নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

বালের হিসাব

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৩১


এত দিন সবাই জানতো
বাল তো বাল'ই, তার অাবার হিসাব কি ?
দীর্ঘদিন না কাটলে বড় জোর সেগুলো অাকাটা বাল
যদিও নতুন ও কাঁচা বালের ক্ষেত্রে হিসাবটা একটু ভিন্ন

কিন্তু কিছু পাকা ও ঝুনো বাল ?
যা কিনা বাড়তে বাড়তে বাড়তে বাড়তে একেবারে মঙ্গল-গ্রহ ধর ধর ?
তাদের এখন শুধু লম্বা বালের হিসাব দিয়ে পার পাওয়ার সুযোগ কম
কারন এতদিন তারা বালে যথেষ্ট সাবান ও স্যাম্পু দিয়ে সিল্কি করেছে
তারপর তেল দিয়ে দিয়ে লম্বা করেছে,
কেউ কেউ অাবার জেল মেরে খাড়া রেখেছে, যাতে
১৮ কোটি অাবালকে ডোন্ট কেয়ার করা যায় সহজে

এদের প্রত্যেকের হিসাব নেওয়ার জন্য রাস্তায় নেমেছে প্রজন্ম...
ওদের কাছে পুলিশও এখন নতুন চ্যাটের বাল ।

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৪২

চাঁদগাজী বলেছেন:


পর্ণকবি?

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৪৮

সাইন বোর্ড বলেছেন: এরকম কবিতা এ ব্লগে কি এটাই প্রথম পড়লেন ? এটা সময়ের কথা, অন্তরে জ্বালা ধরলে কিছু করার নেই । ধন্যবাদ ।

২| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৫৮

আছির মাহমুদ বলেছেন: 'সা-বাল-ক' দের কর্মকাণ্ডে 'না-বাল-ক' রা যে ওদের বাল ধরে টানাটানি করবে এটা আর নতুন কি???

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:১৪

সাইন বোর্ড বলেছেন: অাপনি কবিতার থিমটি ধরতে পেরেছেন জেনে ভাল লাগল, অাপনাকে অনেক ধন্যবাদ ।

৩| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৫৮

হাসান কালবৈশাখী বলেছেন:
সামু কি নীতিমালা বদলালো?

সামুতে অশ্লিল শব্দযুক্ত কমেন্ট বা পোষ্ট মুছে দেয়া হতো।
লেখকের শাস্তি ছিল জেনারেল।

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:২১

সাইন বোর্ড বলেছেন: ব্লগে প্রকাশিত গত চার দিনের শিরোনাম ও লেখা গুলো পড়ুন, লেখার ভাবনা অাপনার বিপরীতে গেলেই ব্লগের নীতিমালার কথা বলে কান্নাকাটি করার কোন মানে হয় না । ধন্যবাদ ।

৪| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:১৮

শাহারিয়ার ইমন বলেছেন: মূল বিষয় অন্যভাবেও বলা যেত

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:২৭

সাইন বোর্ড বলেছেন: অাপনি ঠিকই বলেছেন, অাসলে এটা সময়ের পরিপ্রেক্ষিতেই এসেছে । গত কয়েক দিনে অনেক অশ্লীল লেখা ব্লগে এসেছে, অামি মনে করি সেগুলোও সময়ের পরিপ্রেক্ষিতেই এসেছে । অামার অাগের লেখা গুলো পড়লে অাশা করি অাপনার ভুল ভাঙ্গবে । অনেক ধন্যবাদ ।

৫| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:


পুলিশে উড়িয়ে দিলে দেশ সিরিয়া হতে ২৪ ঘন্টা লাগবে! বাস্তবে আসেন, আবেগের *ল বেশি বড় করতে নেই! সীমা রাখতে হয়।

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৫২

সাইন বোর্ড বলেছেন: ছাত্রদের এই অান্দোলন অাপনার পছন্দ নয়, সেটা অাপনার অনেক গুলো কমেন্ট পড়ে বুঝতে পেরেছি, যারা অলরেডি বহু অাগেই সীমা ছাড়িয়ে গেছে, তাদেরকেও বলুন । অসংখ্য ধন্যবাদ অাপনাকে ।

৬| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৪৯

যবড়জং বলেছেন: তোমরা কারা ?
পাতা রাশি
তোমরা কারা ?
তার উপরে ঘষি
তোমরা কারা ?
পাল
টেনে ছিড়ে নিব **
(গ্রাম্য কবিতা )

আবাল দের কথায় কান দেওয়ার দরকার নাই +++

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৫৪

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ অাপনাকে ।

৭| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:

সাপ। মারতে লাঠি ভাংলে চলবে....

০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ২:৫২

সাইন বোর্ড বলেছেন: মোটেই না, ধন্যবাদ ।

৮| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৫৯

ইফতেখার ভূইয়া বলেছেন: এই ধরনের ভাষা ব্যবহারে উৎসাহিত করতে পারছিনা। ভালো থাকুন।

০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৩

সাইন বোর্ড বলেছেন: এখানে একটা ভাবনাও কিন্তু অাছে, ধন্যবাদ ।

৯| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৩

রাজীব নুর বলেছেন: সঠিক সময়ে থামাও এক ধরনের সাফল্য....

০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৫

সাইন বোর্ড বলেছেন: সঠিক সময় এসেছে কিনা সেটা অাগে দেখতে হবে, ধন্যবাদ ।

১০| ০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এ ধরনের শব্দ চয়ন ছাড়াও দারুন প্রতিবাদী কবিতা রচিত হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.