে যাই অরণ্যের গভীরে …!

আপনার কথাগুলো কিছুটা বৈপরীত্য তৈরি করেছে মনে হচ্ছে !
যাহোক, এত দুঃখ কেন!! সবারই কি এগুলো থাকতে হবে ?

অনেক ধন্যবাদ বিস্তৃত মন্তব্যে। ভালো থাকুন।

১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: একদিন সেই চোখে আলো ছিল
ঠোঁটে ছিল ভুবন ডাঙার হাসি,
মনের কোণে দিনমান অবিরল
ঝরিত শুধাস্রোত রাশি রাশি।

নিঃসন্দেহে দারুণ। ধন্যবাদ স্বপ্নচারী গ্রানমা। আমার মতো আপনিও অনেক দিন পর ব্লগে ফিরলেন। আমি তো অসুস্থতার কারণে পুরো ২০১৫ সালটাই ব্লগে অনুপস্থিত ছিলাম।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
হ্যাঁ, অনেকদিন পর ব্লগে ফিরেছি।
নানা ঝামেলা আর বিপদে ছিলাম।

আন্তরিক কৃতজ্ঞতা, ভালো থাকুন।

১৭| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫২

তানজির খান বলেছেন: খুব ভাল লেগেছে। অদ্ভুত কবিতা লেখার হাত আপনার। অনেক কিছু শিখতে পারব আশারাখি ভাইয়া।

০১ লা মে, ২০১৬ রাত ১২:২৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ব্লগের কেউ কেউ আমাকে নানী- দাদী ভাবতো একসময়য় :P

গরীবের ব্লগ বাড়ীতে স্বাগতম। ভালো থাকা হোক সবসময় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.