নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

বাজপাখিরা বেঁচে থাক

২৪ শে মে, ২০১৮ রাত ৮:৩৮


চোরাবালিতে এত সহজে কেউ পা দেয়না, তবু ভেতরে ডুবে যাবার ভয়টা যদি সব সময়ই থাকে তাহলে চারিদিকে মোহন বাঁশির সুর অার দাদার হাতে মন ভাল করা কবজাতেও সদর দরজায় ঘুণধরা প্রতিরোধ করতে পারেনা ।

কিছু ছাই কচু গাছের গোড়ায় জমতে জমতে একদিন গাছকে মোটা-তাজা করে ফেললে কারো কারো চুলকানি বেড়ে যাবার সম্ভাবনা প্রচুর । এখন প্রশ্ন অাসতেই পারে, ছাইকে পরিষ্কার করার দায়িত্ব কার ? সুধী মহল, অাপনারাই বলুন...

ছাই এর কথা না হয় থাক । ধরুন একটা বক, যে কিনা মাছ খেয়ে খেয়ে মাছ খেয়ে সাবাড় ! তার ঠোঁটে কি বড়শি লাগিয়ে ঘোরাব ? নাকি গুলি করে একেবারে ফুটুস করে দেবো ? তবে সাবধান, বাজপাখিকে কিছু করা যাবেনা কারন ঝড়ের মধ্যেও ওরা ছোবল দিতে পারে ভাল ।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৮ রাত ৮:৪৩

রাজীব নুর বলেছেন: কি লিখেছেন? কি বুঝাতে চেয়েছেন?

২৭ শে মে, ২০১৮ সকাল ১০:৫৪

সাইন বোর্ড বলেছেন: বিষয়টা সমসাময়িক, অাপনার মত মেধাবি ব্লগারের তো না বোঝার কথা না । ধন্যবাদ ।

২| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:১৩

ব্লগার_প্রান্ত বলেছেন: চেরাবালা কি ''চোরাবালি'' নাকি?

২৭ শে মে, ২০১৮ সকাল ১০:৫২

সাইন বোর্ড বলেছেন: টাইপিং মিসটেক, ঠিক করে নিয়েছি । অনেক ধন্যবাদ, ভাল থাকুন ।

৩| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:৫৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বাজপাখি তো মাথার উপর দিয়ে উড়ে গেল??:(

২৭ শে মে, ২০১৮ সকাল ১০:৫০

সাইন বোর্ড বলেছেন: এরা উড়ে যেতেই থাকবে, এদের কিছুই করা যাবেনা । অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ।

৪| ২৬ শে মে, ২০১৮ সকাল ১১:১৩

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: ইনকাউন্টার বন্ধ কর X(

২৭ শে মে, ২০১৮ সকাল ১০:৪৯

সাইন বোর্ড বলেছেন: বললেই কি সে কথা শুনবে সরকার ? মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৫| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: বিষয়টা সমসাময়িক, অাপনার মত মেধাবি ব্লগারের তো না বোঝার কথা না । ধন্যবাদ

অনেক সমস্য অতি তুচ্ছ ব্যাপারও মাথায় ঢুকে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.