নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
তুমি আমাকে ক্রমশ ভয় দেখাচ্ছো, আর
ব্লাকমেইল করে বলছো -
অনেকগুলো টাকা দিতে হবে আমাকে,
তা না হলে আমার পেটে নাকি লাথি মারবে
অামি অসহায়ের মতো দু'জনকে ফোন দিলাম,
তারা বলল, ও একটা হারামির বাচ্চা
ওকে পাত্তা দেওয়ার কিছু নেই
এখন প্রকৃতি কিছুটা নির্ঝন্ঝাট হলেও
আকাশে ভাদ্রের মেঘ,
এই বৃষ্টি তো এই ঠা ঠা রোদ...
অথচ আমার একটা চাঁদতারা আকাশ দরকার
যেখানে খুঁজে দেখতে চাই
কোথাও এক বিন্দু বিশ্বাস পাওয়া যায় কি না ।
২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৪
সাইন বোর্ড বলেছেন: ভালবাসলেই যে কেউ প্রতারণা করবে না, তার গ্যারান্টি কি ? ধন্যবাদ অাপনাকে ।
২| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৭
বিজন রয় বলেছেন: নাম কোন গ্যারান্টি নেই।
তবে ভালবাসা প্রকৃত হলে প্রতরণা কম হয়।
২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৬
সাইন বোর্ড বলেছেন: প্রকৃত ভালবাসা বুঝবেন কি করে ? তবে এটা ঠিক যে, একটা পরিস্থিতিতে গিয়ে প্রকৃত ভালবাসার মানুষও কখনো কখনো প্রতারণা করে থাকে । তারপরও মানুষকে ভালবাসতে হবে । অাবারও ধন্যবাদ অাপনাকে ।
৩| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: বিশ্বাস নামক জিনিস'টা এখন আর খুব একটা দেখা যায় না। চারদিকে বিশ্বাসঘাতক, বেঈমানদের আনাগোনা, জয়গান।
২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৮
সাইন বোর্ড বলেছেন: ইদানিং অামার কাছেও তাই মনে হচ্ছে । ধন্যবাদ অাপনাকে ।
৪| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০২
বিজন রয় বলেছেন: ভালবাসা প্রকৃত কিনা তা যে ভালবাসে সেইই ভাল জানে। তবে মানুষ বড় ছন্নছাড়া জাতি।
২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৬
সাইন বোর্ড বলেছেন: ঐ যে বিরূপ পরিস্থিতির কথা বললাম, তখন চেনা ভালবাসাও অচেনা হয়ে যায় ।
৫| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৩
বাকপ্রবাস বলেছেন: ধনি উচ্চশিক্ষিতদের মাঝেও এমন স্বভাব আছে, পেতে চায় এবং নির্যাতনও করে।
২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৭
সাইন বোর্ড বলেছেন: বাস্তব অনুভব, ভাল লাগল । অাপনাকে ধন্যবাদ ।
৬| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১১
সূচরিতা সেন বলেছেন: সুন্দর ।+++++++++
২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৫
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ অাপনাকে ।
৭| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৭
সেলিম আনোয়ার বলেছেন: আমার আকাশে চাদ কিন্তু ঠিকই আছে। ঢং এর চোটে অমাবস্য দেখা দিয়েছে।
২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৯
সাইন বোর্ড বলেছেন: এখন অমাবস্যা দূর করার উপায় বের করতে হবে । ধন্যবাদ অাপনাকে ।
৮| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২৮
অব্যক্ত কাব্য বলেছেন: আমার একটা চাঁদতারা আকাশ দরকার
অথচ এখানে ঘোর অমাবস্যা।
২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৮
সাইন বোর্ড বলেছেন: হ্যাঁ, ঠিক তাই । অসংখ্য ধন্যবাদ অাপনাকে ।
৯| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
©somewhere in net ltd.
১| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪২
বিজন রয় বলেছেন: বিশ্বাস অনবরত ভালবাসার ফসল।
++++