নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

জুজু

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৫


যার নিজের কোন কলংক নেই, তার অাছে শেষ রাতের মোরগের ডাক । সে শুধু বাঁক দিয়ে বলতে পারে, তোমরা জেগে ওঠো, তা না হলে মায়ের খুব বিপদ হবে, অস্ত্র হাতে পাওয়ার পর ওরা এক লাখ মোরগ-মুরগিকে এক দিনে কচুকাটা করবে, রক্তে ভেসে যাবে দেশ; ঘর-বাড়ি, দালান-কোঠা, গরু, ছাগল, ক্ষেতের ফসল সব জ্বালিয়ে দেবে । কী ভয়ংকর কথা !

যে মা তার সন্তানদের এত দিন ধরে স্নেহ-মমতা দিয়ে অাগলে রেখেছে, সে মা কি পারে এসব কথা শুনে তার সন্তানদের মৃত্যুর মুখে ঠেলে দিতে ? পারে না । অার পারেনা বলেই তাকে অনেক কৌশল অবলম্বন করতে হয় সন্তানদের বাঁচাতে । পান থেকে চুন খসার অাগেই টের পেতে হয়, চুন খসে পড়বে । তা না হলে তো এত মোরগ-মুরগিকে মৃত্যুর হাত থেকে রক্ষা করা যাবে না । নিজের কথা না হয় বাদ'ই রইল ।

তারপরও এক দল পাতিহাঁস, নোংরা কাদা ঘাঁটে অার প‌্যাঁক প‌্যাঁক করে বলে মৌসুমী ঐক্য গড়ার কথা । অথচ এরা একবারও ভাবেনা তাদের গলার নিচে ছুরি চালিয়ে দিলেও বড় বড় রাজহাঁস মুখে কুলুপ এঁটে নাকে সরিষার তেল দিয়ে ঘুমাবে ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: বড়বড় রাজহাসদের কোনো মৌসুমের খাদ্যের অভাব হয় না। পাতিহাঁসের দল বর্ষাতে একটু বেশি প্যাঁক প্যাঁক। এসময় ছোটমাছ, পোকা-জোকা একটু বেশি জুটে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০০

সাইন বোর্ড বলেছেন: হয়ত তাই, অনেক ধন্যবাদ অাপনাকে ।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩

রাজীব নুর বলেছেন: যত অধিক অস্বিকার, তত অধিক সংঘর্ষ, আর যত অধিক গ্রহন ক্ষমতা, ততই অধিক সুখ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯

সাইন বোর্ড বলেছেন: অনেকেই বাণী ছাড়তে পছন্দ করি, মানতে নয় । ধন্যবাদ ।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭

শাহারিয়ার ইমন বলেছেন: আবার কি জাতি ৯/১১ দেখবে?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০২

সাইন বোর্ড বলেছেন: সে কথা বলার সময় হয়ত এখনো অাসেনি, অপেক্ষা করতে হবে । ধন্যবাদ ।

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১

আল মাহফুজ মাহিন বলেছেন: সহমত

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১০

সাইন বোর্ড বলেছেন: অাপনাকে ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.