নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

পদক

১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪২


অর্থ, প্রতিপত্তি ও ক্ষমতার পর
এবার একটা পদক চাই অামার,
গণসংযোগ, প্রচারণা, মিডিয়া কভারেজ
- সবই তো হলো;
নীল নদের জলে পা ডুবিয়ে
একটা নীলাভ সন্ধ্যার মতো
সুখ সুখ অনুভূতি...

একটাই মাত্র পদক চাই অামার

জানি, রাত গভীর হলেও
জলের উপর অালো না পড়লে
দেখা যায় না খুন হওয়া মানুষের মুখ

রঙিন কার্পেটে ছড়িয়ে পড়ুক ভদকার ঘ্রাণ...

অামার গোপন কুঠুরী কেউ চিনে না
সেখানে যতই চলুক হুর-পরীদের উল্লাস-নৃত্য...
অামি এবার ফুল দিয়ে একটা চরিত্র বানাবো

তাই, পদকটা কেনা অামার খুব জরুরী ।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৮ রাত ৮:১৫

চাঁদগাজী বলেছেন:


আপনাকে পদক কেহ কিছুই দিচ্ছে না; আমার বাচ্ছা প্রথম যখন নাম লেখা শিখেছিলো, সেই সময় আমি তাকে একটা পদক দিয়েছিলাম; উহা ঘরে আছে, আপনি চাইলে

১০ ই জুলাই, ২০১৮ রাত ৮:২২

সাইন বোর্ড বলেছেন: ঢোল তো বাজালেন, কাঠিটা কি ঠিক জায়গায় পড়লো ? ও অাপনি তো অাবার মুক্তিযোদ্ধা কাম জ্ঞানী মানুষ ।

২| ১০ ই জুলাই, ২০১৮ রাত ১০:১১

চাঁদগাজী বলেছেন:



আপনাকে বাজায়ে দেখলাম।

৩| ১০ ই জুলাই, ২০১৮ রাত ১১:১২

সনেট কবি বলেছেন: কবিতা ভাল হয়েছে।

১২ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫১

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ও শুভ কামনা রইল ।

৪| ১০ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৫

ঋতো আহমেদ বলেছেন: ভালো লাগলো। তবে, নদী টা নীল নদ না হয়ে দেশীয় কোনোটা হলে আরও ভালো হতো।++

১২ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৩

সাইন বোর্ড বলেছেন: অামারও তাই মনে হয়েছিল কিন্তু ভাবের মাঝে কেমন করে যেন নীল নদটাই চলে অাসলো । এখন এটাকে চেঞ্জ করতে গেলে কবিতার সুর ও ছন্দটাও চেঞ্জ হয়ে যাবে । অনেক ধন্যবাদ, ভাল থাকুন নিরন্তর ।

৫| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১২

রাজীব নুর বলেছেন: পদক আমি চাই না।
মানূষকে ভালোবেশে কাজ করে যেতে চাই আমৃত্যু।

১২ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৬

সাইন বোর্ড বলেছেন: কবিতায় একটা গোষ্ঠীর কথা বলা হয়েছে, যারা নিজেদের চরিত্রকে ফুলের মতো পবিত্র করতে এগুলো টাকা খরচ করে কিনে নেয় । অনেক ধন্যবাদ, ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.