নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
ইদানিং খুব অাঙুল উঠে
বাড়তি ভুড়িতে তেলের সাথে মাংস
ক্ষয় পড়া গালে জমা হয় অার অাঙুল উঠে...
অথচ কখনো তেলচাটি মার্কা পেট ছিলোনা
যে বর্ষার অাগেই পেট গুড়গুড় করে উঠবে
অার অাঙুল উঠবে; যাতে
শেষ রাতের মোরগের ডাকে
খুঁজে পাওয়া যায় যৌবনের গন্ধ
বানের জলে ভেসে যাক যত কচুরিপানা...
লালঘর, কালোঘর দেখাতে অার ভাল্লাগেনা
প্রতিদিন কলপ করা মোঁচে তা দিয়ে
একটু একটু করে অাঙুল উঠবে
নির্ভয়ে...
অাঙুলের দোষ দিয়ে কোন লাভ নেই
২৬ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৩
সাইন বোর্ড বলেছেন: বলেছেন: অন্য কিছু নয় ? যেমন ধরুণ ক্ষমতার অহংকার, তুচ্ছ-তাচ্ছিল্, তুই অাবার কে.....ইত্যাদি ইত্যাদি
২| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৩
সনেট কবি বলেছেন: গুড
২৬ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪৭
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ অাপনাকে ।
৩| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫০
স্রাঞ্জি সে বলেছেন:
সুন্দর ++
২৬ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪৮
সাইন বোর্ড বলেছেন: অাপনাকে ধন্যবাদ ।
৪| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১৯
আশিক হাসান বলেছেন: অন্যকে দোষী সাবস্ত্য অথবা তুচ্ছ করার জন্য এই হাতের একটি আঙুল দিয়ে ইশারা করছি কিন্ত খেয়াল রাখতে হবে যে আমারই সেই একই হাতের অন্য আঙুলগুলো কিন্ত আমার দিকেই ইশারা করছে।
২৬ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪৭
সাইন বোর্ড বলেছেন: যারা অাঙুল উঠায় তারা সেটা খেয়াল রাখেনা, রাখলে ভাল হতো । অনেক ধন্যবাদ অাপনাকে ।
৫| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১:১৪
বাকপ্রবাস বলেছেন: কাটার ব্যবস্থা থাকলে আর উঠবেনা, কবিতা ভাল লেগেছে
২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০০
সাইন বোর্ড বলেছেন: যারা কথায় কথায় অাঙুল উঠায় তাদের অাঙুল কাটবে কে ? ধন্যবাদ অাপনাকে ।
৬| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:২৫
রাজীব নুর বলেছেন: এক মেয়ে ১০০ জন ছেলের কাছে প্রশ্ন রেখেছে- ''যদি তুমি ভালবাসো , ভালো করে ভেবে এসো।''
২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৮
সাইন বোর্ড বলেছেন: ১০০ জনের মধ্যে কি অাপনিও ছিলেন ? মেয়েটা মনে হয় ভালবাসার কারবারি করতে চায়, তা না হলে এত ছেলেকে কেন জিজ্ঞাসা করতে যাবে । ধন্যবাদ অাপনাকে ।
©somewhere in net ltd.
১| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৫
ঢাবিয়ান বলেছেন: এইটা এখন জনপ্রিয় সেলফি স্টাইল।