নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
কারোর'ই কোন পাপ নেই, যেমন
জোর করে কেউ কেড়ে নেয়নি কারো অধিকার
হত্যা, খুন, গুম করে ছড়ায়নি কোন অাতংকো
কিংবা মতিঝিলের পিচ ঢালা পথে
রাতের অাঁধারে কেউ লাগায়নি কোন রক্তের দাগ
তবু চোখ বন্ধ করলেই কেন যেন জাহান্নামের অাগুন
দাউ দাউ করে জ্বলে...
হাত ফসকালেই কি এক লক্ষ লাশের নগরী ?
চাপ চাপ রক্ত অার রক্ত...
কেউ তো কোন পাপ করেনি
শুধু একটুখানি হাড়িভাঙ্গা সময় অার কপালের লিখন ছিল
দেখতে দেখতে কখন যে দশ বছর পার !
অথচ দুয়ারে এসে অনবরত কড়া নাড়ে ৪১...
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৯
সাইন বোর্ড বলেছেন: কে অার সহজে বুড়ো হতে চায়, ধন্যবাদ অাপনাকে ।
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৫
ঢাবিয়ান বলেছেন: পচে গেলেও এককালেতো ছাত্রনেতাই ছিলেন। কতক্ষন আর আউল ফাউল বক্তব্য দেয়া সম্ভব। মুখ ফসকে ভেতরের আতংকটা বের হয়ে গেছে।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২১
সাইন বোর্ড বলেছেন: পাপ করলে প্রায়শ্চিত্তের জন্যেও তৈরী থাকতে হবে, এটাই স্বাভাবিক । ধন্যবাদ অাপনাকে ।
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০
জুনায়েদ বি রাহমান বলেছেন: কাব্যিক প্রকাশ ভালো লেগেছে।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫
সাইন বোর্ড বলেছেন: যাক, একটা কিছু ভাল লেগেছে । ভাবনা না হয় অপছন্দই হলো । অসংখ্য ধন্যবাদ ।
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৫
রাজীব নুর বলেছেন: আমি যখন জীবনানন্দের কবিতা পাঠ করি তখন প্রতিটি লাইন পড়ে আমাকে থামতে হয়, বার বার থামতে হয়।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১২
সাইন বোর্ড বলেছেন: জীবনানন্দের সময় জীবনানন্দই ছিল অাধুনিক, তারপর অাধুনিক কবিতার অনেক পরিবর্তন হয়েছে এবং প্রতিনিয়তই হচ্ছে । অনেক ধন্যবাদ অাপনাকে ।
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভাবনাও ভালো লেগেছে। উপস্থাপনের এই ধরনটা আমার একটু বেশিই ভালো লাগে।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯
সাইন বোর্ড বলেছেন: জেনে অারো ভাল লাগল, ধন্যবাদ এবং শুভ কামনা ।
৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন:
আতংক কত গভীর হলে এমন হয়?
আতংক আর ত্রাস জ্যামিতিক পৌন:পুনিকতায় বাড়ে
অগোচরে বাড়ে সংখ্যাও
স্বপ্ন আজীবনের থাকলেই কি হয়?
সাদ্দাতের স্বপ্ন দরজার এপারে একপা ওপারে স্বর্গেও
আজ্রাইল আ: বড়ই বেরসিক
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪২
সাইন বোর্ড বলেছেন: তারপরও যে ক্ষমতাকে ছাড়তে মন চায় না, ভবিষ্যৎটা ওরা ভবিষ্যৎতের হাতেই রেখে দিতে চায়, তবু ক্ষমতা ছাড়বে না । অসংখ্য ধন্যবাদ অাপনাকে ।
৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
সৈয়দ ইসলাম বলেছেন:
রোলারও কাঁদে নিরব শব্দে; কাঁধে না কেবল
পাপিষ্ঠের মন,
বয়সের ভারে আমাদের বিবেকে আহাজারি শুনা যায়
যায় শুনা কেবলই ক্রন্দন!
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৭
সাইন বোর্ড বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০১
বার্ণিক বলেছেন: ভাল লেগেছে।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৭
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭
বাকপ্রবাস বলেছেন: ৪০ পার কইরা মনটা এখনো ২১শে পইড়া রইল, বুইড়া হইতে মন চায়না।