নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

ঘুগনি ভাজা

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৩


ঘুষ//

টেবিলের উপরের হাতের চেয়ে
নিচের হাতটা বেশি ভালো লাগে

তাতে সুরভি জর্দার ঘ্রাণ পাওয়া যায় ।

ইলিশ//

পকেটে বাড়তি আশীর্বাদ না থাকলে
ভাদ্র মাসের ইলিশেও
কোন তেল পাওয়া যায় না

যতই তুমি স্বাদের কথা বলো ।

ক্যানসার//

এক বছর পর রোগী জানলো
তার শরীরে কোন অসুখ ছিল না

শুধু ক্যানসার দেওয়া হয়েছিল ।

ক্রিকেট//

হেরে যাওয়াতে কোন লজ্জা নাই
তবে জিতলে নাগিন ড্যান্স আছে ।

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৩

রাজীব নুর বলেছেন: এই যে ঘুগনি-
ছবি দিয়েছেন ছোলা'র।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭

সাইন বোর্ড বলেছেন: এটা কি দিয়ে তৈরী ?
প্রবাদটা এরকম, "শালার ছোলা শহরে এসে ঘুগনি হয়েছে" ।
ধন্যবাদ ।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০২

মাহমুদুর রহমান বলেছেন: শেষেরটা দারুন বলেছেন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৪

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৩

তারেক ফাহিম বলেছেন: গেরামের লতি, বাজারে উঠলে তরকারি, ট্রাকে উঠলে মাল B-)

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২১

সাইন বোর্ড বলেছেন: কারেক্ট, ধন্যবাদ অাপনাকে ।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২০

শামচুল হক বলেছেন: দারুণ

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২২

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৮

সনেট কবি বলেছেন: সুন্দর+

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৯

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২১

সায়ন্তন রফিক বলেছেন: ঘুষ এবং ইলিশ ভালো লেগেছে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১২

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭

এ.এস বাশার বলেছেন: ভালো,,,,,,,লাগলো.................

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩

সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৫

রাকু হাসান বলেছেন: আপাদত ক্রিকেটকে উপভোগ করি :) । বাংলাদেশ ভাল খেলুক ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

সাইন বোর্ড বলেছেন: এটা কে না চাই, কিন্তু ধারাবাহিকভাবে যখন খারাপ খেলতেই থাকে, সমস্যাটা তখনই । অনেক ধন্যবাদ অাপনাকে, ভাল থাকুন নিরন্তর ।

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১

বাকপ্রবাস বলেছেন: প্রত্যেকটাই ভাল লেগেছে ++++

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

সাইন বোর্ড বলেছেন: অনেক ধন্যবাদ অাপনাকে, ভাল থাকুন নিরন্তর ।

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

ওমেরা বলেছেন: আপনাদের একটু ভুল হয়েছে , ছোলা কেন ঘুগনী হবে । ছোলা হচ্ছে ছোলা কোথাও চনা বলে কোথাও বুট বলে





১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮

ওমেরা বলেছেন: আপনাদের একটু ভুল হয়েছে , ছোলা কেন ঘুগনী হবে । ছোলা হচ্ছে ছোলা কোথাও চনা বলে কোথাও বুট বলে।
সেটা এটা

আর ঘুগনী তৈরী করে ডাবলী দিয়ে সেটা হল এটা —-

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০

সাইন বোর্ড বলেছেন: শুনেন ভাই, ঘুগনির যখন জন্ম হয়েছে তখন ডাবলি নামক এই বদ-হজমি জিনিসটি বাংলাদেশে অাসেনি, এতএব ডাবলি দিয়ে খাবার বানিয়ে অাপনি ঘুগনি নাম দিতে পারেন, কোন সমস্যা নাই । কিন্তু ঘুগনির পয়দা ঐ ছোলা থেকেই, এতে কোন সন্দেহ নাই । তার চেয়ে অাপনি বরং অামার এই ঘুগনি ভাজা লেখা সম্পর্কে কিছু বলুন । অনেক ধন্যবাদ ।

১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৯

মেহেদী হাসান হাসিব বলেছেন: ঘুষ, ক্যান্সার বেশি ভাল লেগেছে।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭

সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.