নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৃজনশীতা-ই সফলতার মূল কেন্দ্র।

শুভ মালাকার

আমি একজন বাস্তববাদী মানুষ। আমার আলোচনার অধিকাংশই বাস্তবতা সম্পর্কিত । আমার পছন্দসমুহ যেমন;- আমি বিশেষ করে কবিতা আবৃত্তি করতে এবং লিখতে পছন্দ করি এর পাশাপাশি মাঝে-মধ্যে গানও লিখি। তবে এ দুইএর কোনটাই আমার মধ্যে পুর্নমাত্রায় বিদ্যমান নয়। আবার কখনো চিন্তা করি গল্প লিখি কিন্তু ওটা আর পুরোপুরি পেরে ওঠা সম্ভব হয় না।

শুভ মালাকার › বিস্তারিত পোস্টঃ

প্রতিজ্ঞ নবীন

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৬



সেই যে ছিল নবীন বরণ,
পুলকিত স্বচ্ছলতার প্রগার।
এ যোগ মোদের করেছিল বরণ,
দলভুক্ত হয়ে জাগাতে কর্ণদ্বার।

কালে ছিল-
দক্ষিণ পার্শস্ত একটি সবুজ রং,
বদ্ধ ঘরে কে যেন কানে দিল মন্ত্রনা।
অকুতভয়ে স্পৃহ হল মন হেরে সেই রং,
হেরিয়া অঠুট রং হল অতি পেরেশোনা।
অপেক্ষ রয়েছে স্পর্শিত হবে কবে?

প্রতিজ্ঞ মোরা-
মোরা মার্তন্ড প্রায় উজ্জ্বল, মোরা অগ্নীবীণার তার,
সংহারক হব শত্রুর নাভিশ্বাস হলেও তবু।
হিম্মত্বে পাড়িদেব গিরি সংকট, ত্রানাশায় জাগাব কর্ণদ্বার,
দূর্গম, গিরি, দস্তুর, লঙ্ঘিব শংকিত হবনা কবু।



(৫ নভেম্বর ২০০৯, রাজনগর ডিগ্রী কলেজ)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৯

অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩১

শুভ মালাকার বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪২

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর লিখেছেন।নতুনের আহ্বান...

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০২

শুভ মালাকার বলেছেন: আপনাকে ধন্যবাদ।
আপনার প্রতি ভাল লাগা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.