নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

হাওয়ায় উড়ে গেল কয়লা

২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১৩


একটা জাতি যখন ক্রান্তিকাল পার করে তখন সে দেশে হাজারো অনাচারের পাশাপাশি অভ্যন্তরীণ জাতিয় সম্পদও চুরি হতে থাকে, খোয়া যায় কিংবা নষ্ট হতে থাকে এবং এটাই স্বাভাবিক । কয়লার ক্ষেত্রেও সেটাই হয়েছে ।

দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনি থেকে বিগত ১৩ বছর ধরে কয়লা চুরি হয়েছে । খনির কাগজপত্র অনুযায়ী সেখানে ১ লাখ ৪৭ হাজার টন কয়লা থাকার কথা থাকলেও অাছে মাত্র ৩ হাজার টন । এখন প্রশ্ন হলো, এ কয়লা যদি ট্রাকে করে সরিয়ে নিয়ে থাকে তাহলে দরকার হয় ১৫,০০০ ট্রাক । বছরে ১,০০০ ট্রাকে করে নিলেও সময় লেগেছে ১৫ বছর । তাহলে কর্তৃকক্ষ কি এতদিন নাকে সরিষার তেল দিয়ে ঘুমিয়েছিল ? নাকি চুরির মূল হোতা'ই তারা ?

এখন স্বাভাবিক কারণেই বর্তমান সরকার বলার একটা সুযোগ পাবে এবং অলরেডি বলতে শুরু করে দিয়েছে যে, এই চুরিটা শুরু হয়েছিল বিএনপির অামল থেকে । তার মানে চুরির পুরো দায় বর্তমান সরকারের উপর দেওয়া যাবেনা ।

এবার চলতে থাকুক উভয় পক্ষের কথার বাণ... । এখন বর্ষকাল । বৃষ্টিও ভাল হচ্ছে । রাস্তা-ঘাটের যা অবস্থা তাতে কাদারও অভাব হবেনা । কথা এবং কাদা চলুক এক সাথে ছোড়াছুড়ি নাকি কথা দিয়ে কাদা ছোড়াছুড়ি ?

অার দূর্নীতি দমন কমিশন এবং পেট্রোবাংলাকে তো অালাদাভাবে দায়িত্বই দেওয়া হয়েছে কয়লা চুরি তদন্তের । নিশ্চয় তারা এ মহান দায়িত্ব পালনে এখন ব্যস্ত...

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৫২

হাঙ্গামা বলেছেন: যেই না জানা গেল এই ডাকাতি বিএনপি আমল থেকে শুরু হইছে সেই মাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়ে দিলেন আর তাতেই প্রমান হয়ে গেল এর পেছনে আছে জামাত বিএনপির হাত, যা কয়লার মত কালো।
এই সরকারের আমলে কয়লা কোথাও যায় নাই। চুরি ডাকাতি কিছুই হয় নাই। হইছে খালি উন্নতি আর উন্নতি।
এত উন্নতি হইছে যে বাসায় ৬০ টাকা দামের চালের ভাত রান্না হইছে কিন্তু সেগুলা খাইতে যাইতে পারতেসি না।
কারন বাসায় ঢুকতে গেলে ঠ্যাং কাদায় ডুবাইয়া যাইতে হবে। উন্নয়ন চলছে চলবে।

২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০৫

সাইন বোর্ড বলেছেন: জাতি এখন দেখার মধ্য দিয়ে অাছে, দেখতে দেখতে যখন চোখ ব্যথা হয়ে যাবে তখন চোখের ডাক্তারের কাছে যাবে । তবু প্রতিবাদে যাবেনা । কারন বেঁচে থাকাটাই বড় কথা । বাস্তব উপলব্ধির জন্য অাপনাকে ধন্যবাদ ।

২| ২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩২

রাকু হাসান বলেছেন: চোরে চোরে মাসতুতো ভাই আর কি । যেখানে কে কার চেয়ে চুরি কম করলো ,সেটাকে ক্রেডিট মনে করে । সেখানে এর চেয়ে ভাল কি আশা করি । আপনার বিষয় বস্তুর সাথে শতভাগ একমত ।

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১৭

সাইন বোর্ড বলেছেন: সহমত পোষনের ধন্যবাদ অাপনাকে ।

৩| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:০৫

ব্লু হোয়েল বলেছেন: চিন্তার কারণ নেই । নাইকো মামলার ছায়া দেখতে পাচ্ছি ।

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১৮

সাইন বোর্ড বলেছেন: দেখা যাক, ছায়া কবে মূর্তি হয়ে উঠে । ধন্যবাদ ।

৪| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১০

ইব্‌রাহীম আই কে বলেছেন: কর্তৃপক্ষের কিছু করার নাই। সব কয়লাতো দিনাজপুর রংপুরের মানুষ দাঁত মেজে শেষ করে ফেলছে। :| :|

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২০

সাইন বোর্ড বলেছেন: সেরকম কাজে লাগালে অবশ্য মন্দ না, দাঁত পরিষ্কার থাকলে রোগ-বালাইও কম হয় । ধন্যবাদ ।

৫| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪০

রাজীব নুর বলেছেন: দেশ দুর্নীতির মহাসড়কে।

২৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

সাইন বোর্ড বলেছেন: কথা সত্য । ধন্যবাদ ।

৬| ২৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রতিটা সেক্টরে যখন লুটে পুটে খাওয়া হচ্ছে তাহলে কয়লা কীভাবে বাদ যাবে?

৭| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৪

চেংকু প্যাঁক বলেছেন: আন্তর্জাতিক মান অনুযায়ী ১-২% কয়লা সিসটেম লস হয়, সেই হিসাবে গত ১৩ বছরে এক কোটি দশ লাখ টন কয়লা উঠানো হইছে এবং লস হইছে এক লাখ ৪৪ হাজার টন। ১.৩% লস। হুজুগে বাংগাল কানের দিকে না তাকায়া আবারো চিলের পিছে দৌড়াইতেছে। সিসটেম লসরে চুরি হিসাবে চালায় দিতেছে - ছাগলের দল।

কোল মাইনিং কোম্পানি অবশ্যই দোষ করছে, কিন্তু সেইটা কয়লা চুরি না। সেইটা হইল কয়লার মজুদের ঘাটতি হইতে পারে তা আগে থেকে সরকারকে জানাইতে ব্যর্থ হওয়া।

৮| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২৫

আঁধার রাত বলেছেন: হুদাই মানুষ চিল্লায়।
এক কেজি পেঁয়াজ কিনে বাসার খাটের নীচে রাখেন। এক মাস পর ওজন দেন দেখবেন ৮৫০ গ্রাম হয়ে গেছে।
এক কেজি ধান রোদে রাখেন, পাঁচ দিন পর ওজন দেন দেখবেন ৯০০ গ্রাম হয়ে গেছে।
চল্লিশ কেজি বেগুন কিনে ভ্যানে করে বিক্রি করতে থাকেন। দিনের শেষে হিসাব করে ৩৮ কেজি বেচতে পেরেছেন। ইহা খুবই স্বাভাবিক নিয়ম।
১০০ গ্রাম কয়লা খোলা স্থানে রাখলে কয়েক বছর পর তা ৯৯ গ্রাম হওয়া খুবই স্বাভাবিক।
এক কোটি টন কয়লা খোলা স্থানে রাখলে কয়েক বছর পর তা ৯৯ লাখ টন হওয়া খুবই স্বাভাবিক সিষ্টেম লস।
হুদাই লাফাইয়েন না। তা দু’এক ট্রাক এদিক সেদিক তো হয়ই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.