নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৃজনশীতা-ই সফলতার মূল কেন্দ্র।

শুভ মালাকার

আমি একজন বাস্তববাদী মানুষ। আমার আলোচনার অধিকাংশই বাস্তবতা সম্পর্কিত । আমার পছন্দসমুহ যেমন;- আমি বিশেষ করে কবিতা আবৃত্তি করতে এবং লিখতে পছন্দ করি এর পাশাপাশি মাঝে-মধ্যে গানও লিখি। তবে এ দুইএর কোনটাই আমার মধ্যে পুর্নমাত্রায় বিদ্যমান নয়। আবার কখনো চিন্তা করি গল্প লিখি কিন্তু ওটা আর পুরোপুরি পেরে ওঠা সম্ভব হয় না।

শুভ মালাকার › বিস্তারিত পোস্টঃ

আঁধারের বন্ধু

২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৫

ভাবিছ এখন যাকে সখা,
সেই তোমাকে ফেলিবে একা।
আলোতে সবি, আঁধারেতে নাই,
কালে পালাবে দেখিবে সবাই।

সদানন্দে-স্বউল্লাসে,
কাটিছ প্রহর গুলি।
আলোর সখা নিয়ে,
আছ মেতে, আঁধার ভুলি।

করিছ খেলা, চলিছে বেলা,
দিবস-যামিনী সবে।
আসিবে সন্ধা, রহিবে একেলা,
থাক অপেক্ষায়-কে আসে কবে?

আঁধার আসিলে পরে,
প্রদিপ নাহি খুজে পাবে।
কাটাও দিবস তারে স্মরে,
তবেই আঁধারে বন্ধু পাবে।

ক্ষনকেও তাকে ভুলনা,
বিষাধ-বীন বাজিবে অকালে।
সে ক্ষনে কেউ পাশে রবেনা,
পাবেনা আলো তার বিহনে।

এখন থেকেই কর নতি,
যদি সে পূন্য চাও।
শত কাজের মাঝে ভক্তি,
তবেই তাকে পাও।

৫ জুন, ২০১১

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৪১

জনম দাসী বলেছেন: সুন্দর লেখার হাত, +++++++++++++

গভীর কবিতা। ভাল লাগা রেখে গেলাম। ভালো থাকুন সব সময়।

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০১

শুভ মালাকার বলেছেন: ধন্যবাদ আপনাকে আর...
আপনিও ভাল থাকবেন।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৬

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর...
শুভ ব্লগিং

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০০

শুভ মালাকার বলেছেন: আপনাকে ধন্যবাদ।
আপনার প্রতি ভাল লাগা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.