নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্ভাণা

নির্ভাণা › বিস্তারিত পোস্টঃ

অধরা-২

১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

প্রথমটায় মেয়ে পক্ষ একটু দোলাচলে থাকলেও, বিয়েটা তোরজোড় করে হয়েই গেলো।
মালয়েশিয়া, সিঙ্গাপুর আর ব্যাংকক মিলে বেশ একটা হানিমুনও সেরে আসলো, সদ্য বিবাহিত এই কপোত কপোতী। তবে রাফিদের ভিন্ন একটা অভিজ্ঞতা হলো, গোটা হনিমুনটা, তার জন্য ছিলো সেলফি-ময়, দুই পা আগালেই একটা করে সেলফি, ঘুম থেকে উঠার পর একটা সেলফি, খাবার মুখে দেওয়ার আগে একটা সেলফি, হোটেল লবি-তে সেলফি, হোটেল রুমে ঢুকে সেলফি, এল আর টি-তে সেলফি। হানিমুনটি এতো সেলফি-ময় হয়েছিল আরমিনের উদ্যোগে। রাফিদের মনের কোথায় যেন একটা সূর কেটে গিয়েছিলো, কথায় কথায় এই ডিজিটাল কিল্ক ক্লিকে, কেনও যেন রাফিদ আরমিন-কে নিয়ে হারাতে পারেনি প্রাকৃতিক নৈস্বর্গে।

হানিমুনের পর শুরু হলো, একের পর এক দাওয়াতের পালা। পালাক্রমে রাফিদকে যেতে হলো, তার ফুপি শাশুড়ির বাসায়, অর্থাৎ অধরা নামের সেই কালো মেয়েটার বাসায়। কেমন যেন একটি অস্বস্তিতে পড়লো রাফিদ, কিন্তু কি অদ্ভুত অধরা দিব্বি ঘুরে বেড়াচ্ছে, আপ্যায়ন করছে, স্বাভাবিক নিয়মে কথা বলছে সকলের সাথে, এমন কি রাফিদের সাথেও, যেন আগে পিছে কিছুই হয়নি।

বিয়ে আর হানিমুন বাবদ অফিস থেকে বেশ কিছু দিন ছুটি নিয়েছিল রাফিদ, প্রাইভেট কোম্পানির ছুটির পরিণাম পরবর্তীতে যা হয়, একেবারে কাপড় নিংড়ে পানি ঝরানোর মতো, মুলতুবী রাখা কাজ গুলো কে কড়ায় গণ্ডায় আদায় করে নেয়া। রাফিদের সাথেও ব্যতিক্রম কিছু হলো না। কাজের চাপ সামলে, ভন ভনে মাথা নিয়ে, বাড়ি ফিরলো রাফিদ। হাত মুখ ধুয়ে সবে মাত্র পিঠ লাগিয়েছে বিছানার পাল্লায়, অমনি চোখে পড়লো আরমিনের থমথমে মুখ।

‘কি ব্যাপার মুখ ভার কেন?’

নাকের পাটি ফুলিয়ে, চেহারায় লাল বর্ণ ধারণ করে আরমিন বলল, ‘আজকের দিনটা ভুলে গেলা?’

‘আজকের দিন? আজকে কি? যতদূর মনে পরে, তোমার বার্থ ডে তো আজকে না’

‘আজকে আমাদের ওয়ান মান্ত এনুভারসারি, এক মাস আগে এই দিনে, উই গট ম্যারিড’

‘ও আচ্ছা আচ্ছা’

‘শুধুও আচ্ছা আচ্ছা, তুমি কোন ইভেন্ট এরেঞ্জ করলানা, আমাকে কোন গিফট দিলানা, আমার ফ্রেন্ড-রা জিজ্ঞাস করলে আমি ওদের কি বলব? মাই হাব্বি হ্যেস টোটালি সউয়ালড আউট আওয়ার ওয়ান মান্ত এনুভারসারি ডেইট’

রাফিদ হাবার মতো কিছুক্ষণ হা করে তাকিয়ে থেকে বলল, ‘আ...আমি তো জানি বিয়ের এক বছর পর একটা ঘটা পটা হয়, কিন্তু এক মাসের মাথায় হয় এটা আর কি...... আচ্ছা যাই হোক, তোমার কি চাই বলো?’

‘তুমি জানবা কেমনে, তুমি না একটা টোটাল খ্যাঁত। যাই হোক, হুদা বিউটির নতুন একটা প্যেলেট এসেছে, আমি যে কত দিন ওইয়েইট করসি এটার জন্য। একটা প্যেলেট, একটা হাইলাইটার, আর খুব আওসাম দুইটা কালারের লিপস্টিক, ব্যাস আই এম ফুলফিল্ড?’

‘আচ্ছা করো করো অর্ডার করো।’

চলবে………

প্রথম পর্ব পড়তে হলে ঃ
http://www.somewhereinblog.net/blog/Shottoboti/30257025


মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৪

রাজীব নুর বলেছেন: লিংকটা এভাবে কাজ করে না।
সুন্দর করে লিংক দেন।

২| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫১

নির্ভাণা বলেছেন: কিভাবে দিলে আসবে বুঝতে পারছি না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.