নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

শিক্ষার্থী-অান্দোলন বিরোধীদের এত খুশী হওয়ার কিছু নেই

০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৫


ধরে নেওয়া যায় শিক্ষার্থী-অান্দোলন অাপাতত শেষ, কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে, একথা বলা যাবে না । কারন তাদের শরীরে পুলিশ-ছাত্রলীগের এক চেচিয়া মারের ঘা শুকিয়ে গেলেও মনের ঘা এত তাড়াতাড়ি শুকোবে না - এ কথা নিশ্চিৎ করে বলা যায় ।

এখান থেকে শুরু হলো তাদের চিন্তা ও চেতনার বিকাশ । এখন থেকে তারা দেশ, মাটি, মানুষকে জানতে ও বুঝতে শিখবে, সর্বপরি তাদের মধ্যে জেগে উঠবে জাতীয় চেতনাবোধ । ভবিষ্যৎ বাংলাদেশকে তারা অবশ্যই দেখতে চাইবে ভয়হীন, শংকাহীন দেশ হিসেবে । বছরের পর বছর ধরে সরকার ও একটা গোষ্ঠী মিলে অন্যায় করে যাবে অার সেটা তারা মেনে নিতেই থাকবে - তা হয়ত অার সম্ভব হবে না । অতএব, একথা নিঃসন্দেহে বলা যায়, তারা বড় ধরণের একটা ঝাকুনি দিয়ে বুঝিয়ে দিয়ে গেল, ভবিষ্যৎ এ অন্যায় করে এত সহজে কেউ অার পার পেয়ে যেতে পারবে না ।

অাবার সেই পুরানো প্রবাদ - সাধু, সময় থাকতে সাবধান !

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: এরা শুধরাবে না। এঁদের গণপিটুনি ছাড়া শুধরানোর উপায় নেই।

০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

সাইন বোর্ড বলেছেন: যে যত বেশি অন্যায় করবে তার পরিনতি তত বেশি ভয়ংকর হবে, মাঝখানে শুধু কিছু সময়ের অপেক্ষা । ধন্যবাদ ।

২| ০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

বিজন রয় বলেছেন: আমি খুব হতাশ।
আশা দেখি না।

দেশে যখন ভাল কিছু হয় তখন সরকার তা খেয়ে ফেলে।

০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২১

সাইন বোর্ড বলেছেন: এরা বার বার জেগে উঠবে, যুগে যুগে জেগে উঠবে । অন্যায়কারী নৈতিকভাবে সব সময় দূর্বল থাকে । অতএব, অামি এখনি এতটা হতাশ হচ্ছিনা । ধন্যবাদ ।

৩| ০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

চাঁদগাজী বলেছেন:



সব বাংগালী স্কুল, কলেজ ও ইউনিভার্সিটিতে থাকাকালীন প্রগ্রেসিভ, সৎ, ভালো, বিপ্লবী।

তোফায়েল, আমান উল্লাহ আমান, ইলিয়াস আলীরা এক সময়ের হিরো

০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০২

সাইন বোর্ড বলেছেন: অাপাততঃ অামরা ওদের বর্তমানটাকেই সম্মান জানাবো; পরিনত বয়সে তোফায়েল, আমান উল্লাহ আমান, ইলিয়াস আলী না হয়ে এদের বিপরীতটাও তো হতে পারে । এখনি অামরা নিরাশ হবো কেন ? অনেক ধন্যবাদ অাপনাকে ।

৪| ০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঝাঁকুনি তো দিল। এখন তারা যেন সরকারী পদে গিয়ে সৎ থাকে সেটাই দেখার বিষয়...

০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৭

সাইন বোর্ড বলেছেন: সেটার জন্য অপেক্ষা করতে হবে, তবে তাদের মধ্যে যে বোধ জেগে উঠেছে অাপাতত সেটাকেই অামাদের সম্মান জানানো উচিৎ । ধন্যবাদ অাপনাকে ।

৫| ০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নোংরা রাজনীতি দুর হোক।

০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৮

সাইন বোর্ড বলেছেন: এটা সাধারন অাম জনতা সবাই চাই, অাপনার উপলব্ধি সঠিক । অসংখ্য ধন্যবাদ ।

৬| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৭

পদ্মপুকুর বলেছেন:


আমি মনে করি-অন্যায়ভাবেন এই আন্দোলন প্রতিহত করার মধ্য দিয়ে আওয়ামীলীগের দীর্ঘমেয়াদি ক্ষতি হয়ে গেলো। ভেবে দেখুন, এই বাচ্চারা, যাদের অধিকাংশেরই শিক্ষাজীবন ১০ বছর পার হয়নি। অন্যদিকে আওয়ামীলীগ শাসক হিসেবে আছে প্রায় দশ বছর হতে চললো। এখন এই শিশু কিশোরদের কাছে আজকের এই মুক্ত যোগাযোগমাধ্যমের যুগে, আপনি যতই জামায়াত বিএনপির দুঃশাসন দুঃশাসন বলে চিৎকার করেন না কেনো, তারা দেখছে এই সরকারের দ্বিমুখীতা, স্বৈরাচারিতা আর ন্যায্য দাবিতে সমর্থনের বদলে অন্যায় অত্যাচার।

আপনার কি মনে হয়, শিশু মানসের এই প্রভাব আওয়ামীলীগের জন্য ভালো হবে? আমার তো মনে হয় না।

০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৬

সাইন বোর্ড বলেছেন: ঠিক বলেছেন অাপনি, ভবিষ্যৎ এর প্রতিফলন পড়বে দীর্ঘ মেয়াদি এবং সেটা অবশ্যই বর্তমান সরকারের বিপক্ষে যাবে । অসংখ্য ধন্যবাদ অাপনাকে ।

৭| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৩

কলাবাগান১ বলেছেন: ৭দিন ধরে রাস্তায় বসে আছে..কোন টোকা নাই এটা অন্যায় অত্যাচার??? @পদ্মপুকুর

মাস ধরে বসে থাকলে জামাতি-রাজাকার রা আরো গুজব ছড়িয়ে ফায়দা লোটার সময় পেত.... সেটা হাতছাড়া হয়ে গেল??

এখন একজন কে দেখছি সেনাবাহিননীকে উসকে দিতে চাচ্ছেন। উনি একবার হাসিনার উপর গাড়ী তুলে দিয়ে দেখতে বলছেন...। উনার বাচ্চাদের জন্য মায়াকান্না যে আসলে সরকার পতন করে জামাতি-রাজাকারদের গাড়ীতে পতাকা উঠানো ধান্ধা সেটা উনার হা হুতাশ দেখেই বুঝা যায়

০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৫

সাইন বোর্ড বলেছেন: সরকার প্রথমে দাবী গুলো মেনে নিলে এরকম অবস্থা তৈরী হতো না, অাসলে সাধারন মানুষ তো বুঝে সরকারের ভয়টা কোথায় ? অার সব কিছুতে জামাত-বিএনপির গন্ধ না খুঁজে সঠিক অবস্থাকে অনুধাবন করতে শিখুন । কেউ কিছু বললেই তার গায়ে একটা লেবেল না লাগিয়ে নিজের শরীরের দিকে খেয়াল করুন যে অাপনার গায়েও এরকম একটা লেবেল অাছে কিনা, তাহলে অার কোন সমস্যা থাকবে না । ধন্যবাদ ।

৮| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: একটা বিশাল প্রজন্ম আওয়ামী বিরোধী হয়েই বেড়ে উঠবে!
যারা ৭২-৭৪ দেখেনি, বিশ্বাস করেনি তারা ভরসা করেছিল পরিবর্তনে!
কিন্তু যে বিভৎস রুপ দেখল নিরবে সরবে - এ প্রজন্ম ভুলবেনা ভুলতে দেবেওনা।

একটা নতুন ধারার প্রজন্মের জন্ম হল।

০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২৭

সাইন বোর্ড বলেছেন: ঠিক বলেছেন অাপনি, ভবিষ্যৎ এর প্রতিফলন পড়বে দীর্ঘ মেয়াদি এবং সেটা অবশ্যই বর্তমান সরকারের বিপক্ষে যাবে । অসংখ্য ধন্যবাদ অাপনাকে ।

৯| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৮

এটম২০০০ বলেছেন: আমি মনে করি-অন্যায়ভাবেন এই আন্দোলন প্রতিহত করার মধ্য দিয়ে আওয়ামীলীগের দীর্ঘমেয়াদি ক্ষতি হয়ে গেলো। ভেবে দেখুন, এই বাচ্চারা, যাদের অধিকাংশেরই শিক্ষাজীবন ১০ বছর পার হয়নি। অন্যদিকে আওয়ামীলীগ শাসক হিসেবে আছে প্রায় দশ বছর হতে চললো। এখন এই শিশু কিশোরদের কাছে আজকের এই মুক্ত যোগাযোগমাধ্যমের যুগে, আপনি যতই জামায়াত বিএনপির দুঃশাসন দুঃশাসন বলে চিৎকার করেন না কেনো, তারা দেখছে এই সরকারের দ্বিমুখীতা, স্বৈরাচারিতা আর ন্যায্য দাবিতে সমর্থনের বদলে অন্যায় অত্যাচার।

আপনার কি মনে হয়, শিশু মানসের এই প্রভাব আওয়ামীলীগের জন্য ভালো হবে? আমার তো মনে হয় না.
I fully endorse your comment. Time would prove, Hasina was a curse for this nation.

০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২৪

সাইন বোর্ড বলেছেন: দেখুন ৫২ থেকে ৬৯, ৭১ এ ছেলেরা পাকিস্থানের শাসকদের বিরুদ্ধে অান্দোলন করতে করতেই বড় হয়েছে, পাকিস্থান মানেই ছিল বাংলাদেশের মানুষের অধিকার হরণ, তাদের কার্যকলাপে তাদেরকে বন্ধু ভাবার কোন সুযোগ ছিলনা । এখনকার অবস্থাটাও কি সেরকম নয় ? অসংখ্য ধন্যবাদ অাপনাকে ।

১০| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৯

লায়নহার্ট বলেছেন: {চাঁদগাজী বলেছেন: সব বাংগালী স্কুল, কলেজ ও ইউনিভার্সিটিতে থাকাকালীন প্রগ্রেসিভ, সৎ, ভালো, বিপ্লবী।
তোফায়েল, আমান উল্লাহ আমান, ইলিয়াস আলীরা এক সময়ের হিরো
}

০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৭

সাইন বোর্ড বলেছেন: অাপনি নিজেও কিছু বলুন, উনি তো উনার ঐতিহাসিক সব যুক্তি খাড়া করবেই । ধন্যবাদ অাপনাকে ।

১১| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৮

রাকু হাসান বলেছেন: শেষ হবার নয় ,বলা যায় আন্দোলনের প্রথম দৃশ্য নাট্যমঞ্চে প্রদর্শিত হলো ।

০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৫

সাইন বোর্ড বলেছেন: গভীরভাবে চিন্তা করলে সেটাই সবাই মনে করবে, অনেক ধন্যবাদ অাপনাকে ।

১২| ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৭

রাজীব নুর বলেছেন: সব কিছু তো এখন দিনের আলোর মতো পরিস্কার।

০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৪

সাইন বোর্ড বলেছেন: যেমন অাপনিও অাপনার অবস্থানটা পরিস্কার করে দিলেন, ধন্যবাদ ।

১৩| ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫০

করুণাধারা বলেছেন: এত উৎকণ্ঠা এত দুঃখ আর এত ঘৃণার মধ্যে আশা এটুকুই- এরা বড় হয়ে সঠিক পথ দেখাবে।

ভালো লেগেছে 6 নাম্বার মন্তব্য।

০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৪

সাইন বোর্ড বলেছেন: অাপাততঃ এটুকুই অামাদের শান্তনা, ওরা যেন ওদের অাদর্শকে ধরে রাখতে পারে । অসংখ্য ধন্যবাদ অাপনাকে ।

১৪| ০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৪

লায়নহার্ট বলেছেন: {বর্তমানে মানুষের চিন্তা চেতনায় ইতিবাচকতাই বেশি}

০৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১২

সাইন বোর্ড বলেছেন: জেনে ভাল লাগল, ধন্যবাদ ।

১৫| ০৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২০

হাসান জাকির ৭১৭১ বলেছেন: দেখা যাক এরা আমাদের প্রত্যাশা ভবিষ্যতে কতটুকু পূরণ করতে পারে।
আপাতত অপেক্ষা........

০৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

সাইন বোর্ড বলেছেন: সামনে ভাল কিছুর প্রত্যাশা অামরা করতেই পারি, ধন্যবাদ অাপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.