নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

তবুও ভোট

৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩০


ভোট নিয়ে এখন অার কেউ তেমন ভাবেনা, তবে ফলাফল জানার একটা অাগ্রহ থাকে অনেকের । যেখানে ভোট হয়, সেখানকার মানুষেরা অবশ্য বোঝে, কার ভোট কে দিয়েছে, অন্ধকারে দিয়েছে না অালোতে দিয়েছে, জোর করে দিয়েছে না প্রতিপক্ষের এজেন্টদের বের করে দিয়েছে, কেন্দ্রের ভেতরে দিয়েছে না কেন্দ্রের বাইরে থেকে দিয়ে নিয়ে এসেছে ।

এরপর ফলাফল । ছক কি অাগেই করা ছিল না ভোটের অবস্থা বুঝে করা হলো, ফলাফল কি উল্টিয়ে দে্য়া হলো না সোজা রাখা হলো, এই অাসনটা কি নিজেরাই রাখলো না প্রতিপক্ষকে ছেড়ে দিলো, ছেড়ে দিলে কত ভোটের ব্যবধানে ছাড়লো, নিজেরা রাখলে ভোটের ব্যবধানটা বড্ড বেশি হাস্যকর হয়ে গেল ।

ফলাফল নিশ্চিৎ হওয়ার পর ভাবে, এখানকার ভাগে সরকার দল পড়ে ভাল হয়েছে, নির্বাচিত মেয়রকে পাঁচ বছর জেল খাটতে হবেনা, বেশি বেশি কাজ অাসবে, কাজ অাসলে টাকা অাসবে, টাকা অাসলে উন্নয়নে পকেট ভরবে, হাউ কাউ কম হবে, বড় নেতা থেকে পাতি নেতারা স্বস্তিতে থাকবে...

এসবই যেখানে ভোট হয় সেখানকার মানুষের কথা । অন্যদের ভাবনা পুরোপুরি অনুমান নির্ভর, তবে যারা এসব চিত্র খুব কাছ থেকে দেখেছে তাদের অভিজ্ঞতা একটু বেশি । অনেকটা মর্জিনার বাবার মতো । বাংলাদেশে ভোটের হিসেব করতে পানের দোকানে সংসদ বসানো লাগেনা ।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

বলেছেন:
শেষ লাইনটি সের
পানের দোকান parliament----

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৭

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা ।

২| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব সিস্টেম হয়ে গিয়েছে। এসব ভোট না। ভোট নামের কলংক। এর চেয়ে রাজতন্ত্রও ভালো...

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৬

সাইন বোর্ড বলেছেন: এসব দেখার জন্যই হয়ত এ দেশ স্বাধীন হয়েছিল, কি দরকার ছিল এ স্বাধীনতার ? ধন্যবাদ ।

৩| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩৭

প্রশ্নবোধক (?) বলেছেন: দেশের ভিক্তিমূল স্থাপন কারীদের সরিয়ে দিয়ে এর চেয়ে কি আর পেতে পারেন???

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৩

সাইন বোর্ড বলেছেন: অামরা এসব দেখে দেখে এখন অভ্যস্ত হয়ে গেছি, হয়ত প্রতিবাদ করার ক্ষমতাও হারিয়ে ফেলেছি । অাপনার উপলব্ধি সঠিক । ধন্যবাদ ।

৪| ০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:১২

রাজীব নুর বলেছেন: বড় মজার ভোট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.