নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৃজনশীতা-ই সফলতার মূল কেন্দ্র।

শুভ মালাকার

আমি একজন বাস্তববাদী মানুষ। আমার আলোচনার অধিকাংশই বাস্তবতা সম্পর্কিত । আমার পছন্দসমুহ যেমন;- আমি বিশেষ করে কবিতা আবৃত্তি করতে এবং লিখতে পছন্দ করি এর পাশাপাশি মাঝে-মধ্যে গানও লিখি। তবে এ দুইএর কোনটাই আমার মধ্যে পুর্নমাত্রায় বিদ্যমান নয়। আবার কখনো চিন্তা করি গল্প লিখি কিন্তু ওটা আর পুরোপুরি পেরে ওঠা সম্ভব হয় না।

শুভ মালাকার › বিস্তারিত পোস্টঃ

ঋণী

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৭



ঋণী
-শুভ মালাকার

এনেছি কত কি যে,
দিলাম না কিছুই।
যখনি যাই সম্মুখে,
শুধু আনিতেই যে চাই।

দিব দিব করি;
দিতে নাহি পারি।
চাই কিছু দিতে,
তাদের ঋণ শোধিতে।

স্রষ্টার চেয়ে বেশি ঋণী;
সেই পিতা-মাতার কাছে।
করে নেয় চোখের মনি,
তাদের ছাড়া জগতে কেই বা আছে।

ঋণ শোধিতে পারিবনা;
চাই শুধু ফুটাতে মুখের হাসি।
দুঃখ তাদের ছোয়াব না,
বেশি ভাল তাদের কেই তো বাসি।


(২৫-মে,২০১১ইং)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০০

অগ্নি কল্লোল বলেছেন: কবিতায় A গ্রেট দিলাম।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫১

শুভ মালাকার বলেছেন: প্রেরণা দানের জন্য অনেক অনেক.।.।.।.।
ধন্যবাদ আপনাকে।

ভাল থাকবেন।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৬

রক্তিম দিগন্ত বলেছেন: ভাল ছিল। :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৬

শুভ মালাকার বলেছেন: পিতা-মাতার কৃপায় আরো যেন ভাল কিছু লিখতে পারি, (দোয়া / আশির্বাদ করবেন)।

ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.